নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৪

কি আনন্দ! কি আনন্দ ! কি আনন্দ !!

দিবা রাত্রী নাচে মুক্তি নাচে বন্ধ!!

রবীন্দ্রনাথের এই গানটি শুনলেই নাচতে জানেনা এমন মানুষের মনটাও যে আনন্দে নেচে ওঠে, তাতে আমার কোনো সন্দেহ নেই। আসলে নাচ মানেই আনন্দ, নাচ মানেই ভালোলাগার প্রকাশ! কিন্তু আমাদের বাঙ্গালী মুসলিম সমাজে এই অতি আনন্দদায়ক, অতি উপকারী সংস্কৃতিটি তেমন সমাদৃত নয় বললেই চলে।/:)



আমি সেই যখন ছোট্ট। স্কুলের মেইন গেটটাও মাড়াইনি। সেই সময়, আমার ছোটবেলায় টিভিটাই ছিলো আমার বিনোদনের একমাত্র মাধ্যম। তাও আবার বিটিভি। তখন তো আর এখনকার বাচ্চাদের মত কম্পু গেম ছিলোনা, ছিলোনা এত শত চ্যানেল আর এত শত কার্টুন আর মুভ্যি।কাজেই বিকেল বেলা খেলাধুলা শেষ হবার পরই বসে যেতাম টিভিতে ছোটদের অনুষ্ঠান দেখতে। কেনো যেন আমি ছোটদের অনুষ্ঠাগুলোর অন্ধ ভক্ত ছিলাম। সেই আমার সব অনুষ্ঠানগুলোর মাঝে প্রথম ভালোলাগার নাচের অনুষ্ঠান রুমঝুম দেখা।



রুমঝুম অনুষ্ঠানে তখন বাচ্চাদেরকে নাচ শেখাতেন লায়লা হাসান। আমার অতি অতি শ্রদ্ধাভাজন একজন মানুষ। নাচের গুরু বলতে আমার জীবনে তিনিই আমার প্রথম গুরু। আমি তার এক অজানা ক্ষুদে শিস্য ছিলাম। সেকথা তিনি সে সময় জানতে পাননি, জেনেছিলেন অনেক অনেকদিন পরে আমি যখন প্রায় ষোড়শী। জাতীয় নৃত্য প্রতিযোগীতায় অংশগ্রহন করি স্কুল থেকে।



লায়লা হাসান

এত সুন্দর মুখের হাসিখুশী মানুষটাকে প্রথম দর্শনে আমার স্বর্গের দেবীই মনে হয়েছিলো। শুনেছিলাম স্বর্গের অপ্সরী, মেনকা, রম্ভাদের নৃত্যকলায় পারদর্র্শীতার কথা। লায়লা হাসান । তিনিও আমার চোখে তখন তেমনি একজন স্বর্গেরই দেবী। আয়লো দেয়া নিশালে সকালে কি বিকালে........ রুমঝুম থেকে শেখা আমার প্রথম নাচ ।



নৃত্যকলায় পারদর্শী অপ্সরা:P

http://www.youtube.com/watch?v=tctP_i1KI-c

মর্ত্যের অপ্সরা নৃত্য



স্বর্গের কথা যখন এসেই গেলো তখন আর একটা কথা বলি, নৃত্যকলা আমাদের মুসলিম সমাজে যত না অসমাদৃত, হিন্দু ধর্মে ততটাই সমাদৃত। হিন্দু ধর্মে নাচ শুধু বিনোদনের উপকরণই নয় তা রিতীমত ধর্মীয় উপাসনার অঙ্গ। যাইহোক প্রাচীন শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তিস্থল যে দেবসভা সেতো সকলেরই জানা। তবে যত রকম শাস্ত্রীয় নৃত্য আছে সেসবের মধ্যে আমার সবচাইতে প্রিয় কথক।



কত্থক শাস্ত্রীয় নৃত্যের একটি অত্যন্ত উল্লেখযোগ্য ধারা। সব রকমের শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কত্থক সবচাইতে জনপ্রিয়। প্রাচীনকালে বিভিন্ন দেবদেবীর মহাত্ন বর্ণনায় কয়েকটি সম্প্রদায় ছিলো যারা নৃত্য ও গীত দিয়ে দেবদেবীর মহাত্নাবলী পরিবেশন করতেন। এসব সম্প্রদায়গুলো কথক, গ্রন্থিক, পাঠক ইত্যাদি ইত্যাদি। সবকটির মধ্যে কথক একটি বিশেষ স্থান আজও অধিকার করে রয়েছে।



কথক নৃত্যে প্রধানত রাধা কৃষ্ণের লীলা কাহিনীই রূপায়িত হত। দীর্ঘকাল ধরে ধর্মীয় উৎসব ও মন্দির কেন্দ্রিক পরিবেশনা হওয়ায় কথক নৃত্যের কোনো সুসংহত রুপ গড়ে ওঠেনি। মোঘল আমলে দরবারী সংগীত ও নৃত্যের যুগ সুচিত হলেই কথক নৃত্যের একটি সুসংহত রুপ গড়ে ওঠে। কথক নৃত্যের সবচাইতে বেশী বিকাশ ঘটে উনবিংশ শতাব্দীতে লোখনৌ এর আসাফুদ্দৌলা ও ওয়াজীদ আলী শাহ এর দরবারকে কেন্দ্র করে। কথকের দ্বিতীয় ধারার বিকাশ ঘটে জয়পুর রাজ দরবারে। পরবর্তীতে বারাণসীতেও কথক নৃত্যের বিস্তার ঘটে। নৃত্যই কথকের প্রাণ তবে সহযোগী সঙ্গীতও এ ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করে।



কথক নৃত্যে মোট বারোটি পর্যায়। তবলা বা পাখোয়াজের লহরায় তাল নির্ভর নৃত্য পদ্ধতিটি স্পষ্ট হয়ে ওঠে। বারোটি পর্যায়ে রয়েছে গনেশ বন্দনা, আমদ, থাট, নটবরী, পরমেলু, পরণ, ক্রমলয়, কবিতা, তোড়া ও টুকরা, সংগীত ও প্রাধান। প্রাম্ভিক প্রযায়ে থাকে গনেশ বন্দনা ও আমদ। নটবরী অংশে তাল সহযোগে নৃত্য পরিবেশিত হয়। পরমেলু অংশে বাদ্যধ্বনীর সাথে নৃত্য পরিবেশিত হয়।পরণ অংশে বাদক বোল উচ্চারণ করে ও নৃত্যশিলপী পায়ের তালে তার জবাব দেয়। এরপর তবলা বা পাখোয়াজের সাথে নৃত্য পরিবেশিত হয়। ক্রমানবয়ে বিলম্বিত ও পরে দ্রুত তালের সাথে নৃত্য পরিবেশিত হয়।করতালি দিয়ে তাল নির্দেশ করাকে বলে প্রাধান।

কতক নৃত্যের প্রধান পোষাক লম্বা গোড়ালী পর্যন্ত পেশোয়াজ নামক এক ধরণের সিল্কের জামা ও চুড়িদার পাজামা। উজ্জল প্রসাধন ও অলংকার ব্যাবহৃত হয়।



http://www.youtube.com/watch?v=twco50Te7nk



http://www.youtube.com/watch?v=Bk0xaIedlNU

http://www.youtube.com/watch?v=6_3bbYjgwdA



http://www.youtube.com/watch?v=PM4o0GrheFI



http://www.youtube.com/watch?v=QA3dwcSW42M

কথক





শাস্ত্রীয় নৃত্যের প্রধান চারটি ধারার অন্যতম কথাকলি। অন্য আর তিনটি ভরতনট্যম, কথক ও মনিপূরী। কেনো যেন কথকের পরপরই আমার দ্বিতীয় ভালো লাগা কথাকলি। কথাকলি নৃত্যের বিকাশ হয় দক্ষিন ভারতের কেরলা অন্চলে। বর্নাঢ্য পোষাক, নাচের মুদ্রা ও পদসন্চালন আর প্রবল সঙ্গীত সহযোগ এই নৃত্যের প্রধান বৈশিষ্ঠ। কথাকলি মূলত নৃত্যনাট্য। নৃত্য এবং অভিনয় দুই এ নাচের প্রধান বিষয়।



নৃত্যনাট্যগুলি সাধারণত গদ্য ও কাব্য দুই পর্যায়েই রচিত হয়।কাব্যাংশে সংস্কৃত ভাষা আর কথপোকথনে মালায়ম ভাষা ব্যবহৃত হয়। রামায়ন, মহাভারত বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বনেই সাধারণত কথাকলি নৃত্যনাট্য রচিত হয়। নৃত্যাভিনেতারা মন্চে কথা বলেন না। নাচ ও অভিনয়ের মাধ্যমেই পুরা কাহিনী ফুটিয়ে তুলেন। অভিব্যাক্তি প্রকাশের জন্য শিল্পীকে হতে হয় মুকাভিনয়ে অতি সুক্ষ। সাধারনত ১৫ থেকে ২৫ জনের দল নিয়ে কথাকলি নৃত্য পরিবেশিত হয়। নৃত্যস্থলে থাকে একটিমাত্র পিলসুজের প্রদীপ।



এই নাচে নানা ধরণের চরিত্রের সমাবেশ ঘটে। সাত্বিক, রাজসিক ও তামসিক। এই চরিত্রগুলির অর্থ যথাক্রমে উত্তম , মধ্যম ও অধম। পরিচ্ছদ ও অঙ্গসজ্জার পরিকল্পনা করা হয় চরিত্রের গুণ অনুযায়ী। কথাকলি নৃত্যে পরিচ্ছদের ব্যাপারটিও জটিল। একজন শিল্পীকে পোষাকে কমপক্ষে আশিটি গিট দিতে হত বলে শোনা যায়। সঙ্গীত কথাকলি নৃত্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ। সঙ্গীত ব্যাতিরেকে কথাকলি নাচ হয়না।



কথাকলি তান্ডব প্রধান নৃত্য। তাই পুরুষের উপোযোগীতা বেশী । তবে সারি নামে এক দল লাস্যময়ী নারী চরিত্র এই নাচে অংশ গ্রহন করে। শাস্ত্রীয় নাচের নিয়মাবলি যেমন কথাকলিতে কঠোর ভাবে অনুসরিত হয় তেমনি স্থান বিশেষে নৃত্যশিল্পীদের স্বাধীনতা প্রকাশের সুযোগ থাকে। নৃত্য শেষে নাটকের নায়ক সকলের উদ্দেশ্যে আশীর্বাদ বাণী উচ্চারণ করেন।



সত্যের জয় অবশ্যসম্ভাবী। এটাই কথাকলি নৃত্যের মূল কথা আর তাই কথাকলি আমার এত প্রিয়।:)



http://www.youtube.com/watch?v=prQOdTmF8u0



ভরত নাট্যম



http://www.youtube.com/watch?v=Wd6McJodj5M



কথাকলি



যাইহোক অনেক হলো নৃত্যকথন....

সবশেষে বলি, আমার হৃদয় মাঝে যে গান বাজে ... আর তাহার সাথে এ মন নাচে সেই অনেক অনেক অনেক পছন্দের নাচটির একটি ভিডিও

http://www.youtube.com/watch?v=RwMmlzS5h-M

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে !

তা তা থই থই তা তা থই থই তা তা থই থই।






শাস্ত্রীয় নৃত্য সম্পর্কীয় আমার এ লেখাটি বিশেষভাবে আমার শাস্ত্রীয় সঙ্গীত পিপাসু রেজাভাই কে উৎসর্গ করা হলো।





আর আমার নাচের স্কুলের ভবিষ্যৎ শিক্ষার্থী সোহামনি আর সারাহ মনিকে এখন থেকেই খালামনির নাচ পোস্ট দেখে নাচের প্রতি উৎসাহিত করবার জন্য পোস্টটি তাদেরকে গিফট দেওয়া হলো। :)




মন্তব্য ২৫২ টি রেটিং +৫৬/-০

মন্তব্য (২৫২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৫

আলিম আল রাজি বলেছেন: পুত্তুম পিলাচ :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ রাজিভাইয়া।

এখন নাচগুলো দেখো। :)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫০

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম

আপনি তাহলে নাচতে ও পারেন । :D :D বাহ!! ভাল


প্রথম দিকের অংশ পড়ে বেশ নষ্টালজিক হয়ে গিয়েছিলাম ।


প্লাস দিয়েছি কিন্তু। B-) B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৬

শায়মা বলেছেন: :P



আমিও নষ্টালজিক হয়েছি।


:(


+ এর জন্য :)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫০

জানা বলেছেন:

আহা, এমন মেয়েইতো খঁুজছিলাম :P


খুব ভাল লাগলো পড়ে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১০

শায়মা বলেছেন: জানা আপুনি


এতদিন পরে খুঁজে পেলে! :P



যাইহোক তুমি নাচ পোস্ট পড়েছো তাই আমি খুশী।

কিন্তু কিন্নরী বেবিকে আমার নাচের স্কুলে( ভবিষ্যৎ) পাঠাও তাড়াতাড়ি। :)

জানোই তো স্বর্গে কিন্নরী ছিলো আমার সহচরী। :P

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০২

ফাহিম আহমদ বলেছেন: পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছি এত লম্বা লেখা,,,, :|

প্লাচ দিলামই সেই সাথে জেনে গেলাম আপনি হালকা হালকা তুক্কু পুরোপুরি নাচতেও পারেন :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১২

শায়মা বলেছেন: হা হা হা


পড়োনা ভাইয়া।

শুধু নাচ গুলো দেখো আর একটু একটু পড়ো তাহলেই চলবে। :)

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০২

সাকিন উল আলম ইভান বলেছেন: আপু তাহলে নাচ ও জানেন........ B-) B-) .

৪র্থ পিলাচ...........

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৪

শায়মা বলেছেন: :)



থ্যাংক ইউ ভাইয়া।:)

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৫

জয় রাজ খান বলেছেন: নাচা নাচি ভাল লাগে :D B-)
নাচিতে মনো চায় মনো চায়........ :#>

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৫

শায়মা বলেছেন: নাচো ভাইয়াজী।:)

নাচ আসলেই শরীর ও মন প্রফুল্ল করিয়া তুলে। :)

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৪

শুকনা মরিচ বলেছেন: তুমি যে সুরের আগুন
ছড়িয়ে দিলে মোর প্রানে
সে আগুন ছড়িয়ে গেলো
সে আগুন ছড়িয়ে গেলো
সব খানে - সব খানে - সব খানে

খুবই ভালো লাগলো । তোমার আরেকটা পরিচয় জানলাম :)



০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৭

শায়মা বলেছেন: তোমার পরিচয়টা ঠিক বুঝতে পারছিনা।:(

পরিচয় জানাজানিতে আমি আবার বড়ই ওস্তাদ। কিন্তু এইখানে ফেইল

তোমার কাছে মরিচ আপু। :(

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৯

কাব্য বলেছেন: হ আমিও নাচানাচি ইশ্টার্ট দিমু B:-/

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩১

শায়মা বলেছেন: হা হা হা


তুমি তো সেই কবে থেকেই আকাশ আর কুসুমকে নিয়ে ভাবতে ভাবতেই ঘুমায় গেছো।

:P

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৫

সিস্টেম বলেছেন: B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: কেমন আছো? :P

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৬

জিকসেস বলেছেন: :#)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৯

শায়মা বলেছেন: :) :)

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৫

কবির চৌধুরী বলেছেন: অনেক কিছু জানলাম।
'কত্থক' সব চাইতে সেরা উপমহাদেশীয় নৃত্য রীতি বলে মনে হয় আমার।



পাকিজা মুভির প্রিয় গান (কত্থক)


এটার কথা নিশ্চয় বলতে হবে না:


---------------------------------------------------------------------

এবার আমার প্রিয় কিছু নাচ শেয়ার করলাম:

সোনিয়া মারশাল আমার প্রিয় কোরিওগ্রাফার:

(কনটেমপরারি)

মিয়া মাইকেল

(কনটেমপরারি)



অসাধারন পোস্ট। আমার প্রিয় পোস্টে অলংকার হয়ে থাকলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: :-*
তুমি তো আমার চাইতে হাজার গুণ বেশী জানো ভাইয়া !!!!!!!!!!!!!


অনেক অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!!!!!!!!!!


মুভ্যি গুলোর কথক এর জন্য। :)

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪১

জয় রাজ খান বলেছেন: নাচিতে যে পারি না :( :(
নাচ শিখাইবেন আপুজী?? :!> B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: হায় হায় আমার নাচ শিখানোর বেবিদের এইজ লেভেল ৩ থেকে ১২।


তুমি কি আর ওদের সাথে এক কাতারে নাচ শিখতে পারবে? :(

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৭

এ.এ.এম বিপ্লব বলেছেন: আমি নাচ শিখুম। এখন বলো তো কি করা যায়। তোমার এই নাচা নাচি মুলক ইয়া লম্বা পোষ্ট পইরা কিছুই পাইলাম না....... শুধুই মুন চাইতাছে নাচি। /:) /:) ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: কি পাবে আবার??
এই খানে নাচ শিখানো হয়নি তো।


তুমি যদি শিখতে চাও তাইলে টিউটোরিয়াল পোস্ট দিতে পারি।:)

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫২

এ.এ.এম বিপ্লব বলেছেন: কবির ভাই লেখিকা কে দন্যবাদ দিতে চাইছিলাম,
তয় এখন ভাবলাম ধন্যবাদটা আসলে আপনার পাপ্য।
তাই আপনাকে ধন্যবাদ।
........।আর মাস্টারনী মশাই, আপনাকে ইয়া বড় একটা ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: হা হা হা



কবিরভাইকে আমারও ধন্যবাদ।:)

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৬

জয় রাজ খান বলেছেন: আমিও তো শিশু!! মহান শিশু :#> কুনো সমস্যা নাই ;)
তাইলে কি আমিও join করতে পারি তুমার নাচের ক্লাসে B-) B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৮

শায়মা বলেছেন: শিশু হইলে পারবে।:)

কিন্তু মনে তো হয়না।::P

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৭

সায়েম মুন বলেছেন: Classical Cambodian Ballet: Apsara
তুমি তাহলে কম্বোডিয়া থেকে নাচ শিখে এসেছো :P

আপ্পি আমাকে তোমাল ইসকুলে ভর্তি কলে নাও না। কথা দিচ্ছি দুত্তুমি কলবোনা :D

নাচো গো অঞ্জনা
নাচো গো খঞ্জনা
নাচো কোমর দুলাইয়া
--গানটা মনে পড়ে গেল :P

সোহামনি আর সারাহমনির সাথে আমারেও গিফট করতে পারতা :((

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৬

শায়মা বলেছেন: হা হা হা হা


কম্বোডিয়া জামবোডিয়া কোথা থেকেই শিখিনি সেটা বলো?

:P


তোমাকে নেবোনা। তুমি বেশী ছোট। আর একটু বড় হও বাবু। এ্যাটলিস্ট সারাহ মনিটার সমান।:)

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪১

শূণ্য উপত্যকা বলেছেন: ওরে বাবা! নাচের এত নিয়ম। ধুত্তোরি ছাই! আমি তো এমনি এমনি নাচতে পারি। :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৭

শায়মা বলেছেন: হা হা হা


এমনি এমনি নাচাটাও নাচ। :)

তবে নিয়ম কানুন শিখে নাচলে সেটা হয় আরো বেশি মজার আর আনন্দের!

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০০

সুখসাগর বলেছেন: খুব ভাল লাগলো পড়ে।

নাচ বিষয়ে আরোও কিছু জানলাম।

+++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।


পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৫

মুকুট বিহীন সম্রাট বলেছেন: নাচ নিয়ে ন্যুনতম জ্ঞান ও নজর না-থাকায় মন্তব্য করতে পারিনি,তবে নাচ পিপাষুদের জন্য এটা একটা মহা মুল্যবান পোস্ট তা বুঝতে পারছি।

ভালো থাকা হোক

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২১

শায়মা বলেছেন: নাচ পিপাসু বা জ্ঞানী হতে হবেনা।

তুমি এমনি এমনিই লিন্কগুলো দেখ সমরাটজী।

সম্রাট হয়েছো আর নাচ বুঝোনা!!!

এমন কথা তো স্বয়ং ঈশ্বর ও মানতে চাইবে না। :P

দেখো নকল সম্রাট সাজার দায়ে জেলে ধরে নিয়ে না যায়। :P :P :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৫

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=fJOkkUOU7U

সম্রাটজী আপনার জন্য রাজ দরবারের একটি নৃত্য পরিবেশিত হইলো।:)

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৯

শোভন এক্স বলেছেন: চমৎকার পোস্ট। জীবনে প্রথম নাচ ও তার ধরন সম্পর্কে কিছু পড়লাম। নাচ বুঝিনা বলেই আমরা নাচ দেখিনা। কোনভাবে নাচ সাধারনের জন্য আরেকটু বোধগম্য করে দিতে পারলে আরো উপভোগ্য হতো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৩

শায়মা বলেছেন: হা হা হা


সেটাও না ভাইয়া।

লোকনৃত্য বা সাধারণ নৃত্যগুলো কিন্তু ততটা বুঝতে কষ্ট হবার নয়। সে সব আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ।

দাড়াও কিছু পরে তোমাকে সহজ বোধ্য নাচের লিন্ক দিচ্ছি। :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১৭

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=Uhgb8YHuOtg



সহজিয়া নাচের একটা উদাহরন।:)

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৬

ক্ষুধার্ত বলেছেন: এই নাচ নিয়ে ঝগড়া করে আজকে কত দিন কথা হয়না:(

তবে আপনার পোস্টে জানার অনেক কিছুই আছে

ভালো থাকুন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৫

শায়মা বলেছেন: আহারে শিঘ্রী কথা বলো তার সাথে।


জানো নাচলে মন কত ভালো থাকে। নাচ শরীর ও মন প্রফুল্ল রাখে আর তুমি কিনা করেছো ঝগড়া!!!


শিঘ্রী ঝগড়া মিটিয়ে ফেলো ভাইয়া।


ভালো থেকো। :)

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৮

সোমহেপি বলেছেন: সোকেসে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!:)

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২০

জয় রাজ খান বলেছেন: আসল কথা অইলো তুমি শিখাইবানা আপু /:) /:)
তাই এতো তাল বাহানা করতাছো :#> কইলাম তো আমি মহান শিশু কুঁড়ি বছর আগেও শিশু কুঁড়ি বছর পরেও শিশুই থাকুম :)
প্লিলিজ আপুজী শিখাও না :( :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৫

শায়মা বলেছেন: আহারে আমার বেবিভাইয়াটা।
তুমি এমন কালো কাপড়ে মুখ ঢেকেছো কেনো?


এমন চেহারা বানায় আসলে তো আমার স্কুলের সব শিশুদের আত্না ভয়েই উড়ে যাবে।

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৩

অ্যামাটার বলেছেন: এত কঠিন:(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৬

শায়মা বলেছেন: আরে প্রাকটিস করলে পৃথিবীতে কিছুই কঠিন নহে।

আর সাথে যদি থাকে একটু খানি ইচ্ছা!:)

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০২

গেদু চাচা বলেছেন: নাচ মানেই পেটের চামড়া আর নিতম্ব দুলানো নয়..

সমস্যা হচ্ছে শাস্ত্রীয় নাচ আর ইন্ডিয়ান নায়িকার নাচ...দুইটাই নাচ..
বলুনতো শাস্ত্রীয় নাচ কয়জন দেখে আর ইন্ডিয়ান নায়িকার নাচ কয়জন দেখে।

আর নাচ কয়জনে বুঝে?
অধিকাংশ দর্শকের কাছে নাচ মানেইতো বিশেষ অঙ্গের দুলোনি।
আর নাচের উৎপত্তিও হয়েছিল সম্ভবত এসব নগ্ন মনরঞ্জনের উদ্দেশ্যে



০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৩

শায়মা বলেছেন: গেদুচাচা


আমি শুধু জানি নাচ খুব খুব সুন্দর একটা শিল্প। নাচ যে দেখে তার চাইতেও যে করে তার কাছে বেশী আনন্দের এমনই মনে হয় আমার।


আমার লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস গেদুচাচাভাইয়া।

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২৯

অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: আমার পিচ্চিকালে খুব শখ ছিল নাচ আর অভিনয় শেখার,
হয়নাই।:(
ক্লাসিকাল শেখার খুব ইচ্ছা আমার,কিন্তু ঐ যে নানান কারণ.....।
কেন জানি মনে হয়,নাচলে মন ভাল হয়,কথা কি সত্য?
আপু আপনি অনেক গুণী...ভাল লাগলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১০

শায়মা বলেছেন: একদম ঠিক ঠিক বলেছো আপুনি, নাচ শরীর ও মন দুই ই প্রফুল্ল রাখে।:)



অনেক অনেক থ্যাংকস আমার লেখাটা পড়ার জন্য।:)

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৯

জিসান শা ইকরাম বলেছেন:
এত্ত লিংক ?
ভালো লাগলো খুব :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৪

ফাইরুজ বলেছেন: আপু আপনার নাচের স্কুলে ভর্তি হতে চাই:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৫

শায়মা বলেছেন: তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করো আপুনিমনি।:)

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৭

গানচিল বলেছেন: লায়লা হাসান আপনার গুরু?
তাইলে..........
"পাকা রাধুনী আমি পাকা রাধুনি
যতরকম রান্না আছে সব আমারে শিখিয়েছে
আমার মা মনি"
গানটার কথা তো উল্লেখ করলে না !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৬

শায়মা বলেছেন: আগুন ছাড়া রাঁধতে জানি মাছ মাংশ ডিম
হলদে ছাড়া চচ্চড়ি আর আলু পটল সিম

এই বনে আর একটিও নেই আমার মত গুণী! :P
"পাকা রাধুনী আমি পাকা রাধুনি
যতরকম রান্না আছে সব আমারে শিখিয়েছে
আমার মা মনি।

:) :) :)

থ্যাংক ইউ ভাইয়া এই গান আর নাচটা মনে করিয়ে দেবার জন্য।

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪২

বাঘ মামা বলেছেন: আপু তুমি কি শুধু নিজে নাচ? নাকি অন্যদেরও নাচাও মানে নাচ শিখা্ও?

আমার উনিতো একটু মুটু তাকে দিয়ে কি হবে নাচ?



ব্লক ছেড়ে দেয়ার জন্য ধন্যবাদ এবার আমার খোঁচার জন্য তৈরী থেকো:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৮

শায়মা বলেছেন: ভাইয়া একটা গল্প শোনো।
এক রাজার বাড়ির সিংহ দূয়ারের সামনে খাঁচায় এক বাঘ বন্দী ছিলো।
সে যত মানুষ রাস্তা দিয়ে যেত মানে তার খাঁচার সামনে দিয়ে, সে সবাইকেই বলতো ,"প্লিজ আমার খাঁচার দরজাটা খুলে দিন।" সবাই বলতো "হ্যাঁ তোমার দরজাটা খুলে দেই আর তুমি আমাদের ঘাড় মটকাও।"

একদিন এক সাধু সন্যাসী যাচ্ছিলো খাঁচার সামনে দিয়ে।বাঘের অনুনয়ে তার খুব দয়া হলো সে খাঁচার দরজাটা খুলে দিলো। আর সাথে সাথে বাঘ বাইরে এসে বললো, "সন্যাসী তোকে আমি খাবো।"

সন্যাসী তো অবাক! কারো উপকার করলে তার অপকার করা সন্যাসীর ধর্মে নেই।

সে খুব অনুরোধ করলো, কাকুতি মিনতি, মানতে চাইলো না এমন অকৃতজ্ঞতা।

তখন সামনে দিয়ে যাচ্ছিলো এক শেয়াল।

শেয়ালকে তারা জিগাসা করলো কে রাইট। সন্যাসী বলে, শিয়ালভায়া একটা কথা, বাঘ এই খাঁচাটার মাঝে ছিলো আর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম।

সাথে সাথে সন্যাসীকে থামিয়ে দিয়ে শেয়াল বললো, কি কি ?

তুমি ছিলে খাঁচার মাঝে আর বাঘটা রাস্তা দিয়ে যাচ্ছিলো।

সন্যাসী বলে না না আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর বাঘটা ছিলো খাঁচার মাঝে।

শেয়াল বলে ওহ বুঝেছি এইবার বাঘটা রাস্তা দিয়ে যাচ্ছিলো আর তুমি ছিলে খাঁচার মাঝে।

শেয়ালের অজ্ঞতায়, মূর্খামী দেখে বাঘ খেপে উঠলো বললো
ওরে মূর্খ আমি ছিলাম খাঁচার মাঝে আর ইনি রাস্তা দিয়ে .....

শেয়াল বলে ওহ এই বার সব ক্লিয়ার বাঘমামা, :) এই সন্যাসী ছিলো খাঁচার মাঝে আর আপনি ...................

বাঘ হুংকার দিয়ে রেগে উঠে বলে ওরে পাঠা, উল্লুক শেয়ালের বাচ্চা শেয়াল, এই দেখ আমি ছিলাম খাঁচার মাঝে.....। বলে সে প্রাকটিক্যালী দেখাতে খাঁচার মাঝে ঢুকলো ।

আর সাথে সাথে বাইরে থেকে শেয়াল দরজা বন্ধ করে দিলো।

তারপর শেয়াল হাসতে হাসতে বললো।
সাধুবাবা দয়া সবার জন্য নয়। :)


:)

বাঘমামা ভাইয়া আমি খুবি নির্বিবাদী, সাধু সন্যাসী লাইফ লিড করি তাই বলে আমি মোটেও সন্যাসীর মত বোকা নই।


:P



আচ্ছা এইবার তোমার সকল প্রশ্নের জবাব দেই।

আমি নিজে নাচি, পিচ্চি পাচচ্চাদেরকে নাচ শিখাইও মানে নাচাই।:)

কিন্তু দূর্জনেরা বলে আমি নাকি বড়দেরকেও নাচাই। ইহা মোটেও সত্য নহে। :(

দেখোনা সায়েম মুন, জয় রাজ ভাইয়ারা একটু বড় হয়েছে বলে কি আমি তারপরও তাদেরকে নাচ শিখাতে রাজী হলাম।:(

তোমার উনি একটু মুটু তো কি হয়েছে। নাচ শেখা শুরু করলেই শুকিয়ে যাবে।:)

তবে পুনরায় ছেড়ে দিলে বা আমার মত নাচ কমিয়ে দিলে আঙ্গুল ফুলে কলাগাছ হবারও সম্ভাবনা আছে।:(


আর আই এ্যাম রেডী ফর এভরিথিং ভাইয়া।
লেটস ফাইট । :):) :)


:P

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪৫

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: আপুনিতো দেখি নাচেও পারদর্শী। আপুনির নাচ দেখতে মুন চায়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৯

শায়মা বলেছেন: হি হি হি ভাইয়া । :) :) :)

আপাতত আধা আধা ছবিটাই দেখো।:P

৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৮

সান্তনু অাহেমদ বলেছেন: চমৎকার নৃত্যচর্চামূলক পোস্ট!!

সাধৃবাদ আপনার বহুমূখী প্রতিভার ঝলককে।

+++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।


:)

৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৩

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: ভালো লাগলো । প্রিয় তে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৮

শায়মা বলেছেন: :)

:)


থ্যাংক ইউ।

৩৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:০৮

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন:
লিংক টি শেয়ার করার লোভটুকু সাম্লাতে পারলাম না।
আমার খুবই প্রিয় একটি নাচ।
দিল চিজ কেয়া হ্যায়

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৯

শায়মা বলেছেন: তোমার প্রিয় নাচ তো দেখা যায়না ভাইয়া।:(

৩৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪১

ভাঙ্গন বলেছেন: নাচের কিচ্ছু বুঝিনা। তুমি বলছো,পইড়া গ্যাছি। এন্টেনা ধরে নাই।
আগে টিভিতে নৃত্যানুষ্ঠান দেখলে রিমোর্ট ঘুরাইয়া দিতাম। তবে একসময় আমার এক ভাবীর আগ্রহে শামীম আর নীপার লাইভ নৃত্য দেখে বিমুগ্ধ হইছিলাম।
এখন অবশ্য টিভিতে নাদিয়া-লিখনদের নৃত্য দেখতে মন্দ লাগে না। তবে আমার সব'চে ভাল লাগে নৃত্যের পোশাক। অনেক শালীন (কিছু বাদে)!:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: শামীম আরা নিপা আমার দেখা বাংলাদেশের সব নৃত্যশিল্পীদের মাঝে সর্বশ্রেষ্ঠা সুন্দরী।
আর কি যে ভালো নাচ করে !

আমি মুগ্ধ হলাম!!!


আমি মুগধ হলাম!!

৩৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৫

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: আধা আধা ছবিটা দিয়ে ভারি অন্যায় করেছেন আপনি। X((


আপনাকে কি নাচের ষ্ট্যাইলে আমাদের দেখতে মুন চায়না বুঝি?????




জলদি আপনার পুটুক দ্যান কইলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫০

শায়মা বলেছেন: হায় হায় ফটুক দিলে জেইলখানার ফটক দেখতে/দেখাতে হবে মনে হয় । :(


৩৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০২

দুরের পাখি বলেছেন: অরুন্ধতী রয়ের দ্য গড অফ স্মল থিংস এ কথাকলি নৃত্য নিয়ে বেশ কয়েকপাতা ছিলো এইজন্য ঐ অংশটুকু বুঝলাম ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১২

শায়মা বলেছেন: আমার এত স হ জ ভাষায় লেখা মহাকাব্যখানা বুঝিলে না ভাইয়া??:(


৩৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৯

বড় বিলাই বলেছেন: ইশ আপু সেই নাচটার কথা মনে করিয়ে দিলেন। কত যে নাচতাম ঐ সময়। ঐ নাচের প্রিয় অংশ ছিল, ঐ ঝিলের জলে ঢেউ খেলে রে ছলাৎ ছলাৎ ছল, ছলাৎ ছলাৎ ছল রে ছলাৎ ছলাৎ ছল।

পিচ্চিকালে কয়েক বছর শিখেছিলাম, হাত পা ছুড়তামই বেশি তখন। একদম ধৈর্য্য রাখতে পারিনি, তাই বাধ্য হয়েই আম্মা বন্ধ করে দিয়েছিলেন। তবে নাচ ছেড়ে দিলেও বিটিভির নাচের অনুষ্ঠান 'নৃত্যের তালে তালে' দেখে গেছি অনেকদিন।

আপনার নাচ একদিন সামনা-সামনি দেখার ইচ্ছা রইল। :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৫

শায়মা বলেছেন: কালা কালা ম্যাঘে ম্যাঘে আকাশ গেছে ছাইয়া
ব্যাঙা নাচে বেঙি নাচে নতুন পানি পাইয়া রে নতুন পানি পাইয়া
ঐ আকাশ পানে বিজলী জ্বলে চমকে বুকের তল
ছলাৎ ছলাৎ ছলরে ছলাৎ ছলাৎ ছল। :)


:) :) :)



থ্যাংকস থ্যাংকস থ্যাংকস আপুনি।:)

৩৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৫

দুরের পাখি বলেছেন: কথাকলি নাচ নিয়ে যে অংশটুকু আছে ঐটুকু বুঝলাম তো । এমনিতে নাচের ন ও জানিনা , বুঝবো ক্যামনে । একবার এক বন্ধুর খালার বিয়েতে গেছিলাম দোহার । বিয়ের আগের রাতে ওখানকার কয়েকজনে নাচতেছিলো আমারেও ধরে নামায়ে দিলো , আমি কিছুক্ষণ হাত পাঁ ছোড়াছোড়ি করলাম । দেখি যে সবাই নাচ বন্ধ করে হাসতে হাসতে গড়াগড়ি খাইতেছে ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৯

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়াজী তোমার কথা শুনেই বুঝতে পারছি কি নাচ নেচেছিলে তুমি ।

হা হা হা


:P

৪০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০০

রেজোওয়ানা বলেছেন: হুম এই পোস্ট দিয়েছো আমার চোখে পড়লো না কেন :(

দারুন দারুন

আমার সোহার তিন বছর হয়ে গেলেই তোমার কাছে নিয়ে আসবো :)
অবশ্য সে এখন থেকেই ট্রাই করছে!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫২

শায়মা বলেছেন: গুড গুড বুঝা যাচ্ছে তুমি না আনলেও সে নিজেই চলে আসবে।

:)

৪১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:২৭

সজল শর্মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আমি শাস্ত্রীয় সংগীত ও নৃত্য কলার ভক্ত। ওয়াজীদ আলী শাহের কারণে অনেক কিছুই গড়ে উঠেছে। সেমি ক্লাসিক্যাল ঘরানার ঠুমরী উনার দরবারেই প্রতিষ্ঠিত হয়।

খুব ভাল লাগলো পাঠ করে। কৃতার্থ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫০

শায়মা বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ ভাইয়া শাস্ত্রীয় সংগীত ও নৃত্য কলা নিয়ে লেখা আমার পোসটগুলো পড়ার জন্য।

৪২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৯

সুরঞ্জনা বলেছেন: ছুডুকালে ২টা অনুষ্ঠানে নাচছিলাম, " লাল টুকটুকে বৌ যায় গো লাল নটের ক্ষেতে গো লাল নটের ক্ষেতে" আর " পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় আয় আয়"।

আমি একুন নাত থিকবো আপুনি । :(( :(( :((

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪৪

শায়মা বলেছেন: হা হা হা আপুনিমনি............



এসো নাচ শিখি...............


অচীরেই বিটিভিতে তোমাকে শিখাতে আসছি।:P

৪৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০৬

হানিফ রাশেদীন বলেছেন: চমৎকার উপস্থাপনা। ভালো লাগা রইলো আপু।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৫

শায়মা বলেছেন: আহালে ভাইয়াটা!

কম কথা দেখেই বুঝলাম নাচ নিয়ে পোস্টে তোমার বলার কিছু ছিলোনা

নাগো ..............


চেয়ে চেয়ে দেখলে .............:P

৪৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৯

স্পর্শহীন কিছুদিন বলেছেন: নাচ শিখতে মন চায়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৩

শায়মা বলেছেন: শিখো শিখো

তাড়াতাড়ি শুরু করো নাচ শেখা। :)

৪৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৬

হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা... ''ভালো লাগা রইলো''।

কবিতা আবৃত্তি আমার একেবারেই ভালো লাগে না, বরং বিরক্ত লাগে। কেনো এমন হয় বুঝতে পারছিলাম না, একটু অবাকই লাগছিলো। ইন্ডিয়ার একজেনর আবৃত্তি শুনে (কার, নাম মনে করতে পারছি না) ভালো লাগে এবং বুঝতে পারি যে, আমার বিরক্তের কারণ আসলে ওদের 'উপস্থাপনা'। এমন উপস্থাপন যে, মিথ্যা বলে মনে হয়, অভিনয় মনে হয়। অভিনয় তো ভালো লাগতে পারে না। ভালো নাটক, সিনেমা, আব্রত্তি মাত্রই দেখবেন, মনে হবে না যে, এতো রিয়েল নয়, সাহিত্য ক্ষেত্রেও এই একই কথা প্রোযজ্য। তো নাচও আমার তেমন ভালো লাগে না। খুবই কমই ভালো লাগে। যে নৃত্য নৃত্য বলে মনে হয় না, সেটা আমার ভালো লাগে। যেমন Click This Link । এখানে দেখবেন প্রতিটি অঙ্গভঙ্গি খু্বই মিনিংফুল, এটি আমাদের নৃত্য নয়, সুন্দর অনুভূতি দেয়। গানের কথাগুলোও অসাধারণ, আমার এক বন্ধু কয়েকটা ভাষা জানে, সে বলেছিল। কী, এখন মনে নেই। আবার অনেক সময় একেবারেই যেমন তেমন বা এলোমেলো নৃত্য ভালো লাগে, বাউল মঞ্চে যেমন, ওখানে মানুষ আর সাধারণ মানুষ থাকে না, যে গান গাওয়া হয় সেই গানের সাথে এক হয়ে যায়, গানের যে দর্শন, তার প্রধিনিধিত্ব করা বেশ উন্নততর মানুষ। সেই সাথে আমরা দর্শকরাও আর সাধারণ মানুষ থাকি না, (ব্যতিক্রম বাদে) মুনুষ্যত্ব অনূভূতিতে শিহরিত হয়ে উঠি।

এই তো আপু। আর আপনার নৃত্তের এখন কী খবর তা তো বললেন না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৩

শায়মা বলেছেন: নৃত্যের মিনিং জেনেও যেমন ভালো লাগা বয়ে যায় মনে তেমনি বাউল গানের সাথে নাচগুলো দেখেও অবাক লাগে যেন নেচে গেয়ে মনের ভাব প্রকাশ!

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই।


তবে যাই বলো ভাইয়া দেখলে তো আমি কত বড় জ্যোতিষী!!

আগেই বুঝেছিলাম নাচ নিয়ে লেখা পড়ে তোমার কি দশা
তাই তো ঐ গানের কথাগুলো লিখলাম ।


আমার বলার কিছু ................:P


৪৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৮

এম চৌধুরী বলেছেন: /:) নাচ ভাল্লাগে না।


পেলাচ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৪

শায়মা বলেছেন: কি বলো এইটা চৌধুরী ভাই!:(


নাচ ভালো লাগেনা!!! :((

৪৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৯

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: নাচ শিখাকি খুব কঠিন। কঠিন হইলে থাক। বিয়া করার পরতো এম্নিতেই শিখা হয়ে যাবে। :P =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৫

শায়মা বলেছেন: না না বেশী কঠিন নাতো।:)

৪৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৪

রনি আহমদ বলেছেন: :( :( :((

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৬

শায়মা বলেছেন: কান্দো কেনো রনি ভাইয়া???


আর কই ছিলে এতদিন!!!

কতদিন দেখিনি।:(

৪৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৩

শাহেদ খান বলেছেন:
'গুড়ুম' করে একটা শব্দ হল, শুনলেন? হুম, ওটা আমার 'আক্কেল'। এই পোস্ট আর কমেন্টে দারুণ কিছু ভিডিও দেখে তো আমার আক্কেল গুড়ুম !

এই পোস্টে কমেন্ট করার যোগ্যতা আমার নেই! আমার যখন বিয়ে হবে, তারপর যখন একটা মেয়ে হবে, আর সে যখন একটু বড় হবে, তখন আপনার নাচের পাঠশালায় নিয়ে আসবো।

এত আগে বুকিং দিচ্ছি, একটু ডিসকাউন্ট দিবেন তো???

পোস্ট প্রিয়তে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২২

শায়মা বলেছেন: হা হা হা


মনে হচ্ছে তুমি গিটার বাজাও।


তাইলে আক্কেলটা গুড়ুম হবারই কথা।:P

৫০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৩

স্পর্শহীন কিছুদিন বলেছেন: গুরু ছাড়া শিখি কিভাবে ? তোমার (তুমি বলে ফেললাম) স্কুলে ভর্তি হতে হবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৪

শায়মা বলেছেন: গুরু ছাড়া শেখা যাবেনা তো । এখুনি গুরুদক্ষিনা দাও।:)

৫১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৫

ফাহিম আহমদ বলেছেন: আপু সব জল্পনা কল্পনা শেষে নিয়ত কর্ছি আমিও নাচ শিখমু :P

এই জন্য একজন নৃত্য স্যারের সাথে কথা হইছে , তয় চিন্তা কর্ছি নাচ শিখতে গিয়ে যদি পা টা বেঙ্গে ফেলি :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৭

শায়মা বলেছেন: গুড! গুড! গুড!

শুনো পা ভেঙে গেলে আবার প্লাস্টার করে ঠিক করানো যাবে তাই বলে কি ইচ্ছা থামবে??? :P

জানোই তো মরণে ডরেনা বীর।:)

৫২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৬

ইমন কুমার দে বলেছেন: কত্থক কার কাছে শিখেছেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০০

শায়মা বলেছেন: কথকের প্রথম গুরু শুক্লা সরকার দিদিমনি। :)

৫৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৮

বাঘ মামা বলেছেন: তোমার গল্পটা পড়লাম, এখন বুঝার যেটা বাকি আছে কে কাকে আটকালো?


সে যাই হোক তোমার সাথে একটা অশান্তি চুক্তি হোক, সবাই তোমার লেখার প্রশংসা করে, এমন মানুষ খুঁঝে পাইনা এই পর্যন্ত তোমার কোন লেখার বিরুধীতা বা সমালোচনা করেছে,তুমি কি সব সময় ঠিক লেখ? একটা মস্ত বড় লেখকের পক্ষেও সম্ভব না,তাহলে ধরা যাক তুমিও মাঝে মাঝে সমালোচান করার মতও পোস্ট দাও, এবং আমি ভেবে দেখলাম ৬৫ হাজার ব্লগার এর মধ্যে আমিই হবো তোমার এক মাত্র সমালোচক,

আমি তোমার লেখার সমালোচনা করবো তুমি যুক্তি দিয়ে খন্ডাবে, তুমি কি এমন একটা বিষয়ের মুখোমুখি হতে চাও?
তাহলে আমি শুরু করবো যদি তুমি নিজেকে আমার সমালোচনা সহ্য করার জন্য তৈরী মনে করো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৭

শায়মা বলেছেন: হা হা হা হা হা বাঘমামা

ওকে শুরু করে দাও। নো প্রবলেমো।

আর আমার লেখা নিয়ে বিরোধিতা করার কিচ্ছু দেখিনা। আমি এমন কোনো টপিকে জীবনেও লিখিনা বা আসলে লিখতেই জানিনা যা বিতর্কিত হতে পারে।

আমি আপনার মাঝে আপনি হারা আপন সৌরভে সারা
যেন আপনার মন , আপনার প্রাণ আপনারে সঁপিয়াছি .........
সুখে আছি ......সুখে আছি .......:)

আমি মাঝে মাঝে কেনো ইহজীবনেও সমালোচনা হবার মত কোনো পোস্ট দেইনা। তবে আমার বানান, লেখার স্টাইল বা লেখায় ভুলভাল ধরতে পারো অবশ্য তা ধরেও কোনো লাভ নেই। ঠিক টা জানলে কি আর ভুলটা করতাম। :(


তবে দেখি বাঘমামা পন্ডিৎ কি বলতে চায়।:)

বলে ফেলো বলে ফেলো পন্ডিৎ মামা।

তবে সাবধান খেপিয়ে দিওনা।

আমি খেপতে চাইনা।:(

৫৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৮

বাঘ মামা বলেছেন: নাহ এটা নিয়ে সমালোচনা করবোনা বা করার মত কিছু নেই, মানব জীবনের সার্থে পোস্ট গুলো এড়িয়ে যাবো, বিগত ও সামনের পোস্ট নিয়ে লিখবো এবং তোমার মন্তব্যের জবাব নিয়েও সমালোচনা করতে পারি:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৩

শায়মা বলেছেন: এটা নিয়ে করবানা কারণ বাঘ মামারা নাচতে জানেনা। :P


বিগত ও সামনের দিনের পোস্ট গুলো নিয়েই না হয় করো আর মন্তব্যের জবাব? হা হা ওকে ওকে বাঘমামার মনোবাসনা সফল হৌক। :)

৫৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৩

জুন বলেছেন: শুনেছিলাম নাচ শিখতে হয় নাকি বাচ্চা বয়সে :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: হা হা হা

ঠিকই শুনেছিলে আপু।:)

৫৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৩

ইমন কুমার দে বলেছেন: শুক্লা সরকার তো ভরত নাট্যমের। ভরত নাট্যমের গুরু তিনি। কত্থক কিভাবে শেখান?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৩

শায়মা বলেছেন: শুক্লা সরকার ভরতনাট্যমের গুরু একথা সর্বজনবিদিত তবে তিনি আমার কত্থকের প্রথম গুরু ও ।পিচ্চিকালে আমার কত্থকের হাতে খড়ি উনার কাছেই ইমন ভাইয়া।

এমন কি আমি যখন প্রথম স্টেজ পারর্ফম করি আমার জীবনে
মমচিত্তে নিতি নৃত্যে রাবীন্দ্রিক গানটির সাথের নাচটি কত্থক স্টাইলেই শিখিয়েছিলেন উনি।

তিনি মাস্টার অফ ভরতনাট্যম তবে উনি আমাদের পিচ্চিকালে বাচ্চাদের যেসব নাচ শিখাতেন তাতে সব ধরণের নাচেরই মিক্সার ছিলো।

আমি বলেছি আমার কথকের প্রথম গুরু শুক্লা সরকার দিদিমনি।

এর পরের কত গুরুর পদধুলী মাথায় নিলাম। সেকথা বলিনি ভাইয়া। সেকথা লিখতে গেলে আরেক পোস্ট ইতিহাস লিখতে হবে। :P

তবে বুঝতে পারছি তুমি শুধু নৃত্য বিশারদই নও অবশ্যই একজন নৃত্যশিল্পী।

:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৪

শায়মা বলেছেন: তবে আমার কিশোরীবেলা থেকে তরুনীবেলা পর্যন্ত যার সান্নিধ্যে বড় হয়ে ওঠা, সুন্দরের মহারাণী, ব্যাক্তিত্বের শিক্ষিকা ও সর্বপরি আমার প্রিয় শখটির গুরু মুনমুন আহমেদকে নিয়েই আস্ত একটা পোস্ট দেবো ভাবছি।:)

৫৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৭

ইমন কুমার দে বলেছেন: হুমম.....। অতি শীঘ্রই পোস্টটি পাবো আশা করছি। আমাদের দেশে এখন কেউ শিল্পী হতে চায় না। সবাই স্টার হতে চায়। খুবই খারাপ লাগে যখন দেখি কতগুলো অশিক্ষিত শিল্পী গলায় ওড়না ঝুলিয়ে কোমর দুলিয়ে হিন্দি সিনেমার নাচ নকল করতে যেয়ে অদ্ভুত বিশ্রী একটা জিনিস তৈরি করে। মিডিয়া ওয়ালারা ও ঐগুলাতেই খুশি। শুদ্ধ শাস্ত্রীয় জিনিসের কদর এই দেশে নাই। আমাদের সাজু আহমেদ, মুনমুন আহমেদ, শুক্লা সরকার, বেলায়েত স্যার দের খবর নেয় না মিডিয়াওলারা। সোহেল, সোহাগের মতো অর্ধ শিক্ষিত কোমর নাচানো নাচিয়ে আর রিয়া, নাদিয়ার মতো সুন্দরীদের পিছেই মিডিয়াওলারা ছুটছে । আমরা আমাদের শুদ্ধ পরিশালিত আমাদের মুল জিনিসটাকে হারাতে বসেছি।
আপনি লিখেন । অবশ্যই শুদ্ধ নাচ নিয়ে । নাচের প্রসারের জন্য। শুদ্ধ , পরিশালিত সংস্কৃতির জন্য। সাপোর্ট পাবেন অবশ্যই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০৮

শায়মা বলেছেন: ভাইয়া আমিও মূলত নৃত্যশিল্পী বলতে যা বুঝায় তাহা নহি। যেমন টিভিতে নাচতেই হবে, মিডিয়াতে পরিচিতি পেতেই হবে এমন তো কিছুতেই নয়।আমি নাচ শিখেছি মনের আনন্দে। খুব ছোট থাকতে মায়ের শখে তবে বড় হবার পর অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে। তারপরও অনেক আত্নকথন আছে যা আমি এখানে শেয়ার করতে চাইছি না।

তবে যাই বলো শাস্ত্রীয় সঙ্গীত বা নাচ দুটোর মত ভালো লাগা আর কিছুতেই নেই। কিছুদিন আগে এক অনুষ্ঠানে পিচ্চি ৫/৬ বছরের একটা মেয়েকে বললাম একটা গান শুনাও তো বাবু। সে সাথে সাথে শুরু করলো শিলা কি জওয়ানী। আমার তো আর একটু হলেই ভিমরী খাবার দশা। আমি বললাম বাংলা গান জানো ? বা বাংলা নাচ? সে বলে না না আমার শিলা কি জওয়ানী ই বেশি বেশি ভালো লাগে। :(

যাইহোক সত্যি নাচের কদর কেনো যেন কেউ আমাদের দেশে দিতেই চায়না। এ এক অবহেলি্ত শিল্প! যাই হৌক যত অবহেলিতই হোক না কেনো এটা আমার ভালোবাসা।আমাদের মত গুটি কয় মানুষের ভালো বাসায় বেঁচে থাকুক চিরদিন। :)

৫৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০০

শ।মসীর বলেছেন: অনেক জ্ঞান বৃদ্ধী মুলক আলোচনা আছে নাচ নিয়ে। কিন্তু আধুনিক ডিজে নাচাগানা নিয়া কিছু না পাইয়া হতাশ.......। নাচতে পারিনা, তাই ঐসব জায়গায় যাইতেও পারিনা :(:(

আধুনিক হইতে পারলামনা ..........।

রুমঝুম কয়েকপর্ব আমিও দেখছি :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১৩

শায়মা বলেছেন: আধুনিককে আধুনিকের জায়গায় রেখে চলো আমরা শুদ্ধস্বর আর শুদ্ধ নৃত্যকলাকেই ভালোবাসি। আমাদের ছেলেমেয়েদেরকেও উৎসাহিত করি নাচের নামে লম্ফ ঝম্ফ থামিয়ে মূল সংস্কৃতিকে ভালোবাসতে।

ভাইয়া রুমঝুম দেখে কি তুমিও পাঁকা রাঁধুনী হয়েছিলে? :P

৫৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৫

মিথিলা সায়মা বলেছেন: নাচের পোষ্ট টা দেখে অনেক ভালো লাগছে....ছোটবেলায় নাচ শিখেছিলাম কিন্তু অনেক দিন প্রাকটিস নেই....ভালো লিখেছেন আপুনি " + + + "

০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি মনি।:)

অনেক অনেক থ্যাংকস!!! :) :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০৬

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=C2RWlEdSVCg

তোমার জন্য আমার প্রিয় শিল্পী শামীম আরা নিপা। :)

৬০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১২

মিথিলা সায়মা বলেছেন: আপুনি তুমিতো সত্যিই সাংঘাতিক ভালো :) :) :) :) :) :) :) :) :) :)
থেংকু থেংকু ...গিফ্ট পেয়ে আমি অনেক খুশি হলাম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৩

শায়মা বলেছেন: ওয়েলকাম মিথিলামনি!:)

৬১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪০

মাহী ফ্লোরা বলেছেন: আমারও একটা গিফট চাই কিন্তু আপু :!>

০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: ওকে দিচ্ছি। দাঁড়াও তোমার জন্য মনের মত একটা গিফট খুঁজে আনছি।:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫০

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=oZiEPHj3Yd8



এই যে একটা গিফট

ওড়িষী নৃত্য।:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৭

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=OmDWBPV1Ge0


আরো একটা আমার প্রিয় নাচ ওড়িষী স্টাইলে রবীন্দ্র সঙ্গীতে। :)

৬২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫১

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: আমার বিয়া হইলে আপনেরে দাওয়াত করুম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: :):):):):):):):):):):):):):):)

থ্যাংক ইউ

৬৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৬

পটল বলেছেন: ভালো লেখা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫০

শায়মা বলেছেন: পটলভাই কেমন আছেন?:)

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ!

৬৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫১

পটল বলেছেন: পটলর তুলেছি ২ মাস ২ সপ্তাহ। এরপর অবশেষে পদোন্নতি হয়েছে। আমি এখন জেনারেল পেস্টে আছি। ভবিষ্যতে যেন আরো বড় পোস্টে উন্নীত হতে পারি- দোয়া চাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: অনেক অনেক দোয়া করি পটলভাই।

অনেক বড় হৌন।:)

৬৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪২

বাবুনি সুপ্তি বলেছেন: আপু তুমি অনেক ভাগ্যবতী তাই নাচ শিখেছেন। আমি নাচ-এর "ন" টাও জানিনা :(

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১২

শায়মা বলেছেন: আহালে আপুনিমনিটা!


শিক্ষার কোনো বয়স নেই। এখনও শুরু হতে পারে। তবে নাচ একটু ছোট থাকতে শিখলেই ভালো শেখা যায়।:)

৬৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৬

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: দাওয়াতকি এম্নি এম্নি ;) নাচ দেখাইতে হইব কিন্তু।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১২

শায়মা বলেছেন: :P

৬৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৭

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: আমি খুব দুৰখিত লিঙকটি দেখা যাচ্ছেনা বলে। আসলে আমি মনে হচ্ছে লিঙক এড করতে পারছি না। আরেকটু শিখে নেই তারপর...।
এটা উমরাও জান এ আশা ভোসলের গাওয়া সেই বিৰখাত গানের সাথে রেখার বিখ্যাত নাচ ‍ "দিল চিজ কেয়া হ্যায় আপ মেরে জান লিজিয়ে "। ইউ টিউব থেকে দেখে নিও।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৪

শায়মা বলেছেন: ওকে ভাইয়া আমি দেখে নেবো ভিডিওটা। অনেক অনেক ধন্যবাদ তোমাকে নাচটার জন্য।:)

৬৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২২

এম এস জুলহাস বলেছেন:
ফার্স্ট ইয়ারে পড়ার সময় কার্টুনিস্ট (আমি যাকে মামুনিস্ট ডাকি) মামুন আর ডায়নার নাচ দেখে ইচ্ছে হলো ওটা কিছুটা শেখা দরকার, ভালোইতো লাগে। তো লেগে গেলাম মহাযুদ্ধে।
ক'দিন পর মামুনিস্টের মন্তব্য- "তুই যেভাবে হাত-পা ছুঁড়িস তাতে তোকে দিয়ে নাচ হবেনা, এরচে' কুংফু-কারাতে জাতীয় কিছু করলে ভালো করবি। ছবি আঁকতে আয়েছিস ছবিই আঁক, এটা দিয়েই বাবা-মা'র মুখ উজ্জ্বল কর"।
বললাম- ছাইড়া দে' মা, কাইন্দা বাঁচি।

ও পথ আর মাড়াইনাই। তাই কিছু বুঝিওনা, বুঝতে চেষ্টাও করিনা কখনোও। তবে দেখতে ভালোই লাগে।

আহা ! না জানি কতো ভালো লাগতো শায়মা আপ্পি'র নাচ দেখতে. . .

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৯

শায়মা বলেছেন: হা হা হা


ভাইয়া তোমার কুংফু ক্যারাটে নাচ কিন্তু দেখতে পাচ্ছি দিব্য দৃষ্টিতে।:P

৬৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৭

বিবর্তনের সাক্ষী বলেছেন: আজকাল নাচ মানে তো সিনামার নাইকাদের ফালাফালি। তাই কালো মেঘের আড়ালে সূর্য প্রায় ঢাকা পড়েছে। আগে ছোটবেলায় স্কুলের অনুষ্ঠানে, বিশেষ বিশেষ বাৎসরিক দিনগুলিতে নাচ খুব উল্লেখযোগ্যভাবে দেখা যেত। এখন DJ/RJ এর যুগে অরিজিনাল নাচ বলতে গেলে বিরল। আপনার পোষ্ট পড়ে আশা করি নাচ শিখতে আগ্রহী সবাই অরিজিনাল নাচ শিখুক এবং বিকৃত নাচ থেকে দূরে থাকুক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৫

শায়মা বলেছেন: ঠিক তাই

আসল নাচ আর কেউ মনে হয় চিনতেই শিখছেনা মানে আমাদের ছোট বাবুগুলি আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত হয়ে উঠছেনা।। সবাইতো এখন হিন্দি সিনেমার নাচ আর পাশ্চত্যের নাচগুলোতেই বেশী আকৃষ্ট হয়। :(


আর এজন্য অভিভাবকদেরকেই মূলত দায়ী করা যায়। :(

৭০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১২

পলাশমিঞা বলেছেন: তারপর কি যেন হয়েছিল, সব বদলে গেল, জীবনে এল সুখের জোয়ার।


একটা কবিতা পড়তে চাই।


(আবার আস্তনায় ফিরতে চাই, কি কন ফিরতে পারব তো?)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৯

শায়মা বলেছেন: হা হা

পারিবেন পারিবেন অবশ্যই পারিবেন কবিভাই।


সব পাখি ঘরে ফেরে ............কবিরা ফেরে কবিতায়।:P

৭১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৫

পলাশমিঞা বলেছেন: জী কবি সত‍্য কহিয়াছেন :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৮

শায়মা বলেছেন: হি হি হি

আমি একটু একটু মিথ্যা বলি আর সবই সত্যি বলি কবিভাই।:)

৭২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৬

জারনো বলেছেন: একই অঙ্গে কত রূপ? লিখেন নাচেন ও! ভালো নাচুন নিজের জন্য আর আমাদের সংস্কৃতির জন্য। ধন্যবাদ কথা রাখার জন্য

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০০

শায়মা বলেছেন: :P



হি হি তোমার কমেন্ট পড়ে হাসছি আপুনি।

৭৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫১

অরুদ্ধ সকাল বলেছেন:
ভ-গ-ব-তী

নৃত্যে-গীতে-কাব্যে-সাহিত্যে

সর্বপারঙ্গম

<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৩

শায়মা বলেছেন: :P

কেমন আছেন কবিভাইয়া?

৭৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৩

ডেইফ বলেছেন:
আপুদের পোস্ট। B-)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০২

শায়মা বলেছেন: কেনো ভাইয়ারা বুঝি নাচেনা?

আর না নাচলেও বুঝি নাচ দর্শন করেনা?:P

৭৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৪

শিরীষ বলেছেন:
'রুমঝুম' -এ একটা নাচ শিখিয়েছিলেন উনি
"আইলো দেয়া ইশানে
সকালে কি বিকালে
মাঠে-ঘাটে নামল পানির ঢলরে
নামল পানির ঢল
ঐ ঝিলের জলে ঢেউ খেলে যায়
ছলাৎ ছলাৎ ছল,
ছলাৎ ছলাৎ ছল রে
ছলাৎ ছলাৎ ছল"----এরকম একটা গানে। খুব ভাল লাগত ওনার অনুষ্ঠান সঞ্চালন এবং বাচ্চাদের শেখানোর টেকনিক। দারুণ পোস্ট। গুণমুগ্ধ !!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১৯

শায়মা বলেছেন: আসলেই বাচ্চাদের নাচের টিচার হিসাবে তিনিই সর্বশ্রেষ্ঠা!:)

৭৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪৮

জারনো বলেছেন:
লেখক বলেছেন:
হি হি তোমার কমেন্ট পড়ে হাসছি আপুনি।

আচ্ছা আমার নিক ও প্রপি দেখে কী আমাকে কি আপুনি মনে হয়?

আমি খুশি তোমাকে হাসাতে পেরেছি বলে। পৃথিবীতে মানুষ হাসানো সবচেয়ে কঠিন কাজ!


০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৩

শায়মা বলেছেন: ওহ স্যরি!


আমি নিক দেখে কেনো যে আপুনি ভেবেছিলাম জানিনা । :(

যাইহোক প্রপিক দেখে বুঝিনি কারণ সেখানে কিসের প্রপিক আমি আসলে বুঝতেই পারিনি।:(

যাইহোক......

আমার লেখাগুলো পড়ো তাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৭৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০৮

চাচামিঞা বলেছেন: আমি আবার ডিস্কু ডেন্সার টাইপের মানুষ.....বুড়া হইলেও মনে রং আছে....অপস্রার নাচ দেখনের লেইগা ভিডউডা ক্লিক করসিলাম......কিন্তু এইডা আমারগোর ব্লগার অপ্সরা না:(.......
লাইলা হাসানকে ছোটোকালে দেখতাম বিটিভিতে নাচ শিখাতো.....তবে পাশাপাশি মিঠুমন্টিকে নিয়ে ফেরদোসি হাসার এসো গান শিখি যেই প্রোগ্রামটা করতেন বেশি ভালো লাগতো।
আসলে নাচের ব্লগে নাচ নিয়ে কমেন্ট করলেই ভালো.....কিন্তু যেহেতু নৃত্বের নও বুঝি না.....কমেন্টে সুবিধা করতে পারলাম না......তবে মাস্টারমশাইরা যেমন খাতার পাতা গুনে নাম্বার দেয়.....আমিও আপনার লিখার লেন্থ দেখে লাইক দিয়ে গেলাম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৮

শায়মা বলেছেন: হা হা হা থ্যাংক ইউ চাচামিয়া ভাইয়া।

লাইক দেবার জন্য আর পোস্টটা পড়ার জন্য।:)

৭৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৮

নাআমি বলেছেন: একজন টিচার তার ছাত্র/ছাত্রীর কাছ থেকে এরকম সম্মান পেলে নিশচ্য়ই খুব খুশী হয়ে যাবেন যেটা আপনি করলেন.............

লায়লা হাসানের নাচ ছাড়াও ব্যাক্তিগত ভাবে আমি উনাকে খুব পছন্দ করি...।

আর আপনার আর একটা পরিচয় জেনে স্বাভাবিক ভাবেই খুব ভাল লাগলো.....কিন্তু নাচ দেখতে খুব ইচ্ছা হচ্ছে....কি করি??

০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৯

শায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এমন একটা মন্তব্যের জন্য।:)

৭৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৯

চতুষ্কোণ বলেছেন: ছোটদের নাচের অনুষ্ঠান চোখে পড়লে আমি কখনই মিস করি না। এত ভাল লাগে। বিশেষ করে পাহাড়িয়া গানগুলোর সাথে নাচ চমৎকার লাগে। লায়লা হাসানের অনুষ্ঠান সেসময় দেখতাম প্রায়ই। আমার মা ও নাচ খুব পছন্দ করে। দেখতে বসলে আর নড়েই না!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫২

শায়মা বলেছেন: আমি জানতাম নেই নেই করেও নাচের কম সমঝদার নেই আমাদের আশে পাশে।

৮০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২০

লিলি বিন্‌তে সো্লায়মান বলেছেন:

সুন্দর নাচ আমার অনেক ভালো লাগে, যদিও নাচের ব্যাকরণ বুঝি না...........

তবে বাসায় সারাক্ষণ-ই নাচি :P

অনেক ভাল লাগ্লো....সময় করে ডাউনলোড করবো.........
এক ঝুড়ি ধন্যবাদ দিচ্ছি.... :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৫

শায়মা বলেছেন: গুড গুড!!

বাসায় নাচতে নাচতেও নাচ শেখা যায়।:)

৮১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০২

বুমবুম বলেছেন: পোস্ট পড়ি নাই :|
আপু আল্লাহর রহমতে ভালো আছে।ডক্টর একটা টেস্ট করাতে ইন্ডিয়া যেতে বলছে।যাওয়ার ট্রাই করতেছি:|দোয়া কইরো :|

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৬

শায়মা বলেছেন: অনেক অনেক দোয়া করি ভাইয়া। আপু তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক!

৮২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৬

সকাল রয় বলেছেন:

আহা !!

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৭

শায়মা বলেছেন: হি হি :) :)

৮৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৩৭

েরজা , বলেছেন: সবসমই আমি তোমার লেখার মুগ্ধ পাঠক ।

*******
উপমহাদেশের প্রখ্যাত সারদ বাদক ওস্তাদ শাহাদাত হোসেন খানের সারদ শুনলাম গতকাল রাতে ।

সুরের মুর্ছনা , মায়াজাল ,মাদকতা , রক্তে সুরের নাচন নুতন করে উপলব্ধি করলাম ।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আলদীন মুক্তমন্চে গতকাল ওস্তাদ শাহাদাত হোসেন খান সারদ বাজিয়েছেন , তার দুই কন্যাসহ দলে ছিল সব মিলিয়ে ৭ জন যন্ত্রী।

দেখি আগামি কাল একটা লেখা দিব ( তোমার লেখায় অনুপ্রানিত হয়ে , হেহেহহে )

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৪

শায়মা বলেছেন: হা হা

যাক তাইলে একজনকে অন্তত ক্লাসিক্যাল মিউজিকের মুগ্ধ শ্রোতা বানাতে পারলাম।:P

৮৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৮

েরজা , বলেছেন: সরি , বলতে ভুলে গেছি আমি তোমার বহুবিধ প্রতিভায় একাবারে বিমুগ্ধ ।
এক অঙ্গে এত কিছু।

আমি কিন্তু তোমার বিরাট ফ্যান ।

আমি কী এবার তোমার নাচের পিছনে লাগব ?
নাচানাচি আমি ভাল পাই না ।( মানে যা কিছু টিভি চ্যানেলে দেখায় )

আমি বাংলাদেশের সেই সব স্বপ্ল সংখ্যক মানুযের এক জন যে কিনা টিভিতে মিউজিক চ্যানেল দেখে না ।

তুমি কিন্তু এই সব লিখে লিখে আমার মাথাটা খাইতেছ । ( আম্মকে বলে দিব নাকি ?)

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রতিভায় মুগ্ধ হবার জন্য।:)


আর খালাম্মাকে বলোনা রেজা ভাইয়া। এমনিতেই নিশ্চয় এতদিনে যন্ত্র সঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীত শুনিয়ে উনার কান ঝালাপালা করেছো।

আমাকে পেলে নিশ্চয় আমার কানটাই এবার ছিঁড়ে দেবেন।:(

৮৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১৪

রিমঝিম বর্ষা বলেছেন: আর আমার নাচের স্কুলের ভবিষ্যৎ শিক্ষার্থী সোহামনি আর সারাহ মনিকে এখন থেকেই খালামনির নাচ পোস্ট দেখে নাচের প্রতি উৎসাহিত করবার জন্য পোস্টটি তাদেরকে গিফট দেওয়া হলো।

হাহাহাহাহা। দুইটারে একসাথেই দেয়ার ব্যবস্থা করতে হবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: হা হা একই সাথে পাঠাতে হবে। :)

৮৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৯

নস্টালজিক বলেছেন: বুগি ড্যান্স পারো?

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: না বুগি জুগি নাচিনা। :(

তুমি শিখালে অবশ্য আমরা কেউ কেউ শিখতে পারি। :)



:P

:P

:P

৮৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: নিজের সাথে খুব বড় একটা মিল পাইলাম। আমিও আপনার মত নাচের পাগল। কি পরিমাণ যে ফ্যাসিনেশন আছে আমার এই জিনিসটার প্রতি, বলে বোঝানো যাবে না। পার্থক্য এই যে আপনি শিখতে পেরেছেন ধরে রাখতে পেরেছেন, আমি পারিনি। ইউ আর আ লাকি গার্ল। গুণী। :) আমার হয়নি... কিংবা বলা যায় আমি পারিনি...

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:০২

শায়মা বলেছেন: আমার সোনামনি ব্লগীয় আপুনিমনি।:)

আমার সাথে তোমার যে অনেক অনেক মিল আবার অনেক অনেক অমিলও সে কি আর আজকের জানা কথা?


প্রথম মিল
তোমার আর আমার পূর্বজনমের ছবি।মানে আমরা প্রায় একই রকম দেখতে।:)

দ্বিতীয় মিল

তুমি আর আমি সঙ্গীত প্রেমী। আমি অবশ্য রবীন্দ্রনাথ প্রেমী বেশী বেশী। আমার ধারনা তুমিও।:)

তৃতীয় মিল
এই যে নাচ পাগলামীটা। ( এছাড়া আরও যে কত কত মিল আছে আল্লাহ জানে! আমি এখনও জানিনা।:))


অমিল

আমি একটু বেশী পরিশ্রমী। অনেক কিছু হাবিজাবি লিখে যাই।:) তুমি আলসে আর মোটেও হাবিজাবি না। তুমি ভেবেচিন্তে লেখো বছরে চাঁদে দু একটা।:)

তুমি স্ট্রেইট ফরওয়ার্ড একটু বেশী বেশী। আমি আবার অতি চালাকের গলায় দড়ি টাইপ ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে কথা বলা।:(

তুমি পড়ালেখায় বেশী বেশী ভালো ( অন্তত অংকে এমনই ধারনা আমার) কারণ তুমি সম্ভবত ইন্জিনীয়ার।:) আমি আবার অংকে লাড্ডু গুড্ডু। :(

যাইহোক এইসব লিখতে গিয়ে আমার একটা গান মনে পড়লো।

তুমি তুমি বড় ভাগ্যবতী।

না না তুমিই ই তুমি বড় ভাগ্যবতী......

না না তুমি ই ........

না না ...........

না না ............


:P

৮৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩২

সায়েম মুন বলেছেন: আমিও নাচা গানা পছন্দ করি। একাডেমিক্যালী শিখা হয়নি। তুমি শিখেছো। কি সৌভাগ্য তোমার। /:)

বরং গান শোনার কারণে একবার মাইরপিটও করা হয়েছিল। :((

কেমন আছো আপি? বেশ কয়েকদিন থেকে ব্লগে কম দেখতেছি /:)

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫১

শায়মা বলেছেন: আহারে মাইরও খায়ছিলা!!! :(


শুনো মাইর খাও আর যাই খাও মনে রাখিবা একখানা কথা। মরণে ডরেনা বীর।:)


:P

:P
:P


হ্যাঁ আবার একটু বিজি আছি ভাইয়া। মানে ঐ নাচা গানা নিয়েই।
এমাসেই তো বসন্ত উৎসব। :)

আবার একুশে ফেব্রুয়ারীর অনুষ্ঠান আছে। নিজে শেখা ও পিচ্চিদেরকে শেখানো নিয়েই বিজি আছি একটু। এই যে এখুনি আবার ছুটবো রিহার্সেল এ। :(


৮৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৬

নস্টালজিক বলেছেন: নায়ক রুবেল এর কোনো সিনেমা দেখসো?

১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০০

শায়মা বলেছেন: আরে!

তোমার হইসে কি ?


আজকাল রুবেলের মত মারামারি করতে চাও নাকি !!!


আকাশ থেকে পড়লাম! হাড্ডি গুড্ডি ভাঙ্গার চান্স দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি।


:P

৯০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৩৬

রাজসোহান বলেছেন: আব্বে নাচের লিগা আবার কিসু লাগে নি? এই দেখো আমি নাচি।

দম দুম দুমুন

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:৫৭

শায়মা বলেছেন: বাহ বাহ!!

খুব ভালো নাচতে পারোতো তুমি সোহানবেবি।:)

৯১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:১০

লেডি বার্ড বলেছেন: হায় হায় করছেন কি ! আমাতো নাচতে ইচ্ছা করছে। আমি হইলাম এমন মানুষ যার একটু খানি মিউজিকের তাল শুনলেই পা নড়া শুরু করে। আর আপনি এখানে তাল লয় বাদ্যবাজনা সব বাজানো শুরু করলেন। এখন কি হবে...... :-* :D


চমৎকার পোষ্টের জন্য লাইক দিলাম। B-)

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৩৩

শায়মা বলেছেন: গুড গুড!! ভেরীগুড! নাচের একজন যোগ্য সমঝদার পেলাম।

কিন্তু তুমি কই হাওয়া হয়ে থাকো লেডিবার্ডপোকা? তোমার দেখা পাওয়াই যায়না আজকাল। :(

৯২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪৯

লেডি বার্ড বলেছেন: আর কইয়েন্না আপু একটু কেরিক্যাচালে ছিলাম। এখন আবার নিয়মিত দেখবেন।

ও একটা কথা কিইত ভুলে গেছিলাম।

"আইলো দেয়া ইশানে
সকালে কি বিকালে
মাঠে-ঘাটে নামল পানির ঢলরে
নামল পানির ঢল
ঐ ঝিলের জলে ঢেউ খেলে যায়
ছলাৎ ছলাৎ ছল,

এই গানটার সাথে নেচে স্কুল জীবনে ১ম পুরস্কার পাইছিলাম। :!> :) B-)

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৫৩

শায়মা বলেছেন: সত্যি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

শুনে খুবই খুশী হলাম আর মজাও পেলাম ।

পিচ্চি লেডিবারডের নাচ দেখতে পাচ্ছি। :)


কিন্তু ঈশানে না নিশালে? :(

আমি তো জানি নিশালে মানে আকাশে।

৯৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪৩

লেডি বার্ড বলেছেন: হেই ছোট্টকালের কথা কি ছিল মনে নাইত আপু। /:) হইতারে আপনেরটাই ঠিক। মাস্টরনী বলে কথা। :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৩৮

শায়মা বলেছেন: হি হি ।

আমিও জানি আমারটাই ঠিক।

আরো ভুল আছে কিন্তু।

ঐ ঝিলের জলে ঢেউ খেলে যায়
ছলাৎ ছলাৎ ছল,

হবে না

ঐ ঝিলে বিলে ঢেউ খেলেরে ছলাৎ ছলাৎ ছল ........ এটা হবে।:P

৯৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪৫

মহাবিশ্ব বলেছেন:
শায়মা, খুব ভালো লাগলো তোমার নৃত্য আলেখ্য।
নাচ এমন একটা বিচিত্র এবং বিস্তৃত বর্ণালীযুক্ত আবেগের প্রকাশ যার উন্মেষ বোধহয় মানুষের বুদ্ধির বিকাশের সাথে সাথেই শুরু হয়েছিল। সেই প্রস্তর যুগে শিকারের চারিপাশে ঘিরে পাথরের অস্ত্র নিয়ে নাচ থেকেই হয়তো এর পরিস্ফুটন।
আর এখন তো এর ব্যাপ্তি আর রঙের প্রকাশ ছড়িয়ে গেছে কতভাবেই যে তার শেষ নেই!

রোবটরাও থেমে নেই, ওরাও শুরু করেছে তাদের নাচ!



বিঃদ্রঃ তোমার নাচের স্কুলের লিফলেট বিলি করার জন্য লোক টোক দরকার হবে তো, না কি? :D

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪৫

শায়মা বলেছেন: হা হা হা


ঠিক তাই। আদিকাল থেকেই যেমন আদিবাসী সম্প্রদায়ের মাঝেও নৃত্য ছিলো তেমনি অনাদিকাল থেকেও স্বর্গের অপ্সরীদের মাঝে নৃত্যের কথা জানা যায়।

আমার ধারণা প্রানের সূচনা মাত্রই নৃত্যের সূচনা হয়েছিলো।

৯৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪৮

মহাবিশ্ব বলেছেন:
যাঃ লিঙ্কটা কেন এমবেড হলো না জানি না! :(

হাইপারলিঙ্ক দিলামঃ

রোবটের নাচ


১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪৭

শায়মা বলেছেন: হা হা হা

গুড গুড নিস্প্রানের মাঝেও প্রাণের ছোঁয়া । :)

৯৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১০

রাজসোহান বলেছেন: হু, নাচের লিগা আমার্কিন্তু বুকার পুরস্কার আছে :-0

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪৮

শায়মা বলেছেন: বাপরে !!

তাই নাকি!!


ছবি তুলে দেখাও দেখি।

নাইলে কিন্তু বিশ্বাস করবোনা। :P

৯৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪৪

মিরাজ is বলেছেন: নাচতে পারিনা তবে দেখতে পারি :!>

অনেক কিছু জানেন এবং পারেন । ভাল লাগল জেনে ।


তথ্যগুলো বাংলা উইকিকে সমৃদ্ধ করতে পারে, আপু এইটা চিন্তা করে দেখতে পারেন ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫১

শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।


বাংলা উইকিকে কিভাবে সমৃদ্ধ করবো? বুঝলাম না মিরাজভাই।

৯৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১৬

মিরাজ is বলেছেন: আপু, http://bn.wikipedia.org/wiki/Main_Page এখানে অনেক তথ্যের অভাব আছে । আপ্নিও ইচ্ছা করলে সেটা সমৃদ্ধ করতে পারেন । আপনার নাচের উপর এই তথ্য বহুল লেখাটা পড়ে বুঝতে পারলাম আপনি নাচ সমন্ধে অনেক কিছু জানেন যা ঐখানে শেয়ার করতে পারেন ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২৮

শায়মা বলেছেন: :P


আচ্ছা। ট্রাই করবো।


কিন্তু কেউ আবার এসে মাইর দেবেনাতো? :(

৯৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৯

রেড এন্ড ব্লু বলেছেন: আমি এগুলো ভাল বুঝিনা :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৪

শায়মা বলেছেন: বুঝার কিছুই নেই আসলে। শুধু বলতে চাই নাচ শিল্পের এমন একটা মাধ্যম যা আমাদের সমাজে কিছুটা অবহেলিত। :(

কিন্তু আনন্দের এত ভালো মাধ্যম মনে হয় আর কোনোটাই নয়। :)

১০০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৬

আকাশ মামুন বলেছেন: কই নৃত্যের কথাই শুধু পড়লাম । দেখলাম না তো.............. :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৩

শায়মা বলেছেন: এত নৃত্য দেখালাম লিন্ক দিয়ে দিয়ে । তবুও দেখলে না ভাইয়া?:(

১০১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৫

নিভৃত নয়ন বলেছেন: পড়ে নাচগুলো দেখার আসা রাখি।
ভাল থাকবেন।:)

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: ওকে


তুমি ভালো থেকো অনেক অনেক! :)

১০২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৩

েরজা , বলেছেন: শায়মা , তোমার প্রোফাইলের ছবিটা সম্ভব হলে বদলে ফেল ।
দেখলে মনে হয় কেমন যেন দুঃখীদুঃখী ,যার কেউ নাই টাইপের ।
মন খারাপ টাইপের ........

তুমিতো আসলে একটা বিচ্ছু .....( হে হে হে হে )
প্রোফাইল পিকচার পুরা উল্টা ।
কানা ছেলের নাম পদ্মলোচনের মত ......

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২০

শায়মা বলেছেন: আমার প্রফাইলের এত সুন্দর ময়ুর কন্যাকে দেখে তোমার দুখী টাইপ মনে হলো ?
:X(

অবিলম্বে তোমাকে চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠাইতে হইবেক!:)

১০৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৩

েরজা , বলেছেন: শায়মা , তোমার প্রোফাইলের ছবিটা সম্ভব হলে বদলে ফেল ।
দেখলে মনে হয় কেমন যেন দুঃখীদুঃখী ,যার কেউ নাই টাইপের ।
মন খারাপ টাইপের ........

তুমিতো আসলে একটা বিচ্ছু .....( হে হে হে হে )
প্রোফাইল পিকচার পুরা উল্টা ।
কানা ছেলের নাম পদ্মলোচনের মত ......

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২৯

শায়মা বলেছেন: আমি বিচ্ছু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

:X( :X( :X(


আগে ছিলাম ! :P

এখন ভালো হয়ে গেছি।:)




১০৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৬

অনন্ত দিগন্ত বলেছেন: কথক নৃত্য টা আমার খুব ভাল্লাগে , তুমি পারো ?

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১১

শায়মা বলেছেন: :)


পারি।


:) :) :)


আমারও অনেক ভালো লাগে।

১০৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৮

সরল মানুষ বলেছেন: :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৯

শায়মা বলেছেন: :) :)

১০৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:০৪

নীলাঞ্জনানীলা বলেছেন: নাচ মানেই আনন্দ, নাচ মানেই ভালোলাগার প্রকাশ! এতো আমারও ভাবনা :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৭

শায়মা বলেছেন: :)

কি আনন্দ ! কি আনন্দ! কি আনন্দ!

দিবারাত্রী, নাচে মুক্তি নাচে বন্ধ!

:):):)

১০৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৪

মে ঘ দূ ত বলেছেন: কি বলে যে ধন্যবাদ দিব আপনাকে। নাচ আমার অত্যন্ত প্রিয় একটা বিষয়।

ক্লাসিকাল ঘরানার আমার পছন্দের নাচ হচ্ছে কত্থক আর ভরতনাট্যম। এই একটু আগে আপনার পোষ্ট করা ভিডিওগুলো দেখছিলাম। ভরতনাট্যমের টা তো দেখতে যেয়ে আমার শিড়দাঁড়া খাড়া হয়ে গেল। এতো অপূর্ব!। অন্য ভিডিওগুলো ভালো লাগেনি তেমন।

কবির চৌধুরীর বদৌলতে আরো কিছু দারুণ ভিডিও দেখা হল।

আমার পছন্দের একটা নাচের ভিডিও দিলাম। রবিঠাকুরের "গহন কুসুম কুঞ্জ মাঝে" গানটার উপর নাচ। একটা মুভি থেকে এক্ট্র্যাক্ট করা। রবিঠাকুরের গানের উপর নাচ দেখে ভালো লাগার অভিজ্ঞতা নেই তেমন। এই একটি ভিডিও তার ব্যতিক্রম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০৯

শায়মা বলেছেন: স্বর্গের দূত ছাড়া আর কার এত সুন্দর পছন্দ হবে!

অনেক অনেক ভালো লাগলো নাচটা মেঘদূত।

আমার অবশ্য রবিঠাকুরের আনন্দলোকে মঙ্গলালোকে থেকে শুরু করে তাতা থই থই সবই পছন্দের।:)

১০৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৩

সহেলী বলেছেন: নাচ শেখাবে ! তোমার কাছে শিখতে পারলে বেশ শিল্পী হওয়া যাবে !

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৬

শায়মা বলেছেন: এসো নিপবনে ছায়াবিথী তলে
এসো করো স্নান নবধারা জলে

দাও আকুলিয়া ঘন কালো কেশ
পরো দেহ ঘেরি মেঘনীল বেশ .........

কাজল নয়নে যুঁথীমালা গলে ..........:)

১০৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৫

সুরঞ্জনা বলেছেন: :| :| :|

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৮

শায়মা বলেছেন: আড়ি!

আড়ি!

আড়ি!

কাল যাবো বাড়ি!
:(
:(
:(

১১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৬

নীল ভোমরা বলেছেন:
ছোটবেলায় কো-এডুকেশন স্কুলে পড়তাম। স্কুল ফাংশনে খুব সেজেগুজে শাড়ী পড়ে মেয়েরা নাচতো... ''নাচে... নাচে ইরানী মেয়ে''। সেই নাচটার কথা আমার এখনও মনে পড়ে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:০৩

শায়মা বলেছেন: মরু বালুকায় হায় সে আকুল
রেশমী ঘাঘর তার দুলে ওঠে
নাচের তালে যেন বিজলী ছোটে
তার নাচের নেশায় শীষ দিয়ে যায়।

:)

এই নাচ ছাড়া কি ছোটবেলা হয়?

১১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৪

শাহেদ খান বলেছেন: পোস্টটা আবার দেখার জন্য না, আপনার কমেন্টের ব্যথিত জবাব দেখার জন্যই লিঙ্কটা দিলাম

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩২

শায়মা বলেছেন: :P

দেখলাম!

১১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৮

মে ঘ দূ ত বলেছেন: বলতে ভুলেছি। শুভেচ্ছা পহেলা ফাল্গুনের।

বসন্ত আপনার জন্য অনিন্দ্যসুন্দর কিছু বার্তা নিয়ে আসুক। সুন্দর কাটুক দিনটি :-)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ অনেক অনেক মেঘদূত! :)

বসন্তের প্রথম দিনটির মত সুন্দর দিন বছরে আর একটিও নেই। এমনটাই মনে হয় আমার। বনে বনে ফুল ফুটুক আর না ফুটুক শ হ রের রাস্তায় রাস্তায় হলুদ ফুলেদের চলন্ত মেলা দেখেই কারো মনে আর সন্দেহ থাকেনা যে আজি বসন্ত জাগ্রত দ্বারে! :)

১১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৩৬

েরজা , বলেছেন: শায়মা , পোস্ট দিছি , পড়ে এ জীবন ধন্য কর ।
আর হ্যা , ফাল্গুনের শুভেচ্ছা ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রেজা ভাইয়া।:)

১১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০২

অনন্ত দিগন্ত বলেছেন: বছর ১০-১১ আগে , সানাই সম্রাট ওস্তাদ বিসমিল্লাহ খানের ঢাকার কনসার্টে ভলান্টিয়ার হিসেবে ছিলাম ... সেখানে তামান্না আপু আর তার সাথে অনেকের মনিপুরি নৃত্য দেখেছিলাম ... সেটাও অসাধারন এক পার্ফর্মেন্স ছিলো ... যদিও অন্যদের মনিপূরী নাচ পরে আরো কয়েকবার দেখেছি, কিন্তু ওদের মত অত ভালো লাগেনি ...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৩

শায়মা বলেছেন: গুড গুড গুড জব অন্তমনি!:)

যাক বাবা তবুও মনিপুরী নৃত্য দেখেছিলে। :)

১১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৬

অজন্তা তাজরীন বলেছেন: একটি ব্যতিক্রমধর্মী পোস্ট পড়লাম । সুন্দর উপস্থাপন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ অজন্তা!

১১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৫

সিদ্দিক আহমেদ বলেছেন: wow

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: :P

১১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৪

আরুশা বলেছেন: অনেক ভালোলাগলো আপু বিশেষ করে লিন্কগুলো আপু।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আরুশামনি।:)

১১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৯

শেখ আমিনুল ইসলাম বলেছেন: ইউটিউব ভিডিওগুলো সময় নিয়ে দেখতে হবে।
এই বিষয়গুলোতে আমার খুব আগ্রহ আছে আপা। এত দিন কিছুই জানতাম না, একটু একটু বুঝেছি আজ :)
তবে ভিডিও দেখলে মনে হয় আরও ক্লিয়ার হবে বিষয়টা।

আপা, কোন বছর জাতীয় নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন?
লায়লা হাসান ও হাসান ইমাম, আমাএ খুব প্রিয়, তবে অভিনেতা হিসেবে। নাচ বুঝি না। তবে শামিমা আরা নিপার নাচ ভালো লাগে :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২৫

শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। নাচ নিয়ে লেখাটা পড়ার জন্য। আর হ্যাঁ ভিডিও গুলা দেখলে আরো একটু ক্লিয়ার হওয়া যায় বেশী। নাচ খুবই মজার একটা জিনিস। যে না নাচে সে কখনও তা বুঝবেনা হয়তো।:(

লায়লা হাসান প্রিয় কারণ ছোটবেলায় তিনি টিভিতে নাচ শেখাতেন আর কত বাচ্চারাই যারা নাচের স্কুলে যাবার পারমিশন পায়না তারা যে তার অনুষ্ঠান দেখে শিখেছে আল্লাহ জানে। :)

শামীম আরা নিপা তো আমার দেখা বাংলাদেশী নৃত্যশিল্পীদের মধ্যে সবচাইতে সুন্দর একজন মানুষ। কি যে ভালো লাগে!!!!!!!!!!!

আর কোন বছর সেটা তো বলা যাবেনা ।কারণ আগেই বলে দিয়েছি সে বছর আমি ষোড়শী ছিলাম । :P

১১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৫

মৌ রি ল তা বলেছেন: arre apu tumar sathe ammar atto mil kenu go?ami ai rokom akta post likhar kotha vavsilam.r fagun niye jeta diso seta o.but tumi likhe felso.r osomvovrokom valo likhso.ami likhete gele 1st para likhe e ghumiye portam.hehehehe.....

apu sobir blog niya prob hosse,akto help koro.
r ami tumake chupi chupi kisu kotha bolte chai.sunte chaile kan pato [email protected] a.

২০ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৮

শায়মা বলেছেন: হা হা হা

জানি মৌরীলতা।

তোমার সাথে আমার মিল আছে তবে তুমি মনে হয় আমার চাইতেও একটু বেশী পাগল।:P

আমি লিখেছি তো কি হয়েছে?

তুমিও লেখো মৌরীলতামনি।:)

যাই হোক তোমাকে মেইল করবো। খুব তাড়াতাড়ি।:)

১২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২০

মুনসী১৬১২ বলেছেন: এটা ঠিক মুসিলম সমাজে নাচটা তেমন গ্রহণ যোগ্য না..এটা ধর্মীয় কারণে....তবে এটাও ঠিক মুসলিম রাজা-বাদশাদের পৃষ্ঠেপোষকতায় বিশেষ করে ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গিত ও নৃত্যের বিকাশ ঘটেছে.....

;)
তবে.....আমি নাচ দেখতে ভালবাসি....তবে শাস্ত্রীয় নৃত্যগুলো অনেক সময় বুঝতে পারি না...তবে

তালের ছন্দে মৃদু মন্দে নাচে মম প্রাণ.....

তোমার সুন্দর নাচ দেখর প্রত্যাশায়....

আমার কেন জানি মনে হচ্ছে আমি তোমার নাচ দেখেছি.... =p~ =p~ :P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০০

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া

কই দেখেছো ?????


কতদিন পর তোমাকে কাল দেখলা.ম।:)

১২১| ২০ শে মার্চ, ২০১১ রাত ১০:০০

নিমা বলেছেন: নৃত্যের কথা..... নৃত্য পারিনা...কোনো ধরনের নাচ এই পারিনা তবু কেন যেন নৃত্যটা মনে হয় আমার রক্তের সাথে মিশে আছে ...especially কথক...

অনেক কিছু জানলাম...ধন্যবাদ আপু

২০ শে মার্চ, ২০১১ রাত ১০:০৫

শায়মা বলেছেন: তোমাকেও ধন্যবাদ নিমামনি।

আসলেই সবার মনই আনন্দে নেচে ওঠে কখনও কখনও।
তবুও নৃত্য আজও অবহেলিত আমদের কাছে।:(

১২২| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:





বাহ ! দারুণ পোস্ট আপুনি

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৪

শায়মা বলেছেন: :P


থ্যাংক ইউ পড়তে আসার জন্য ভাইয়া।

১২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

খায়রুল আহসান বলেছেন: নাচের কিছুই বুঝিনা, তবুও খুব ভাল লাগলো পোস্টটা পড়তে এবং সেই সাথে পাঠকের মন্তব্যগুলো পড়ে।
রবীন্দ্র সঙ্গীতের সাথে নৃত্য দেখতে ভাল লাগে। বাংলাদেশের শামীম আরা নীপার নাচ দেখতে ভাল লাগতো, এখন তো বোধ হয় উনি আর নাচেন না। তবে ছেলেদের নাচ দেখতে একটুও ভাল লাগেনা।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

শায়মা বলেছেন: নাচই আমার প্রথম পছন্দের হবি! অন্যগুলো পরে এসেছে ভাইয়া। এতদিন পর এত পুরোনো পোস্ট পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.