নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভাবনায় আমার দেশ

সৈকত মন্ডল

সত্য ও সংগ্রামে, জীবনের গানে, বঞ্চিত যেজন, ঠাই হোক মোর তাদের প্রাণে

সৈকত মন্ডল › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা ও চিকিৎসা এখন পন্য, কিনে হন ধন্য

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০

এখন ব্যাবসায়ীরা শিক্ষা ও চিকিৎসা খাতে বিনিয়োগ করতে সবচেয়ে বেশি আগ্রহী। কারণ আমাদের দেশে এই দুইটিই নাকি এখন সবচেয়ে লাভজনক খাত। এটাই যথোপযুক্ত ভাবে প্রমান করে যে, সেবা বলে আর কিছু অবশিষ্ট নাই, সবই এখন পন্য। তাছাড়া এককালে সমাজ ও দেশের সবচেয়ে শ্রদ্ধাস্পদ ব্যাক্তিদের মধ্যে শিক্ষক ও চিকিৎসকদের অন্তর্ভুক্তি থাকলেও একালে প্রায়ই তাদেরকে তাদের বিভিন্ন অপকর্মের জন্য সংবাদের শিরোনাম হতে দেখা যায়। শিক্ষকতা নামের এই মহান সেবা ধর্মী পেশায় নিয়োজিতদের অনেকেই পাঠ্যপুস্তকের বাইরে শিক্ষার্থীদের সততা বা নৈতিক শিক্ষাদানের অধিকার সংরক্ষন করেন না, কারণ তাদের অনেকেরই সেই সততা বা নৈতিকতার ভিত্তি অতটা মজবুত নয়। আমার কাছে আমার প্রিয় ব্যাক্তিদের নাম জিজ্ঞাসা করা হলে, আমার বাবা-মায়ের বাইরে যাদের নাম আসে তাদের অধিকাংশই আমার শিক্ষক ছিলেন। অথচ অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক হলেও সত্য যে, এখন অনেক শিক্ষার্থী-ই আছে যাদের জীবনের তিক্ত ও হতাশাব্যাঞ্জক অভিজ্ঞতার সঙ্গে অনেক শিক্ষকের নাম চলে আসে। তাই তথাকথিত অনেক কিছু ত্যাগ করেও, শুধুমাত্র শিক্ষকদের জীবনাদর্শের প্রতি মোহগ্রস্থ হয়ে যারা শিক্ষকতায় এসেছেন তারা এখন অস্তিত্ব সংকটে।



এই অবস্থার পরিত্রাণ আবশ্যক, অন্যথায় নষ্ট যন্ত্রের ত্রুটিপূর্ন উৎপাদন কখনোই আমাদেরকে গৌরবান্বিত করবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.