নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ফসল কেটে নিয়েছে পড়ে আছে নাড়া
সফল কৃষক। কে যেন দিচ্ছে তাড়া।
জয়ী আমরা হই, হারিও মাঝে মাঝে
কত রূপের মানুষ, কত বহু সাজে।
খোলা মাঠ আবার হবে ধান-শস্য চাষ
এর আশেপাশে আমরা করি বসবাস।
কে ফলাবে, কে দিবে আবার ফসল
কে দেয় শুক্তি-বুদ্ধি এতো বল্?
দিগন্ত দেখা যায় ধরা যায় না
তবুও ইচ্ছে ছুঁতে, মনে কত বায়না
প্রতিদিনই দেখি নিজ চেহারা আয়নায়
ভুল গুলো কি? সত্যি কি ভাবায়?
১৪.০১,২০২৩
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: এইসব কবিতা লিখে আনন্দ পান?