![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
হাসি বলে হাসা, হাসা বলে হাসি
তাই নিয়ে দুইজনে করে হাসাহাসি।
এই ছড়াটি যখন পড়েছিলামখুব ছোটবেলায়, প্রথমে কথাগুলো একটু ভাবিয়েছিলো, তারপর নিজেই শুরু করেছিলাম হাসাহাসি, বয়স বাড়ার সাথে সাথে অনেক ভেবেছি ছড়াকারদের নিয়ে , গল্প ঔপন্যাসিকদের নিয়ে। মুগ্ধ হয়েছি এমন সব ছড়াকারের শব্দচয়ন, শব্দবিন্যাস ও ভাবনার সৃষ্টিশীলতা নিয়ে।
এই হাসাহাসি আমাকে আর ছাড়লোনা। এ যাবৎকালে যত গল্প উপন্যাস পড়েছি, আবেগে আপ্লুত হয়েছি, হাসির ছড়া, কবিতা ও গল্পের সাথে সেসব দাড়িপাললায় ওজন করালে জানিনা ভালোলাগার পরিমানটা সমান হবে কিনা। বরং হাসির পাল্লাটা অনেক খানি ঝুলে পড়ব সে আমি নিশ্চিৎ।
আর এই ঝুলে পড়া পাল্লার অনেকখানি জুড়েই রয়েছেন একজন কীর্তিমান গল্পকার। যার রচনাগুলো একসময় পড়তে গিয়ে হাসতে হাসতে পেট ফেটে যাবার যোগাড় হয়েছে, বন্ধু বান্ধব আত্নীয় স্বজনদেরকে বস্তুত আমার প্রিয়জনদেরকে ধরে ধরে শুনিয়েছি সেসব। এমন বুদ্ধিদীপ্ত নির্মল আনন্দ বুঝি তিনি ছাড়া আর পক্ষেই দেওয়া সম্ভব নয়।
আজ আমি তারি কথা আবারও ধরে ধরে শুনাতে চাই আপনাদেরকে। আসলে প্রিয়জনদের সাথে প্রিয়জিনিসগুলো শেয়ার না করলে ভালোলাগাটা পরিপূর্ণতা পায়না বলেই আমার ধারনা।
যাইহোক আমি তার কথা বলি , তিনি আমার অতি প্রিয় হাসাহাসি গল্পকার শিবরাম চক্রবর্তী। এজীবনে তিনি কত গল্প লিখেছেন তা নাকি নিজেও জানতেন না। কারন তিনি ছিলেন একজন প্রচন্ড রকম অগোছালো মানুষ কাজেই তার লেখালিখিগুলোও কখনও গুছিয়ে রাখেননি। খুব দুঃখ হয় তার আরো না জানি কত লেখা আমার জানা হলোনা। হাসা হলোনা আরো একটু বেশী।
তার অগুনিত গল্পের মধ্যে প্রতিটা গল্পই খুব শুনাতে ইচ্ছে করছে আপনাদেরকে।যদিও জানি আপনারা অনেকেই সেসব আমার আগেই পড়ে ফেলেছেন। তবুও সেসব একটু মনে করিয়ে দিতে আর সবাইকে হাসাহাসিতে অংশগ্রহন করাতে ইচ্ছে জাগে প্রাণে। তবে সব গলপই মনে করাতে গেলে সামুর পাতাতে জায়গা কুলোবেনা তাই সংক্ষেপে শুনাতে চাই, শিবরামের বহূ গল্পের জনপ্রিয় দুই ভাই চরিত্র যুগল হর্ষবর্ধন ও গোবর্ধনের ১টি গল্প। অতি সংক্ষেপে শুনাবো কেউ যেন বিরক্ত না হতে পারে । আগেই বলেছি প্রিয়জিনিসগুলো প্রিয়জনদের সাথে শেয়ার না করলে ভালোলাগাটা ঠিক পরিপূর্ণতা পায়না।
গল্পের নাম মামির বাড়ির আবদার
ছোটভাই গোবর্ধন, দাদা হর্ষবরধন ও বৌদি শহরে মামাবাড়ি যাবার পরিকল্পনা করেন ।একশো টাকার একটি নোট নিয়ে তারা নিশ্চিন্তে রওয়ানা দেন শহরের উদ্দেশ্যে। ছোটভাই সন্দিহান হন টাকার অংকটাতে। জিগাসা করে "এতে কুলোবে কিনা? "
বড়ভাই প্রীত মুখে জানায়, ঢের চলবে। একশো টাকা ও বাকী খুচরো খাচরা মিলিয়ে চাইলে এই টাকায় মামা বাড়ি নয় শুধু মামির বাড়িও ঘুরিয়ে আনতে পারবেন তিনি তাদেরকে। গোবরা তো শুনে অবাক! মামির বাড়ি আবার কি? মামা আর মামি কি আলাদা জায়গায় থাকেন নাকি?
বড়ভাই ধমক দিয়ে ওঠেন এই মামি সেই মামি নয়রে মুখ্যু। এই মামি হলো সেই মামি যেই মামির মামা নেই। মামা থাকেনা।
ভাইএর বোকামীতে বিরক্ত হয়ে ওঠেন হর্ষবর্ধন, বলেন "এই মামি হলো মামার মামি না মিশরের মামি। "
গোবরা তো আবারও অবাক ! মিশর আবার কেটা? এই মামার নাম তো জীবনে শুনিনি।
বড়ভাই বুঝ দেন আবারও মিশর কোনো মামা নয় । যাদুঘরে থাকে এই মিশরের মামি। সেই মামিই তিনি দেখাবেন তাদেরকে।
যাদুঘরে গিয়ে মিশরের মামি দেখে তো গোবরার বৌদি আর গোবরা হতবাক। বৌদি বলেন,"ওমা এই তোমার মামির ছিরি! ছি ছি । "
ভাই বুঝ দেয় আবারও, মরা যে ।অনেকদিন আগেই মারা গেছেন । মারা গেলে কি আর চেহারা ঠিক থাকে বলো?
মামির গায়ে একটা টিকেট লাগানো ছিলো B.C 2299 গোবরা তার পন্ডিৎ দাদাকে জিগাসা করে । এটা কিগো দাদা? কিসের নম্বর?
দাদা বিগ্গ চালে বলেন। এটাও বুঝিসেন হাঁদা? যে মোটর চাপা পড়ে মেয়েটি মরেছিলো এটা সেই মোটর গাড়ির নম্বর।
বৌদি হা হা করে ওঠে, আহা মোটর চাপা পড়ে মরেছিলো বুঝি মেয়েটা? এই জন্য কত করে বলি তোমাদেরকে দেখে শুনে পথ চলতে। তাই যদি এই দেখে তোমাদের শিক্ষা হয় একটু।
এমন সময় যাদুঘরের এক কর্মচারী এসে বলেন "মশাই সিগারেট টা নিবিয়ে ফেলুন।"
হর্ষবর্ধন ক্ষেপে ওঠেন, "কেনো বলুনতো? নিজের পয়সায় খাচ্ছি আপনার পয়সায় নয়। মামা বাড়ি আই মিন মামি বাড়ির আবদার নাকি?"
হ্যা মশাই তাই মামির ঘরে সিগারেট খাওয়া নিষেধ।
কেনো খেলে কি হয়? গোবরা জানতে চায়।
কর্মচারীর উত্তর, খেলে জরিমানা হয়। পন্চাশ টাকা।সামনেই নোটিস ঝুলছে দেখছেন না?
সত্যি ওরা তাকিয়ে দেখে দেওয়ালে নোটিস ঝুলছে। তাই বলে সবে ধরিয়েছে সিগারেট নেবানো তো যায়না। যাইহোক একশো টাকার নোটখানি ধরিয়ে দেন হর্ষবর্ধন করমচারীর হাতে। এই নিন জরিমানা। পন্চাশ টাকা ফেরৎ দিন।
কর্মচারী গরীব মানুষ, তায় অফিস ঘরেও এত টাকা জমা নেই। এখন পন্চাশ টাকা পাবেন কোথায়? তাইতো মহা চিন্তায় পড়লেন হর্ষবর্ধন । শেষ মেষ গিন্নিকে বললেন আরো একখানা সিগারেট ধরাতে। তাহলে পন্চাশে পন্চাশে একশো হয়ে যাবে । সমস্যার সমাধান।
গিন্নির রাজী হলেন না বরং তার মুখ ঝামটি খেয়ে কর্মচারীকে আরেকখানা সিগারেট ধরিয়ে দিয়ে পন্চাশ দুগুনে একশো টাকা পুরন জরিমানা দিয়ে বেরিয়ে আসলেন তারা।
এদিকে শেয়ালদা ষ্টেশনে এসে পকেট উলটে পালটে তিনজনের টিকেটের পয়সা যোগাড় হয়না। যা সব টাকা তো যাদুঘরেই খুইয়ে এসেছেন।
এপকেট ওপকেট হাতড়ে শেষ পর্যন্ত যোগাড় হল একটি হাফটিকেটের পয়সা। তা দেখে গোবর্ধন নিশ্চিন্তে বললেন ওতেই হবে।
গিন্নী আর গোবরা কপালে চোখ তোলে। হর্ষবর্ধনকে দেখা যায় তবুও নিশ্চিৎ।
বলেন তিনি, "কোনো চিন্তা করোনা অংকের জোরে চলে যাবো।" আরো গরব করে বলেন তিনি "অংকের মাথা থাকলে এভাবেই যাওয়া যায়।" তারপর একটা খালি কামরা দেখে উঠে বসেন রেলগাড়িতে।
গোবর্বধন বলেন ভাই ও বৌ এর উদ্দেশ্যে, "তোমরা বেন্চির উপরে বস নাগো। বেন্চির তলায় ঢুকে যাও। আমি কেবল একলা বসবো বেন্চির উপরে।"
গিন্নী খেকিয়ে ওঠেন । "কেনো তুমি কি লাট সাহেব?"
গোবর্ধন বিরক্ত হন, "আবার এসব কি কথা? টিকেট কই তোমাদের ?
বিনা টিকেটে যেতে দেখলে চেকার এসে জেলে ঢুকিয়ে দেবে। যাও ঢুকে পড় ঝটপট বেন্চের তলে।"
জেলের ভয় দেখিয়ে তিনি ভাই আর বৌকে বেন্চের তলায় ঠেলে দেন।
নিজে বসেন গ্যাট হয়ে বেন্চের উপরে । গাড়ি ছেড়ে দেয়। কয়েক ষ্টেশন যেতে চলতি গাড়িতেই চেকার ঢোকেন। বলেন, "টিকিট দেখি।"
হর্ষবর্ধন হাফ টিকিট দেখান।
"হাফ টিকেট ! একি! " চেকার তো অবাক!
"এত বুড়ো ধাড়ি হয়ে হাফ টিকেটে যাচ্ছেন মশাই? লজ্জা করেনা?"
কেনো যাবোনা? হর্ষবর্ধন প্রতিবাদ করেন । যাচ্ছি তো অংকের জোরেই । অংকের জোরেই যাচ্ছি।
"অংকের জোরে? সে আবার কি ? বুঝলাম না।"
"অংকের মাথা থাকলে তো বুঝবেন? বেন্চির তলায় তাকিয়ে দেখুন না বুঝবেন তাহলে। "
২১ শে মে, ২০১০ রাত ১১:৫৬
শায়মা বলেছেন: না পইড়া প্লাস দিওনা পিচ্চি। আমি চাই তুমিও আমার প্রিয় লেখকের গল্প পড়ে একটু হাসো এই রাত দুপুরে। অনেক কষ্ট করে লিখেছি সংক্ষেপে কেঁটে ও ছেঁটে।
২| ২১ শে মে, ২০১০ রাত ১১:৫৭
অলস_আমি বলেছেন: ক্রিটিক্যাল কৌতুক। বুঝতে সময় লাগল।
২১ শে মে, ২০১০ রাত ১১:৫৯
শায়মা বলেছেন: হা হা হা। বুঝতে সময় লাগতেই হবে। অংক নিয়ে তো মাথা খাঁটাতেই হয়। নইলে কি আর অংক হলো?
পড়ার জন্য ও বুঝার জন্য ধন্যবাদ ভাই।
৩| ২২ শে মে, ২০১০ রাত ১২:০৪
টানজিমা বলেছেন:
আজ মনে হয় আর বুঝতে পারুম্না........
কাল আবার ট্রাই মারুম্নে.....
আর হ্যা মাইনাশ দিতে ভুলি নাই..
২২ শে মে, ২০১০ রাত ১২:০৯
শায়মা বলেছেন: গাধা হয়ে যাচ্ছো টানজিমা। মাথা খাঁটাও। অংক শেখো। জীবনে কাজে দেবে। হাফটিকিটেই প্লেন ভ্রমন করতে পারবে। নাইলে জীবনে কিচ্ছু হবেনা।
পড়ালেখা না করলে মাথা না খাটালে দুই পা ধীরে ধীরে চার পা হয়ে যায় জানোনা?
৪| ২২ শে মে, ২০১০ রাত ১২:০৫
নস্টালজিক বলেছেন: শায়মা,অনেক পুরোনো স্মৃতি মনে করিয়ে দিলেন।এ জন্য আপনাকে মাইনাস(কে হায় হৃদয় খুড়ে......)
একটা সময় আম্মার সাথে খুব আগ্রহ নিয়ে নিউমার্কেট যেতাম শুধু কমিক্স আর দেব সাহিত্য কুটির এর বই কেনার জন্য।কি যে ভালো লাগতো শিবরাম এর বই!সাথে চমৎকার প্রচ্ছদ আর ভেতরের ছবি।।
জয় গোবর্ধন!
২২ শে মে, ২০১০ রাত ১২:১১
শায়মা বলেছেন: আমি হৃদয় খুড়ে বেদনা জাগাই তবে সেসব বেদনা বেদনা আনন্দ স্মৃতি।
জয় হর্ষবরধন ও । মনে হয় সেই বেশী বোকা/ চালাক ছিলো।
৫| ২২ শে মে, ২০১০ রাত ১২:০৫
রাজসোহান বলেছেন:
২২ শে মে, ২০১০ রাত ১২:১৪
শায়মা বলেছেন: বুঝলাম পিচ্কি তুমি অংকে ভালো। তবে পাহাড়ের কান্নাকে কানে কানে বুঝিয়ে দাও।
জোরে জোরে বলবেনা খবরদার।
৬| ২২ শে মে, ২০১০ রাত ১২:০৬
মিটুলঅনুসন্ধানি বলেছেন: ভালো হইছে। তয় পড়তে অনেক সময় লাগছে।
শুভেচ্ছা।
২২ শে মে, ২০১০ রাত ১২:১৫
শায়মা বলেছেন:
জানি পড়তে পড়তে বিরক্ত হয়ে যাবে মানুষজন। তবে ঘুমায়ে যে যান নি তাতেই আমি খুশী। ধন্যবাদ ভাই পড়ার জন্য ও বুঝার জন্য।
০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:১৮
শায়মা বলেছেন:
৭| ২২ শে মে, ২০১০ রাত ১২:১২
পাহাড়ের কান্না বলেছেন: অংক ও বুঝি না। অংকের জোরটাও বুঝি নাই। বুঝায়া দেন
২২ শে মে, ২০১০ রাত ১২:১৬
শায়মা বলেছেন: উহু এত ফাকিবাজী চলবেনা। মাথা খাটান।
৮| ২২ শে মে, ২০১০ রাত ১২:২১
শিরীষ বলেছেন:
আমি শুধু ব্যাটা চেকারের চেহারাটা ভাবছি
২২ শে মে, ২০১০ রাত ১২:২২
শায়মা বলেছেন: হা হা হা আমিও দেখতে পাচ্ছি এখন চোখের সামনে । হাহা হা
চক্ষু নিশ্চয়ই হয়েছিলো ছানাবড়া।
৯| ২২ শে মে, ২০১০ রাত ১২:২৬
রাজসোহান বলেছেন: প্রিয়তে
২২ শে মে, ২০১০ রাত ১২:২৮
শায়মা বলেছেন: হা হা অংকবিদ রাজ সোহান।
১০| ২২ শে মে, ২০১০ রাত ১২:২৯
আরিফ-বুলবুল বলেছেন: দৌলতপুর যাইব, ঔষুধ কিনিব!
২২ শে মে, ২০১০ রাত ১২:৫১
শায়মা বলেছেন: কেনো ভাই? আপনার কি অসুখ হইছে?
১১| ২২ শে মে, ২০১০ রাত ১২:৩০
চতুষ্কোণ বলেছেন: ভাল লাগসে। শেয়ারের জন্য ধন্যবাদ।
২২ শে মে, ২০১০ রাত ১২:৫০
শায়মা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।
১২| ২২ শে মে, ২০১০ রাত ১২:৩৩
তায়েফ আহমাদ বলেছেন: এক জীবনে আজো কতকিছু পড়ার বাকি!
এখনো শিবরাম পড়ি নি!
২২ শে মে, ২০১০ রাত ১২:৪৬
শায়মা বলেছেন: সর্বনাশ! কালই নিউমার্কেট যান। অবশ্য অবশ্য পড়ে ফেলুন।
১৩| ২২ শে মে, ২০১০ রাত ১২:৪৪
অজানা এক পথিক বলেছেন: বুঝি নাই
বুঝায় দাও আপু
২২ শে মে, ২০১০ রাত ১২:৪৭
শায়মা বলেছেন: উহু। মাথা খাটাও ভাই। পৃথিবী কি এতই স হজ?
১৪| ২২ শে মে, ২০১০ রাত ১২:৫৯
বাহলুল বলেছেন: ১/২ মানে হাফ। শিবরাম খুব একটা পড়িনি। ভাল লাগে সঞ্জীব চট্টোপাধ্যায় এর লেখা। অসাধারন রম্য লেখক।
২২ শে মে, ২০১০ রাত ১:০৩
শায়মা বলেছেন: সঞ্জীব চট্টোপাধ্যায় এর গ্যাসদাদাকে মনে পড়ে সবচে বেশী। প্রিয় রম্য লেখকদের নিয়ে বলতে গেলে গোপাল ভাঁড়, বীরবল থেকে শুরু করে কই গিয়ে ঠেকবে জানিনা।
১৫| ২২ শে মে, ২০১০ রাত ১:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন: কঠিন রম্য ।
২২ শে মে, ২০১০ রাত ১:০৩
শায়মা বলেছেন: হা হা তা বটে।
ধন্যবাদ পড়ার জন্য।
১৬| ২২ শে মে, ২০১০ রাত ১:০৫
শ।মসীর বলেছেন: মজা পেলাম.....।
২২ শে মে, ২০১০ রাত ১:০৯
শায়মা বলেছেন:
ধন্যবাদ।
১৭| ২২ শে মে, ২০১০ রাত ১:৩০
সুরঞ্জনা বলেছেন: আরে আমার প্রিয় শিবরামের গল্প লিখেছো দেখি। উফ! এখনো পড়তে সমান ভালোবাসি। সেই সাথে সন্জীবের লেখাও খুব মজা পাই। লোটাকম্বল পড়ে দেখো। এই মেয়েটা দেখি আমার মতোই রম্য রচনার ভক্ত। অনেক অনেক আদর গো শায়মামনি।
২২ শে মে, ২০১০ সকাল ৭:০৭
শায়মা বলেছেন: হা হা হা ঠিক বলেছো আপু। রম্য রচনা প্রিয় সবার আগে। সন্জীবের
কথাও না হয় টেনে আনবো আরেকদিন। আর কে বলেছে তোমাকে যে লোটাকম্বল পড়িনি আমি হ্যা?
১৮| ২২ শে মে, ২০১০ রাত ১:৪২
কথক পলাশ বলেছেন: আমার কাছে এখনো আছে বইটা। 'একজাহাজ শিবরাম'। তবে রম্যরচনায় আমি ভক্ত স্যার সৈয়দ মুজতবা আলীর। তোমার পোস্টের এই গল্পটা আগে পড়িনি।
অঙ্কের জোড় ভালই।
২২ শে মে, ২০১০ দুপুর ১২:৫৯
শায়মা বলেছেন: অংকের জোর সে কি যে সে হতে পারে?
মুজতবা আলি কেনো প্রিয় হলো এত, তাড়াতাড়ি লিখে ফেলো প্লিজ। আমরাও জানি।
১৯| ২২ শে মে, ২০১০ রাত ১:৪৪
সায়েম মুন বলেছেন: bujhio nai majao pai nai. bujhae dhao
২২ শে মে, ২০১০ দুপুর ১:০১
শায়মা বলেছেন: বুঝো বুঝো । বুঝার চেষ্টা করো। এত গাড্ডু মাথা হলে তো চলবেনা।
মন্তব্য গুলোও পড়ো। উত্তর পেয়ে যাবে। এখানে লেখকের অংকের জোরের উত্তর দেওয়া নিষেধ।
২০| ২২ শে মে, ২০১০ রাত ১:৪৫
সায়েম মুন বলেছেন:
অংক বুঝিনা
২২ শে মে, ২০১০ দুপুর ১:০২
শায়মা বলেছেন: ছি ছি ছি! বেত লাগবে। অংক বুঝানো পন্ডিৎ মশাই লাগবে।
২১| ২২ শে মে, ২০১০ রাত ১:৫১
শাওন ইমতিয়াজ বলেছেন: +++
২২ শে মে, ২০১০ দুপুর ১:০২
শায়মা বলেছেন: থ্যাংকস
২২| ২২ শে মে, ২০১০ ভোর ৪:৪২
সুনেত্রা বলেছেন: খুব সুন্দর
২২ শে মে, ২০১০ দুপুর ১:০৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ সুনেত্রা।
২৩| ২২ শে মে, ২০১০ দুপুর ১২:১৭
অজানা এক পথিক বলেছেন: হা হা হা এইবার বুঝছি..................আমি আবার এট্টু টিউবলাইট প্রকৃতির তো তাই দেরীতে বুঝি :!> :#>
২২ শে মে, ২০১০ দুপুর ১:০৫
শায়মা বলেছেন: টিউব লাইট ভাইয়. এমন দেরীতে বুঝলে তো সব হর্ষবর্ধনরা ঠকিয়ে নিয়ে যাবে।
সাবধান হউন এখুনি।
২৪| ২২ শে মে, ২০১০ দুপুর ১২:২৮
কাঠঠোক্রা বলেছেন:
হর্ষ দাদার দেখি হেব্বি বুদ্দি
২২ শে মে, ২০১০ দুপুর ১:০৫
শায়মা বলেছেন: হা হা হা ঠিক বলেছেন কাঠঠোকরা ভাই।
২৫| ২২ শে মে, ২০১০ দুপুর ১:১৩
নিশাচর০০৭ বলেছেন:
২২ শে মে, ২০১০ দুপুর ১:২৬
শায়মা বলেছেন:
২৬| ২২ শে মে, ২০১০ দুপুর ২:২৫
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ১৫ তম প্লাস
২২ শে মে, ২০১০ দুপুর ২:৪৪
শায়মা বলেছেন:
২৭| ২২ শে মে, ২০১০ বিকাল ৩:২১
শাহ্রিয়ার খান বলেছেন: ১৭ তম প্লাস।
আচ্ছা মন্তব্যতে ছবি কিভাবে দেয় শিখিয়ে দিন আমাকে।
২২ শে মে, ২০১০ বিকাল ৩:২৭
শায়মা বলেছেন: শাহ্রিয়ার খান বলেছেন: ১৭ তম প্লাস।
আচ্ছা মন্তব্যতে ছবি কিভাবে দেয় শিখিয়ে দিন আমাকে।
শেখাবোনা।
২৮| ২২ শে মে, ২০১০ বিকাল ৩:৩৩
শাহ্রিয়ার খান বলেছেন: আমাকে শিখিয়ে দিন না হয় মডুদের কাছে রিপোর্ট করবো।
আপনি একজন জ্ঞানী মানবী,আপনি যা জানেন তা সকলের মধ্যে ছড়িয়ে দেয়া আপনার নৈতিক দায়িত্ব।
আপনি এখনি আমাকে মন্তব্যে ছবি দেয়া শিখাবেন অন্যথা আমি কাঁদিয়া ব্লগ ভাসাইয়া কাদা কাদা করে দেব,সবাই যখন এই কাদায় আছাড় খাবে তখন আপনি তার দায় ভার নিবেন।
আগামী ১ ঘন্টার মধ্যে আপনার পুর্বের প্রোফাইল পিকে ফিরে যান,অন্যথা মুখে মুখোশ পড়ার দায়ে আপনাকে আপনার সংসার ধর্ম থেকে বিতাড়িত করা হবে।
২৯| ২২ শে মে, ২০১০ বিকাল ৩:৪৯
শায়মা বলেছেন:
শাহ্রিয়ার খান বলেছেন: আমাকে শিখিয়ে দিন না হয় মডুদের কাছে রিপোর্ট করবো।
মডুদের কাছে রিপোর্ট করুন। দেখি তাহারা কি করিতে পারে?
আপনি একজন জ্ঞানী মানবী,আপনি যা জানেন তা সকলের মধ্যে ছড়িয়ে দেয়া আপনার নৈতিক দায়িত্ব।
Click This Link
এই লিখাটি পড়িয়া ভাবিয়া চিন্তিয়া দেখুন গিয়ানী বলা যায় কিনা?
আর যাহাদের মাঝে মানবিক গুনাবলী নাই তাহাদের সাথে আমার নৈতিক গুনাবলী প্রদর্শনের ইচ্ছাও নাই। যেমন আপনি। কথাটো রূঢ় হইলেও সত্য। আর সত্য কথা সব সময়ই কঠোর হয়।
আপনি এখনি আমাকে মন্তব্যে ছবি দেয়া শিখাবেন অন্যথা আমি কাঁদিয়া ব্লগ ভাসাইয়া কাদা কাদা করে দেব,সবাই যখন এই কাদায় আছাড় খাবে তখন আপনি তার দায় ভার নিবেন।
আছাড় খাওয়া দেখিতে আমার বরই আমোদ হয়। কাজেই কাঁদিয়া কাঁদা বানান আর নিজেও আছাড় খান। আমি আনন্দিত হইবো।
আগামী ১ ঘন্টার মধ্যে আপনার পুর্বের প্রোফাইল পিকে ফিরে যান,অন্যথা মুখে মুখোশ পড়ার দায়ে আপনাকে আপনার সংসার ধর্ম থেকে বিতাড়িত করা হবে।
যাওবা ফিরিতাম আপনার এহেন অনুরোধের পরে ইহজীবনে আর ফিরিবোনা।
সংসার ধর্ম? হি হি হি
৩০| ২২ শে মে, ২০১০ বিকাল ৩:৫৪
রাজসোহান বলেছেন: প্রপিকে কেঠা
২২ শে মে, ২০১০ বিকাল ৪:১২
শায়মা বলেছেন: প্রপিকে আবার কেঠা?
আমিঠা......
৩১| ২২ শে মে, ২০১০ বিকাল ৩:৫৯
সুরঞ্জনা বলেছেন: প্রোপিকে ডাইনি বুড়ি কেনো?????????
মানিনা মানবোনা...আমাদের দাবী মানতে হবে
আগের প্রোপিক আসতে হবে।
নাহলে কিন্তুক খবর আছে।
২২ শে মে, ২০১০ বিকাল ৪:১৪
শায়মা বলেছেন: হায় খোদা! কি সর্বনাশ আপু! তুমি এমন বললে তো আমি হেরে যাবো।
এখন আমার কি হবে???
৩২| ২২ শে মে, ২০১০ বিকাল ৪:০০
শাহ্রিয়ার খান বলেছেন: আপনি যদি আমাকে ছবি দেয়া না শিখান তাহলে আপনাকে চিরতরে ব্যন করিয়া দিমু, তাতে কাজ না হলে হাত ভাঙ্গিয়া পায়ে ধরাইয়া দিমু, তাতেও কাজ না হলে আমি ব্লগ ছাড়িয়ে স্বর্গবাসে যামু থুক্কু বনবাসে গিয়ান কান্দুম।
আর যদি আপনি ঐ প্রো-পিকে ফিরে না যান আমি আমার নিজের প্রো-পিকে তাহা সংযোঝন করিব তখন কাঁদিয়ে পেট ভাসাইলেও আমার পেট ভরবেনা, বলে দিলাম কিন্তু হুম.....................সময় মাত্র এক ঘন্ট.
২২ শে মে, ২০১০ বিকাল ৪:১৬
শায়মা বলেছেন: পঁচাব্দী গাজীকে খবর দিয়াছি। ব্যাঘ্র শিকারে উনি বড়ই পারদর্শী ।
উনি আসিলেই বুঝিবা ব্যাঘ্র কতধানে কত চাল।
৩৩| ২২ শে মে, ২০১০ বিকাল ৪:১০
শাহ্রিয়ার খান বলেছেন: অতিব গুরুত্ত পুর্ন কথা বলিতে ভুলিয়া গিয়াছি, আামার আবার গিয়ানী কথা বার্তা সকল জায়গায় সব সময় বলিনা,একটা মুড লাগে আমার,
আমাগো এক চেয়ারম্যান আছে তিনি স্বাক্ষর সব সময় দেননা, ওনার নাকি মুড ছাড়া কলম চলেনা,তয় আমি গেলাম তার থেকে সনদ আনতে উনি স্বাক্ষর করবেনা, বললো বইয়া থাকেন, এহনতরি মুড আহেনাইক্কা,আমি বসে আছি , উনিও বসে আছেন সনদ সামনে নিয়ে আর কলম নিয়ে, কলমটা ঠিক ঐ জায়গায় ধরে রেখেছেন যেখানে উনি স্বাক্ষর করবেন,মিনিট পাঁচেক পর উনি এত দ্রুত স্বাক্ষর করলেন যে আমি কলমের মাথায় দৃষ্টি রাখতে পারিনি,
এক গাল হেসে বলে কইসিনা মুড লাগে, এই লন সাটিফিকিট,...
আমারও হয়েছে সেই অবস্থা...
তয় গিয়ানি কথা হলো...
বন্যরা বনে সুন্দর আপনি জঙ্গলে, (ধুরররররর!!! কি কই ) আপনি আপনার পুর্বের প্রো-পিকে সুন্দর।
২২ শে মে, ২০১০ বিকাল ৪:২৪
শায়মা বলেছেন: ঐ চেয়্যারম্যান আমার নানা। আমি তাহারি নাতনী। কাজেই আমারও ম্যুড নাই। সুরন্জনা আপুর কাছে শিখে নিন ব্যাঘ্র।
শুনিয়াছি গাধা পিটাইয়াও মানুষ করা যায় তবে কখনও ব্যাঘ্র পিটাইয়া মানুষ করা যায় কিনা ইহা শুনিনাই। কাজেই আগেই স্যারেন্ডার করিতেছি। ইহা আমার কর্ম নহে।
আমার পূর্বের প্রোপিকে সুন্দর না বানদর ইহা একজন আপনার মত একজনের কাছে শুনিতে হইলো? মরণ। ইন্নানিল্লাহ।
যাইহোক সুরন্জনা আপুর অনুরোধে আর আপনার জ্বালায় পূর্বের পিকেই ফিরিয়া যাইতেছি। ভুলিয়াই ভাবিবেন না আপনি শত স হসর অনুরোধ করিলেও আমি ইহা করিতাম।
আর আপনার বনবাস সার্থক হৌক।
৩৪| ২২ শে মে, ২০১০ বিকাল ৪:৩৪
শাহ্রিয়ার খান বলেছেন: এই ব্যাঘ্র জীবনে থাবা দিয়েছি শিকারী স্যারেন্ডার করেনি এমন ইতিহাস নেই।
এখন রইলো বাকি ছবি সংযোজন, ১ঘন্টার মধ্যে ইহা না শিখাইলে সামু অতি ক্ষমতাধর একজন ব্লগার হারাবে...
ওয়েটিং......................................
আপনার সময় শুরু এখনি..৪.৩৪............
২২ শে মে, ২০১০ বিকাল ৪:৩৭
শায়মা বলেছেন: এহ !!!!!!!!!!!!!!!
একবাড়ি দিয়ে মাথা ভেঙ্গে দেবো বাঘ। তখন জীবন হারাবে নিজের। অন্য কিছু হারাবার ভয় নাই।
৩৫| ২২ শে মে, ২০১০ বিকাল ৪:৪৩
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
হা হা হা হা। আহারে!! আবার মনে পড়ে গেল। এখন কই যাই?! এখন যে খালি মনে পড়তেই থাকবে, পড়তেই থাকবে.............
২২ শে মে, ২০১০ বিকাল ৪:৪৫
শায়মা বলেছেন: মনে পড়াতেই তো লিখলাম তারিক। কিন্তু আপনার কোনো দেখা নেই কেনো? সারাদিন গিটার নিয়ে থাকলেই চলবে? নতুন লেখালিখিও নেই কেনো?
৩৬| ২২ শে মে, ২০১০ বিকাল ৪:৪৭
শাহ্রিয়ার খান বলেছেন: আমার বাড়ি আসেন, জানডা লগে লইয়া যাইতারেন কিনা দেহেন,
পা খুইল্লা দৌড় দেওন লাগবো।
আপনার সময় ১৩ মিনিট মরে গেল......
২২ শে মে, ২০১০ বিকাল ৫:০০
শায়মা বলেছেন: কে যায় বাঘের বাড়ি?
কাজ কি আমার কম পড়েছে?
দেখাও কোনো হাতুড়িয়া
ডাক্তারকে নাড়ী।
ব্যাঘ্রমামা গর্জিওনা
কন্ঠ যাবে খসে।
তারচে কিছু গলা সাধো
হারমোনিতে বসে।
৩৭| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:০৭
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আপু প্রিয়তে রাখলাম।
অংকে আমি খুব কাঁচা কিনা!
২২ শে মে, ২০১০ বিকাল ৫:২৬
শায়মা বলেছেন: এতদিনে মনে পড়লো?
এত কাঁচা মনে হয়না অংকে তোমাকে আপু।
৩৮| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:১৩
হঠাৎ বৃষ্টি! বলেছেন: মজার
২২ শে মে, ২০১০ বিকাল ৫:২৭
শায়মা বলেছেন: ধন্যবাদ।
৩৯| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:৪৮
রাজসোহান বলেছেন: শায়্মাবু আসো অনুবাদ খেলি
২২ শে মে, ২০১০ রাত ৮:৪৪
শায়মা বলেছেন: খেলবো। আগে কিছু কাজ শেষ করি।
৪০| ২২ শে মে, ২০১০ রাত ৮:৩৩
শাহ্রিয়ার খান বলেছেন:
নুপুর বেঁজে যায় রিনিঝিনি
আমার মন বলে চিনিচিনি
নাহ!! লেখাটা আমার পছন্দ হয়নি,লেখাটা পরিবর্তন করা হোক,
আর আমাকে এখনো শিখানো হয়নি।
২২ শে মে, ২০১০ রাত ৮:৪৩
শায়মা বলেছেন: আমার নিজের পছন্দ হয়েছে।
ব্যাস।
তাতেই চলবে।
আর জীবনে শেখাবোনা। আমি ছাড়া কি আর পন্ডিৎ নাই? শেয়াল পন্ডিত খুঁজে বের করা হৌক।
৪১| ২২ শে মে, ২০১০ রাত ৯:০৬
শাহ্রিয়ার খান বলেছেন: আমি আজকে না শিখে যাবোনা, ব্যাস।
আজকে আমাকে না শিখিয়ে গেলে আমি পিসি হয়ে ইন্টারনেট তার হয়ে আপনার পিসি হয়ে সামনে হাজির হবো।
মানে পিছু ছাড়বোনা,
সুতরাং আজকে আমাকে না শিখিয়ে নেট থেকে বের হলে খবর আছে।
২২ শে মে, ২০১০ রাত ৯:২১
শায়মা বলেছেন: আসেন আসেন তার বাবু। আমার বাড়ির চৌহদ্দীতে একবার পাই ............
৪২| ২২ শে মে, ২০১০ রাত ৯:৩৫
আকাশের তারাগুলি বলেছেন: মজাইতো, মজা
২২ শে মে, ২০১০ রাত ৯:৫২
শায়মা বলেছেন:
৪৩| ২২ শে মে, ২০১০ রাত ৯:৫৭
শাহ্রিয়ার খান বলেছেন: চলেইতো গিয়েছিলেন,
লোক না পাঠালেত আসতেনিনা,
এখন সিষ্টেম লিখুন কিভাবে ছবি দিতে হয়...
২২ শে মে, ২০১০ রাত ১০:০৮
শায়মা বলেছেন: ছবির উপরে রাইট ক্লিক করে বলতে হয়,
ছবি ছবি সামু ব্লগের ছবি
চলে যাও পোস্টে
নাইলে আমি হইলাম গিয়া কবি।
৪৪| ২২ শে মে, ২০১০ রাত ১০:৪০
শাহ্রিয়ার খান বলেছেন: হুম অমন করেই দেখলাম, কিন্তু ছবিতো আসেনা, আসে আপনার প্রোফাইল পিক সমস্যা কোন জায়গায়।
আমাকে বোকা পেয়ে ,আমাকে ঠকিয়ে নিজের এমন প্রচার করার বুদ্ধিত ভালোই।
আমাকে শিখান প্লিজ আপু,
আমি আপনার শিষ্য হইতাম চাই।
২২ শে মে, ২০১০ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: আপু !
আমাকে না ভালো লাগেনা?
তাইলে আমার শিষ্য হবার কি মানে?
৪৫| ২২ শে মে, ২০১০ রাত ১০:৫০
শাহ্রিয়ার খান বলেছেন: এই ব্লগে আমি আপনাকে খুব ভালা পাই,
তাই শিষ্য হবার চাই,
আমাকে শিষ্য বানিয়ে উদ্ধার করেন প্লিজ।
(আমার মনে হয় আপনি নিজেও জানেন্না)
২২ শে মে, ২০১০ রাত ১১:৩২
শায়মা বলেছেন: তাইলে সেদিন বল্লা কেনো?
আপনার লেখাগুলো ভালো কিন্তু আপনাকে ভালো লাগেনা তাই মাইনাস।
এমন রাগ লেগেছিলো।
নাহ তোমার ক্ষমা নেই।
শিষ্য করবোনা । এমন পাজী কে।
৪৬| ২২ শে মে, ২০১০ রাত ১০:৫৪
বাবুনি সুপ্তি বলেছেন: খিক খিক খিক
শিবরাম চক্রবর্তী এর গল্প গুলো অনেক হাসির সত্যি। হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, কখনও কখনো গাল ব্যাথা হয়ে যায়
আবার পড়লাম। অনেক ভাল লাগল আপু।
২২ শে মে, ২০১০ রাত ১১:৩৩
শায়মা বলেছেন:
৪৭| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৪৫
হানিফ রাশেদীন বলেছেন: শুভ কামনা শায়মা। আপনাকে একটা অংক দিই, হ্যাঁ?
আচ্ছা, ''আমার বাড়ি বরিশাল, বরিশালের সব লোক মিথ্যাবাদী'' = ?
২৩ শে মে, ২০১০ বিকাল ৫:২২
শায়মা বলেছেন: উত্তর=৭
কেনো এবার আপনি উত্তর দিন।
৪৮| ২৩ শে মে, ২০১০ রাত ২:৪৫
সাগর রহমান বলেছেন: শিবরাম নিয়ে আমার এক কান্ড আছে।
একদিন দুপুরে শুয়ে শুয়ে শিবরাম পড়ছিলাম। বলে নিই , বহু বার পড়া । আর যথারীতি একা একাই জোরে জোরে হাসতে শুরু করলাম। এই এক বই। যতবার পড়ি, ততবারই একই লয়ে হাসতে হবে। তো আমার ছোট ভাই হাসি শুনে অবাক। তাড়াতাড়ি আসলো কি ব্যাপার । দেখে একা হাসছি। হাসতে হাসতে বইটা দেখালাম। সে বইটা হাত থেকে নিলো। কয় পাতা পড়লো। এবারে সেও হাসে। কি কারণে? কি কথা গুলো পড়ে আমি হাসছি এতজোরে, সেটা সে খুঁজে পাচ্ছেনা বলে। বলতে বলতে বাসার সবাইকে নিয়ে দেখাচ্ছে আর সবাই মিলে আমাকে নিয়ে হাসাহাসি। পড়ছে আর বলছে , এখানে হাসার কথা কোনটা।
২৩ শে মে, ২০১০ বিকাল ৫:২৪
শায়মা বলেছেন: আরে আমারও এমন দশা হয়েছিলো। শিবরাম পড়তে পড়তে হাসতে দেখে বাসার নতুন মেয়েটা ভেবেছিলো এই বাড়ির এই মেয়েটা পাগলী।
সে আরেক পুরোনো ঝি কে বলেছিলো এই আপার মাথায় কি সিট আছে? একা একা হাসে?
৪৯| ২৩ শে মে, ২০১০ দুপুর ১২:৩৯
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
২৩ শে মে, ২০১০ বিকাল ৫:২৬
শায়মা বলেছেন:
৫০| ২৩ শে মে, ২০১০ বিকাল ৩:২৪
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
আমার হাতের লেখা খুব স্লো। অনার্স পরিক্ষায় ১০০ এ্যন্সার করতে পারি নাই কখনো!!! বুঝতেই পারতেছেন কেন লেখা দিতে দেরি হয়।
আর সারাদিন যদি গিটার নিয়ে থাকতে পারতাম তাইলে তো কাজই হইছিলো! এতদিনে এক-দুইটা এলবাম বাজারে পাইয়া যাইতেন। কিন্তু কপাল, ঘুম থিকা উইঠাই অফিসে দৌড়াইতে হয়। এই দৌড়া-দৌড়ি কবে যে শেষ হইবো? মরা ছাড়া তো আর এর শেষ দেখি না!!
যাই হোক, দেখি কয়েকটা লেখা মাথায় মধ্যে ঘুরতাছে, পোস্ট দিলে আওয়াজ দিয়ে যামু।
আপনি ভালো আছেন তো। কমেন্টের উত্তর পইড়া তো মনে হয় ব্যাপক ভালো আছে
। আরো ভালো থাকেন।
২৩ শে মে, ২০১০ বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: মাহমুদ আমি ভালো আছি। এক সময় তোমার উপর ক্ষুব্ধ ছিলাম।
এখন আর নাই। উত্তর পইড়া মনে হলো আমি মহানন্দে আছি একথা পুরোপুরি ঠিক না। মহা ব্যস্তে আছি।
তাড়াতাড়ি লেখালিখি প্রাকটিস করো । নাইলে তো মাস্টার্সে থার্ড ক্লাস পাবে ভাইয়া।
৫১| ২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২২
বিদিশা বলেছেন: গল্পটা খুব ভালো হয়েছে আপু। খুবই মজার। পড়তে যেয়ে তো আমার নাড়ি ভূড়ি সব বের হয়ে যাবার দশা।
এমন মজার গল্প আমি জীবনেও পড়িনি। সাড়ে তিন ঘন্টা ধরে হেসেছি এই গল্প পড়ে।
তুমি ভীষন মজার গল্প বলতে পারো। আমার ব্লগে এসো, গল্প করা যাবে।
২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩২
শায়মা বলেছেন: আপনার বলগে গিয়ে শোধ দিয়ে আসলাম মাইনাসটা। আমি কারো রিনের বোঝা রাখিনা।
৫২| ২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৪০
বিদিশা বলেছেন: শায়মা আপু, এটা কি বলছো? আমি তোমাকে মাইনাস দিতে যাবো কোন দূঃখে? আমি তো এই গল্প পড়ে আরো অনেককে শুনিয়েছি।
কেন ভুল বুজছো আপুনি?
২৩ শে মে, ২০১০ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: ভুক বুঝিনি। ঠিকি বুঝেছি ভাইয়া।
৫৩| ২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
সায়েম মুন বলেছেন:
শিবরাম চক্রবর্তী সাহেবের মুবাইল লাম্বার থাকলে দিও তো শায়মা আপু। এতো দেখি ভালাই হাসাইতে পারে। নিয়মিত হাসতে চাই। এর জন্য চাইলাম আরকি
২৩ শে মে, ২০১০ রাত ১০:৪৬
শায়মা বলেছেন: মোবাইল নং নাই তবে বই আছে । শিবরাম রচনা সমগ্র। হাসি কাকে বলে সেটা পড়লেই বুঝবে।
৫৪| ২৪ শে মে, ২০১০ সকাল ১০:০০
কাব্য বলেছেন:
২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০৬
শায়মা বলেছেন: বাহ !!
এপ্রোপ্রিয়েট পিকচার।
আমি মুগ্ধ!
৫৫| ২৪ শে মে, ২০১০ সকাল ১১:৩০
ক্যামেরাম্যান বলেছেন:
২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০৬
শায়মা বলেছেন:
৫৬| ২৪ শে মে, ২০১০ সকাল ১১:৩৪
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অংক কঠিন লাগে ............
২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০৫
শায়মা বলেছেন: ভয় নাই। হর্ষবর্ধন যদি অঙ্ক জানে তো সবাই পারবে একটু মাথা খাঁটালেই।
৫৭| ২৪ শে মে, ২০১০ দুপুর ১:০০
শূণ্য উপত্যকা বলেছেন: অংক!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ওরে বাপ।
তবে লেথায়++++++++++++++++++
২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০৪
শায়মা বলেছেন: হা হা হা
অঙ্ক দেখে কে ভয় পায়রে?
৫৮| ২৪ শে মে, ২০১০ দুপুর ১:৪০
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
'এক সময় আমার উপরে ক্ষুব্ধ ছিলা' (??!!) - কওই কি?! আমি আবার এমন কি করলাম ক্ষুব্ধ হওয়ার মত?!
আরে এখনো বড় হওনাই তো, তাই ব্যস্ততাই যে ভালো থাকা- বুঝ না। বাচ্চারাই ব্যস্ততাহীন ভালো থাকে ।
২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০১
শায়মা বলেছেন: হা হা হা করেছিলে হয়তো আর জনমে। আর জনমের কথা সবার কি মনে থাকে?
বড় হইনাই?
আমি!!!!
আঁকাশ থেকে পাতালে পড়লাম। আমার বয়স কত জানো পিচকি?
৫৯| ২৪ শে মে, ২০১০ দুপুর ২:৫৫
আবু সালেহ বলেছেন:
শিবরাম এর লিখা পড়া হয়নি...তবে রম্য লেখক সঞ্জীব এর কথা নাই বললাম.....
২৪ শে মে, ২০১০ বিকাল ৫:৫৯
শায়মা বলেছেন: সন্জীবনের কথা আমি বলে দেবো ।
কিন্তু শিবরামও কম নহে।
এতদিন দেখিনি কেনো?
৬০| ২৪ শে মে, ২০১০ বিকাল ৫:২৭
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: শায়মা, কেমন আছো? অনেক দিন কোন খোঁঝ খবর পাই না তোমার। দিনকাল কেমন কাটছে? নতুন লেখা কই?
আমার ব্লগে আসো না কেন?
২৪ শে মে, ২০১০ বিকাল ৫:৫৮
শায়মা বলেছেন: স্বপ্নচারী ভালো আছি। তোমার বিদিশা ফ্রেন্ড কেমন আছে? তাকে কেনো আমার বাড়ি পাঠিয়েছিলে বলতো? মাইনাস দেবার জন্য এত কষ্ট না করে তুমি দিয়ে গেলেই পারতে। আহা তোমার এত কষ্ট আমার সহ্য হয়না।
হুম অনেক দিন ব্যাস্ত আছি। আর তাছাড়া তোমার বাড়ি চিনিনা যে চিঠি পাঠিয়ে খোঁজ দেবো। দিনকাল কিছু ব্যাস্ততায় কাটছে। নতুন লেখা একটু সময় হলেই লিখে ফেলবো কিছু একটা অং বং ।
তোমার ব্লগের পথ ভুলে গেছি তাই যাইনা। মনে পড়লে আবার যাবো।
৬১| ২৪ শে মে, ২০১০ বিকাল ৫:২৯
শাহ্রিয়ার খান বলেছেন: ব্লগে কিছু ব্লগার আছে যাদেরকে লেখার মধ্যে দেখ যায়,সে কেমন, কি পছন্দ করে,তার সকালটা শুরু হয় কেমন করে,
সেই সাথে তার মধ্যে বিদ্যমান কিছু মানবিয় গুণ গুলো নজরে চলে আসে।
তাদের মধ্যে আপনি একজন এবং অন্যতম,
আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো আপনার সকল পছন্দ অপছন্দ।
আপনি প্রচন্ড রকমের অতিথি পরায়ন,বন্ধু সুলভ আচরণ আপনার সর্ব বৃহৎ অর্জন জীবনে,আপনি সব সইলেও অবহেলা সইতে পারেননা,নিজের ইচ্ছার দাম সব সময় আগে,আর ভালোবেসে কেউ কোন অনুরোধ করলে তা ফেলে দেননা।
এবার আমাকে ছবি সংযোজন করা শিখিয়ে দিন।
২৪ শে মে, ২০১০ বিকাল ৫:৫৪
শায়মা বলেছেন: ভালোবেসে অনুরোধ করে লাভ নেই । এইসব কথায় চিড়া( শায়মা আমি) ভিজেনা। সেদিনের কথা ভুলে যাইনি।
আমার একটা খারাপ গুণাবলী চিনতে পারেননি।
আমি প্রচন্ড রকম প্রতিশোধ পরায়নও বটে।
কি আর করা বলেন? সব ভালো ভালো গুণাবলী থাকলে আমি তো ফেরেসতা হয়ে যাবো তাইনা। আর ফেরেসতা হলে তো মানবকুলে থাকা চলবেনা । বেহেসত নসিব হয়ে যাবো।
বাপরে! মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে এখুনি। আরো কিছুদিন বাঁচিবারে চাই।
৬২| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০৬
শাহ্রিয়ার খান বলেছেন: কিছু দিন মাত্র?
আমি পৃথিবী তন্ন তন্ন করে খুজিয়া আনিয়াছি ১০৮ টা সুন্দর সুস্থ্য আত্মার আয়ু।
আর আপনি কিনা কিছু দিন...................আশাহত হইলাম।
ছবি দেয়া শিখান।
২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০৭
শায়মা বলেছেন: আমিও আশাহত।
৬৩| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১১
শাহ্রিয়ার খান বলেছেন: আপনি হবেন কেন?
এত দিন বাঁচিয়া থাকিয়া আমার যন্ত্রনা সইবার ভয়ে?
ছবি দেয়া শিখান।
২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৬
শায়মা বলেছেন: ভয়?
আমি ভয় করবোনা ভয় করবোনা।
দুবেলা মরার আগে মরবো না ভাই মরবোনা।
তাই বলিয়া আশাহত হওয়া যাবেনা ?
কি বলেন বাঘ ভাই?
ছবি দেয়া শিখাশিখি ঢঙ ঢাঙে লাভ নাই । আপনি খুব ভালো করেই জানেন কেমনে ছবি দেয়। শুধু জিদ করে কি লাভ? সত্যি সত্যি ইচ্ছা থাকিলে সুরন্জনা আপুর কাছে শিখেন।
আপনার জন্য একটা কবিতা।
লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর
এক ছিলো মোটা কেঁদো বাঘ
গায়ে তার কালো কালো দাগ
বেহারাকে খেতে ঘরে ঢুকে
আয়নাটা পড়েছে সন্মুখে
এক ছুটে পালালো বেহারা
বাঘ দএখে আপন চেহারা
গা গা করে কেঁপে ওঠে রাগে
দেহ কেনো ভরা কালো দাঁগে?
৬৪| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৬
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: শায়মা, তুমি বুইঝ্যা গোস্বা হওয়া তোমার পুরানো রোগ। বিদিশা নামে আমার কোন ফ্রেন্ড নাই তুমি ভালোই জানো। অযথা বিতর্ক তৈরী করো না।
তুমি আমার সবচেয়ে প্রিয় একজন ব্লগার। আজ পর্যন্ত তোমার কোন পোস্টে আমি মাইনাস দেই নাই। তুমি আজ পর্যন্ত যতগুলা প্লাস পাইছো তারমধ্যে কতগুলা আমার সেইটা আমি ভালো জানি।
অযথা রাগ করো কেন? তোমার জন্যে সেদিন একগাদা আম কিনে কতক্ষন দাড়ায়ে ছিলাম.......
আর তুমি আজ এই কথা কইতাছো। মনডায় চাইতেছে তোমারে ফাটা বাঁশ দিয়া মাথার উপ্রে একটা বাড়ি মারি
তোমার মতো একটা লক্ষী মেয়ে ক্যাম্নে এত বোকা হয় বুঝি না।
আমার কষ্ট যেমন তোমার সহ্য হয় না। তোমার কষ্টও আমার সহ্য হয় না। আহারে বেচারি!
তুমি হইলা বাংলা ব্লগিংয়ের হুমায়ুন আহম্মেদ। রাগ কইরো না সুইটি।
২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২৪
শায়মা বলেছেন: ঐ ভাগ।
হুমায়ুন আহমেদ বানানোর লোভ দেখানো না?
হুমায়ুন আহমেদ হবো কেনো?
হুমায়ুন আহমেদ হৌক তোমার শ্বসুর।
তোমার ফ্রেন্ড কেডা আর তুমি কেডা আমি সে ভালোই জানি। আহা প্লাস মাইনাসের মহাজন এসেছেন।
তোমার আম তুমি খাও আর ঐ ফাঁটা বাঁশ দিয়ে নিজের মাথায় বাড়ি মারো। আর মিছা কথা ছাড়ো বুঝলা?
তোমার কষ্ট আমার খুব সহ্য হইতছে। তুমিও আমার কষ্ট স হ্য করো আর স্বপ্নে আকাশে উড়ো। তারপর ধপ্পাস করে পপ্পাস ধরণীতল হ্ও।
৬৫| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: শায়মা, না বুইঝ্যা গোস্বা হওয়া তোমার পুরানো রোগ।
২৮ নম্বর প্লাসটা আমার। এইবার হাসো চান্দু।
২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২৬
শায়মা বলেছেন: লাগবেনা।
৬৬| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৩০
শাহ্রিয়ার খান বলেছেন: আল্লাগো !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ভাগি।
২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৩২
শায়মা বলেছেন: হা হা
৬৭| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: হুমায়ুন হচ্ছে বাংলা অপন্যাসের জনক আর তুমি বাংলা বলগিংয়ের জননী।
তুমি তো কিংবদন্তী। ব্লগ সম্রাগ্গি। শতাব্দির সরবোকালের সরবোশ্রেস্টো বাংগালী মহিলা বোলগার।
আমার ফ্রেন্ড কেডা কেডা সেইডা যেমন তুমি জানো আমিও সেইরাম তোমার ফ্রেন্ড কেডা কেডা সেইডা জানি। কিন্তু আমি কুনোদিনও সেইসব পেরাইভেট কথা পাবলিকের সামনে কই নাই। কিন্তু তুমি বিশ্বাসঘাতিনী। মিছা কতা কইয়া আমার নামে কলঙ্ক রটাইতেছো।
আম খাওয়া শেস হৈছে তো অখন তো অস্বীকার করবাই। আমি জানতাম তুমি এইরাম করবা। এইজন্যে সেইদিন ছবি তুইল্যা রাখছিলাম।
ভালো আছোনি শায়মা মনি?
২৪ শে মে, ২০১০ রাত ১০:৫৬
শায়মা বলেছেন: হায় হায়রে হিংসায় দেখি তোমার এত গর্বের সম্পদ বানান সমগ্র বিকৃত হয়ে গেছে।! কত গুলা বানান ভুল করলা বলোতো।
(ব্লগ সম্রাগ্গি। শতাব্দির সরবোকালের সরবোশ্রেস্টো বাংগালী মহিলা বোলগার। )
ছি ছি ছি
পেরাইভেট কথা ! হাসাইলা ।
যাইহোক জেনে রাখো মিছা কথা কইলে বিশ্বাসঘাতিনী হয়না। তুমি নিজেই প্রমান করে দিলা আসলটা কি।
তোমার আম খাবো? স্বপ্ন বেশী দেখছো আজকাল । তোমার আম তুমি খাও আগেই বলেছি আরো বেশী আম থাকলে সেসব মুখে লাগিয়ে বসে থাকো ফ্রুট ফেসিয়াল হবে।এক ঘন্টা রাখতে হবে সাথে মধু সর আর নিমপাতা বাটা।
ফ্রুট ফেসিয়ালের পর তোমার খুব সুরত বদন দেখিলেই আমি ভালো থাকিবো।
৬৮| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৪
ফুল পরী বলেছেন: শিব্রামকে তো আমার খুব ভাল লাগে। হর্ষবর্ধন আর গোবর্ধন হল আমার দুই সুপার হিরো। কয়দিন আগেও সমগ্রটা পড়ছিলাম।
এই গল্পটাও অনেক মজার।
২৪ শে মে, ২০১০ রাত ১০:৫০
শায়মা বলেছেন: কেমন আছো স্বপ্নলোকের বান্ধবী?
৬৯| ২৪ শে মে, ২০১০ রাত ৮:৪৮
মেহেরুবা বলেছেন: ও হো হো হো...
নিচে দুই আর উপরে এক
হাফই তো!!!
২৪ শে মে, ২০১০ রাত ১০:৪৭
শায়মা বলেছেন:
৭০| ২৪ শে মে, ২০১০ রাত ১১:১০
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আম হজম হৈয়া গ্যাছে তো, তাই এইসব কইতাছো।
যাইহোক, তোমার রেসিপি অনুযায়ী ফেসিয়াল করলাম। দেখতো কেমন লাগছে?
২৪ শে মে, ২০১০ রাত ১১:২৭
শায়মা বলেছেন: বান্দরের মত।
৭১| ২৪ শে মে, ২০১০ রাত ১১:৩৪
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ভালা হৈতেছে না, আমি কিন্তু মুখ খুলুম কইলাম?
২৪ শে মে, ২০১০ রাত ১১:৩৭
শায়মা বলেছেন: তোমার মুখ কি সেলাই করা?
কে করছে?
৭২| ২৫ শে মে, ২০১০ রাত ১২:১৭
মুকুট বিহীন সম্রাট বলেছেন: আগে খুব পড়া হত,
খুব ভালো লাগে
সুন্দর একটা বিষয়ের অবতারণা।
ভালো থাকুন
২৫ শে মে, ২০১০ রাত ১২:২৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ সম্রাট। তবে কই ছিলেন এতদিন?
৭৩| ২৫ শে মে, ২০১০ রাত ১২:৫৫
মুকুট বিহীন সম্রাট বলেছেন: কোথায় ছিলাম সেটা আমার ব্লগে লিখেছিলাম।
২৫ শে মে, ২০১০ রাত ১:০৭
শায়মা বলেছেন: ওকে। তাইলে দেখে আসি।
৭৪| ২৫ শে মে, ২০১০ রাত ১:২৮
শাহ্রিয়ার খান বলেছেন: আামাকে চুপি চুপি শিখাবেন? কিভাবে ছবি দেয়?
২৫ শে মে, ২০১০ রাত ১:৪১
শায়মা বলেছেন: আমি ভুলে গেছি বাঘমামা।
৭৫| ২৫ শে মে, ২০১০ রাত ১:৪৯
সুরঞ্জনা বলেছেন: এই, এইখানে আমার শায়মামনির লগে কেডা কেডা যানি লাগতাছে মনে অইলো, খাড়াও পিছাটা লইয়া আইতাছি। পিছার বাড়ি না খাইলে এই হগল পোলাপাইন সিধা অইতো না। কত্ত বড় সাঅস দেকছোনি! আমি বাইচ্চা থাকতে আমার সুনার ময়নার লগে বিটলামি? আইলাম কিন্তুক!
২৫ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
শায়মা বলেছেন: শাহরিয়ার আর স্বপ্নচারী।
এখন সাথে যোগ দিয়েছে তারিক।তোমার পিছা আনতে এত দেরী হয় কেনো আপু?
৭৬| ২৫ শে মে, ২০১০ সকাল ১০:৪৮
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
বাচ্ছাদের বয়স জানার জন্যে তাদের র্বাথ ইয়ার এর সাথে র্বতামান ইয়ারের বিয়োগ দিতে হয় না । বয়সটা বাচ্চাদের কাজ-কারবারেই বোঝা যায়
।
২৫ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
শায়মা বলেছেন: আমি বাচ্চা?
আমার কাজ কারবার বাচ্চাদের মত?
তোমার উপর আবার ক্ষুব্ধ হইয়া যাবো কিন্তু।
৭৭| ২৫ শে মে, ২০১০ রাত ৮:০১
ভাঙ্গন বলেছেন: হা হা হা
অনেক মজা লেগেছে। শিবরামের লেখা আমারও ভাল লাগে।
তবে আমি বেশি রসিক মনে করি সৈয়দ মুজতবা আলীকে।
তাঁর লেখার মুগ্ধপাঠক আমি।
২৫ শে মে, ২০১০ রাত ৮:২৩
শায়মা বলেছেন: আমার ১ নং পছন্দ শিবরাম।
সন্জীব সেকেন্ড
মুজতবা আলী থার্ড।
৭৮| ২৬ শে মে, ২০১০ দুপুর ২:৩৯
রেজোওয়ানা বলেছেন: নকল করে অংকে পাশ করলাম......
আমার ১নং পছন্দ সৈয়দ মুজতবা আলী, ২নং মার্ক টোয়েন (টম স্যায়ার)
শিবরামও দারুন। এগুলোর তো ক্যাসেটও পাওয়া যেতো এক সময়, জানো?
২৬ শে মে, ২০১০ রাত ১১:৪২
শায়মা বলেছেন: ক্যাসের পাওয়া যেত কিনা জানিনা। আমি শুধু বই ই পড়েছি । এখনও মাঝে সাঝে পড়ি। তোমার একনং দুই নং থেকে গল্প শোনাও।
৭৯| ২৬ শে মে, ২০১০ বিকাল ৪:৫৫
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
থাক ক্ষুব্ধ হইয়ো না। মাপ চাই।
২৬ শে মে, ২০১০ রাত ১১:৪৪
শায়মা বলেছেন:
আচ্ছা হইলাম না।
৮০| ২৬ শে মে, ২০১০ বিকাল ৫:০৫
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: সুরঞ্জনা আপু,
আমি কিচু কই নাই। সত্যি, আমি কিচু জানি না। আমি কিচ্চু দেহি নাই। আমি তো সব সময় কইয়া আইতেছি যে শায়মা হইলো আমার পরাণের দোস্ত, দুনিয়ার সেরা বোলগার, দুনিয়ার সবচে লক্ষী পরী.....
২৬ শে মে, ২০১০ রাত ১১:৫২
শায়মা বলেছেন: ভুত পেত্নী পরী হবো কেনো আমি?
তুমি হও ভুত রাক্ষস খোক্ষস আমার এত শখ নেই।
৮১| ২৬ শে মে, ২০১০ বিকাল ৫:১৪
সুরঞ্জনা বলেছেন: বাজারে বিচরাইয়া একটাও পিছা পাইলাম না। কুন বান্দর গুলি ঐগুলান লুকাইছে আমার ডরে। ঘরের পিছাও নাই। তাই এইডারে বাইন্দা থইয়া গেলাম। যেই ইল্বিশগুলি আমার সুনার মইনাপাখীর লগে লাগবো, তার কিন্তুক খবর আছে।
আর দুরন্ত তুমি জুদি কিচ্ছু না কইরা থাকো, তাইলে ডরাইয়োনা।
২৬ শে মে, ২০১০ রাত ১১:৫৩
শায়মা বলেছেন: গুড গুড আপু। খুবি ভালো উপহার।
৮২| ২৬ শে মে, ২০১০ বিকাল ৫:১৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: সুরঞ্জনাপু,
আপ্নে থাকতে আমার আবার ডর কি?
তয় আমারে নিয়া ইদানিং কেউ কেউ ষড়যন্ত্র করতাছে, এই দিকে এট্টু নজর রাইখেন।
ভালো থাইকেন। আসসালামু আলাইকুম।
২৬ শে মে, ২০১০ রাত ১১:৫৬
শায়মা বলেছেন:
৮৩| ২৬ শে মে, ২০১০ বিকাল ৫:২০
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: সুরঞ্জনাপু,
শায়মার এই ছবিডা কি আপ্নে তুলছেন?
২৬ শে মে, ২০১০ রাত ১১:৫৭
শায়মা বলেছেন:
৮৪| ২৬ শে মে, ২০১০ রাত ১১:৪৮
মুকুট বিহীন সম্রাট বলেছেন: ভালো আছেন শায়মা?
২৬ শে মে, ২০১০ রাত ১১:৫৫
শায়মা বলেছেন: খুব একটা ভালো বলা যায়না। অসুস্থ্য হয়ে পড়েছি। গরম আমার স্যুট করেনা। কথাটা হাস্যকর হলেও সত্য। আর সাথে হঠাৎ প্রচন্ড ব্যাস্ততা বেড়েছে।
৮৫| ২৭ শে মে, ২০১০ রাত ১২:০২
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ছায়মা পরীর ফডুকডা সুরঞ্জনা আপু কুন ক্যামেরা দিয়া তুলছেন?
২৭ শে মে, ২০১০ রাত ১২:০৭
শায়মা বলেছেন: চুপ কানা।
দিনদিন দিনাকানা থেকে রাতকানা হয়েছো। পরী ভুত পেতনী কুকুর মেকুর সব একি রকম দেখো!
৮৬| ২৭ শে মে, ২০১০ রাত ১২:০৫
সমুদ্র কন্যা বলেছেন: শিবরামের একটা গল্পসমগ্র আছে বাসায়। হর্ষবর্ধন, গোবর্ধনের নানারকম কাহিনীও আছে সেখানে। অবশ্য এই গল্পটা ছিল না। অনেক ধন্যবাদ শায়মা'পু প্রিয় লেখকের এত মজার একটা গল্প শেয়ার করার জন্য
২৭ শে মে, ২০১০ রাত ১২:০৮
শায়মা বলেছেন:
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ কন্যা।
৮৭| ২৭ শে মে, ২০১০ রাত ১২:০৯
মে ঘ দূ ত বলেছেন: কৌতুক বুঝতে অঙ্কের মাথা খাটাতে হলে কেমন করে হয় এমন টিউবলাইট মার্কা হাসি হেসে আর লাভটা কি হল। লাভের ঘর তো শূণ্য।
২৭ শে মে, ২০১০ বিকাল ৩:২৮
শায়মা বলেছেন: কাব্যের কমেন্ট দেখুন মেঘদুত। এমন উত্তর আর নেই। জবাব হয়না। কাব্য শুধু মাথায়ই খাটায়নি। চিত্রসহ বর্ণনা দিয়ে দিয়েছেন।
৮৮| ২৭ শে মে, ২০১০ রাত ১২:১৬
মুকুট বিহীন সম্রাট বলেছেন: প্রচুর লবন পানি খাবেন,
যতটা সম্ভব দরজা জানালা খোলা রাখা উচিৎ,
পন্ডিতি করলাম
২৭ শে মে, ২০১০ বিকাল ৪:০০
শায়মা বলেছেন: হা হা পন্ডিতি মেনে নিলাম।
৮৯| ২৭ শে মে, ২০১০ রাত ১২:১৭
সুরঞ্জনা বলেছেন: কার চোখ কানা হইছে? আমার কাছে পাডাও। চোখ দুইটা গাইল্লা দেই। ময়না পাখীরে কুত্তা দেখে? কত্ত বড় বেদ্দপ!!!
খাড়াও। অখন কি লইয়া আইতাম ভাইব্বা লই।
২৭ শে মে, ২০১০ বিকাল ৪:০৩
শায়মা বলেছেন: কার আবার। সে তো আজন্ম কানা। যা দেখে সব উল্টা পাল্টা। যা বুঝে তাও সব উল্টা পাল্টা। কিছুতেই সোজা পথে চালাইতে পারিনা এই গাধাটাকে।
৯০| ২৭ শে মে, ২০১০ সকাল ৮:৩৩
আকাশ মামুন বলেছেন: স্মৃতিকাতুর................
২৭ শে মে, ২০১০ বিকাল ৪:০৩
শায়মা বলেছেন:
৯১| ২৭ শে মে, ২০১০ বিকাল ৩:৩৭
নুরুন নেসা বেগম বলেছেন: অংক দেইখা যাদবের পাটিগণিতের কথা মনে হইলো। ভয় পাইতাম। শিবরাম বেশ পড়েছি। অংক, লেখা এই বয়সে বুঝি, কিছু কিছু। অনেক ধন্যবাদ।
২৭ শে মে, ২০১০ বিকাল ৪:০৮
শায়মা বলেছেন: হা হা হা
আপনাকেও ধন্যবাদ নুরুন নেসা ।
৯২| ২৭ শে মে, ২০১০ বিকাল ৫:১৭
শামীম শরীফ সুষম বলেছেন: Click This Link
২৭ শে মে, ২০১০ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: ওকে।
কেমন আছেন সুষম?
৯৩| ২৭ শে মে, ২০১০ বিকাল ৫:৩৯
পলাশমিঞা বলেছেন: আমি কয়েকটা লেখেছি, একটাতে দেশ থেকে এক আসে পড়রা জন্য আর এদেশেরটা জীবনেও দেশে যায়নি। দেশ থেকে যেটা এসেছে ওটা ঢাকায় বড় হয়েছে মানে সিলটি আঞ্চলিক ভাষা বুঝেনা আর এদেশেরটা ঢাকা চলিত ভাষা বুঝেনা।
আমি আর লেখতে পারছিনা কারণ লেখতে বসলেই হাসতে হাসেত আমি শ্যাষ হয়ে যাই।
কেমন আছেন?
২৭ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০৩
শায়মা বলেছেন: আপনিও কি শিবরাম লিখেছেন কবি?
বুঝতে পারছি আপনি হাসতে ভালো বাসেন।
আমি ভালোই আছি।
৯৪| ২৭ শে মে, ২০১০ বিকাল ৫:৪৪
রিফাত হোসেন বলেছেন: +
২৭ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ রিফাত।
৯৫| ২৭ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২৭
কোর আই সেভেন বলেছেন: +++
২৭ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ।
৯৬| ২৮ শে মে, ২০১০ বিকাল ৪:২৪
মেহবুবা বলেছেন: শিবরামের গল্প , টেনিদার বাহাদুরী , দাশু এসব আর হয় না কেন তৈরী ?
ক্লাসিক এসব কখনো পুরোন হয় না ।
গোলমাল বাঁধালে দেখছি। তোমার এটা পড়তে গিয়ে মনে এল অনেকদিন হয়েছে শিবরাম ছোঁয়া হয় না । মজা পেলাম ।
আরো দাও দেখি ।
২৮ শে মে, ২০১০ বিকাল ৪:২৮
শায়মা বলেছেন: হা হা হা আরো আরো আছে। এক এক করে সব আসবে।
৯৭| ২৮ শে মে, ২০১০ রাত ৯:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
২৮ শে মে, ২০১০ রাত ৯:৩৭
শায়মা বলেছেন: হা হা আপনার হাসি হেসে দিলাম ভাইজান।
৯৮| ০৬ ই জুন, ২০১০ রাত ৮:৫২
দুরের পাখি বলেছেন: বুঝতে না পাইরা মাইনাস দিয়া ফেলছিলাম । স্যরি । এখন ধরতে পারলাম । নিচে দুই উপরে হর্ষবর্ধন এক , মাঝখানে বেন্চি । ১/২
০৬ ই জুন, ২০১০ রাত ৯:৫০
শায়মা বলেছেন: বুঝতে না পারলে মাইনাস দিতে হবে?
কথাটা শুনে খুব রাগ করলাম ভাইয়া। এর পর থেকে না বুঝলে আমাকে জিগাসা করে তারপর মাইনাস দেবেন।
৯৯| ০৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:১১
চোরকাঁটা বলেছেন: শিব্রামের গল্পগুলি খুব ই মজাদার
০৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২০
শায়মা বলেছেন: তা বটে।
১০০| ২২ শে জুলাই, ২০১০ রাত ১:১০
জিকসেস বলেছেন: শিবরাম ভাল লেখে।
২২ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৩৫
শায়মা বলেছেন: শুধু ভালো না। আমার মতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রম্য লেখক তিনি।
১০১| ২২ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১১
জিকসেস বলেছেন: লেখক বলেছেন: শুধু ভালো না। আমার মতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রম্য লেখক তিনি।
হা সবাই তাই বলে। সমস্যা হল আমি তেমন একটা পড়িই নাই। সম্প্রতি দুই একজন বড় ভাই অবশ্য আমাকে বলসে তোমার অবশ্যই শিবরাম পড়া উচিত তাইলে তোমার নিজের রম্য গুলাও সাইজ হবে।
২২ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪১
শায়মা বলেছেন: তোমার অবশ্যই পড়া উচিৎ। আমিও বললাম। তাইলে তুমি একদিন বাংলাদেশের জিকরাম হবে।
১০২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৩
আসিফ মুভি পাগলা বলেছেন: গণিত বড়ই প্রিয় বিষয় । রম্যটা আগে পড়ি নাই । ভাল লাগল । এইবার আপনার পালা ।
১,১১,২১,১২১১,১১১২২১ এই ধারার পরের পদ বলতে পারলে হিরাঝিলের চা খাওয়াবো । অন্য কারও সাহায্য চাওয়া যাবে না
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৯
শায়মা বলেছেন: ৩১২২১১, ১৩১১২২২১
হি হি হি আমিও অংকে এত ভালো জানতাম না।
১০৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৬
সায়েম মুন বলেছেন: অংক পারিনা বলে হাসাহাসি করিওনা তো
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১০
শায়মা বলেছেন: হি হি হি অংক পারিনা কিন্তু শিবরামের মত বুদ্ধি দিয়ে সবই পারি।
এই যেমন এখন পারলাম।
১০৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২০
আসিফ মুভি পাগলা বলেছেন: গণিত বড়ই প্রিয় বিষয় । রম্যটা আগে পড়ি নাই । ভাল লাগল । এইবার আপনার পালা ।
১,১১,২১,১২১১,১১১২২১ এই ধারার পরের পদ বলতে পারলে হিরাঝিলের চা খাওয়াবো । অন্য কারও সাহায্য চাওয়া যাবে না
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৬
শায়মা বলেছেন: কারো সাহায্য ছাড়াই করেছি। হি হি হি
১০৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৪
আসিফ মুভি পাগলা বলেছেন: কিভাবে জানি একি কমেন্ট আবার পরে গিয়েছে ।
তবে আপনি দেখি অঙ্কে বেশ ভাল । নিজে চিন্তা করে সমাধান করেছেন নাকি প্রশ্ন কমন পড়েছিল ??
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৯
শায়মা বলেছেন: কাউকেই জিগাসা করিনি।
তবে শিবরামের মতই বুদ্ধি খাঁটিয়েছি।
হি হি হি অংকের জোরের চাইতেও যে বুদ্ধির জোর বেশী তা না বুঝলে কি আর আমি এমনি এমনি শিবরামের সাগরেদ?
১০৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪২
স্পর্শহীন কিছুদিন বলেছেন: অংক কি?
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১৭
শায়মা বলেছেন: অংক মানে গণিত। গণিত মানে ........?
১০৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৯
আসিফ মুভি পাগলা বলেছেন: শিবরামের সাগরেদকে আরেকটা সমস্যা দিয়ে যাই । ৮,৮,৩,৩ অঙ্কগুলো ব্যবহার করে কিভাবে ২৪ পাবেন ? + - * এবং ব্রাকেট ব্যবহার করতে পারবেন ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫০
শায়মা বলেছেন: তুমি আমার মাথা খারাপ করানোর ধান্দায় আছো কেনো? :
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
শায়মা বলেছেন:
৩! (৩)-৮^(১/৩)+৮=২৪
আর খবরদার দিবানা। :
১০৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৬
আসিফ মুভি পাগলা বলেছেন: খেক খেক ।
১ ব্যবহার করা যাবে না । শুধু ৩ ৩ ৮ ৮ ।
উত্তর হল ৮(৩-(৮৩)) = ২৪
আমি আরেকটা গাণিতিক সমস্যা দিতে আইসা দেখি এইরকম কড়া ঝাড়ি
আর দিলাম না যান
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৫
শায়মা বলেছেন: কে বলেছে যাবেনা??? যাবে!!!!!!!!!!!!!!!!!!!!:
১০৯| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১:৫৭
রাতুল_শাহ বলেছেন: গল্পকার শিবরাম চক্রবর্তী। এজীবনে তিনি কত গল্প লিখেছেন তা নাকি নিজেও জানতেন না। কারন তিনি ছিলেন একজন প্রচন্ড রকম অগোছালো মানুষ কাজেই তার লেখালিখিগুলোও কখনও গুছিয়ে রাখেননি।
এই জন্য তিনি এত প্রিয়। আমি গোছালো মেয়ে আর অগোছালো ছেলেদেরকে পচ্ছন্দ করি। গোছালো ছেলেদের সাথে মতের মিল পাইনা। কারণ আমি নিজেই চরম অগোছালো ।
১৯ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
শায়মা বলেছেন: হায় হায় অগোছালো হওয়া ভালো না।
১১০| ২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:২২
ছোট নদী বলেছেন: অংক ভুঁই পাই
৩০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:০২
শায়মা বলেছেন: আমিও!
১১১| ০৩ রা মে, ২০১৬ রাত ১২:৩৪
খায়রুল আহসান বলেছেন: একেবারে শুরুতেই ছড়ার যে দুটো লাইন উদ্ধৃত করেছেন, প্রকৃতপক্ষে সেগুলো বোধহয় এরকম হবেঃ
হাঁসি বলে হাঁসা, হাঁসা বলে হাঁসি,
এই নিয়ে হাঁসাহাঁসি করে হাসাহাসি।
অঙ্কের গল্পটা পড়ে আমিও খানিকটা হেসে নিলাম। অনেকগুলো মন্তব্যের উত্তর খুব ভালো লেগেছে, তাই সেখানে লাইক দিয়েছি, কয়েকটা পড়ে হেসেছিও বটে। ।
০৭ ই মে, ২০১৬ রাত ১০:৫৯
শায়মা বলেছেন: স্যরি ভাইয়া। নোটিফিকেশন আসে না তাই জানতে পাইনি তুমি কমেন্ট দিয়েছিলে। শিবরামের গল্প পড়ে আমি এখনও হাসি।
১১২| ২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬
গেম চেঞ্জার বলেছেন: উঁহু!!
অংক নিয়ে হাসাহাসি মোটেও চলিবেক না!!!!!!!!!!!
তবে শিবরাম বাবুর গল্প যে হাসবে না তাকে জুতোপেটা করা উচিত!!!!!!!!!!!! হেঁ-এএএ
২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২২
শায়মা বলেছেন: হা হা হা জুতোপেটা করলেও তখন সে হাসবে!!!!!!!!!!
মানে ইহা ধ্রুব্সত্য গোমড়ামুখো বাঁদরকেও হাসাতে হলে চাই শিব্রাম গল্প!!!!!!!
১১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪
গেম চেঞ্জার বলেছেন: শিবরাম বাবুর গল্প তাইলে সংগ্রহ করতেই হয়!!!!!!!!!!!!!!!!!!!!
২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭
শায়মা বলেছেন: দুই খন্ড আছে
শিব্রাম রচনা সমগ্র -১ এবং ২
১ টা বেশি বেশি মজার!!!!!
১১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২
গেম চেঞ্জার বলেছেন: সিউর! আর সাথে এইটা
২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৯
শায়মা বলেছেন: হা হা
তোমার জন্য
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১০ রাত ১১:৫৩
রাজসোহান বলেছেন: পুত্তুম পিলাচ