নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

হ্যাঁ শোনার

২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:২৪

হ্যাঁ শোনার
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে প্রস্তাব দিয়েছি প্রীতির
একান্তে পরশ ও প্রাপ্তির জন্য
অধীর আগ্রহে অপেক্ষা করছি
তোমার মুখ থেকে হ্যাঁ শোনার!
কিন্তু তুমি চুপ! নিরব, অনাগ্রহ
এড়িয়ে যাও, আমায় টের পেলে।

তুমি কী খেয়াল করে দেখেছো?
প্রতি বছর ঝর আসে লন্ডভন্ড করে
প্রতিক্ষণ তুমি সুখ পাবে না
সকল প্রত্যাশা পূরণ হয় না।
প্রতিটি ইচ্ছে কল্যাণকর না
অনিচ্ছায় বিশ্রী প্রায় কামনা!

ভাবনার মতো সব না ঘটুক
ঘটলে বিপদ, হৃদয়ে সত্য জুটুক।
দেখে অনেক কিছু মনে হয়-
হারিয়ে ফেলেছে প্রাণ, মানে মৃত
কিন্তু তা একসময় প্রাণবন্ত, সজীব।

অনাকাঙ্ক্ষিত ঘটনা জন্য কী ব্যথিত?
ভুলে যাও তা, হও জাগ্রত।
যদি তোমার মনঃপূত হতো
হয়তো তা ক্ষতি বয়ে আনতো।
আমার চেয়ে দেখো, কঠিন প্রতীক্ষা
উদগ্রীব শুধু তোমার জন্য, অপেক্ষা।

উত্তরা, ঢাকা।
২৭.০১.২৬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২৬ রাত ২:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিন্তু তুমি চুপ! নিরব, অনাগ্রহ
.....................................................
প্রস্তাবনার মাঝে একটি ম্যাজিক আছে,
তা বাস্তবায়ন করতে হলে
অংক কষতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.