নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
১
ছবিটা সুন্দর হয়নি তাই লজ্জা
বন্ধুর ছিলো না ভালো সাজসজ্জা।
তাই করেছি পরিবর্তন
তাই করেছি কর্তন।
বন্ধু ছাড়া থাকি যে বেশি
তাই নই আমি হাসি-খুশি!
বন্ধুরা আছে তাই যে খুশি
সুখে হাসতে খুব যে ভালবাসি
এসো সমমনা মিলে-মিশে হই-
বন্ধু; চলো অজানায় চলে যাই।
২
আমিও ছোট ছিলাম, ছিলাম প্রিয়;
এখন হয়ে গেছি খুব অপ্রিয়!
বুঝিনা তাদের, তারাও যে বুঝেনা;
তাই বাড়ছে খুব খুব যাতনা!
৩১।১২।২০২২
০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫০
সাইফুলসাইফসাই বলেছেন: কিছুই হয় না, তারপরেও ভাব আসে তা্লই লিখি.।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: এইসব কবিতা লিখে কি হয়?