নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সুন্দর স্বপ্ন আছে
থাকবে বলো কাছে?
বিশ্ব জয়ী হবো
মায়ের হবো গর্ব!
পালটে যাবে পর্ব
সতত থাকবে অপূর্ব।
যদি ভালবাসো, এসো
একবার পাশে বসো।
দেখোই না বেসে
পাবে তৃপ্তি, হেসে।
না পেয়ে বুঝেছি
তুমি নও মিছেমিছি।
অধিক গুরুত্ব সঙ্গ
আমি বাঙালীর অঙ্গ।
নিশ্চয়ই হবে প্রিয়
যদি দাও হৃদয়।
হাহাকার এই মনে
কত প্রয়োজন প্রাণে।
কে উপলব্ধি করে
একাকী নিঃস্ব ঘরে।
সানন্দে পাশে এসো
আমায় একটু ভালবাসো।
০৪.০২.২০২৩
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
সাইফুলসাইফসাই বলেছেন: কতদিন সুন্দর স্বপ্ন দেখি না
তাইতো মনের স্বাদ মিটে না।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: কতদিন সুন্দর স্বপ্ন দেখি না।