নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

আমার পড়াশোনা

০১ লা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯

আমি বাংলাদেশি, বাংলা ভালবাসি। কারণ এটা আমার মা এর ভাষা বা মাতৃভূমি। আমার জন্ম নোয়াখালী, স্থায়ী ঠিকানা কিন্তু থাকা হয় না। আবছা আবছা মনে পড়ে আমার গ্রামের বাড়ির পাশের গ্রামের স্কুলে অ আ ক খ পড়েছি। আমার মা পড়তে জানে না। আমার ভাই-বোন তারা পড়তে পারে কিন্তু অত ভালো পারে না। প্রায় জনে প্রাইমারি স্কুল পড়ুয়া। যাইহোক বাবা মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। ভাই-বোন সবাই ছোট ছিল। সেই ছোট কালে ঢাকা চলে আসে এবং বেঁচে থাকার সংগ্রাম শুরু করে। আমি আর আমার চেয়ে বড় ভাই পড়াশোনা শুরু করি। প্রাইমারি স্কুলে পড়ি ২য় শ্রেণি পর্যন্ত। তারপর থাকার এলাকা পরিবর্তন হয় তখন থেকে অন্য স্কুলে পড়াশোনা শুরু হয়। এই স্কুল কেজি স্কুল। ২য় শ্রেণীতে ভর্তি হই কিন্তু সহপাঠীদের সাথে পড়ালেখা তালমিলিয়ে পড়তে পারতাম না তাই ১ম শ্রেণী নামিয়ে দেয়া হয়।

নতুন বিদ্যালয়, পড়াশোনা করছি দিন যাচ্ছে চলে এভাবে ৫ম শ্রেণি পর্যন্ত পড়েছি। এরপর পড়ালেখা বন্ধ! খেলাধুলা করছি পড়াশোনা নাই, হাসি-খুশি জীবন চলে যাচ্ছিল। হঠাৎ বয়ঃসন্ধি নারী চেন্তা চলে আসলো। শুধু কল্পনা করতাম! খেলাধুলা ভালো লাগতো না! শুধু ভাবতাম বিভিন্ন বিষয় নাইবা বললাম। একদিন একটি মেয়ের চেহারা ঝলক মেরে উঠলো। কিন্তু ভয় পেলাম, আবার ভালও লাগলো। মাঝে মাঝে দেখা হত, সাহস হত না কিছু বলার জন্য। দিন চলে গেলো তিন বছর। আবার ভর্তি হলাম ৭ম শ্রেণীতে, পিছনের সব পড়ালেখা ভুলে গেলাম। কিছুই পারতাম না। সব কঠিন মনে হলো। স্যার এর হাতে মার খেতাম। নিয়মিত স্কুলে যেতাম না। ২য় সাময়িক পরীক্ষা পর্যন্ত পড়েছি। তারপর আবার পড়ালেখা বন্ধ হয়ে যায়।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৪

গেঁয়ো ভূত বলেছেন: আপনার প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। ❤️❤️❤️

২| ০১ লা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৬

মিরোরডডল বলেছেন:
তারপর কি হলো?
বাকিটা শুনবো নাহ?

০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৩

সাইফুলসাইফসাই বলেছেন: নিশ্চয় বলবো দেখি কবে লিখতে পারি। ১৪ বছর-এরও বেশি হয়েছে গেছে কয়টা আর লিখলাম বলেন? কারণ লেখার পরিবেশ নাই।

৩| ০১ লা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাকিটা পরের পর্বে বলবেন নিশ্চয়ই। আপনার জন্য শুভ কামনা।

০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৪

সাইফুলসাইফসাই বলেছেন: নিশ্চয় বলবো

৪| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৫

সোনাগাজী বলেছেন:



এখন কি করছেন, বয়স কি রকম?

৫| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৮

সোনাগাজী বলেছেন:



সপ্তম শ্রেণীর বই তো খুব সোজা হওয়ার কথা, আপনি কেন ভালো করতে পারেননি? বই পড়তেন না?

০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৩

সাইফুলসাইফসাই বলেছেন: একা একা আর কত মনোযোগ রাখা যায়। তারপরে কোনো হেল্প নাই। পরিবারে শান্তি নাই। পড়াশোনার গ্যাপ আর মেধাবী নই।

৬| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:



যেসব পরিবারে, আগের জেনারেশনের লোকজন শিক্ষার সুযোগ পাননি, সেসব পরিবারের লোকজন পড়া লেখার শুরুতে ভালো করতে পারেন না সহজে।

৭| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: আরও বিস্তারিত লিখুন।

৮| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: হতাশ। হতাশায় ভরা জীবন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.