নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
বিতৃষ্ণা
সাইফুল ইসলাম সাঈফ
ঘুরেফিরে ঘরে খেতে খেতে বিতৃষ্ণা
অনেক রোজগার করব তাই তৃষ্ণা
অন্যের সফলতা দেখে করি সংকল্প
জিততে হবে, তৈরি করব বিকল্প!
পালিয়ে নিজ শহর ছেড়ে বিদেশে
জয় করে নিয়ে আনবো স্বদেশে।
স্বপ্ন দেখে বাস্তব করতে প্রতিজ্ঞা
ভেবে ভেবে বাড়ে আমার প্রজ্ঞা।
আবেগে, অনুরাগে ফিরে এসে ধ্বংস
এখন পর্যন্ত রয়ে গেলাম নির্বংশ!
সংযত থাকা সত্যি ভীষণ কঠিন
ভাবনার জগত তা করে বিলীন!
ভাগ্য সহায় হলো না! বিফল
পাশে এসে দিলো না বল।
বিজয়ী হতে চাই, অদ্বিতীয় প্রভু
হারতে ভালো লাগে না কভু।
দয়া কর, সম্পদশালী কর আমায়
উন্নত কর হৃদ, সুখকর সময়।
মন্দ কখনো আমার চাওয়া নয়
তবুও হয়ে যায়, হয় ক্ষয়!
ধৈর্য, শক্তি, বুদ্ধি, দাও জ্ঞান
বাড়ে যাতে চিত্তের আলোকিত মান।
উত্তরা, ঢাকা।
০১.০৯.২০২৪
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আশা পূর্ণ করুন