নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
লাল লাল টকটকে ফুল লান্টানা;
তোমাকে চাই, পেতে কি মানা!?
প্রথম জানলাম এই পুষ্পের নাম।
মনে হয় তোমার অনেক দাম।
বহু দেখেছি চতুর্দিকে, চিনতাম না
তুমি বাড়িয়ে দিয়েছ আমার ভাবনা।
এসো না! এসো না! ভালোবাসো
একটু কোমল সুরে, মৃদু হাসো।
সবাই চায়, আমি চাইতাম না
একাকিত্বে ভুগছি, দাও আমায় প্রেরণা।
তোমায় নিয়ে যাবো অদেখা স্বর্গে
চাই একসাথে যেতে, না আগে।
03.12.2022
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৪
সাহাদাত উদরাজী বলেছেন: চলুক।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: যারা কবিতা লিখে, তাঁরা কবিতার বাইরে অন্য কিছু লিখতে পারে না।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+