![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিয়ন্ত্রনহীন অবাধ বিজ্ঞাপনের মাধ্যমে সবার সামনে যেকোন প্রকার মিথ্যাচারের বৈধতা দেওয়া হয়েছে।
অচীরেই মনে হয় দেখেতে পাবো-
=> এই রড ও সিমেন্ট দিয়ে বাড়ী তৈরি করলে সেটি সমগ্র পৃথিবী ধ্বংসের পরও অক্ষুন্ন থাকবে। আর সাধারণ রড-সিমেন্ট ব্যাবহারের উৎকৃষ্ট উদাহরণ হল রানা প্লাজা, গুটি কয়েক মানুষের ধাক্কায় ভেঙ্গে পড়লো।
=> স্রষ্টা আপনার সঙ্গে অবিচার করলেও এই বিউটি ক্রিম তা শতভাগ পুষিয়ে দিবে। এটিই হচ্ছে পৃথিবীর একমাত্র ফেয়ারনেস ক্রিম যা ছাগলকে খরগোশে রূপান্তরিত করতে পারে।
=> বিলগেটস এর বাড়িতে যখন এই প্লাস্টিকের জিনিসপত্রে/আসবাবপত্রে ভরপুর তখন আপনার মতো আদার ব্যাপারীর দুঃচিন্তার কারণ কি?
=> নিউটন ও অ্যারিস্টটল নিয়মিতভাবে হরলিকস/ডানো খেতেন বলেই তারা পৃথিবী জয় করতে পেরেছেন। কি চোখ মাথায় উঠে গেল তো? আমার কথার মাথামুন্ডু কিছুই বুজতে পারছেন না, কিভাবে বুজবেন, নিশ্চয়ই আপনি হরলিকস/ডানো খান না।
=> এখন আমি যেটা বলবো সেটা আপনি মনে রাখতে পারবেন না, তাও বলছি এই টুতপেস্ট দিয়ে দাঁত মাজুন, গালে যখন একটি দাঁতও অবশিষ্ট থাকবে না তখনও মাছের মাথা সানন্দে চিবিয়ে খেতে পারবেন।
=> আমার স্বামী মারা গেলে আমি কৌশলে অমুক নেটওয়ার্কের একটি মোবাইল ফোন তার মৃত দেহের সঙ্গে বেঁধে দিয়েছিলাম। এখন দিব্যি ওপার থেকে নিয়মিত যোগাযোগ করছে। চল ওপারে, জাহান্নামের দেশে।
[ ইত্যাদি ইত্যাদি ]
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮
সৈকত মন্ডল বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৬
ভিটামিন সি বলেছেন: গ্রামীনের ৩জি যে উপর থেকে দড়ি ফালায়, সেই দড়ি বায়া একজন ইউরোপে চইল্যা যায়। এইডা আপনার চোখে পড়ে নাই মনে হয়। যারা এই গুলা বানায় তাদের ধইরা সকাল বিকাল দুই বেলা থাপড়ানোর দরকার।
আর দুই নারী গুড়া দুধের বিজ্ঞাপন দেয়, পত্রিকায় কি লিখছে আপা? এই দুই শালীরে ধইরা থাপড়ানো দরকার। কোন পত্রিকায় কোন দুধ সম্পর্কে প্রতিবেদন ছাপা হয়েছে সেটা আগে জনগনকে জানিয়ে তারপর নিজেরটার বিজ্ঞাপন দেয়া উচিত। তা না করে ভুয়া একটা বিজ্ঞাপন বানাইছে।
২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭
সৈকত মন্ডল বলেছেন: আরো অনেকেই দড়ি ফালায়ে আমাদের গলায় ফাঁস পরায়ে দিচ্ছে, আমি শুধু কিছু নমুনা তুলে ধরার চেস্টা করেছি। ঠিকই বলেছেন থাপড়ানোর বিকল্প নেই।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮
আলাপচারী বলেছেন: ++++++