![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
অবসান
সাইফুল ইসলাম সাঈফ
মা বৃদ্ধ
মা অসুন্থ
মায়ের জন্য কিছুই করতে পারলাম না
আমি করি নিরব কাঁন্না!
কারণ আমি প্রতিদিন পরাজিত হই
সেজন্য আমি বিষাদে মুহূর্তে রই!
আমার চেষ্টাগুলো অপূর্ণ রয়
আত্মবিশ্বাস হারিয়ে বাড়ে ভয়!
কী কারণে পাইনি পাশে কাউকে
মনে হচ্ছে তাই জীবন আছে থমকে।
ভুল করি, করি অন্যায়
আমার নিত্য আছে ব্যয়।
তবুও আমি, নিজের জন্যে করতে পারিনি
কিছুই; তাই পাইনি একটুও সম্মানি।
হতাশ হওয়া যাবে না
তবুও হতাশ হই!
চিন্তা করতে করতে ক্লান্ত হই
কেনোভাবে যে, আমার সুদিন আসে না!
যেহেতু আমি সফল নই
সেহেতু খুব অহেলার শিকার।
ইচ্ছে হয় চলে যাই অজানায়
শান্তি পাই না, কেবল ভাবায়।
সমস্যা কমে না, আরো দ্বিগুণ
নিশ্চয় আছে, আমার মধ্যে গুণ।
ছোট বলে হয়ে আছি বোঝা
কত রূপে, কত খোঁজা।
আমার জন্য কি প্রীতি নেই
কাতর হৃদয়, আমার প্রতি ভরসা নেই।
আমি তো অত্যন্ত মন্দ নই
আমি তো অত চতুর নই।
ঠকিয়ে আমি জিত চাই না
আমার এখন কিছু ভালো লাগে না।
নিঃস্ব সবকিছু আমার লোকসান
চাই চাই এবার কষ্টের অবসান।
আমার কেন হয় না উন্নতি
আমার চিত্তে হয় শুধু ক্ষতি!
উত্তরা, ঢাকা।
২৬.০৬.২৫
২| ২৬ শে জুন, ২০২৫ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুদিন আসবে ইংশাআল্লাহ। আল্লাহ আপনার মাকে ভালো রাখুন
৩| ২৬ শে জুন, ২০২৫ রাত ৯:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর অনুভূতির প্রকাশ ।
৪| ২৭ শে জুন, ২০২৫ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: ওকে। ভালো।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০২৫ বিকাল ৪:০২
এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর অনুভূতির প্রকাশ