নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

সোনালি সময়ে

০৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৩

সোনালি সময়ে
সাইফুল ইসলাম সাঈফ

সোনালি সময়ে
পাইনি ওগো পাইনি
তোমার দেখা
পাইনি তোমায় খুঁজে
থাকতাম সবসময় লাজে।
ছিল দখিনা বাতাসের দোলা
চারদিকে রঙিন ফুলে মেলা।
চোখের পলকে নজরে
কেবল রূপের ঝলক
মাতোয়ারা করে রেশমী অলক
তোমার সুরম্য দুচোখ
দেখতে মন করে উদগ্রীব
না জুটলে চিত্তে রাণী
বাড়ে শুধু পেরেশানি।
হবে কি আমার ধ্রুবতারা
আর হইও না দিশাহারা।
আমি চাই, তুমি চাইলে
হৃদয়ে হৃদয়ে যাবে মিলে।
তোমার ছবি জুম করে দেখি
সুখ অনুভূত হয় আশায় থাকি।
তোমার কণ্ঠ ভীষণ মধুময়
পাশে থাকলে উন্নত সুখময়।

উত্তরা, ঢাকা।
০৬.১০.২০২৪

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৯

জুল ভার্ন বলেছেন: আপনার বেশ কয়েকটা কবিতা পড়েছি। কবিতার থিম ভালো। তবে কবিতার প্রাণ যথাযথ শব্দের প্রয়োগ। আমার দৃষ্টিতে আপনার শব্দ ভাণ্ডার কিছুটা পুওর। বেশী বেশী কবিতা পড়বেন। একজন ভালো পাঠকই ভালো লেখক, যা কবিতার বেলায়ও প্রযোজ্য।
আশা করি আমাকে ভুল বুঝবেন না। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.