![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ফুঁপিয়ে কাঁদি
সাইফুল ইসলাম সাঈফ
আমি সুখ হলে খুশি-হাসি আর
মাঝে মাঝে দুখে ফুঁপিয়ে কাঁদি!!!
একলা থাকা হয়েছে আমার কাল
সঙ্গীর চিন্তা এলে জুড়ে নাও দেখবে সকাল।
সেই কবে থেকে আমার আকাশ
মেঘাচ্ছন্ন! হঠাৎ হঠাৎ উঁকি দেয় রোদ!
চারদিকে তাকিয়ে দেখি আমার চেয়ে
কতো দুখি, সবসময় থাকি ভয়ে!
কী ভেবে চলে গেলো সোনালি দিন
চেষ্টা করে ব্যর্থ, ব্যথাতুর মুহূর্ত-দিন!
অনেকের চেয়ে ভেবে দেখি স্বীয় উত্তম
আবার ভেবে দেখে করি নিজেকে খতম।
আসলে সময় মতো কাজ করা উচিত
যে করে তার হয় জীবনে জিৎ।
সুখ হবে দুখ হবে এটাই নিয়ম
এর বিপরীত হলেই হয় অনিয়ম।
তোমার এখন ভালোবাসা খুব প্রয়োজন
ধরতে হবে হাত, করতে হবে কাউকে আপন।
পেতে পারো সুখ অথবা যাতনা
তবুও করতে হবে ভবিষ্যৎ নিয়ে আল্পনা।
যৌথভাবে সফলতা জন্য এখন ছুটতে হবে
অযথা বৃথা করো না, নয়তো পিছিয়ে রবে।
উত্তরা, ঢাকা।
২৭.০৩.২০২৫
২৯ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
সাইফুলসাইফসাই বলেছেন: হুম-ঠিক বলেছেন
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: যারা যোগ্য ও দক্ষ নয়- তাদের ফুপিয়ে
কাদতেই হয় জীবনে বহুবার।