![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
শূন্য আমার
সাইফুল ইসলাম সাঈফ
কে আসবে শূন্য আমার হৃদয়
সুখ হচ্ছে না কোনোভাবে উদয়।
কেউ বুঝে না আমার ভাষা
বুঝলেও থাকে চুপ, করে নিরাশা।
হে প্রভু দাও আমায় আশা
যাতে পাই বেঁচে থাকার ভরসা।
খুশির দিনও গেলো একলা ভেবে
সব হারালাম, সব শেষ অভাবে।
ভুলের চিহ্ন রয়ে গেছে মনে
ছড়িয়ে যাচ্ছে দিন দিন সবখানে।
তিলেতিলে ধুকে ধুকে শেষ
হতে পারছি না একটুও বেশ।
মাফ করো ত্রুটির জন্য আমায়
শান্তি চাই অতীত খুব ভাবায়।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২১.০৬.২০২৪
©somewhere in net ltd.