নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
তাজা ফুল
সাইফুল ইসলাম সাঈফ
প্রথম সৃষ্ট হলো কি করে
এই বীজ!? গজালো চারা তারপরে...
ধীরে ধীরে উঠলো বেড়ে পরিপক্ক
প্রস্ফুটিত ফুল, সুবাস ছড়ালো, তর্ক!
লাল রঙ্গের সৌন্দর্যে প্রায় মুগ্ধ
এতে হয় বেশিভাগ হৃদয় দগ্ধ!
তাজা ফুল গাছেই দেয় ফল
তাতে মিলে বহু রকম ফলাফল!
অধিকাংশ বৃক্ষে ধরে বিবিধ পুষ্প
তাপে গলে, পানি হয় বাষ্প।
সব কিছু দেখতে ভিন্ন ধরণ
কিছুই করার নেই হয় মরণ!
সার্থক কে কে বলো নাহ্
সুখি মানুষ কতজন বলো নাহ্!
এক এক ফলের স্বাদ আলাদা
দেখতেও এক না কতক সাদা।
সেক্টর-০৫, উত্তরা, ঢাকা।
০৪.০৩.২৪
২| ০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ১১:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতা সুন্দর লিখেছেন। ভালো লাগা রেখে গেলাম কবিতায়।
৩| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১২:১০
রানার ব্লগ বলেছেন: বীজ আগে না ফুল আগে ?
০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৩:২৬
সাইফুলসাইফসাই বলেছেন: যা দেখি আগে মোরগ-মুরগী তারপর ডিম প্রায় প্রত্যেকে দেখেছে বা দেখে।
বীজ বুনার পরই চারা তারপর গাছ যা দেখি দেখা যায় প্রকাশ্যে।
৪| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১২:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক অণুভব
৫| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ্ভালো লাগলো
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
সাথে সুন্দর একটা ফুলের ছবি দিলে আরো সুন্দর হতো।