নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

ভুল বোঝাবুঝি

১৩ ই মার্চ, ২০২৪ সকাল ১১:২৩

ভুল বোঝাবুঝি
সাইফু ইসলাম সাঈফ

প্রায়ই স্বজনের সাথে ভুল বোঝাবুঝি
হিতাহিত জ্ঞান হারিয়ে অন্যত্র খুঁজি...
যতই ব্যথা অথবা কষ্ট হোক
তারাই আপন, বুঝে রোগ-শোক।
বুঝতে পেরেও মেনে নিতে পারিনা
অদ্ভুত টান হৃদয়ে, কেমন অজানা।
অবহেলা করোনা প্রিয় আমার আপনজন
যাতনা হয়, বিরক্ত লাগে স্বপন।
আমিও মূল্যবান্‌ এই সুন্দর পৃথিবীতে
নির্ঘুমে ভীষণ পীড়িত দিনে-রাতে।
তুচ্ছতাচ্ছিল্য করেছো বিধায় উভয়ে ক্ষতিগ্রস্ত
হারিয়েছি আনন্দ, সোনালী সময়, সমস্ত!
এসো নাহ্ একসাথে করি উন্নতি
হবে নাহ্ হবে কি সুমতি?
ভালো পথ সবসময় অনুসন্ধান করি
তবে কেন? মন্দ হয়ে মরি!
ভুল গুলো শুধরানোর সুযোগ দিলে
মিল হয়ে যেত তার ফলে।
দুঃখ কারো পছন্দ, আনন্দ প্রেরণা
সুখ করে আনন্দিত, সবার কামনা।
এসো নাহ্ মিলে-মিশে থাকি
মুছে ফেলি মনের দুর্গন্ধ, আরকি?
স্বপ্ন গুলো করি বাস্তব একসাথে
উঠি, দূর করতে ক্লেশ প্রভাতে।

সেক্টর-০৫, উত্তরা, ঢাকা।
১৩.০৩.২৪

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



কবিতা ভালো হয়েছে।

২| ১৩ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ কবিতায় নির্দেশনাগুলো দারুন। মেনে চলা উচিত। সব মিলিয়ে দারুন।

৩| ১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৬

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনুভব কবি দা

৪| ১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: আফসোস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.