নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Come gladly in my heart!Randomly going life like inexpert!

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

ভ্রান্তির ক্লান্তি

২০ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

ভ্রান্তির ক্লান্তি
সাইফুল ইসলাম সাঈফ

কোনো উন্নতি হয়নি কারণ অবহেলিত
মূর্খের সাথে লড়েই নিজেই গলিত!
জীবনে চলতে করেছি কিছু ভ্রান্তি
যৌবনে এসে গেছে খুব ক্লান্তি!
অহেতুক এক টাকাও করেনি নষ্ট
উপার্জন হয়নি তাই এতো কষ্ট।
কোনো নারী বলতে পারবে না-
করেছি যৌন হয়রানি; তবু ভাবনা!
কিন্তু স্বীয় হয়েছি যৌন শিকার
ধ্বংস হোক চিরতরে-চিরদিন বারবার!
এই বুকে ডুকেছে ডর, সবশেষ
তাইতো আমার কিছুই নেই বেশ।
বলতে পারিনি কাউকে এতো দিন
ছিলাম অন্যের কাছে আমি পরাধীন।
কত শ্রম দিয়েছি পেরে উঠেনি
তাই আজ নেই কোনো সম্মানি।
পুরুষ হতে হয় কঠোর পরিশ্রমী
তা না হলে হয় কমদামী।
হয়তো আমারও আসবে সংগ্রামী বিজয়
কারণ আমি নিশ্চয় করি ভয়!

উত্তরা, ঢাকা।
১৩.০৭.২০২৩

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২৩ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: ৩/৪ টা বানান ভুল আছে।
এছাড়া ছন্দ, শব্দ ও মাত্রা ঠিক নেই।

খেয়াল রাখবেন, কবিতা লেখার সময় শ্রুতিমধুর শব্দ গুলো ব্যবহার করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.