নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ ই ফাল্গুন ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

চাঁন রাতে

২৫ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:১৬

চাঁন রাতে
সাইফুল ইসলাম সাঈফ

এত ছোট ছিলাম
সেহরির সময় মা ডাকতেন না!
এমনিতে সজাগ হয়ে যেতাম
বোন উঠতো, মা উঠতো
উঠতো ভাই, প্রতিবেশী সবাই
কত না হতো মজাই।
যারা উঠতে করতো দেরি
তাদের ডাকা হতো হয়েছে সময় সেহরি!
টিনের কৌটা আর মোববাতি দিয়ে
তৈরি করতাম বাতি; চলে যেতাম
আাঁধার রাতে কুড়াতে যেতাম বড়ই
ঈদ আসছে সবাই খুশি!
নতুন জামা হবে কেনা
আমার ছিল না কোনো বাহানা।
এরা কিনেছে ওরা কিনেছে
আমাদের কিনে দেবে চাঁন রাতে
অপেক্ষা করতাম সে আশাতে
ঘুমিয়ে পড়তাম সে রাতে
গভীর রাতে মেজো ভাই এসে
নিয়ে যেতেন টঙ্গী বাজার
কেনাকাটা করে আনি নতুন জামা
হতেন খুশি আমার মা!

উত্তরা, ঢাকা।
২৫.০৩.২০২৫

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০১

ইকবাল স্পেন বলেছেন: কবিতাটি শৈশবের সেহরি, ঈদের আনন্দ ও পারিবারিক ভালোবাসার সুন্দর স্মৃতিচিত্র তুলে ধরেছেন। সহজ ভাষায় লেখা হলেও এতে গভীর আবেগ মিশে আছে, যা পাঠককে nostalgija-তে ভাসিয়ে নিবে।

২৫ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২১

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

২| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৬

[email protected] বলেছেন: Good - Go Ahead

৩| ২৬ শে মার্চ, ২০২৫ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.