নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভাবনায় আমার দেশ

সৈকত মন্ডল

সত্য ও সংগ্রামে, জীবনের গানে, বঞ্চিত যেজন, ঠাই হোক মোর তাদের প্রাণে

সৈকত মন্ডল › বিস্তারিত পোস্টঃ

জবাব চাই, আজ তোমাকে বলতেই হবে

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

যদি আমার দেশের নাম পূর্ব-পাকিস্তান লিখি, তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে আমার সাজা হবে, নাকি আমাকে পুরস্কৃত করা হবে?



যদি গোলাম আযম কে বাংলাদেশের রাষ্ট্রপতি করার দাবীতে মিছিল করি, তাহলে ওই মিছিল আমার একার মিছিল হবে, নাকি সহস্র মানুষ আমার মিছিলে সামিল হবে?



যদি মুক্তিযোদ্ধাদের পথভ্রষ্ট বিপদগামী মানুষ বলি, তাহলে না না চিৎকার উঠবে, নাকি সমর্থন সূচক ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হবে?



আর কত জেনারেশন ধরে ফিলটারড হওয়ার পর বাঙ্গালী রক্ত পবিত্র হবে? নাকি ব্রিটিশ, পাল, সেন, মোঘল, পাকিদের রক্তের কনিকা অমর?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭

ৈতয়ব খান বলেছেন: যদি আমার দেশের নাম পূর্ব-পাকিস্তান লিখি, তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে আমার সাজা হবে, নাকি আমাকে পুরস্কৃত করা হবে?

: পূর্ব পাকিস্তান লেইখ্যেন্না। খারাপ দেহায়।

যদি গোলাম আযম কে বাংলাদেশের রাষ্ট্রপতি করার দাবীতে মিছিল করি, তাহলে ওই মিছিল আমার একার মিছিল হবে, নাকি সহস্র মানুষ আমার মিছিলে সামিল হবে?

: হি হি হি। গোলাম আজমের পক্ষে যুদি মিছিল করেন, হ্যারে পেরসিডেন্ট বানাইবেন, তয় আমারে আওয়াজ দিয়েন। আপনের লাইগা পোস্টার সাপ্লাই দিমু। চাই কি ব্যানারও বানাইয়া দিতে পারি। শ্লোগানটা হইবো: গোলাম আজম জিন্দাবাদ আওলীগ মুর্দাবাদ। আযম তুমি আগাইয়া চোলো, আমরা আছি তুমার সাতে। পেরসিডেন গোলাম আজম আগাই চলো আগাইয়া চলো। এই রকম................মনে লয় আপনের লগে জুগ দেই।


যদি মুক্তিযোদ্ধাদের পথভ্রষ্ট বিপদগামী মানুষ বলি, তাহলে না না চিৎকার উঠবে, নাকি সমর্থন সূচক ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হবে?

: আমার কী যে ভালা লাগতাছে। আপনেরে বুজান যাইব না। আসলেই তো, ভালা কইরা খেয়াল কইরা দেহেন, দেশের বেশির ভাগ মুক্তিযোদ্ধা লুচ্চা কিসিমের। ঘুষখোর আর সমাজের খারাপ কামগুলা করতাছে।
হালারা নষ্ট আগেও আছিল এহন তাই। ওরা দেশ স্বাধীন করছিলো নিজেগো স্বার্থে। দেশ কচু পাইছে।

আর কত জেনারেশন ধরে ফিলটারড হওয়ার পর বাঙ্গালী রক্ত পবিত্র হবে? নাকি ব্রিটিশ, পাল, সেন, মোঘল, পাকিদের রক্তের কনিকা অমর?

: ধুরু মিয়া, জারজ বাঙালির রক্ত আবার পরিশুদ্ধ কি অইবো? যুগে যুগে বার জাতি আইসা বাঙালিগো ফাটাইয়া গেছে। মিশাইন্যা রক্ত, জাওড়া রক্ত। এই রক্ত ভালা হইবো না।
দেহেন না, জাতীয় বিষয়গুলোতে এই জাওড়া পুলাপান এহনও এক হওন শিখে নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.