নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
বলো তুমি
সাইফুল ইসলাম সাঈফ
এসেছি কি স্বপ্নে, আনচান মনে
ইশারায় না আর বলো কানেকানে।
তোমার সাথে কথা বলতে চাই
এসো নতুন করে মন সাজাই।
আমি আসতে চাই, তোমার হৃদয়ে
তুমি ব্যতীত জীবন যাচ্ছে ক্ষয়ে!
তুমি চাইলে স্পষ্ট বলতে চাই
তুমি চাইলে প্রেম করতে চাই।
তুমি চাইলে দেখা হবে শীঘ্রই
ভালবাসিবো খুব সত্য সত্যি নিশ্চয়ই।
তুমি এসেছো আমার স্বপ্নে, চিত্তে
উষ্ণ সুখ পেয়েছি আমি তাতে!
মিলেমিশে থাকা মানে সুখে-শান্তিতে
শান্ত করো আমার অহেতুক ক্লান্তিতে।
একলা আর থাকতে চাই না
এসো না! বলে ফেলো না!
স্বপ্নের মানুষ বাস্তব করে নাও
বলো তুমি কি কি চাও?
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২৪.০৫.২০২৪
২৪ শে মে, ২০২৪ রাত ১০:০০
সাইফুলসাইফসাই বলেছেন: হা হা হা! ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০২৪ রাত ৯:০৯
জনারণ্যে একজন বলেছেন: অবস্থা তো দেখি গুরুচরণ!
স্বপ্নে দেখে উষ্ণ সুখ না পেয়ে, এইবার এবার একটা পাকাপোক্ত ব্যবস্থা করে ফেলেন। যে অবস্থা দেখছি, হাতের রেখা বলতে কিছুই থাকবে না কয়দিন পর।
আর একদমই যদি কোনো উপায় না দ্যাখেন, আজই ডাবল বেড সিঙ্গেল করার কাজে নেমে পড়ুন।
তবে হ্যাঁ, প্রত্যক্ষদর্শী হিসেবে মুরুব্বী গোছের কেউ যেন সামনে থাকে।