নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

প্রজ্জ্বলিত

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

প্রজ্জ্বলিত
সাইফুল ইসলাম সাঈফ

সেই কবে থেকে প্রজ্জ্বলিত জানো?
আছে উষ্ণতা, কত ধৈর্য শুনো?
সহ্য করতে করতে সত্যি পাগল
মনের কথা সব আবোল তাবোল!
প্রথম স্বপ্নই দেখেছি হবো ধনী
বাস্তবতা এত কঠিন, হয়েছি ঋণী!
কিশোর কাল থেকে কল্পনা করতাম
প্রিয়জন সকলকে রাখবো যতনে, ভাবতাম!
সত্য কী হলো, একদম নিঃস্ব
নিজের জন্যই হলো না, উৎস...!
কিছুই নাই, গরীব আমার দেশই
অন্ধকার বেশি, সূর্যের আলোতে খুশই!
বুঝে না, প্রতিটি সন্তান জ্বলজ্বল
চিনে না! ঝরে চোখে অশ্রুজল!
হন্যে হয়ে রমণী খুঁজি নাই
ভেবেছি পেয়ে যাবো সময়মত তাই!
মনে মনে চারদিকই করেছি খোঁজ
চুপ এখন, অসম্ভব করানো ভোজ।
সুন্দর, ভদ্র দেখেও রাজি না
যদিও করেনি যেনা, মানি না!
তরুণীর দেহ ছুঁতে কত উদগ্রীব
অবাক দেখে স্বীয় প্রতিক্রিয়া আজিব!
নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ার পথে
না পেলে তোমায় হৃদয়ে যথাযথে!
আগে বললে দরজার খিল খুলবে
আর আমায় খুব সহজে পাবে?
ইঙ্গিত, ইশারা সহজ করে দাও
হবে চিত্ত আনন্দিত, অসম্ভব উধাও!
দখল করে নিয়েছে মন্দ চিন্তা
সানন্দে এসো, সময়ে এলে মুক্তা।

উত্তরা, ঢাকা।
১৩.০২.২০২৪







মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৩

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর +++

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: তা কবিতা লিখে লিখে এখন পর্যন্ত কি কি অর্জন করলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.