নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আন্দাজ
সাইফুল ইসলাম সাঈফ
নিত্যদিন কত কিছু করি আন্দাজ
কখনো মিলে যায়, বিচিত্র সমাজ।
কখনো হয় না ঠিক, অমিল
কখনো কখনো একাকার হয় দিল।
প্রতিদিন দেখি প্রকাশ্য প্রলুব্ধ অঙ্গভঙ্গি
কেউ করে ইচ্ছায় পেতে সঙ্গী।
অনুমান সবসময় হয় না সত্য
পৃথিবী জুড়ে রয়েছে বহু তত্ত্ব।
ধ্বনি ছাড়া ইঙ্গিতে কিছু বুঝি
দৃষ্টিপাতে সৌন্দর্যে কী যেনো খুঁজি!
প্রায় প্রত্যেকে পায় নগ্ন আভাস
বিজয়ী হলে লোকে বলে সাবাস!
তরুণী তোমার চিত্ত কী উন্নত
নিয়ম না মানলে দুঃখ, হৃদয়ে ক্ষত।
তোমার মনোজগত বুঝা নিশ্চয় অসম্ভব
যার পক্ষে সম্ভব তিনি রব।
না হলাম রাজপুত্র, না বিত্তশালী
আমার ভালো লাগে তোমার শৈলী।
এসো তবে হাসি-খুশি মনে
তুমি খেয়ালে থাকো ক্ষণে ক্ষণে।
রক্তের সম্পর্কও না এতো গভীর
জগতে রমণীর প্রেরণায় পুরুষ বীর!
নিরিবিলি তোমার সাথে বলব কথা
একাকিত্বে এতো বিষাদ, এতো ব্যথা!
উত্তরা, ঢাকা।
২৪.০১.২০২৫
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: হুম। ভালো।