নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আমার দেশে স্বপ্ন দেখা যায়...
মৌলিক পূরণ করা কঠিন হায়!
কল্পনা করে করে কাটে দিন
অভাবে যায় যায় প্রায় নিত্যদিন
পূর্ণ করতে করতে দীর্ঘদিন শেষ
সহজে যে পায়, সে বেশ।
কি দরকারে বিদেশে স্থায়ী হয়
কিভাবে তারা দেশকে ভুলে রয়।
দলে দলে বিভক্ত, স্বাধীন একাত্তর
দেশ হয়ে গেছে একেবারে ফতুর!
আমিও করতে চাই চির উন্নত
ধ্বংসের হুংকারে সবসময় করে অবনত।
06.10.2022
©somewhere in net ltd.