![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
পরশে
সাইফুল ইসলাম সাঈফ
প্রেম না হয়ে এখন কাঁদি
আবার হলো না সম্পদ-শাদি।
জ্বালা সকল বিষয়ে প্রিয় আছে
সোনালি সময় হারালে সব মিছে।
হাতে ধরা তোমার হলুদ ফুল
তুমি আমাকে করেছো একেবারে ব্যাকুল।
কী ভাবনায়, খেয়ালে খেয়ালে কে
জীবন চলে রঙিন ছবি এঁকে।
ডাকলে চলে আসবো তোমার পাশে
সজীব হয়ে উঠবো তোমার পরশে।
তোমার মুচকি হাসি আমার খুশি
যে প্রেম হবে না বাসি।
এসো সখি এতো হৃদয়ে যাতনা
শেষ হয় না, তুমি কামনা।
অযথা দুখে দিন যায় চলে
যদি হৃদয় ক্ষণে ক্ষণে উচ্ছলে
বলো আমার সাথে নিভৃতে কথা
দূর হবে, দূর হবে ব্যথা!
আমার মনের জগত জুড়ে তুমি
উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার ঊর্মি।
উত্তরা, ঢাকা।
২৯.০১.২০২৫
২৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৯
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২| ২৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪০
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৩| ২৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৮
জটিল ভাই বলেছেন:
সুন্দর অনুভূতির প্রকাশ ♥♥♥
৩০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৩
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
৪| ৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ
ওকে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক অনুভব