নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভাবনায় আমার দেশ

সৈকত মন্ডল

সত্য ও সংগ্রামে, জীবনের গানে, বঞ্চিত যেজন, ঠাই হোক মোর তাদের প্রাণে

সৈকত মন্ডল › বিস্তারিত পোস্টঃ

আমাদের বর্ণমালা

১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯



তে অজগরটি আসছে তেড়ে

তাতে ভয় পেয়োনা ভাই

একটু সরো গ্রিলটি ছেড়ে

খাঁচার ভিতর বন্ধী সে তো চিড়িয়াখানায়

তাইতো ভয়ের কিছু নাই





তে আমটি আমি খাবো পেড়ে

কিন্তু গাছটি যেনো নিজের হয়

পরের গাছের খেতে পারো, পিঠটি তবে শক্ত করো

নইলে কিন্তু আছে ভয়





তে ইদুর ছানা দেখতে মজা

কিন্তু বড় হলে তাকে রোখা হবে না সোজা

যার যা পাবে কাঁটবে সবি,

হোক সে প্রজা নাহোক রাজা





তে ঈগল পাখি ঈগল পাখি

ঈগল কি কেউ দেখেছো নাকি? কিভাবে দেখি

আমরা যে সবাই সাহেব হতে চাই

গাছ-গ্রাম তাই রাখিনাই বাকি, এখন আমরা শহরে থাকি





তে উট পাখি সবার বড়

বড় পাখি নামেই শুধু,

নেই যে তার উড়ার শক্তি

আমার মনে হয় সে পাখিদের রাজ্যের রাষ্ট্রপতি





তে ঊষার পূর্বাভাস

মেঘে মেঘে পৃথিবী ঢেকেছে আঁধারে

চাই মেঘ মুক্ত নীল আকাশ





তে দেশের ঘাড়ে ঋণের বোঝা

ঋণের টাকা খাচ্ছে রাজা

রাজার ভুড়ি বাড়ছে শুধু

তোমার বেলায় শুধুই সাজা





তে টানে এক আঁকো বক

কিন্তু কোথায় পাবে সিলেট চক,

বকের দেখাও জোটেনি জানি

জেলখানাতেই জম্ম তোমার, সারা জীবন জেলের ঘানী





তে ঐ দেখা যায় গাড়ির বহর

তাতে বসা বড় বড় চোর

একটু পরেই চোরের মেলা

তাতেই দেখ লোকের ঠেলা





তে ও মেয়ের নাম দেবো কি ভাবি শুধু তাই

নামে কিবা যায় আসে, কাজ ভালো চাই

‘ঐশী’ নামে কি দোষ ছিল

করেছো কি যাচাই?





তে অসুখ হলে ঔষধ চাই

তার জন্য ফার্মেসীতে যাই

ফার্মেসীতে আবার পঁচা ঔষধ, কিছুর আবার নেই ডেট

তাই বলে আবার বলোনা কিছু

মাইন্ড করবে, চোরেরও আছে সিন্ডিকেট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.