নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ন্যায়-অন্যায়
সাইফুল ইসলাম সাঈফ
নিয়ম ঠিক ভাবে মানাই হলো ন্যায়। প্রতিটা দেশ, সমাজ ও প্রতিষ্ঠানে নিয়ম আছে। নিয়ম না মানলেই হয় অনিয়ম বা অন্যায়! প্রায় সকলে ন্যায় কাজ করে থাকে আবার অন্যায় কাজও করে থাকে জেনে নাজেনে।
আমিও নিয়ম মেনে চলতে বেশি আগ্রহী। তবুও করে ফেলি অনিয়ম। ন্যায় কাজও করতে এত ইচ্ছেুক তবে হয়ে যায় অন্যায়। আমাদের দেশে সমাজ ও প্রতিষ্ঠানে অনিয়ম ও অন্যায় বেশি হয়ে থাকে। তাইতো আমাদের অধিকাংশ মানুষের অনেক কষ্ট! অন্যের জিনিস না বলে নেওয়া সকল মানুষের কাছে অন্যায় কিন্তু আমরা তা করে থাকি।
আপনি কি সবসময় ন্যায় কাজ করতে পারেন? পারেন নাহ্! মনে মনে আমরা তা ঘৃণা করি। সবাই কিন্তু দুর্গন্ধ আর সুগন্ধ পার্থক্য করতে পারি তা সত্ত্বেও ঘৃণিত কাজ করে থাকি। মূল বিষয়ে আমরা সকল মতামতে এক কিন্তু অস্বীকার করে থাকি বা মানতে চাই না।
উত্তরা, ঢাকা।
১১.০১.২০২৪
২| ১২ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল স্বীকারোক্তি।
৩| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৬
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সবার আগে অবশ্যই, নিজে পরিবর্তন হওয়া দরকার। এরপর অন্যের দিকে আঙ্গুল তোলা মানায়৷
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০৪
বিজন রয় বলেছেন: সবসময় নিয়ম মেনে চলা সম্ভব নয়।
তবে ইচ্ছা করলে ন্যায়-অন্যায় বিচার করা যায়।
তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে।