নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
অন্ধকারে বসে বসে স্বপ্ন দেখি
কল্পনা করে করে হই সুখি...
প্রাপ্তির ফলে তুষ্ট, আনন্দিত অনুভূতি
মনে পড়ে ঘটে যাওয়া স্মৃতি...!
বিদ্যুতের আলো নেই, জ্বালি মোমবাতি
বেশি ভাবি রমণী, কামনায় মাতি!
পিছু না ছুটে আজ নিঃসঙ্গ
নাড়া দেয় হৃদয় সুন্দর অঙ্গ!
প্রেমিক হতে চাই হে তরুণী
তুমি কি আমায় একটুও জানোনি?
সাড়া দাও সাড়া দাও আমায়
সন্তুষ্ট করবো সব দিয়ে তোমায়।
কত যে আবশ্যক, কিভাবে বুঝাই
কখনও কি করেছ অপেক্ষা? চাই....
০৮.০২.২৩
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে ভাইয়া আপনার মনের অবস্থা দেখি বেগতিক
খালাম্মার ফোন নাম্বার দিয়ালান আমারে
১৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০০
সাইফুলসাইফসাই বলেছেন: আমার নাম্বার-০১৩০০১৭৯৪৭০
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: একলোক ৯০০ শ' কবিতা লিখেছেন পাঁচ বছরে।
আপনার কবিতার সংখ্যা কত?
১৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৯
সাইফুলসাইফসাই বলেছেন: পনের বছরে ৩০০-৪০০ হবে।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৫
ফুয়াদের বাপ বলেছেন: কবি সাহেবের কামনার অবস্থা দেখছি বেশ করুন। আলতো করে হৃদয় চেপে ধরন। যতটা সম্ভ্যব চুপিসারে-চিৎকারে ভালোবাসাকে ছয়-নয় বুঝান। বুঝাতে ব্যার্থ হলে দ্রুত বিয়ে করে ফেলুন। শূন্যতা পূর্নতায় রূপ পাবে আঁধারী বাসর রাতে।