নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

বাংলা

২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৬

বলি তো বাংলায়
এ ভাষা ভাবায়!
শুনি তো বাংলা
বুঝি তো বাংলা।
বাংলায় তো পড়ি
বাংলায় তো গড়ি।
বাংলায় তো লেখি
বাংলায় স্বপ্ন রাখি।
বাঙালি খুব বেশ
দেখি তো বাংলাদেশ।
উচ্চারিত মুখে বাংলা বর্ণমালা
এদেশের বাতাস আমার পহেলা।
রঙে রঙিন ফুল, ফল, পাখি
বাঙালি রমণীর অতি সুন্দর আখিঁ।
ভালবাসি, ভালবাসি বাংলা, বাংলাদেশ
সবুজ সৌন্দর্যের নদীর দেশ।
এতো চমৎকার গ্রাম্য মেলা
বিলের জলে মনোহর শাপলা।
খেলাধুলা করি, থাকি হাসি-খুশি
স্বপ্ন দেখি, অর্জন বেশি বেশি।
২২.০১.২০২

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ হয়েছে কাব্যটা।

২| ২৩ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.