নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.shahanur.blogspot.com www.facebook.com/Shahanur.Saikot

সৈকত বিআইএইচআর

আধুনিক দাসত্বের জীবন, চিন্তার স্বাধীনতাহীন বাক্সবন্দী বিবেক! মনুসত্ত্বহীন........মনে হয় সব ছেড়ে পালিয়ে যাই- আদিম থেকে আদিমে!পাহাড়, বন, নদী, ঝরনাধা্রা আর পাখির কলতান অথবা.....

সৈকত বিআইএইচআর › বিস্তারিত পোস্টঃ

আদালত অবমাননার অভিযোগ: মন্ত্রীকে টেলিফোনে প্রধান বিচারপতির প্রেস কনফারেন্সের মাধ্যমে ক্ষমা চাইতে বলার যৌতিকতা কি?

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কর্তৃক আয়োজিত গোলটেবিল বৈঠকে গত ৬ মার্চ বর্তমান সরকারের খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কর্তৃক আদালত অবমাননা বিষয়ক মন্তব্য করায় সরকার একপ্রকার বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আপিল বিভাগ অভিযুক্ত মন্ত্রীদ্বয়ের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে বা অভিযুক্ত মন্ত্রীদ্বয় কিভাবে বিষয়টি সামাল দেয় তা নিয়ে গত কয়েকদিন যাবৎ সবার মাঝে একধরণের কৌতুল দেখা দিয়েছে। ইতোমধ্যে গত ৮ মার্চ আপিল বিভাগ দুই মন্ত্রীকে আদালতে তলব করেন ও তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেন। তার জবাবে গত ১৪ মার্চ দুই মন্ত্রীয় তাঁদের বক্তব্যের জন্য আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে আদাতলতে ব্যাখ্যা জমা দেন।

তারই ধারাবাহিকতায় উক্ত অভিযোগের শুনানীকালে গতকাল (২০ মার্চ) রবিবার প্রধান বিচারপতি বলেন, “দুজন মন্ত্রী যখন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, তখন আমি বিদেশে ছিলাম। আমি টেলিফোনে একজন মন্ত্রীকে বলি বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করতে। একই সঙ্গে বলেছি দেশে ফেরার আগে দুই মন্ত্রীকে প্রেসের সামনে ক্ষমা চাইতে হবে। মন্ত্রী বললেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে দুই মন্ত্রীকে বকাঝকা দিয়েছেন। আমি বললাম, ওই বকাঝকায় কিছু হবে না। পরদিন ক্ষমা না চাইলে কনসিকোয়েন্স (পরিণতি) সাংঘাতিক হবে। মন্ত্রী কোনো কথা বললেন না”।

এখন আমার খুব বেশী জানার ইচ্ছে (কোনভাবেই আদালতকে অবমাননা করার উদ্দেশ্যে নয় এবং আদালতের প্রতি যথাযথ সম্মান রেখে)-আদালত অবমাননার অভিযোগের ঘটনায় আনুষ্টানিকভাবে অভিযুক্তদের প্রতি আদালত অবমাননার রুল না দিয়ে বা অভিযুক্তদের আদালতে তলব করে ব্যাখ্যা না চেয়ে ( যদিও পরবর্তী সময়ে আপিল বিভাগ দুই মন্ত্রীকে আদালতে তলব করেন ও তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেন) প্রধান বিচারপতি কর্তৃক একজন মন্ত্রীকে টেলিফোন করে বিষটি প্রদানমন্ত্রীর গোচরীভুত করা সহ প্রেস কনফারেন্সের মাধ্যমে মন্ত্রীদ্বয়কে ক্ষমা চাইতে বলা এবং তা না করলে সাংঘাতিক কনসিকোয়েন্স এর ভয় দেখানো কতটা যৌতিক?

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৩

মিহির সাহা বলেছেন: হায় বিচার !

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪১

সৈকত বিআইএইচআর বলেছেন: ন্যায় বিচার!

২| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৯

তিক্তভাষী বলেছেন: এদের কাছে ভালো কিছু আশা করার কোনো কারণ আছে কি?

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪১

সৈকত বিআইএইচআর বলেছেন: অবশ্যই আছে!

৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৭

আজমান আন্দালিব বলেছেন: তাই নাকি!

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪২

সৈকত বিআইএইচআর বলেছেন: হুম!

৪| ২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:০৫

কামের কথা কন!! বলেছেন: আওয়ামি বিচার ব্যাবস্তায় এর থেকে বেশি কি আশা করা যায় !! সময় কমে আসছে বি রেডি আপনি ও হতে পারেন ভুক্তভুগি। সংবদ্ধ হন মাঠে নামেন লোকজন কে সচেতন করেন।

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪২

সৈকত বিআইএইচআর বলেছেন: আওয়ামী বিচার ব্যবস্থা এইটা আবার কোথা থেকে আবিষ্কার করলেন!

৫| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১১

বিজন রয় বলেছেন: লোকে দেখুক।

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৭

সৈকত বিআইএইচআর বলেছেন: কি দেখবে?

৬| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫

কোলড বলেছেন: You are an idiot if you expect something proper or legal from these justices.

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৭

সৈকত বিআইএইচআর বলেছেন: হতাশ কেন হব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.