নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সুন্দর রূপ
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দর রূপ খানা দেখলাম না
মুশকিলে পড়লো আমার দিল খানা।
দেখার জন্য সৌন্দর্য করি কল্পনা
একা ভেবে আঁকি অসংখ্য আল্পনা।
সিদ্ধন্তহীনতায় ভুগছি যদি বলি ভালোবাসি
সাড়া দিয়ে উঠবে, দিবে হাসি?
তুমি যতোই সুন্দরী হও না!
সবার কাছে পছন্দ, চমৎকার না।
কিন্তু একজনের কাছে বিশেষ মনোহর
অনেক সময় নষ্ট, হই পরস্পর।
আমি করেছি চিত্ত দিয়ে সনাক্ত
একলা উড়ো না, হও যুক্ত।
এসো পাখির মতো হই জুটি
একটি ঘর যেটার পাঁচ খুঁটি।
সিদ্ধান্ত নিতে হবে সময় অল্প
জানা আছে কি শ্রেষ্ঠ গল্প?
সুখ আছে, আছে হাসি-খুশি
সুবাসিত হৃদয়, পড়ি বাণী ঐশী।
তোমার শালীন সাজ ভালো লাগে
নিশ্চয় থাকবে তুমি ফুল বাগে।
উত্তরা, ঢাকা।
২৬.০১.২০২৫
২| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ব্লগিং জীবন বেশ লম্বা।
২৬ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৬
সাইফুলসাইফসাই বলেছেন: হুম অনেক দিন গ্যাপ ছিল
৩| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
২৬ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৮
সাইফুলসাইফসাই বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ২৬ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক অনুভব
২৬ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৯
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৫| ২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ বোন
৬| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: হুম। ভালো।
২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪২
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন:
সুন্দর রূপ
তোমার সুন্দর রূপখানা দেখা হয়নি
অন্তরে তোমার ভাবনা মুশকিল হলো
কল্পণায় তোমার সৌন্দর্য দেখি
ভেবে ভেবে তোমার অসংখ্য আল্পনা আঁকি।
যদি বলি তোমায় ভালবাসি
মৃদু হাসিতে সাড়া দিবে কি?
তুমি অনেক সুন্দরী হলেও
চমৎকার তো সবার পছন্দ না।
কেউ একজনের কাছে বিশেষ মনোহর হয়
সেজন্য হয়ত তুমি আমার এত্ত প্রিয়
আমি চিত্ত দিয়ে তোমায় সনাক্ত করেছি
তুমি একা উড়াউড়ি না করে আমার সাথে যুক্ত হও।
এস পাখির মত জুটি হই
পাঁচ খঁটির ঘর তৈরী করি
সিদ্ধান্ত নিতে হবে অল্প সময়ে
তাহলে জীবনের শ্রেষ্ঠ গল্প তৈরী হবে।
জীবনে সুখ আছে, হাসি আছে
সুবাসিত হৃদয়ে ঐশি বাণী পড়ে
চল শালিন সাজে থাকি
তাহলে জীবনটা পুস্পবাগ হয়ে উঠবে।