নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

জমাচ্ছি সব

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৯

আমাকে কে যেন বেঁধে রেখেছে
ছাড়ে না, পথের ভিখারি করেছে!
কতবার চেয়েছি থাকবো না কাছে
তবুও চেষ্টায় রাখতে পাশে মিছে।
আমার কোনো লাভ হলো না
তাদেরও কোনো লাভ হলো না!
লাভবান হলো বলো কে-যে?
ফুঁপিয়ে কাঁদি নীরবে মাঝে মাঝে।
আমি তো চেয়েছি জীবনে স্বচ্ছল
কেন তবে হেরে নাই বল...
ফিরবো না বলে গিয়েছি অজানায়
তা এখন খুব যে ভাবায়।
কোনো কিছুই হলো না যথাযথ
গ্রহণ করলো না কোনো পথ।
একটা মানষুও বুকে এলো না
কি-যে প্রিমহীন শূন্য যাতনা!
ভালো লাগে না কোনো ভালো
ভালো লাগে না শুধু চলো...
আমি তো জানি আমার পছন্দ
তবে কেন মনে অতি দ্বিধাদ্বন্ধ।
এলো না এলো না খটকা
সত্যে আমি ভীষণ বোকা-একা!
খালি হাতে ক্রয় করা অসম্ভব
তোমার জন্য গোপনে জমাচ্ছি সব।
১০.০১.২০২৩

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৯

নীলা(Nila) বলেছেন: পড়লাম

২| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: কবিতা লিখে নিজের জায়গা তৈরি করতে পারবেন না। অন্য কিছু লিখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.