![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাম্প্রতিক সময়ে ‘আদুরী’ কে নিয়ে ঘটে যাওয়া একটি ঘটনার জের ধরে অনেকেই একটি প্রশ্নকে সামনে নিয়ে আসছেন, আমরা কি আসলেই মানুষ? প্রশ্নটি যেহেতু মানুষকে নিয়ে, তাই মানুষের কাছে জানতে চাইলে সেটা নিরপেক্ষ ও আন্তর্জাতিক মান সম্পন্ন হত না। চলেন দেখা যাক পশুদের কি মত
প্রথমেই দেখা যাক কুকুর কি বলেঃ মানুষের বাড়ি চুরি করতে, ডাকাতি করতে আসে তো মানুষই, আর সেই মানুষের অপকর্ম ঠেকানোর জন্য মানুষ আমাদের নির্ভরযোগ্য মনে করে পালন করে এবং মানুষের কুবৃত্তিকে প্রতিহতের দায়িত্ব দেয়। অথচ আমাদেরকে আবার কুকুর বলে অবজ্ঞা করে, দামই দিতে চায় না। যদিও আমাদের সেই আগের মতো অবস্থা আর নেই, আমাদের দাম আগের থেকে অনেক বেড়েছে। আমাদের অনেকেই এখন প্রশাসনের অংশ হয়ে কাজ করে ব্যাপক সুনাম অর্জন করেছে। তাছাড়া অনেকেই এখন আমাদেরকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, এমনকি আমাদের এখন মানুষের বেডরুমেও জায়গা হয়েছে। তাও আপসোস থেকেই যায়।
এবার দেখা যাক শকুন কি বলেঃ আমরা মরা গরু খাই, নাখেলে ওগুলো আরো দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট করতো। কিন্তু জীবিত গরু তো খাইনা কিংবা আমাদের সঙ্গী শকুনদেরও খাই না। কিন্তু মানুষ তার সঙ্গী জীবিত মানুষের উপর হামলা করে, জীবিত মানুষের মাংস খায়, ক্ষত বিক্ষত করে, পাশবিক নির্যাতন করে। মরা মানুষও খায় তবে সবাই খায় না, যারা খায় তাদের ওরা অসভ্য বলে, কিন্তু আমার এক বন্ধু শকুন কোথার থেকে যেনো জেনেছে যে, চায়না না ফায়না কি যেন একটি দেশ আছে তাদের কাছে মৃত শিশুদের স্যুপ নাকি খুবই জনপ্রিয়, ইয়াক থু। তাও মানুষের কি ভাব, আমাদের গালি হিসাবে ব্যবহার করে।
দেখা যাক বানর কি বলেঃ [খুব আপসোস নিয়ে] আমি কোনদিন ভাবতেও পারিনি যে মানুষ আমাদের প্রতিযোগী হয়ে আমাদেরকে অস্তিত্ব সংকটে ফেলবে। রাস্তাঘাটে, মেলায়, পার্কে অনেককেই দেখি যারা আমাদের থেকে কোন অংশেই কম যায় না। লেজ নেই স্বীকার করি, কিন্তু বলেন লেজই কি সব? কয়েক দিন ধরে আমার মন ভীষণ খারাপ কারণ আমি সেদিন আমার খালাদের বাসায় গিয়েছিলাম, আমার খালা তো রীতিমত আমাকে তিরস্কার করে করে বললো, আরে তোকে তো মানুষের মতো দেখাচ্ছে। আমি এতে যতটানা অপমানিত হয়েছি তার থেকে নিজেদের অবস্থান নিয়ে শংকিত আছি।
এবার ছাগলের ভাষ্যঃ আমি কোন কথাই বলতে রাজি নই। মানুষ নাকি তাদের পেটেন্ট করা উপাধীর অপব্যবহার করছে এবং ছাগল তাতে খুবই মাইন্ড খাইছে। তারা নাকি তাদের ছাগলাধিকার ভঙ্গের জন্য খুব শীঘ্রই আন্তর্জাতিক ছাগলাধিকার সংস্থার দ্বারস্থ হবে।
এবার দেখুন পাগলা হাতি কি বলেঃ ও তোমরা করলে দোষ নাই আমি করলেই দোষ? তোমরা বোমা মারো, ককটেল ফাটাও, মানুষকে কুপিয়ে মারো, পুড়িয়ে মারো, দেশের পর দেশ ধ্বংস করে দিচ্ছ, রক্তের বন্যা বইয়ে দিচ্ছ তাতে কিছু হচ্ছে না, আমি একটু করলেই খুব দোষ। স্বীকার করছি আমার মাথা আওলায়ে গেলে সামান্য তান্ডব চালাই, কিন্তু তার তো একটা শেষ, তোদের তো শালা তান্ডবের কোন শেষ নেই, যা ভাগ।
এমনই আপসোস, অভিযোগ আর উদ্বিগ্নতায় দিন কাটাচ্ছে পশুরা। অতঃপর সকল পশু বিষয়টি নিয়ে একটি মহাসম্মেলনের ডাক দেয়। বনের রাজা সিংহ সেই পশু মহাসম্মেলনে যা বললেনঃ
তোমাদের কি বলবো, কি বলে সান্তনা দিব তার ভাষা খুঁজে পাচ্ছি না। দেখো অধিককাল ধরে একছত্রভাবে ক্ষমতা বা কোন পদ দখল করে থাকলে এমনই হয়। বিভিন্ন দেশেও তোমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছো। হয়ত এখনই যদি পুনঃবিবেচনা করা হত তাহলে “সৃষ্টির সেরা জীব” উপাধি কোন ভাবেই মানুষের থাকতো না, তোমাদের মধ্য থেকেই কেউ সেটা পেত। আমি সেটা উপলব্ধি করতে পারি কিন্তু আমি নিরুপায়। আমি বনের রাজা ঠিকই কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারীতো নই। সবাই যার যার মতো করে সৃষ্টিকর্তাকে স্মরণ কর। মানুষের এই উপাধি আমরা কেড়ে নিতে চাইনা কিন্তু স্রষ্টা যেন মানবের মাঝে প্রকৃত বোধের উন্মেষ ঘটান। মানুষ ও আমাদের মধ্যে একটা ব্যবধান থাকাটা আবশ্যক, নাহলে সেটা বিব্রতকর। আর মনে রেখ, উপাধী হোক যথা তথা কর্ম হোক ভাল, তোমরা তোমাদের কর্ম করে যাও।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সৈকত মন্ডল বলেছেন: ধন্যবাদ, এক ধরনের লজ্জাবোধ বা গ্লানি থাকেই লিখেছি।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯
রসায়ন বলেছেন: নির্দয় গৃহকর্তী নদীতে ক্রসফায়ারে দেয়া হোক
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
নিস্তব্ধ গোধূলি বলেছেন: স্যার
অনেক সুন্দর লিখেছেন