| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কাঙ্ক্ষিত তুমি
সাইফুল ইসলাম সাঈফ
তুমি অদেখা, অজানা ছিলে
আগ্রহে কিছুটা জানা, হলো দেখা!
তোমার আমন্ত্রণে ছুটে যাই
অপেক্ষা করছিলাম বসে দোতলায়
হঠাৎ তুমি সিঁড়ি বেয়ে উপরে
দেখেই চিনে ফেলি, কাঙ্ক্ষিত তুমি!
আমার সামনে দিয়ে হেটে গেলে
তারপর ফিরে এসে জিজ্ঞাসা?
সাইফুল ভাই? আমি বললাম হ্যাঁ
আমি চুপচাপ রইলাম, ভাষাহীন!
একটু পর তুমি নিচে যেতে বললে
সাথে সাথে আমি ওঠে চললাম…
কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো
বসে বসে দেখতে লাগলাম তোমাকে
তুমি এসে জানতে চাইলে কেমন লাগছে?
তোমার রূপ খানা আমায় কেবল ভাবাচ্ছে!
লুকোচুরি করে হৃদয় আনন্দে কেটে গেলো
সবকিছু ঠিক-ঠাক লাগছিলো খুবই ভালো।
ফিরে আছি না জানিয়ে
কিছুই বলছি না, ইনিয়ে বিনিয়ে।
খেয়ালে খেয়ালে সেই দৃশ্যগুলো
তুমি সুন্দর, তোমার চোখগুলো!
উত্তরা, ঢাকা।
১৩.১২.২৫
২|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৫
সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: কারও প্রেমে পড়ার মুহূর্তটা অসাধারণ।