নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সেরা হতেই হবে আমাকে বিশ্বে
কারণ সবাই সম্মান করে সহাস্যে!
টাকা নেই তাই এখন ক্ষুদ্র
হতেই হবে বিশাল জলের সমুদ্র!
কে হবে চলার, এগিয়ে যাওয়ার,
যে হবে আমার ঊর্ধ্বে উঠার;-
সঙ্গি! রঙিন স্বপন, দেখেছি কখন
একসাথে হবে সব কিছু পূরণ।
এসো সানন্দে এই হৃদয়ে হেসে
পাখির মতো যাবো দূরে ভেসে!
দীর্ঘ অপেক্ষায় রত, বিষাদ কত
যতনে প্রেম, দেব শত শত...
হার আমার যাতনা, জিৎ আনন্দ
কারো সাথে ভালো লাগে দ্বন্ধ।
হেরেছি অনেক তবুও জিততে চাই-
জয় এতো খুশী করে, তাই।
দুনিয়াতে কল্যাণ চাই, চাই আখেরাতেও
প্রতিদিন জাগিয়ে দাও, দাও প্রভাতেও!
অনেক সময় গড়িয়েছে পাইনি আদৌ
অসহ্যে কাটে, গুণী বলে কাঁদো!
12.10.2022
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!