নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
একখন্ড আকাশ
সাইফুল ইসলাম সাঈফ
আমার রাত-দিনের আকাশ অন্ধকার
আলোকিত হওয়ার জন্য তোমায় দরকার!
মাঝে মাঝে রোদ দেখা দেয়
ঘন কালো মেঘে আলো হারায়!
আমার বিশাল আকাশে উড়ে না
কোনো পাখি! একটুও ভালবাসে না!
বৃষ্টি আসার সম্ভাবনা থাকে, হয়না
খুশি হতেই বেড়ে যায় যাতনা!
জমে গাঢ় প্রেম প্রেয়সীর জন্য
সুখি হওয়া অসম্ভব কোনোভাবে সেজন্য!
রমণী চিত্তে অনুরাগ তোমার জন্য
তুমি না এলে হবো বন্য!
অপেক্ষা নিশ্চয়ই করেছ কোনো একদিন
বুঝেছ সে সময় কত কঠিন!
মাটি ফেটে গেছে জলের জন্য
তাই হয়ে উঠেছি নিজে অনন্য!
তুমি এলেই হবো একদমই আনন্দিত
একলা আর্তনাদ করি অনবরত কত!
এখনো পূরণ হয়নি হৃদয় শূন্যস্থান
নক করেছি বহু করে প্রস্থান!
উত্তরা, ঢাকা।
০৯.০১.২০২৪
১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৭
সাইফুলসাইফসাই বলেছেন: ভালো আছি!
২| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৪
মায়াস্পর্শ বলেছেন: শব্দ চয়ন সুন্দর। লেখনী আরো মজবুত ভাবে সাজালে প্রাণবন্ত হয়ে উঠবে। আমি নতুন নতুন লিখি। সহজভাবে নিবেন আমার মন্তব্য।
১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৮
সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক আছে চেষ্টা করবো-ধন্যবাদ
৩| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: লিখতে থাকুন। লেখালেখি করা ভালো।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৬
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর লেখা। আরও কবিতা পড়ুন, আমি ছন্দের অত কিছু বুঝি না, তবু বলছি আরও কবিতা পড়লে ছন্দের বিষয়গুলোতে আরও অনেক সাবলীলতা আসবে।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮
বিজন রয় বলেছেন: আলোকিত হওয়ার জন্য যাকে দরকার, কবিতায় তাকে খুঁজেছেন।
বাস্তবেও খুঁজুন।
আপনি ভালো আছেন তো!!