নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.shahanur.blogspot.com www.facebook.com/Shahanur.Saikot

সৈকত বিআইএইচআর

আধুনিক দাসত্বের জীবন, চিন্তার স্বাধীনতাহীন বাক্সবন্দী বিবেক! মনুসত্ত্বহীন........মনে হয় সব ছেড়ে পালিয়ে যাই- আদিম থেকে আদিমে!পাহাড়, বন, নদী, ঝরনাধা্রা আর পাখির কলতান অথবা.....

সৈকত বিআইএইচআর › বিস্তারিত পোস্টঃ

খাদ্য উদ্বৃত্ত বনাম খাদ্য সংকট: সরকারের নির্লিপ্ততা

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

প্রেক্ষিত ১: বাঙ্গালী খাদ্য হিসেবে ভাত ছাড়া অন্য কিছু যেন ভাবতেই পারে না। তাই ভাতের যোগান নিশ্চিত করতে বাঙ্গালী স্মরণাতীকাল থেকে ধান চাষ করে আসছে। আর ধান চাষের কথা বলতে গেলেই চোখের সামনে সোনালী মাঠ ভেসে উঠে। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্ঠায় দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ন। আর দেশ আজ যে খাদ্যে সস্ব্যং সম্পূর্নতা অর্জন করেছে তার পিছনে ধান চাষের অবধান সবচেয়ে বেশী। কিন্তু ধান চাষের সাথে যেসকল কৃষক জড়িত সেসকল চাষী ধানের নায্যমূল্য না পেয়ে আজ নিদারুণ কষ্ট আর অসহায় দিন যাপন করছে। এবছর প্রতিমন ধান উৎপাদনে খরচ হয়েছে ৭৫০ টাকা। কিন্তু বর্তমানে ধানের বাজারে মূল্য ৫০০ থেকে ৫৫০ টাকা। মনপ্রতি লোকসান ২০০টাকার মত। কিন্তু দেখার কেউ নেই, যেন শোনার কেউ নেই।

প্রেক্ষিত ২: পার্বত্য চট্রগ্রামের বান্দরবান জেলার থানচি উপজেলার পাহাড়ি এলাকায় গত মার্চ মাস থেকে চলছে তীব্র খাদ্য সংকট। জুম চাষ নির্ভর এ এলাকায় এ বছর জুম চাষ সফল না হওয়ায় এই খাদ্য সংকট দেখা দিয়েছে। সেখানকার মানুষ পাহাড়ি জঙ্গলের আলু খেয়ে এতদিন তাদের খাদ্যের চাহিদা মেটাচ্ছিলেন কিন্তু এখন সেই পাহাড়ি আলুও নেই।

প্রেক্ষিত ৩: সরকার প্রতিমন ধান ৯২০ টাকা দরে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ধানক্রয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা সমগ্র দেশের মোট উৎপাদনের এক চতুরাংশ মাত্র। তাছাড়া, ধান ক্রয়ের জন্য যে মানদণ্ড নির্ধারণ করেছে তা সাধারণ কৃষকের পূরণ করে সরকারের নির্ধারিত দামে ধান বিক্রয় করা সম্ভব নয়। তাই সরকার নির্ধারিত দামের সুফল কৃষক পর্যন্ত পৌছাবে না। মাঝখানে মধ্যবর্তী সিণ্ডিকেট কিছু মনাফা করবে। সরকার কিছু কিছু দেশে চাল রপ্তানী করার কথাও ভাবছে। কিন্তু চাল রপ্তানীর সুফল কি চাষীরা ভোগ করতে পারবে নাকি মধ্যবর্তী শ্রেনীর ব্যবসায়ীরা তা ভোগ করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠবে তা ভাবার বিষয়।

ফলাফল: খাদ্যে স্বয়ং সম্পন্ন হওয়ার পরও একদিকে সরকারের সঠিক নীতিমালা আর সমন্বয়ের অভাবে একদিকে যেমন কৃষক তার উৎপাদিত খাদ্য শষ্যের দাম না পেয়ে সর্বসান্ত হচ্ছে, অন্য দিকে পাহাড়ি এলাকার লোকজন খাদ্য সংকটে হাহাকার করছে। অথচ সরকার চাইলেই ভুর্তকী দিয়ে বেশী দামে ধান ক্রয় করে একদিকে যেমন কৃষককে রক্ষা করতে পারে, তেমনি সংগ্রহকৃত চাল খাদ্য সংকটে পতিত এলাকায় সরবরাহ করে খাদ্যভাব দূর করতে পারে। শুধু প্রয়োজন সঠিক নীতিমালা প্রণয়ন ও তার বস্তবায়ন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

ঢাকাবাসী বলেছেন: কৃষক মরুক তাতে সরকারের কিছু আসে যায় না মনে হয়!

২৯ শে মে, ২০১৬ রাত ৮:৫৪

সৈকত বিআইএইচআর বলেছেন: সরকারকে ত আর মাঠে ফসল ফলাতে হয় না যে তাদের কিছু যাবে বা আসবে?

২| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:০৮

চিরান ডেভিড বলেছেন: দেশের সরকারি ব্যাংকসমূহের লাগাম ছারা দুর্নীতি ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখতে পারে এই সরকার , তবে দেশের কৃষক ; যাদের জন্য দেশের প্রায় ১৮ কোটি মানুষ বেঁচে আছে তাদের জন্য কেন ভুর্তকি নয় ?

চ্যানেল আই , বিগত দিনে বাজেটে আগে একটি অনুষ্ঠান করত ; কৃষকের বাজেট নামে । এবার আমার যদি ভুল না হয় , অনুষ্ঠানটি আমার নজরে আসে নাই । আপনাদের নজরে এসেছে কি না জানাবেন দয়া করে ।

২৯ শে মে, ২০১৬ রাত ৮:৫৬

সৈকত বিআইএইচআর বলেছেন: ভর্তুকী দেয়, তবে সঠিক জায়গায় দেয় না, আর তা কৃষকের কাছে যেন না পৌঁছাতে পারে সে ব্যবস্থাও করে.।।

৩| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:৪৭

কলাবাগান১ বলেছেন: আজই হেলিকপ্টারে করে চাল পাঠানো হয়েছে সেখানে...

ঘত ধরা কথা মিথ্যুক জামাতি রা ই করে "কৃষক মরুক সরকারের তাতে সরকারের কিছু আসে যায় না" কমেন্টে

এই সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে যত কাজ করেছে তার এক শতাংশ ও জামাতি রা করে নাই। বরন্চ সার চাইতে গিয়ে গুলি খেয়েছিল।

জামাতি দের কোন লজ্জা শরম নাই ...

জামাতিদের সময় এশিয়া সফরেই সীমাবদ্ধ ছিল এখন টাকা-পয়সাতে ফুলে ফেপে উঠে ইউরোপে ও যাচ্ছি আমরা বাংগালী রা
আর ব্লগে বসে জামাতিদের সাফাই গাচ্ছি

২৯ শে মে, ২০১৬ রাত ৯:০১

সৈকত বিআইএইচআর বলেছেন: এখানে জামাত আসল কোথা থেকে? সরকারের কার্যক্রমের সমালোচনা করলেই কি জামাতী হয়ে যায়? সব জায়গাতে কুম্ভীর নিয়ে আসা কারো কারো অভ্যাস.।.।.।.।মানি বিওএনপি জামাত কৃষকের জন্য কিছুই করেনি.।বলুনতো এই সরকার কৃষকের জন্য কি কি করেছে? যেখানে ৭৫০ টাকা ব্যয়ে ধান উৎপাদন করে ৫৫০ টাকা দরে বিক্রয় করতে হচ্ছে.।সেখানে সরকার তো কৃষকের মঙ্গলই করছে, তাই না?

৪| ২৯ শে মে, ২০১৬ রাত ৯:১০

কলাবাগান১ বলেছেন: কমেন্টা আপনাকে করা হয় নাই। আপনাকে ধন্যবাদ ব্যাপারটাকে সামনে নিয়ে আসার জন্য কিন্তু যারা সুযোগ পেলেই মিথ্যা সমালোচনা করে (১ম কমেন্টকারী), আমার কমেন্ট ছিল উনার জন্য...

উনারা সার চাওয়া কৃষক কে গুলি করেছিল, সেখানে উনি কিভাবে বলে যে কৃষক মরুক তাতে এই সরকারের কিছু আসে যায় না। আমি তো দেখি কৃষক বান্ধব সরকার (ভূর্তকি সারে, সেচের জন্য বিদ্যুত, ১০ টাকায় ব্যাংক একাউন্ট)। চালের দাম নির্ভর করে সাপ্লাই আর ডিমান্ডের জন্য...মুক্তবাজারে সরকারের দাম ঠিক করা মানে ইকনমির অগ্রযাত্রাকে ব্যাহত করা

২৯ শে মে, ২০১৬ রাত ৯:৩২

সৈকত বিআইএইচআর বলেছেন: ১ মন ধান উৎপাদনে কতটা সারে ভুর্তকি, কত টাকা বিদ্যুতে ভুর্তিকি দেয়া হয়? আর সে ভর্তকী সরাসরি কৃষকের কতটা কাজে লাগে? আর যদি সব কিছু সাপ্লাই আর ডিমান্ডের উপর ছেড়ে দিবেন তাহলে তাহলে যখন বাজারে ডলারের মূল্য কমে যাওয়ার উপক্রম হয় তখন বাংলাদেশ বাংক বেশীসংখ্যক ডলার ক্রয় করে দাম ঠিক রাখে কেন? আবার যখন ডলারের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার উপক্রম হয় তখন বাজারে অধিক সংখ্যক ডলার ছেড়ে ডলার বাজারে ভারসাম্য রাখার চেষ্টা করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.