নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
টের পেলে
সাইফুল ইসলাম সাঈফ
টের পেলে গুটিয়ে যায় লজ্জাবতী/ পরিপূর্ণ যৌবনে যুবতীর নিখুঁত অনুভূতি। আমার চাওয়া, ইচ্ছে, স্বপ্ন! আমার পছন্দ বুঝদার, সুন্দর হৃদয়ের রূপ! সৌন্দর্য সুন্দর যা চিরন্তন সত্য। কিন্তু সেটা হতে হয় চিত্ত। যে জানতে আগ্রহী নতুন কিছু। ছুটে না অসত্যের পিছু। দীর্ঘসময় চলে গেছে তবুও সনাক্ত করতে পারি নাই। আমি দিতেও পারি নাই প্রতিশ্রুতি/ আমায় দেয়নি কেউ আশ্বাস। খুঁজে পাইনি এখনো ললনা সুমতি। একা একা থাকতে থাকতে বুঝেছি সঙ্গীর সঙ্গ ভীষণ প্রয়োজন। যা একা থেকে বুঝেছি। একজন ভালবাসার মানুষের জন্য যে, সকল বিষয় বিষাদময় হয়। বুঝি নাই আগে। বুঝলেও কিছুই করার ছিলো না আমার কারণ আমি নিরুপায় ছিলাম বা নিরুপায় আছি। একা থাকতে থাকতে আমার হয়ে গেছে মন খারাপ রোগ। এসো সত্যি আমি তোমায় পেতে চাই। তোমার প্রতিমুহূর্ত আনন্দিত করতে চাই। সুখকর হবে করবো সময়। কেনো যেনো আমি ঘুরতে থাকি এদিক সেদিক। শান্তি পাই না কোনোকিছুতেই। কি যে আকুলতা কি যে ব্যথা বুঝানো অসম্ভব। আমার রুচি হবে না মন্দে, তবুও রয়ে গেছি দ্বন্ধে। আমার খুবই কষ্ট হয় তাদের জন্য যারা সঙ্গী ছাড়া একা দিন কাটাচ্ছে। সত্যি কষ্ট হয়!
তুমি সুরম্য. তুমি প্রফুল্ল, তুমি উৎফুল্ল, তুমি আনন্দ, তুমি খুশি, তুমি হাসি, তুমি মনোহর, তুমি ধরফর!
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
৩০.০৪.২০২৪
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২৪ রাত ১২:২১
এম ডি মুসা বলেছেন: খুব ভালো লাগলো