নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
অন্ধরাও সিডিউস হয় দিনে-রাতে
তারাও বিয়ে করে, জাগেও প্রভাতে!
দেখে নয় ফিতে; শুনে-কানে
সংসার পাতে, প্রায় জনে জানে!
না দেখে তারাও উত্তেজিত হয়
রাত কাটাও অন্ধের সাথে তয়।
বহু পুরুষ, পুরুষকে দেখেও বিমোহিত
যাকে বলে সমকামী, ওরাও ঘৃণিত
বহু নারী, নারীকে দেখে প্রলুব্ধ
তাদের কান্ড দেখে আমরাও স্তব্ধ!
স্বীয় যৌন ক্রিয়া দেখে ভয়ে
দিন দিন যাচ্ছি দেখ্ ক্ষয়ে!
শিশুরাও কোমল মতি তবুও ধর্ষিত
এর প্রমাণ আছে পৃথিবীতে কত!
যৌন কারণ মানুষেই বেশি ক্ষতিগ্রস্ত
সেজন্য প্রভু বলেছেন, আগুন তপ্ত!
১৬.১০.২০২২
১৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:১৬
সাইফুলসাইফসাই বলেছেন: যৌন কারণে রমণী রঙিন সাজে
আমার-তোমার কাছে নয় বাজে।
সুন্দর, চমৎকার লাগে, মিথ্যে নয়
সত্যি বলছি, জীবনে এমন হয়।
সব বর্ণিল, জাঁকাল, যশ, চাকচিক্য
শালীন, অশালীন এর আছে পার্থক্য।
২| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪৯
জগতারন বলেছেন:
কবিতা পড়লাম,
আমার ভাল লেগেছে।
৩| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪৫
পোড়া বেগুন বলেছেন:
অসাধারণ! যদিও দাদুর কাছে খুবই বিবর্ণ!
বয়স সব সময় সব কিছু ধারণ করতে অক্ষম!
৪| ১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৪
শ্রাবণধারা বলেছেন: কবিতাটা সেইরাম হইছে ভাই!!!!
পোড়া বেগুন বলেছেন: অসাধারণ! যদিও দাদুর কাছে খুবই বিবর্ণ! হে হে
আর ভাই আপনার প্রোপিকের নিচে এই কথাটা র মানে কি? "Randomly going life like inexpert!"
১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৭
সাইফুলসাইফসাই বলেছেন: এলোমেলোভাবে জীবন যাচ্ছে, অনভিজ্ঞ মত- এরকম বুঝাতে চেয়েছি
৫| ১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫২
শ্রাবণধারা বলেছেন: আর এটা বলতে কি বুঝিয়েছেন ভাই? "Come gladly in my heart!"
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৭
সাইফুলসাইফসাই বলেছেন: সানন্দে এসো আমার এই হৃদয়ে
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৬
সোনাগাজী বলেছেন:
যৌন থেকে কবিতাকে আরো বিবর্ণ দেখাচ্ছে।