![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
উঁচা মাটি
সাইফুল ইসলাম সাঈফ
এখন জায়গাটার নাম উত্তরা সেক্টর ১২। আগে আমরা জানতাম উঁচা (উঁচু) মাটি নামে। বিলের পাশে উঁচু জায়গা হওয়ায় হয়ত এর নাম উঁচা মাটি হয়েছে। বিল শুকিয়ে গেলে সেখানেও খেলাধুলা করতাম। আবার বর্ষা কালে মাছ ধরতাম আর শাপলা, শালুক উঠাতাম। বিলের পাড়ে কলমি (ডল কলমি) গাছের সারি সারি সৌন্দর্য মুগ্ধ করতো। ফুল ফুটলে তো আরো ভীষণ সুন্দর লাগতো। কলমি গাছের ডাল যেটা পিস্তলের মত সেটা দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলতম। এই কলমি গাছের ডাল দিয়ে স্কুলের স্যার বেত বানিয়ে আমাদের পড়া না পারলে মারতো বা মার খেতাম। উঁচা মাটিতেও ক্রিকেট, ফুটবল, ঘুড়ি উড়ানো বিভিন্ন খেলায় মত্ত থাকতাম। বর্তমানে বিল বালুতে পূর্ণ করে নাম হয়েছে উত্তরা, দিয়াবাড়ি। একদিন রনি ভাইসহ কিছু বন্ধুরা মিলে ঘুড়ি উড়াচ্ছি। তখন ঘুড়ি বরাবর একটা বিমান আসছে। আমরা সবাই ভয় পেয়ে যাই। কারণ আমরা জানতাম বিমানের সাথে একটা পাতার টাচ লাগলেও বিমান পড়ে যায়। রনি ভাই দ্রুত নাটাই গুটাচ্ছিল। বিমান আসা মাত্রই নাটাই ফেলে দৌড় দিয়ে পালিয়ে গেলাম। আমরা জানতাম বিমান থেকে সব দেখতে পায়। তাই আমরা ধরা পড়লে জেল খাটতে হবে।
উত্তরা, ঢাকা।
২৩.০১.২০২৫
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৮
সাইফুলসাইফসাই বলেছেন: উত্তরা উন্নত হলে কী হবে আমার উন্নতি হয়নি।
২| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর স্মৃতি ভালো লাগলো।
একদিন মতিঝিলে আসবেন বেড়াতে।
আপনি এখন কী পেশায় নিয়োজিত ভাইয়া?
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২১
সাইফুলসাইফসাই বলেছেন: উত্তরা সেক্টর পাঁচ আমাদের দোকান আছে। ভাইদের সাথে ব্যবসা করতাম। এখন নিজের ছোট একটা দোকান আছে। যাকে বলে ব্যবসা মানে ব্যবসা করি। আগে বিভিন্ন জব করেছি।
৩| ২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: সেই হাপপ্যান্ট পরা দিনগুলোর কথা ভাবতেই গা শিংরে উঠে চোখের কোণায় শুধু জল কবি দা
২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৮
সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি ঠিক বলেছেন কবি ভাই
৪| ২৩ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৬
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আগে ৫ নং সেক্টর থেকে দেখা যেতো খোলা মাঠ আর পানি।
২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৮
সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি ভাই
৫| ২৩ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: উত্তরা এখন অনেক উন্নত হয়ে গেছে৷
২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৯
সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি উত্তরা এখন অনেক উন্নত
৬| ২৩ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২০
জুল ভার্ন বলেছেন: আপনার স্মৃতিবিজড়িত যায়গায় কিশোর বয়সে গিয়েছি- তখন এয়ারপোর্ট ছিলো না, বাউনিয়া মৌজা জুড়ে বিশাল বিল ছিলো।
২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:১১
সাইফুলসাইফসাই বলেছেন: অনেক আগের কথা মনে হয়। এয়ারপোর্ট ছিলো না!
৭| ২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫০
নজসু বলেছেন:
পৃথিবীর সব শিশুদের মনোভাব সম্ভবতঃ একই রকমের হয়ে থাকে।
আমরাও যখন ছোট ছিলাম বাঁকা কলমির ডাল, কিংবা অন্য গাছের ডাল দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলতাম।
এখনও গ্রামে গেলে মাঝে মাঝে শিশুদের এরকম কিছু খেলা নজরে আসে। যদিও বর্তমানে বেশিরভাগ শিশু ডিভাইসে আসক্ত। মাঠে খেলাধুলা অনেক কমিয়ে দিয়েছে।
আর প্লেনের বিষয়ে আমরাও অমনটাই ভাবতাম। বিমানের সাথে কিছু টাচ লাগলেই বিমান শেষ। আর বিমানের ভিতরে যারা আছেন তারা আমাদের দেখতে পান।
আপনাকে ধন্যবাদ পোষ্টটির জন্য। নিমিষে অনেক আগে ফিরে গেলাম।
২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৬
সাইফুলসাইফসাই বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ
৮| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উত্তরা উন্নত হলে কী হবে আমার উন্নতি হয়নি।
কেউ এসে আপনার উন্নতি করে দিবে না।
আপনার উন্নতি আপনাকেই করতে হবে।
২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৫
সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক বলেছেন ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: আপনাদের উত্তরা এখন বিরাট উন্নত।