নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

!!তুই কতদূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি!!! তুই দুঃখ হয়েই থাক এই দুঃখটা বড় দামী!!

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৫



আমার হারিয়ে যাওয়া তুই....

আজ হঠাৎ বিকেলবেলা

অবসরের অবসাদে লাগছে ভীষন একা

হাজার বছর হাত দুটো তোর হয়নি ছুঁয়ে দেখা।



কত সকাল দুপুর রাত

কেটেছে এক সাথে

মুখোমুখি নির্বাক ক্ষন হাত রেখে তোর হাতে

দুঃখ গুলো আড়াল করে মনের জানালাতে।



কত মান আর অভিমানে

কত ভালোবাসার গানে

ঝগড়া বিবাদ রাগ অনুরাগ সেই দুটো মন জানে

স্মৃতির ক্যালেন্ডারে ওড়ে ভালোবাসার মানে!



আজ কোথায় আছিস তুই

আর কোথায় আছি আমি

একদিন তোর খবর গুলোয় আমিও ছিলাম দামী

তোর নতুন পাতার খবর খাতায় আজ আর নেই আমি।



জানি ভালোই আছিস

তোকে থাকতে ভালো হবে

বলতে পারিস ঠিক কিভাবে ভুলবো তোকে কবে?

তুই যেমনি ভুলে গেছিস সেই কবে সেই কবে !





কত নতুন দিনের কাজে

কত নতুন স্মৃতির মাঝে

স্মৃতির মুকুর মুখখানি তোর আমার চোখে ভাসে

তোকে ভুলতে গিয়েও এ মন আবার তোকেই ভালোবাসে।



এখন ছুটন্ত সব কারে

আর জ্যাম রাস্তার ভীড়ে

আচমকা ক্ষন মন উচাটন খুঁজিনা আর তোকে

বাজেনা আর তোর মুঠোফোন আমার কাজের ফাঁকে !



অহংকারের কাছে

আজ ভালোবাসার পরাজয়

আমরা দুজন দুই বিজয়ী পাথর দুই হৃদয়

তবু বর্ষন আর ব্যাথার ক্ষরণ সেই পাথরের ক্ষয়......



আমার হারিয়ে যাওয়া তুই....

আজ হঠাৎ শূন্য সাঝে

তোর অবসাদ স্মৃতির পাহাড় দুঃখ হয়ে বাজে

ব্যাথায় ব্যাথায় ভাঙচুর কাল এই হৃদয়ের মাঝে।







হঠাৎ হঠাৎ মিস করি কোনো এক প্রিয় বন্ধুকে.........



প্রিয় বন্ধু,

অনেক অনেক কথা জমে আছে তোর জন্য আমার। আমার যত ভালো লাগা, মন্দ লাগা বা এমন অনেক অনেক রাগ দুঃখ আর ভালোবাসা নিয়ে অনুভুতির ঝাঁপি উজাড় করে ঢেলে দেওয়া হয়না আমার আর তোর কাছে। অনেক অভিমানে অনেক দুরে চলে গেছিস তুই আজ।তোর কোনো খবর জানার আর কোনো উপায় রাখিসনি তুই অথবা আমার খবরেও তোর আর কোনো প্রয়োজন নেই আর। তবুও শায়ানের হারিয়ে যাওয়া বন্ধুর মত ভীষন অপ্রয়োজনেই তোকে খুঁজে বেড়িয়েছি আমি কতদিন, কতখানে। দূর থেকে দেখে সরে গেছি। কি এক অদৃশ্য কাঁচের দেওয়াল আটকে দিয়েছে আজ আমাকে তোর কাছে অবাধে চলে যাবার পথটুকুকে।



কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব

তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনও যে ভালোবাসছি অসম্ভব!

এই গানের কথাগুলো ছুঁয়ে ছুঁয়ে যায় আমাকে, আমার হৃদয়ের তন্ত্রীর পাঁজর ঘেসে। অবাক হয়ে ভাবি কিভাবে বলেছে সে আমার মনের কথাগুলোই!



তুই কতদূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি

এই দুঃখটা হয়ে থাক এই দুঃখটা বড় দামী।



তুই দুঃখ হয়েই থাক........ এই দুঃখটা বড় দামী.....

মন্তব্য ৪৭৬ টি রেটিং +৭৮/-০

মন্তব্য (৪৭৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১২

অ তে আজগর বলেছেন: তুই যায় তুই আসে।তুইরা কখনো হারায়না। ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৫

শায়মা বলেছেন: হা হা তা বটে তা বটে



পৃথিবী কোনো শূন্যস্থান পছন্দ করেনা। হুমায়ুন আহমেদের কোনো এক বই এ পড়েছিলাম এ কথাটা!:)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৪

সালমাহ্যাপী বলেছেন: কেন এমন দুঃখ দুঃখ টাইপ লেখা লিখলে।!!!!


যাই হোক লেখাটা পড়ে আমিও আমার হারানো এক বন্ধুর কথা মনে পড়ে গেল।ভালোবাসার বন্ধুরা শুধু হারিয়েই যায়।!!! :(


আর আজকে আমি ফার্স্ট হয়েছি।কি মজা কি মজা।

আজ নিজেকে আর লেট পার্সন ভাববো না। :-B :-B

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৭

শায়মা বলেছেন: কি করবো আপুনিমনি!!!!!!!!!!!!!

দুঃখ লাগলে তাকে কি আর বলবো নাকি!!!!!!!!


এহ রে!!!!!!!!!!!!!!!!!


তার থেকে কবিতা লিখে দুঃখ কমায় ফেলি!!:)

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৪

মেহবুবা বলেছেন: Tomaar post ? nic na dekhe bola jay. ke shei bondhoo tomar ?

( onektaa shomoy opekkha koreo bangla leekhte na pere emon kore comment korlam)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৮

শায়মা বলেছেন: হা হা আপুনিমনি!!!!!!!!!!!!!!!

আই লাভ ইউ সো মাচ!!!!!!!!


এমন করে কে বলতে পারে সেটাও আমি নিক না দেখেই বলতে পারি!:)

সে এক হারিয়ে যাওয়া বন্ধু আপুনি!:(

:(

:(

:(

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৫

সালমাহ্যাপী বলেছেন: ও না কই ফার্স্ট হইলাম ???? আরেকজন তো আইসা জায়গা দখল কইরা ফেলসে :(

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২০

শায়মা বলেছেন: সাপ মনে হয় মানুষের চাইতে বেশী জোরে দৌরায় আপুনি!!:P

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৭

অনন্যমানুষ বলেছেন: :(

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২১

শায়মা বলেছেন: ভাইয়া

কেমন আছো???

আমার সত্যি মন খারাপ ছিলো।


এখনও আছে।:(

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন করে হারায় কেহ!!!!!!! মনের মানুষগুলো মনেই থাকে হারায়তো শুধু কুড়িয়ে পাওয়া কেহ ........................... কষ্ট হয় অনেক অনেক কষ্ট হারানোর ব্যথায় বুক বারি হয়ে ....আসে যাকে পেয়েও হারানো হয় তাই না?

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৫

শায়মা বলেছেন: হারায় ভাইয়া!!

:(

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২০

অ তে আজগর বলেছেন: সালমাহ্যাপী@তুমি জেলাস মনে হয়? ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৭

শায়মা বলেছেন: অজসর সাপ তুমি ফার্স্ট হয়েছো।:)

আচ্ছা সাপরা কি মানুষের চাইতে বেশি জোরে দৌড়াতে পারে!!

সালমামনি পারলো না যে!!:(



:P

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২১

সালমাহ্যাপী বলেছেন: নো আমি কারও মত এত সহজে জেলাস হইনা। বুঝেছেন আজগর সাহেব??? ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৮

শায়মা বলেছেন: গুড গুড গুড হ্যাবিট আপুনিমনি!!!!:)

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩০

ফান্টা বলেছেন: মনটাই খারাপ হয়ে গেলো :(

ফান্টা খান একটা:)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: আমারও ভীষন মন খারাপ ফান্টা ভাইয়া!!!


কিন্তু ফান্টা খেলেই সব দুঃখ পানি হয়ে যাবে নাকি!!!!!!:(

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩১

মোঃ হেলাল উদ্দিন বলেছেন: http://a2zbdlinks.co.cc

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: এইটা কি ভাইয়া?

বুঝলাম নাতো:(

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৫

মাহফুজার রহমান বলেছেন: মিথ্যে করে বলিস কেন
দুঃখ জমিয়ে রাখা?
কাউকে ভুলে যাবার জন্য
মনে মনে রাখা!!

অস্থির মনে লাগুক হাওয়া
গুড়ি গুড়ি বৃষ্টি,
হঠাৎ ওঠা ঝড়ের শেষে
মনে আসুক স্বস্তি।


উলো বনে মুক্তা ছড়ানো
আর নয় আর নয়

ভালো থাকো।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


কেমন আছো????????????

কোনো খোঁজ নেই তোমার আর!!:(


তুমিও তো প্রায় হারিয়ে যাওয়া ভাইয়া হয়ে যাচ্ছো!!:(:(:(


আর শোনো ভাইয়া লেখাটা সত্যি ই মন খারাপ থেকে লেখা।:(

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: অভিমানে হারিয়ে যাওয়া বন্ধুরা তোমরা ফিরে আস !

লেখাটা পড়ে ভাল লাগলো !

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪০

শায়মা বলেছেন: তাই কি আর ফিরে আসবে ভাইয়া!!!:(

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৯

লাল চাঁন বলেছেন: কবিতাটা পড়ে, আমারও হারিয়ে যাওয়া কাউকে ব্যপক ভাবে মনে পড়লো :(

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫২

শায়মা বলেছেন: vaia

cholo ovizane beriye pori.

shob hariye zaoa paji bondhu guloke pistol dhore firai ani.
X(

Amar hotath bangla Ashchena keno bujhlam na.:(

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৯

অ তে আজগর বলেছেন: সালমাহ্যাপী @আমি জেলাস।কোনো সমস্যা? X( আই এম জাস্ট এ জেলাস গাই


লেখিকা@আমি যে কি কি পারি তা কি আর তোমাকে দেখানো লাগবে ?

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: কি দিয়েছো এসব কিছুই তো দেখে যায়না।:(

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪০

মিঠেল রোদ বলেছেন: হারিয়ে যাওয়া বন্ধুকে স্মরণ করে নস্টালজিয়ায় ফেলে দিলেন।ভাল লাগল আপনার লেখা।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: আমিও নস্টালজিয়ায় ভুগছি ভাইয়া।:(

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪২

শহিদুল ইসলাম বলেছেন: আমার হারিয়ে যাওয়া তুই....
আজ হঠাৎ শূন্য সাঝে
তোর অবসাদ স্মৃতির পাহাড় দুঃখ হয়ে বাজে
ব্যাথায় ব্যাথায় ভাঙচুর কাল এই হৃদয়ের মাঝে।

আমার শেষ গল্পে কিন্ত আমিও এমন একজন এর কথা লিখেছি :(

বেদনাতুর বিষণ্ণ !

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৬

শায়মা বলেছেন: হুম

হারিয়ে যাওয়া মানুষের তালিকা দীর্ঘ হচ্ছে শায়ানের গানটার মতই।:(

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৫

হিবিজিবি বলেছেন: গুগলে সার্চ দিলে এমন কিছু নাই যে পাওয়া যায় না, আবার আমাজান বা ইবে-তে কিনার মতো যা আছে সবই পাওয়া যায়!! কিন্তু এরপরও এমন কিছু বিষয় বা জিনিস থাকে যা কোথাও খুঁজে পাওয়া যায় না বা গেলেও সময় নামক দেয়ালের আড়ালে থাকায় কাছে যাওয়া যায় না :( !

পোষ্টের শিরোনামটা হৃদয় ছুঁয়ে যায়, খুবই আবেগী!

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: ইচ্ছে করে কেউ হারিয়ে থাকলে তাকে কি আর খুঁজে পাওয়া যায় ভাইয়া?:(


আমারও ভীষন মন খারাপ ছিলো।:(

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ঠিক কি লিখবো আপি, খুঁজে পাচ্ছি না। বারবার ওই দুটি লাইন মনে পরে যাচ্ছে-

স্মৃতির মুকুর মুখখানি তোর আমার চোখে ভাসে
তোকে ভুলতে গিয়েও এ মন আবার তোকেই ভালোবাসে।


অনেক অনেক সুন্দর। একেবারে হৃদয়ের কথা।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০০

শায়মা বলেছেন: :(

:(

:(

মন খারাপের কবিতা ভাইয়া।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫১

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: মন খারাপ করা ভালো লাগা !

সায়ান এর একটি গান আছে, মনে হচ্ছে আপনার কবিতাটি গানটি থেকে অনুপ্রাণিত হয়ে লেখা ।
গানটা আমার খুব প্রিয় ।

পোস্টে +++++

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০২

শায়মা বলেছেন: একদম তাই ভাইয়া

মন খারাপ আর এই গানটা মিলেমিশে একাকার হয়ে গিয়েই আমাকে লেখালো এমন একটা লেখা।

আর শিরোনামটাও শায়ানের গানের দুটো লাইনের একটু অদল বদল।

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৫

প্রিয়ভাষিণী বলেছেন: এমন কষ্টের শিরোনাম কেউ দেয়? :(
আমারতো মনটাই খারাপ হয়ে গেল :(

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৩

শায়মা বলেছেন: আমারও তো মন খারাপ আপুনি!!!:(

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০২

সায়েম মুন বলেছেন: দুখী কবিতা। হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পাও আবার...

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৫

শায়মা বলেছেন: তাই কি আর পাবো???


সেই অহংকারের খেলায় দুজনে জিতে গেছি একসাথে
প্রতি ইটের জবাব পাথরে দিয়েছি বিজয়ের মালা হাতে!!!:(

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৯

রঙ তুলি ক্যানভাস বলেছেন: সায়ানের গানটা আমার অসম্ভব রকমের প্রিয়।এটা যেন তারই ছায়া...
নস্টালজিক হয়ে গেলাম আপু,আমারও এক হারিয়ে যাওয়া বন্ধুকে নিয়ে লিখতে ইচ্ছে করছে এখন....... :(

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৫

শায়মা বলেছেন: লিখো আপুনি


আমিও তার গানটা কাল থেকে শুনছি

আর শুনে শুনেই আমারও মনে পড়ে গেলো আমার বন্ধুটাকে।:(


শায়ানের গানটার কাছে আমার লেখাটা কিছুই না তবে গানটার লিন্ক দিলাম না ইউ টিউব কাজ করেনা বলে।:(

যদিও এমন কাউকে মনে হয় এখানে খুঁজে পাওয়া যাবেনা যে শোনেনি সেই অসাধারণ গানটা।:(

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১০

সালমাহ্যাপী বলেছেন: @আজগর সাহেব আপনি জেলাস হবেন এইটা তো আপনার ব্যাপার আমার কেন সমস্যা হবে বলেন??? B:-) B:-)

আই হেভ নো প্রবলেম বুঝলেন??? :-B


আপনার তো দেখি দিন দিন ঝগড়াটে স্বভাব হয়েছে কাহিনী কি শুনি? /:)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৭

শায়মা বলেছেন: আরে আপুনি রেগে যাও কেনো??????
সাপ আবার ছোবল দিলে বিপদ।:(

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২২

সালমাহ্যাপী বলেছেন: আরে আপুনি আমি এত সহজে রাগিনা।

জেলাস টাইপের মানুষ যে সব খানেই জেলাস হয় এইটাই শুধু বললাম আর কি !!!!


আর শুনো এই সাপ আমারে জীবনেও ছোবল মারতে পারবোনা।সো নো চিন্তা :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৪

শায়মা বলেছেন: ওহ তাই বলো


এইটা ঢোড়া সাপ।:P

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৩

অ তে আজগর বলেছেন: সালমাহ্যাপী @কই দেখলা আমার ঝগড়াটে স্বভাব? :( :( :( আমার মতো ইনোসেন্ট মানুষরে বলো এইসব? ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৯

শায়মা বলেছেন: নাহ !

আর বলবেনা সে তো জানেই তুমি ইনোসেন্ট সাপ!:)

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

এতো সুন্দর!
প্রতিটা প্যারা ই আলাদা কাব্য।
খুবই ভালো লাগলো।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

প্রতিটা প্যারাই আমার মনের কথা।

খুব খুব মন খারাপ থেকে লেখা।

তবে মনের কথাগুলো ভাষায় আনতে পারিনি ঠিকঠাক।

কোনোদিনও পারিনা।:(

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৬

অপু তানভীর বলেছেন: দুঃখের কবিতা পড়তাম না !!!

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০১

শায়মা বলেছেন: আরে দুঃখ আসলে কেমনে খুশী হয়ে কবিতা লিখি?:(

২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪২

শান্তা273 বলেছেন: আপু তোমার কবিতা পড়ে মন খারাপ হয়ে গেল।
তারপর ও মুগ্ধ হলাম বার বার !!!
অসাধারন লিখেছ !!!

তুমি এত সুন্দর করে লেখ কিভাবে ???

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৩

শায়মা বলেছেন: মন খারাপ থেকে লেখা কবিতা পড়ে তো মন খারাপই হবে।:(

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪২

কাকঁন বলেছেন: Bhalo laga diye gelam :)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!:)

৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভাল্লাগলো ভিষণ।

প্রচন্ড দুঃখটাকে সবসময়ই আমার মাদকতাময় মনে হয় :#> ..............

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১০

শায়মা বলেছেন: ঠিক বলেছো ভাইয়া


দুঃখটা একসময় নেশায় পরিনত হয়!

৩১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫২

রিয়াজ মোরশেদ বলেছেন: তুই দুঃখ হয়েই থাক........ এই দুঃখটা বড় দামী....

অসাধারন.।.।.।.। অসাধারন

কিন্তু দুঃখকে আর দামী করতে চাইনা, দামী করে রাখতে চাই সুখের ক্ষণগুলোকে। কারণ, প্রতিনিয়ত শেষরেখার দিকে ছুটে চলেছি।
শুভকামনা।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১২

শায়মা বলেছেন: সুখের ক্ষন গুলো বড় সংক্ষিপ্ত ভাইয়া।


শেষমেষ তাই দুঃখটাই দামী হয়ে থাকে।:(

৩২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৮

আবু সালেহ বলেছেন:
যে যাওয়ার সে চেলে গেছে
রেগে গেছে স্বৃতির দাগ.....
চলবে জীবন, সময়ের পারাপার
ভেবে কি আর যাবে সবার...

তুই ছিলি যে জায়গায়
আজ নেই ...
সময়ের পক্ষাগাতে নিয়ে যাবে
অন্য কেউ তোমার........

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৭

শায়মা বলেছেন: আজ চলতে শিখে গেছি তাকে নেই কোনো প্রয়োজন
তবু ভীষন অপ্রয়োজনে তাকেই খুঁজেছে আমার মন !


:(

সালেহ ভাইয়া অনেক অনেক থ্যাংকস পড়ার জন্য লেখাটা।

৩৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

দীর্ঘতর হউক এই মন খারাপ :P

তাহলে এমন চমৎকার ছবিতা পাবো :)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৯

শায়মা বলেছেন: কি বলো ভাইয়া!!!


:(


সেই কোনো কথা নেই মুখে শুধু চুপচাপ বসে থাকা

ছিলো যার যার ব্যাথা তার তার বুকে ছড়িয়ে ছিটিয়ে রাখা!:(

৩৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০২

রেজোওয়ানা বলেছেন: কবিতাটা খুব ভাল লেগেছে শায়মা....

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৯

শায়মা বলেছেন: পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস রেজুমনি!!

৩৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৪

আমি সাজিদ বলেছেন:

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২২

শায়মা বলেছেন: কোনো শত্রুরও যেন প্রাণের বন্ধু এমন দূরে না যায়।
শোনো বন্ধু কখনও কোনো বন্ধুকে বলো না যেন বিদায়......:(

৩৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৫

নিমা বলেছেন: হঠাৎ হঠাৎ মিস করি কোনো এক প্রিয় বন্ধুকে..

আমি ও মাঝে মাঝে ভিষন মিস করি কোনো কোনো প্রিয় বন্ধুকে......

অনেক ভাললাগা কবিতায়......

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৯

শায়মা বলেছেন: কত সুখ পাওয়া হয়ে গেলো তাকে ভুলে গেছি কতবার
তবু শৈশব থেকে তার গান যেন ভেসে আসে বার বার.....:(

৩৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৯

মেহেদী হাসান মানিক বলেছেন: :( :( :( :( :( :( :( :(

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩২

শায়মা বলেছেন: আমি ভাবিনি তখন ভুলেও এমন দুজন দুদিকে যাবে
বুঝিনি আমারই হৃদস্পন্দন আমার অচেনা হবে........:(

৩৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১০

বিরোধী দল বলেছেন: দারুন কবিতা আপু :)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩২

শায়মা বলেছেন: তোমার গুলোর চাইতে না অবশ্যই!!!!!!:P

৩৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৭

কয়েস সামী বলেছেন: valo laglo apu.

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৭

শায়মা বলেছেন: থ্যাংকস অনেক অনেক আমার লেখাটা পড়ার জন্য ভাইয়া!

৪০| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৮

কাকঁন বলেছেন: Bhalo laga diye gelam :)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!

৪১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২১

রাইসুল সাগর বলেছেন: তুই কতদূরে চলে গেলি
তোকে হারিয়ে ফেলেছি আমি!!!
তুই দুঃখ হয়েই থাক
এই দুঃখটা বড় দামী

তাই দুঃখ নিয়ে খেলি
আমি বিষাদের হোলি।

কিছু কিছু হারানোর দঃখ সত্যিই অনেক দামি হয়ে যায়, যা হারিয়ে গেলে বলতে ইচ্ছে করেঃ

হৃদয় হতে দূরে গেলে
জানিনা কোথায় হারালে
হারালে নীরবে।

আপনার কবিতায় অনেক অনেক হারানো ভালোলাগা রেখে গেলাম। শুভকামনা জানিবেন। ভালো থাকুন সব সময়।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৮

শায়মা বলেছেন: আজ চলতে শিখে গেছি তোকে নেই কিছু প্রয়োজন
তবু ভীষন অপ্রয়োজনে তোকে খুঁজেছে আমার মন।


অনেক অনেক থ্যাংকস ভাইয়া লেখাটা পড়ার জন্য।:)

৪২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২২

মৃত্তিকা মন বলেছেন:
আমি খুব ভাগ্যবান এই ক্ষেত্রে যে আমার কোন বন্ধুকেই এখনও হারাতে হয় নি :)
তবে শায়ানের গানের কথাগুলো ভীষণ পছন্দ!
আপনার কবিতার কথাগুলোও ভালো লাগলো অনেক আপু :)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১০

শায়মা বলেছেন: ঠিক বলেছো আপুনি

আর তুমি অনেক ভাগ্যবান....

কোনো শত্রুরও যেন প্রাণের বন্ধু এমন দূরে না যায়
শোনো বন্ধু কখনও কোনো বন্ধুকে বোলোনা যেন বিদায়......

অনেক অনেক থ্যাংকস আমার লেখাটা পড়ার জন্য আপুনিমনি।

৪৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৬

মুকুট বিহীন সম্রাট বলেছেন:
আমরা দুজন দুই বিজয়ী পাথর দুই হৃদয়
তবু বর্ষন আর ব্যাথার ক্ষরণ সেই পাথরের ক্ষয়......




কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়





তোমার বন্ধু যেখানেই থাকুক ভালো থাকুক




ভালো থাকা হোক শায়মাজী

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৫

শায়মা বলেছেন: তুই হয়তো ভালোই আছিস আর আমিও মন্দ নেই
তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে আঁকিবুকি কাটবেই .........


সম্রাটজী কেমন আছো তুমি?

নিশচয়ই ভালো অনেক অনেক! :)

৪৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৭

নক্ষত্রচারী বলেছেন: দুঃখগুলোর আঁচে বন্ধুত্বের অনুভূতি নিখাদ সোনা হয়ে থাক ।

ভালো লাগলো অনেক ।
ভালো থাকা হোক সবমিলিয়ে :)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৯

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া লেখাটা পড়ার জন্য।

৪৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৯

রুমকিন বলেছেন:


" অনেক অভিমানে অনেক দুরে চলে গেছিস তুই আজ।তোর কোনো খবর জানার আর কোনো উপায় রাখিসনি তুই অথবা আমার খবরেও তোর আর কোনো প্রয়োজন নেই আর। "


অভিমানে নাকি জান বাঁচাইয়া ভাগছে আল্লাহই জানে . . . =p~ =p~ =p~ =p~

আর এই রকম কবিতা পড়লে . . . যদি আসে পাশে থাকেও আরো দূরে ভাগবো . . . =p~ =p~ =p~ =p~ =p~

কবিতা অনেক পঁচা ছিল . . .

জানি জাতি এখন আমার মুন্ডু পাত করবে . . . শেষ নিঃস্বাস ত্যাগ করা পর্যন্ত চিল্লাইতে থাকবো . . .

কবিতা অনেক পঁচা ছিল . . . X((


২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪০

শায়মা বলেছেন: এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা
কত পুরোনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা
কত এলোমেলো পথ হেঁটেছি দুজন হাত ছিলো নাতো হাতে
ছিল যে যার জীবনে দুটো মন ছিলো জড়াজড়ি এক সাথে .....

সে এক হারিয়ে যাওয়া বন্ধু ছিলো আমার।ঠিক এই গানটার মত। যে যার জীবনে ব্যাস্ত ছিলাম আমরা। তবুও সব ব্যাস্ততা শেষে ঠিক সন্ধ্যে বেলা মুখোমুখি বসে হাসি গান আর কখনও কখনও ঝগড়া অভিমানে কেটে যেত সময়।

কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব
তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনও তো ভালোবাসছি অসম্ভব!
আজ কে যে কোথায় আছি কোনো খবর নেইতো কারো
অথচ তোর ঐ দুঃখগুলোতে অংশ ছিলো আমারও ....

সে আজ হারিয়ে গেছে বটে। তবে তার স্ম্বতিতে ঠিক সে আছে এই গানের কথাগুলোর মতই। যদিও তার কোনো খোঁজ আমার আর জানা নেই। একদিন যার খবর সবচাইতে বেশী জানতাম আমি হয়তো সেসব খবর এখন অন্য কেউ জানে। অন্য কাউকে শোনায় সে নতুন শেখা কোনো গান। অন্য কারো সাথেই তার আজ সকল মান অভিমান।

এই চলতি জীবন ঘটনা বহূল দু এক ইন্চি ফাকে
তুই তো পাবিনা আমায় আর আমিও খুঁজিনা তোকে।
কত সুখ পাওয়া হয়ে গেলো তোকে ভুলে গেছি কতবার
তবু শৈশব থেকে তোর গান যেন ভেসে আসে বার বার

এই নিত্য ঘটনাবহূল জীবনের কোনো ফাঁকে ফোকরেও খুঁজে পাওয়া হবেনা হয়তো তাকে? তবে সত্যি কি তাই? সত্যিই কি আমি খুঁজলেই পাবোনা তাকে! যাইহোক নিত্য নতুন হাজার কাজ অকাজ আর সুখ দুঃখের ভীড়েও ভুলে যেতে যেতে আবার মনে করতেই হয়েছে আমার প্রিয় বন্ধুটিকেই।:(

এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিলো
হলো অহংকারের জয় সেই বন্ধন ছিড়ে গেলো
সেই অহংকারের খেলায় দুজনে জিতে গেছি একসাথে
প্রতি ইটের জবাব পাথরে দিয়েছি বিজয়ের মালা হাতে।

সারাজীবন শুনেছি অহংকার পতনের মূল কিন্তু আজ দেখেছি অহংকারের জয় হয়েছে। কেউ হারতে চাইনি কারো কাছেই আমরা । তবে আসলেই কি জিতেছি?


আজ চলতে শিখে গেছি তোকে নেই কিছু প্রয়োজন
তবু ভীষন অপ্রয়োজনে তোকে খুঁজেছে আমার মন।

আমি কত কত বার আঁকি তোর ছবি অমর কল্পনাতে
আজও জ্বলে যাই আজও পুড়ে যাই তোর দুচোখের অবসাদে
দেখ নীল নীল আকাশের মত অনন্ত হাহাকার
আজ বুকের ভেতর ভাঙছে ভাঙছে ভেঙ্গে সব চুরমার।

তুই কত দূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি
এই দুঃখটা হয়ে থাক এই দুঃখটা বড় দামী !!!!


:( ;( ;(

আমার এত দুঃখের, এত কষ্টের একটা অনুভুতি নিয়ে লেখাটাকে নিয়ে এমন ফান করলে ভাইয়া? সবকিছুকেই কি তোমার ব্লগের জোকস মনে হয়!:( :( :(

মানুষের অনুভুতির মূল্য দিতে শেখো ভাইয়ামনি।:)

৪৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২০

এম এম ওবায়দুর রহমান বলেছেন: মনটাই খারাপ হয়ে গেলো :(

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫১

শায়মা বলেছেন: লেখার সময় আমার মনটাও অনেক খারাপ ছিলো ভাইয়া। এখনও আছে। :(

৪৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৬

ফয়সাল তূর্য বলেছেন: ভেরি স্যাড!! :( :(

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫২

শায়মা বলেছেন: ফায়সালভাইয়া কেমন আছো?

৪৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৭

sumon3d বলেছেন:
শিরোনামটাই মন খারাপ করে দেওয়ার মত আপু। :(

আপনার প্রিয় বন্ধুটি যেখানেই থাকুক, ভালো থাকুক।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০০

শায়মা বলেছেন:
তুই হয়তো ভালোই আছিস আর আমিও মন্দ নেই
তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে আঁকিবুকি কাটবেই



অবশ্যই ভালো আছে।


থ্যাংকস আমার লেখাটা পড়ার জন্য ভাইয়া!

৪৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৯

sumon3d বলেছেন:
হ্যাপী আপু আর বেঈমান ভাইয়ের মধ্যে ফাইট চলতাছে দেখলাম। কার যে সাপোর্ট দিমু বুঝতাছি না। :(

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০০

শায়মা বলেছেন: আমি আমার হ্যাপী আপুকে দেই আর তুমি তোমার বেঈমানভাইয়াকে দাও। :)

৫০| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪১

অনাহূত বলেছেন:

মন খারাপের সুর...
দু:খ মাখা ভাল লাগা। ভাল থেকো। বিষণ্নতা দূর হোক।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১২

শায়মা বলেছেন: আমিও চাই একষম বিষন্নতা দূর হয়ে যাক দৌড়ে পালাক আমার থেকে ভাইয়ামনি।

অনেক অনেক থ্যাংকস পড়ার জন্য!:)

৫১| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: one of the sweetest post of the most cutest blogger of somewhere in blog :)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৪

শায়মা বলেছেন: বিথী আপুনি!!!!!!!!!!

থ্যাংক ইউ অনেক অনেক!!!!!!!!!!!!!

৫২| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৫

সালমাহ্যাপী বলেছেন: @sumon3d ভাইয়া বেঈমান রে সাপোর্ট দিয়া লাভ নাই।সে আপনার লগে বেঈমানী করবে সো বুঝে শুনে সাপোর্ট করেন। /:) /:)

আমি বলছিনা আমাকে সাপোর্ট করতেই হবে ;) ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৭

শায়মা বলেছেন: তোমরা দেখি আজকাল সব কবিতার ভাষায় কথা বলছো আপুনি!!!!!!!!

৫৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৬

রুমকিন বলেছেন:
ভাগছে একজন আর অনুভুতির মূল্য দিতে শেখতে হবে এখন আমাকে ???!! /:)

আমি বলছিলাম ভাগার জন্য ??? /:)

স্টিল . . . কবিতা অনেক পঁচা ছিল . . . /:)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৯

শায়মা বলেছেন: রুমকিনভাইয়া তুমি একটা সুন্দর কবিতা লেখো।

আমার ধারণা তোমার কবিতা অনেক সুন্দর!!!


প্লিজ একটা লিখে ফেলো তাড়াতাড়ি।:)

৫৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫২

জাহাঙ্গীর আলম অপূর্ব্ বলেছেন:

প্রিয় কবিতা,
আজ সকাল থেকেই মনের মধ্যে অন্য রকম একটা সুর বাজছে। মনে হচ্ছে খুব চেনা কোন সুরে কে যেন ডেকে চলেছে আমাকে। মনের কোনে কার যেন ফিসফিসানি। নুপুরের ছন্দ তুলে কে যেন নেচে বেড়াচ্ছে খেয়ালের আঙিনায়। আমার একাকী নিস্তরঙ্গ জীবনে অনেকদিন এমনটা ঘটেনি। কোথায় যেন কিছু একটা ঘটতে যাচ্ছে । কে যেন কড়া নাড়ছে মনের দরজায়, কিন্তু দরজা খুলে কাউকে পাইনা। আবার হঠাৎই বিশাল এক শুন্যতা ভর করে মনজুড়ে। সবকিছুই কেমন এলোমেলো লাগে। আমার রুটিনবাঁধা এই যান্ত্রিক জীবনে এমনটা হয়না কখনও। সারাটা দুপুর, সমস্ত বিকেলজুড়ে আমার আনমনা মন কি যেন খুঁজে ফেরে। কোন কিছুর উত্তর পাই না। কোথাও স্থির হতে পারিনা। বন্ধুদের আড্ডায় মন বসে না; চায়ের টেবিলে রাজনীতির ঝড় মনে কোন আলোড়ন তুলতে পারে না। গত দু'দিনের কঠোর পরিশ্রমে দাঁড় করানো নতুন প্রজেক্ট মড্যুলটা শেষ করতে পারি না। আমার কঠিন পেশাদার জীবনে এমনটা হয় নি কখনও। মনের মধ্যে সুরটা বেজেই চলেছে--- একটানা। কে যেন সারাক্ষন হাতছানি দিয়ে ডাকছে আমাকে। কে?
সন্ধ্যায় ঘরে ফেরার সময় নিতান্তই অভ্যাসবশে হাত দিয়েছিলাম লেটারবক্সে। জানতাম, ওখানেও কোন উত্তর নেই আমার জন্য। বরাবরের মতই ক্রেডিটকার্ড আর ইউটিলিটি বিলের সাথে কিছু নতুন গজিয়ে উঠা ক্রেডিট কোম্পানির বিজ্ঞাপন ছাড়া কোন সারপ্রাইজ থাকে না ওখানে। আমার একঘেয়ে জীবনে কিছুই সারপ্রাইজ হয়ে আসে না কখনো।
কিন্তু আমার জানায় যে ভুল ছিল তা টের পেলাম ঘরে এসে রুটিনমাফিক প্রয়োজনীয় চিঠিগুলো আলাদা করার সময়। হঠাৎ করেই চোখে পড়ল গোটা গোটা অক্ষরের অতিচেনা হাতের লেখা। আজ অনেক অনেক দিন পর তোর চিঠি পেলাম। সারাদিন এই মনের মধ্যে খেলে যাওয়া রহস্যের উত্তর পেলাম। এখন এই মূহুর্তে হঠাৎই বুঝতে পারলাম আজ সারাটা দিন তোকেই মিস করেছি, ভীষন মিস করেছি তোকে আজ। সাথে সাথে সেই পুরাতন অভিমানটাও চেপে বসল মনের উপর, কেন এতটা দুরে সরে আছিস তুই??

২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৬

শায়মা বলেছেন: ভাইয়া একথাগুলোও যেন আমার মনেরই কথা!

অনেক অনেক শুভকামনা আর থ্যাংকস আমার লেখাটা পড়ার জন্য!

৫৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫২

sumon3d বলেছেন:
@হ্যাপী আপু- "আমি বলছিনা আমাকে সাপোর্ট করতেই হবে" এই শিরোনামে একটা কবিতা লিখে ফেলো। বিরোধী দলের মতো। ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫১

শায়মা বলেছেন: হা হা পিচকা ভাইয়া
আর তুমি লিখবে

আমি বলছিনা তোমাকে রাগ করতেই হবে...:P

৫৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৯

sumon3d বলেছেন:
@রুমকিন : হু দ্যা হেল ইউ আর??? X(( X(( X((

ফাজলামীর জায়গা পাননা আর??

ভালো না লাগলে এড়িয়ে গেলেই পারেন। অযথা ক্যাচলা/ক্যাচলির কি দরকার???

২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৬

শায়মা বলেছেন: আরে আরে পিচকি রাগ করো কেনো?

বুঝলেনা রুমকিনভাইয়ার কবিতা/গবিতা/ ছড়িতা/ পড়িতা কিচ্ছুই লেখা ইচ্ছে তো দূরের কথা দেখলেই গা জ্বলে তাই এমন বলছে!:P

কিছু হবেনা আর কয়েকদিন সামুর বুকে থাকলেই কবিতাদের জ্বালায় নিজেই গবিতা হয়ে যাবে!:)

৫৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০১

*কুনোব্যাঙ* বলেছেন: কবি মশাই,

এত যে গীত বাঁধলেন, আপনাদেরই গোপন সে গান
আমরা দেখুন বেঁচে থেকেই সুখে আছি,
আমাদের আর কেন শোনান ! :(

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৭

শায়মা বলেছেন: আরে নিজেকেই শুনাই তো ভাইয়া!

তোমরা মাঝ থেকে শুনে ফেলো এই যা!:P

৫৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৬

মুনসী১৬১২ বলেছেন: এজন্যই মাঝে মাঝে ছাড় দিতে হয় আপি

যদিও সেটা বুঝতে অনেক দেরী হয়...

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩

শায়মা বলেছেন: কিসের ছাড়!!!

কি বলো মুনসীভাইয়া???:(

৫৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৯

সান্তনু অাহেমদ বলেছেন: তুই কতদূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি
এই দুঃখটা হয়ে থাক এই দুঃখটা বড় দামী।
- ভালো লাগলো।+

শুভ কামনা রইল।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ পড়ার জন্য ভাইয়ামনি!:)

৬০| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: এককথায় অসাধারণ লিখেছেন :) শব্দচয়ন গুলো ও অনেক ভালো হয়েছে :)


দারুন +++++


ভালো থাকবেন :)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!


থ্যাংকস অনেক অনেক !!!:)

৬১| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৫৬

শেখ আমিনুল ইসলাম বলেছেন:

তুই কতদূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি
এই দুঃখটা হয়ে থাক এই দুঃখটা বড় দামী।

:( :(
সুন্দর বলেছ আপা! ভালো লাগা রইল। শুভ সকাল।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া

বাট এই লাইন দুইটা শায়ানের গান এর

আর উপরের লেখাটা আমার :)

৬২| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপি,

নির্বাচিত পাতায় দেখেছেন আমি আপনার পাশেই আছি। এটা একটা অদ্ভুদ আনন্দ অনুভূতি।

ভার্চুয়াল জীবন আর বাস্তব জীবন কখনো এক না। এইটা মনে করে একটি ছেলে একবার একটি মেয়ের প্রেমে পড়ে। তাদের মধ্যে কথা চলতে থাকে। তার পর এই যে আপ্ত বাক্যটি ছেলেটি ভুলে যায়, তার মনে হতে থাকে ভার্চুয়াল জীবনই আসল জীবন, তার বাস্তবের জীবনটা বরঞ্চ ভুলে ভরা আর প্রবঞ্চণায় ভরা। কিন্তু সম্পর্ক আরো কাছাকাছি করতে চাইলে- মেয়েটির সাথে ধীরে ধীরে কথা বলা কমে আসে, এক সময় মেয়েটি কথা বলা বন্ধ করে দেয়। এরপর ছেলেটির মনে হয় তারতো এখন কোনো জীবনই নেই, না বাস্তব জীবন, না ভার্চুয়াল জীবন। তখন সে একটা সিদ্ধান্ত নেয়।

এটি একটি গল্পের বা নাটকের প্লট। ক্যামন লাগলো।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৪

শায়মা বলেছেন: হা হা তাই নাকি????????????????


দেখিনি তো!!!!!!!!!!!!!!!!!


নাটক বা গল্পের প্লট টা খুবই মজার হবে ভাইয়া!!!!!!!!:)

৬৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৯

আবু সালেহ বলেছেন: এই যে আপু তোমার লেখা পড়া হবে না তা কি করে হয়....................... :P :P :P

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬

শায়মা বলেছেন: না না কিছুতেই তা হয়না সালেহভাইয়া!!!:)

৬৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৯

পক্তিমালা বলেছেন: শুভসকাল।মুগ্ধ হলাম---যতবার পড়লাম ,ততবার।

"তোকে ভুলতে গিয়েও এ মন আবার তোকেই ভালোবাসে।"

"অহংকারের কাছে
আজ ভালোবাসার পরাজয়
আমরা দুজন দুই বিজয়ী পাথর দুই হৃদয়
তবু বর্ষন আর ব্যাথার ক্ষরণ সেই পাথরের ক্ষয়......"

"তুই কতদূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি
এই দুঃখটা হয়ে থাক এই দুঃখটা বড় দামী। "------------এত সুন্দর কিভাবে লেখেন?

অ....নে....ক ভালো লাগলো।
ভালো থাকা হোক সবসময়।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৪

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস আপুনিমনি!!!!:)

৬৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৬

মনাপাগলা৪২০ বলেছেন: ভাল হইছে বন্ধু স্মরন :-B

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৭

শায়মা বলেছেন: মনাপাগলাভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!


:P

৬৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৭

sumon3d বলেছেন:
@হ্যাপি আপু: আপনাকে সম্বোধনে একটু ভুল হইছে আপু। কাল খেয়াল করিনাই। একটু আগে চোখে পড়লো। অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে ওটা। কিছু মনে কইরেন না আপু।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১০

শায়মা বলেছেন: আরে সেটাতে কি আর হবে।

আপু তো !!!!!!


আপুদেরকে তুমি বলা যায় :)

৬৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৩

সালমাহ্যাপী বলেছেন: @sumon3d ইস রে কত ঢং করে রে !!!! X((


আচ্ছা আচ্ছা কিছু মনে করলাম না।নেক্সট টাইম যানি ভুল না হয়।টিকাচে??? ;)

বাই দ্যা ওয়ে আপনি আপনি শুনলে কেমুন জানি মুরুব্বি মুরুব্বি লাগে।

বাট নিজেরে মুরুব্বি ভাবতে ভাল্লাগে না /:) /:)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১১

শায়মা বলেছেন: সালমামনি সুমনভাইয়াটা জানেই না তুমি যে আর একটা পিচকি।:)

৬৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৭

জেমস বন্ড বলেছেন: ভাল লিখেছেন আপু :)

এ + +

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!:)

৬৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৮

শোশমিতা বলেছেন: বন্ধু তোমায় ভাবছি আমি একলা বসে ঘরে
তোমার সাথে দিন গুলো সব আজকে মনে পড়ে
নেই যদিও কাছে আমার, আছো মনের মাঝে
তোমার হাসির মিষ্টি সে সুর আজও কানে বাজে ....

অনেক আবেগ মাখানো সহজ, সুন্দর হৃদয় ছোয়া লেখা।
অনেক ভালো লাগলো + +

২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৬

শায়মা বলেছেন: শোশিমনি!!!!!!!!!!!

থ্যাংকস অনেক অনেক!!!!!!!!

৭০| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৯

আমি বাঁধনহারা বলেছেন:
সব কিছু ভোলা যায়,শুধু ভোলা যায় না ভালোবাসা:
হারানো স্মৃতি মনকে করে শিহরিত,
আবার মনকে করে ভারাক্রান্ত,
মনের মানুষ মনে থাকে যুগ-যুগান্ত,
তবু সব স্মৃতি পিছে ফেলে দেখতে হয় নতুন আশা।।

অতীত ভুলে জীবনে আসে না কখনো পূর্ণতা:
তবু বাঁচতে হয়,বলতে হয় মনের সুপ্ত কথা।
আপনার গল্প পড়ে মনটা দুঃখে ভরে গেল
আমার মনে কে যেন বেদনার সুর তুললো!!
দুঃখের মাঝেই যদি হয় জীবনের যবনিকা
তবে কেন মানুষ বন্ধু বলে দেয় দেখা??

জীবনের রণে কত জন আসে,কত জন যাই
তবু কি মনের মানুষের কথা ভোলা যায়??
যে আছে নিঃশ্বাসে,যে আছে বিশ্বাসে
তাকে ছেড়ে জীবনে কি সুখ আসে??


সায়মা আপু,খুব ভালো লাগল আপনার গল্প।আমি আগে গল্প পড়তাম না।কারণ আমি গল্প লিখতে জানি না!!আজ প্রথম তিনটা গল্প মন দিয়ে পড়লাম।অসাধারণ লিখার জন্য প্লাস:++++++





ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: হারানো হিয়ার নিকুন্জ পথে কুড়াই ঝরাফুল একেলা আমি
তুমি কেনো আসিলে হেথায় সুখের সরগ হইতে নামি!!!!!!!!!:(

থ্যাংক ইউ পড়ার জন্য!:)

৭১| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩২

খন্ডকাব্য বলেছেন: এহেম এহেম ;) ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪০

শায়মা বলেছেন: কিহেম কিহেম???

৭২| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১১

অরুনাভ বলেছেন: আমি নিজেই আমার সব বন্ধু দের কাছ থেকে দূরে চলে এসেছি......মাঝে মাঝে যখন প্রচন্ড অসহ্য লাগে মনে হয় তাদের সাথে যোগাযোগ করি......আর যোগাযোগ করতে গেলেই এখন দেখি আমি তাদের পৃথিবীতে ব্লকড.....:(

অনেক দিন পর তুমি পুরানো কথা মনে করায় দিলা.......

২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৫

শায়মা বলেছেন: দেখ নীল নীল আকাশের মত অনন্ত হাহাকার
আজ বুকের ভেতর ভাঙছে ভাঙছে ভেঙ্গে সব চুরমার।



:(

৭৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৮

রুমকিন বলেছেন:
কবিতা + আমি = ফাজলামি =p~ =p~ =p~ =p~ এখন যদি স্ট্রাট করি লেখা ২০২৫ আর মধ্যেও দারাবে না কিছুই. . . শুয়েই থাকবে =p~ =p~ =p~ =p~
কবি আর কবিতা ২টাই আমার ২ চোখের বিশ X((
এখানেও আমি এক চোখ দিয়েই কমেন্ট করে গেছি . . .
এ্যান্ড বাই দা ওয়ে . . .

স্টিল . . . কবিতা অনেক পঁচা ছিল . .

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৭

শায়মা বলেছেন: কথায় আছে নাচতে না জানলে উঠোন বাঁকা আর তোমার শুধু উঠোনই না ঘাড়টাও বাঁকা আর সেই বাঁকা ঘাড়ে লাগানো দুইটার বদলে একটা চোখ। মানে তুমি যে একচোখা তা বোঝাই যাচ্ছে। :)



আর এক চোখে কি আর কবিতা আর কবি একসাথে দেখা যায়???
এক একবার একটা করে দেখে নিতে হয়।কাজেই বৃথা চেরেষ্টা করোনা আর রুমকিনভাইয়া.....

আর একটা কথা নিজেই জানো কবিতা+ তুমি= ফাজলামি সেই তুমি আর কবিতার কি বুঝবে? তবুও ভালো কবিতার ক টাও যে লিখতে পেরেছো কলমটা ভাঙ্গোনি।:) স্যরি স্যরি কলম নাতো কি বোর্ড হবে।:)

থাক কবিতাদেরকে আর দাঁড়া করাবার চিন্তা স্বপ্নেও এনোনা। বরং নিজেই শুয়ে শুয়ে নাক ডাকো। এসব তোমার জন্য নহে।:(

৭৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫০

শুকনোপাতা০০৭ বলেছেন: তুই কতদূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি
এই দুঃখটা হয়ে থাক এই দুঃখটা বড় দামী।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২১

শায়মা বলেছেন: :(

হুম আপুনি অনেক মন খারাপ থেকে লিখেছিলাম সেদিন বিকেলে।


এখন অবশ্য দুঃখটা একফোটাও আর নেই। তার বদলে X( হয়ে যাচ্ছে!


:P

৭৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫২

নিশাচর ভবঘুরে বলেছেন: বন্ধু পাশে থাকলে যতটা আনন্দের, হারিয়ে গেলে তার চাইতে অনেক বেশি কষ্টের :(

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২২

শায়মা বলেছেন: সেই তো!!!!!!!!!!!!!!


:( :( :(

৭৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৭

মাহী ফ্লোরা বলেছেন: তুই দুঃখ হয়েই থাক!

ভাল লাগা আর ভাল লাগা!

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৩

শায়মা বলেছেন: পড়ার জন্য থ্যাংকস মাহী।

৭৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৩

sumon3d বলেছেন:
@রুমকিন : ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৩

শায়মা বলেছেন: রুমকিনভাইয়া কবিতা লিখতে পারেনা তাই হিংসা করে এমন বলছে।:(

৭৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: বন্ধু না থাকাই সবচেয়ে ভাল :)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৪

শায়মা বলেছেন: একদম!!!!!!!!!

একদম ঠিক কথা বলেছো স্বর্ণামনি!!!!!!!!!!!!:)

৭৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৭

রুমকিন বলেছেন:
কবিতা না বুঝলেও . . . পঁচা কোনটা হয় সেটা ভাল মতই বুঝি . . . যেমনঃ

কবিতাটা অনেক পঁচা ছিল . . . /:) মরার পরও বলবো . . . পঁচা ছিল. . . পঁচা ছিল. . . পঁচা ছিল /:)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫০

শায়মা বলেছেন: Click This Link

রুমকিনভাইয়া তোমার জন্য এমন কবিতাই উপযুক্ত :)


আর অন্য সব কিছু তোমার পেটে সইবে না।

কারণ কবিতা তো আর আলুভর্তা, ডালুভর্তা আর মালুভর্তা না।:)

৮০| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩১

রুমকিন বলেছেন:

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: বন্ধু না থাকাই সবচেয়ে ভাল :)


এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা লজ্জায় তার লাইনের আগে ২টা ওয়াড মুছে দিয়েছেন . . . আমি যেহেতু ____ তাই ঐটা পুর্ণ করে দিতে চাই :-B


আগে বসিয়ে নিন . . . "আপনার মত"

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৭

শায়মা বলেছেন: স্বর্ণামনি একজন খুবই ভালো ফ্রেন্ডলী মিষ্টি একটা মেয়ে।

সবাইকে নিজের মত ভাবো কেনো ভাইয়া???:(

৮১| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩১

রুমকিন বলেছেন:

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৯

শায়মা বলেছেন: এই ইমো কার জন্য? কিসের জন্য ? মুছে দেবো নাকি বুঝতে পারছিনা।:(

৮২| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৩

একজন আরমান বলেছেন: আজ কোথায় আছিস তুই
আর কোথায় আছি আমি


অনেক সুন্দর হয়েছে আপু। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

মন খারাপের কবিতা :(

মনটা অনেক অনেক খারাপ ছিলো!:(


আমি আমার হারিয়ে যাওয়া বন্ধুকে অনেক মিস করছিলাম।:(


যদিও তাকে আমার কোনোই দরকার নেই।:(

৮৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৫

রুমকিন বলেছেন:

লেখক বলেছেন: রুমকিনভাইয়া কবিতা লিখতে পারেনা তাই হিংসা করে এমন বলছে।:(

হিংসা তাও এমন পঁচা কবিকে ??? হে আল্লাহ এই কথা শুনার আগে তুমি কেন এ-কে উঠাই নিলা না ?????????? :((



=p~ =p~ =p~ =p~ =p~

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৮

শায়মা বলেছেন: ভুল হয়ে গেছে ভাইয়া।:)

এ- কে না........:)


হবে আমাকে মানে তোমাকে

লাইনটা হবে

হে আল্লাহ এই কথা শুনার আগে তুমি কেন আমাকে( তোমাকে)উঠাই নিলা না ??????????

তো ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ো?

৮৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: রুমকিন =p~ =p~ =p~ =p~ =p~

লেখক, এটা ঠিক কথা? :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৮

শায়মা বলেছেন: বুঝলাম না আপু!!:(

৮৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৮

রুমকিন বলেছেন:
আপনার কি হবে চিন্তা টিন্তা কিছু করেছেন ???? লক্ষণ কিন্তু খুব একটা ভাল না . . . :-B

অলরেডি ১১:৪৫ :-B

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৬

শায়মা বলেছেন: তখন আমার চরম দুঃসময়
তখন আমি ভুলছি চারিপাশ
তোমার দেওয়া পরম দুঃখগুলোয়
দুলছি দোলায় ডুবছি সর্বনাশ!

তখন সেথায় কেউ আসেনি কেউ
ভয়াল করাল দূরন্ত এক ঢেউ
ভাসিয়ে নিলো করলো আমায় গ্রাস
জড়িয়ে নিল ক্রুঢ় অক্টোপাস!


কাকে কি বললে কিছুই বুঝলাম না তাই একটা কবিতা লিখে দিলাম ভাইয়া।:)

৮৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪০

রুমকিন বলেছেন:
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা এইটা আপনার কি চালাকি !!! মুছে দিলেন আপনি আর লেখক-কে বলেন . . .

লেখক, এটা ঠিক কথা? :)

B:-)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪১

শায়মা বলেছেন: তোমার এত ঠিক নিয়ে চিন্তা কেনো শুনি?

৮৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৭

রুমকিন বলেছেন:
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপনি কবির মাথায় হাত রেখে বলেন . . . আমাকে দেখে আপনার মনে হয় আমি কাউকে হিংসা করতে পারি ???

বলেন বলেন . . .

(চিন্তা করিয়েন না হাত কবির মাথায় :-B )

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০১

শায়মা বলেছেন: আমার মাথায় হাত রেখে বলতে হবে কেনো?

তার চেয়ে তোমার মাথায় হাত রেখে মিথ্যা কথা বলুক স্বর্ণামনি।:)

৮৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০০

মাহবু১৫৪ বলেছেন: খুব ভাল লাগলো আপু।


এত সুন্দর করে লিখেছেন যে মন ভরে গেল।


ভাল লাগা শত শত


++++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৩

শায়মা বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস মাহবুভাইয়া!:)

৮৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০২

রুমকিন বলেছেন:
মালুভর্তা কি !! :-B

ঐটা কি বাজারের লিষ্ট ??? /:)

লাভ নাই আমি বাজারে যাই না . . . . /:)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৩

শায়মা বলেছেন: তোমার মতন গবেট মাথার মা টা নিয়ে হাতে
লুচির সাথে ভর্তা মেখে দিলাম তোমার পাতে

মাথার মা টা লুচির লু টা দুইলে মিলে মিশে
মালুভর্তা হয়েই গেলো দেখলে এবার কি সে? :)


বাজার কেমনে যাবে তুমি মাথায় গোবর ভরা
তারচে' বরং লিস্টি বানাও লেংরা, নুলো খোড়া।

ভাঙ্গা ঠাঙ্গে বাজার যাবে এতই তুমি হিরো?
ঠ্যাঙ ভেঙ্গেছো মারটা খেয়ে ভুলেই গেছো মিঃ জিরো? :P

৯০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৫

রুমকিন বলেছেন:
আপনাকেই বলেছি . . . লক্ষণ দেখে মনে হচ্ছে . . . সামুর তো ১২ টা বাজতে ১৫ মিনিট বাকি . . . সামু বন্ধ হয়ে গেলে আপনার এই সব বাজারের লোষ্ট কই পোষ্ট করবেন ??

এখনই কিছু একটা চিন্তা করে রাখা ভাল না ??? :-B

আপনার ঐ বাজারের লিষ্টে + টু দি পাওয়ার ইনফিনিটি দিয়ে আসছি . . . . =p~ =p~ =p~ =p~ =p~

দেখে আসিয়েন . . . :-B

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৭

শায়মা বলেছেন: কাহার এমন সাধ্য আছে বন্ধ করে সামু?
লাল দালানে পাঠায় দেবো কোথায় সে বীর মামু?

মোটা মোটা আটার রুটি সব্জী দিয়ে মেখে
রোজ সকালে খাইয়ে দেবো দেখবে তখন চেখে।:)

৯১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: বন্ধু না থাকাই সবচেয়ে ভাল- এটা কি ঠিক? :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৬

শায়মা বলেছেন: ঠিক

রুমকিনের মত নং ওয়ান .......... বন্ধু নামের শত্রু। X(


:P




৯২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৬

রুমকিন বলেছেন:
লেখক বলেছেন: তোমার মতন গবেট মাথার মা টা নিয়ে হাতে
লুচির সাথে ভর্তা মেখে দিলাম তোমার পাতে

মাথার মা টা লুচির লু টা দুইলে মিলে মিশে
মালুভর্তা হয়েই গেলো দেখলে এবার কি সে? :)


বাজার কেমনে যাবে তুমি মাথায় গোবর ভরা
তারচে' বরং লিস্টি বানাও লেংরা, নুলো খোড়া।

ভাঙ্গা ঠাঙ্গে বাজার যাবে এতই তুমি হিরো?
ঠ্যাঙ ভেঙ্গেছো মারটা খেয়ে ভুলেই গেছো মিঃ জিরো?



=p~ =p~ =p~ =p~ =p~ =p~

এইটা মজার ছিল . . . এই লিষ্টিটা ভাল হইছে . . . :P

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫২

শায়মা বলেছেন: পটপটেদের হাড়ি যখন ভাঙ্গে হাটের মাঝে
চটপটিয়ে তারাই তখন লটপটিয়ে আসে

ধামার চাপায় মাংস ঢাকে শাকের চাপায় মাছ
নইলে তারা দৌড়ে পালায় শেওড়া তলার গাছ।

উপর থেকে ঢিলটা ছোড়ে আড়াল থেকে বসে
ভুলেই যায় ল্যাজটা কখন পড়লো খুলে খসে।

৯৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৭

রুমকিন বলেছেন:

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা X((

এবারও আপনি আগের ওয়ার্ড ২টা বাদ দিয়েছেন . . . X((

৯৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫০

অ তে আজগর বলেছেন: এইসব কি? X( X( X( X(

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৫

শায়মা বলেছেন: এইসব কাব্য চর্চা অজগরসাপ !!!:)

৯৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫১

মাহবু১৫৪ বলেছেন: আপনার পোস্টগুলো অনেক দেরিতে পড়া হয় আমার। যখন পোস্ট দেন তখন হয়তো ব্লগেই থাকি না। যখন পোস্ট পড়তে আসি তখন দেখি কমেন্ট ১৫০ - ২০০ এর উপর ছাড়িয়েছে। আমার কমেন্টগুলো তাই এতো শেষে থাকে। :(

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৬

শায়মা বলেছেন: তো কি হয়েছে ভাইয়া???

পড়ো যে তাতেই আমি খুশী।:)

৯৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৪

আজনবী বলেছেন: তুই দুঃখ হয়েই থাক........ এই দুঃখটা বড় দামী....
বাহ!!!!!!! খুব সুন্দরতো কথাটা। অনেক ভাল লাগল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫১

শায়মা বলেছেন: সুন্দর কিন্তু ভীষণ কষ্টের ভাইয়া!

৯৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৫

রাতুল_শাহ বলেছেন: শেষের দিকে এসে অনুভূতির মাত্রাটা বেড়ে গেছে।

যাহোক আপনার বন্ধু যেখানে থাকুক- ভাল থাকুক-সুস্থ থাকুক।

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: সেতো ভালোই আছে আর আমিও মন্দ নেই
তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে আঁকিবুকি কাটবেই ..

৯৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০১

sumon3d বলেছেন:
রুমকিন ভাইয়াকে আজকের মত ছেড়ে দিলাম। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৮

শায়মা বলেছেন: রাগ করো না ভাইয়া তুমি
বয়স ওটার বারো
বুদ্ধি সুদ্ধি আর বাড়েনি
সন্দেহ নেই কারো!

এ বছরের পরীক্ষাতে
পেয়েছিলো জিরো
তাই তো মেজাজ বিগড়ে আছে
মিঃ রুমকিন হিরোর!

ডোন্ট আসক মি কোন বিষয়ে
ব্যাকারণের পাতায়
দুই শূন্য পাবার চিত্রখানা
এখনও ওকে কাঁদায়!

তাই তো এখন অস হ্য ওর
কবিতা আর ছড়া
দেখলে পরেই মনে ভাসে
দুই হাতে কান ধরা!





৯৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৯

একজন আরমান বলেছেন: লেখক বলেছেন:
যদিও তাকে আমার কোনোই দরকার নেই।


এমন কেন বলছো আপু?

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৪

শায়মা বলেছেন: আজ চলতে শিখে গেছি তাকে নেই কিছু প্রয়োজন
তবু ভীষন অপ্রয়োজনেই তাকে খুঁজেছে আমার মন!:(

কত সুখ পাওয়া হয়ে গেলো তাকে ভুলে গেছি কতবার
তবু ব হুদূর হতে তার গান গুলো ভেসে আসে বারবার!

১০০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:১৪

অ তে আজগর বলেছেন: লেখক বলেছেন: এইসব কাব্য চর্চা অজগরসাপ !!!


আর ইউ ক্রেজি? X( X( X( X( X( X( X( X( X(

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৪

শায়মা বলেছেন: সামটাইমস সাম পিপল সে , আই এ্যম ক্রেজি!:(

১০১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩৬

সীমানা ছাড়িয়ে বলেছেন: এই দুঃখটা বড় দামী ... মন ছুয়ে গেল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬

শায়মা বলেছেন: পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!

১০২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৮

মুকুট বিহীন সম্রাট বলেছেন:
আমি কত কত বার আঁকি তোর ছবি অমর কল্পনাতে
আজও জ্বলে যাই আজও পুড়ে যাই তোর দুচোখের অবসাদে
দেখ নীল নীল আকাশের মত অনন্ত হাহাকার
আজ বুকের ভেতর ভাঙছে ভাঙছে ভেঙ্গে সব চুরমার।


আমি ভালো আছি শায়মাজী :)

তুমি কেমন আছো?

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩২

শায়মা বলেছেন: জানি তুমিও ভালোই আছো আর আমিও মন্দ নেই
তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে আঁকিবুকি কাটবেই......

জানি কল্পনাতেই চুপি চুপি আজ মুখখানি এঁকে চলা
নীরব রাতের আড়ালে ধূপের পুড়ে পুড়ে জ্বলে যাওয়া

দেখো নীল নীল ঐ আকাশের পানে যেথা অনন্ত হাহাকার
ঐ মেঘের আড়ালে উঁকি দিয়ে যায় ভেজা চোখ বারে বার।

কত যুগ কেটে গেলো তবু ভোলাও হলোনা তারে
বহূদূর হতে তার গান গুলো বার বার মনে পড়ে।

আজ থমকে দাঁড়াই আমি, হঠাৎ বেভুল কোনো ডাকে
টান পড়ে সেই হৃদয়ের তারে বাঁধা ছিলো সাত পাঁকে

আজ ক্ষয়ে যাওয়া সেই শিথিল বাঁধন নেই কোনো তার দাম
তবুও বার বার কেনো মনে পড়ে আজ ভুলে যাওয়া সেই নাম!

১০৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৫

সালমাহ্যাপী বলেছেন: @রুমকিন ভাইয়া কেন শায়মাপুর পিছনে এত উঠে পড়ে লেগেছে সবই কিন্তু বুঝতে পারছি।যে যেটা না পারে অন্য কেও যদি সেটা পারে তাহলে ঐ মানুষটাকে হিংসা করাই স্বাভাবিক যেটা রুমকিন ভাইয়া করছে।

কি ঠিক বলেছিনা রুমকিন ভাইয়া??? ;) ;)


@শায়মা পু তোমার কবিতায় কবিতায় উত্তর দেয়া কিন্তু ভালোই লাগছে। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৭

শায়মা বলেছেন: ঠিক ঠিক এই তো আমি আগেই জানতাম তুমি আমার একটা বুদ্ধিমতী আপু। :)


আমারও মজা লাগছে কবিতা কবিতা গেইম।

অবশ্য ইহা আমার বহুদিনের পুরানো অভ্যাস!!:)

১০৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪২

তামিম ইবনে আমান বলেছেন:

আমার হারিয়ে যাওয়া তুই....
আজ হঠাৎ শূন্য সাঝে
তোর অবসাদ স্মৃতির পাহাড় দুঃখ হয়ে বাজে
ব্যাথায় ব্যাথায় ভাঙচুর কাল এই হৃদয়ের মাঝে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮

শায়মা বলেছেন: তামিমভাইয়া কেমন আছো???

তোমারও কি মনটা খারাপ হয়ে গেলো নাকি আমার মত?:(

১০৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৯

রুমকিন বলেছেন:

সালমাহ্যাপী . . . আপাজি আপনার কমেন্ট পড়ে বাকরূধ্য হয়ে গেছি B:-)

অনেক কষ্টে একটা কথাই বলতে পারলাম . . .

চোরে চোরে মাসতুত বোন . . . =p~ =p~ =p~ =p~ =p~ =p~


স্টিল . . . কবিতাটা অনেক পঁচা ছিল . . . /:)

এ্যান্ড আপনার লিষ্টিগুলাও অনেকই পঁচা :-B (এইটা ছিল পাংগা নেয়ার ফল :P )

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৩

শায়মা বলেছেন: পাংগা কি রুমকিনভাইয়া?
তুমি কি পাংগাসমাছ লিখতে চেয়েছিলে?

আহারে এখনও ভালো করে বাংলাটা শিখলেনা:(

ডাবল জিরো কি আর সাধে পেয়েছিলে!:(


কষ্ট হচ্ছে তোমার বাংলা টিচারের কথা ভেবে!:(:(




১০৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক পুরানো বন্ধুর কথা মনে পড়ে যাচ্ছে। :(
মন খারাপ করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৪

শায়মা বলেছেন: মন খারাপ করিয়ে দেবার জন্য ধন্যবাদ দিলে!!!!!!!

আর আমার মন খারাপের কি হবে!!!:(

১০৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫

জুন বলেছেন: আমার সবচেয়ে প্রিয় বন্ধুটি চলে গেছে না ফেরার দেশে শায়মা।
অপুর্ব সুন্দর কবিতাটি আমায় নষ্টালজিক করে তুল্লো ।
৩৭ নং ভালোলাগা :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১২

শায়মা বলেছেন: সেই না ফেরার দেশে ভালো থাকুক বন্ধুটা আপুনি.........

অনেক অনেক দোয়া তার জন্য.....

আর অনেক অনেক থ্যাংকস আমার লেখাটা পড়ার জন্য!

১০৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭

ওই চোরা বলেছেন: কবিতা মাথায় ঢুকেইনা,

কি করি??

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: এত সহজ কবিতা মাথায় না ঢুকলে তোমার মাথায় অপারেশন চালাতে হবে চোরভাইয়া।

খুলি কেটে কেটে মগজ ফুটো করে ঢুকিয়ে দেওয়া হবে এক একটা কবিতা।:)

১০৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৫

আমি ইহতিব বলেছেন: আপনাদের কবিতা পড়ে খুব আফসোস হয়, ইস আমিও যদি এতো সুন্দর করে কবিতা লিখতে পারতাম :(

অনেক ভালো লাগলো আপনার কবিতা। +++++++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৮

শায়মা বলেছেন: আমি পারলে তুমিও পারবে ভাইয়া


তবে এসবকে কবিতা বলা যায় কিনা জানিনা

কিন্তু যখন মন খারাপ হয় বা অনেক ভালো লাগার কোনো ফিলিংস তখন কিছু মিছু লিখে ফেলা এই আর কি।

১১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৭

একজন আরমান বলেছেন: লেখক বলেছেন: আজ চলতে শিখে গেছি তাকে নেই কিছু প্রয়োজন
তবু ভীষন অপ্রয়োজনেই তাকে খুঁজেছে আমার মন!

কত সুখ পাওয়া হয়ে গেলো তাকে ভুলে গেছি কতবার
তবু ব হুদূর হতে তার গান গুলো ভেসে আসে বারবার!



তাহলে তো তুমি অনেক স্বার্থপর আপু। :( :( :(

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৮

শায়মা বলেছেন: আহা আমি স্বার্থপর না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আর তুমি কি শুনি????X(

X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(X(




:P
:P
:P


১১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৪

রুমকিন বলেছেন:

একজন আরমান বলেছেন: লেখক বলেছেন: আজ চলতে শিখে গেছি তাকে নেই কিছু প্রয়োজন
তবু ভীষন অপ্রয়োজনেই তাকে খুঁজেছে আমার মন!

কত সুখ পাওয়া হয়ে গেলো তাকে ভুলে গেছি কতবার
তবু ব হুদূর হতে তার গান গুলো ভেসে আসে বারবার!


তাহলে তো তুমি অনেক স্বার্থপর আপু। :( :( :(



=p~ =p~ =p~ =p~ =p~ =p~


এইবার আসল কাহিনি ধরা পরে গেছে . . .আম জনতা এইবার ধরে ফেলছে . . . =p~ =p~ =p~ এনার বন্ধু ভাগবে নাতো কি আমদের বন্ধু ভাগবে ???

@একজন আরমান ভাই বলেন আপনার বন্ধু ভেগেছে ??
আমি সিওর ভাগে নাই . . . কিন্তু এনারটা ভাগবেই . . . =p~

আমাকে ইনি বন্ধুত্ব অফার করলেই তো আমি সাথে সাথে গলায় দরি দিতাম . . . /:)


কপালকুসমান্ড একটা /:)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৯

শায়মা বলেছেন: ঐ তোর ব্যান খাওয়ার শখ হইসে???X((

ভাগ এখান থেকে


গাধা!


কপালকুসমান্ড কিরে???


আসছেন ডাবল জিরো পাওয়া পন্ডিৎ!X((

১১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩১

একজন আরমান বলেছেন: আমি স্বার্থ আপন। ;) ;)

আর আপু আমি যাই হই না কেন অন্তত কাজ শেষ হয়ে গেলে কাউকে ভুলে যাই না। B:-/ B:-/

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩১

শায়মা বলেছেন: হা হা

তাইলে সব দোষ শায়ানের.........:)


ঐ লাইন গুলা শায়ানের গান থেকে নেওয়া ছিলো।:)


আমার কবিতার লাইনগুলা সব স্বার্থ আপন আপন!:) :) :)

১১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৭

রুমকিন বলেছেন:
@একজন আরমান . . . ভাই আপনার বিখ্যাত লাইটাও আর একবার বলে যেতেন . . . লাইনটা শুনলে মনে বড় সুখ অনুভূত হয় :-B

"তুমি অনেক স্বার্থপর"

8-|

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩২

শায়মা বলেছেন: বড় সুখ পাও সুখ পাও

........... সুখ মনে মনে

১১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লেগেছে ট্ট্যাজেডিময় কবিতা, এবং কথাগুলো। শিরোনামের লাইন দুটো অসাধারণ।



এখন ছুটন্ত সব কারে
আর জ্যাম রাস্তার ভীড়ে
আচমকা ক্ষন মন উচাটন খুঁজিনা আর তোকে
বাজেনা আর তোর মুঠোফোন আমার কাজের ফাঁকে!


এখানে 'কার' শব্দটা বেমানান লাগলো।



শুভ কামনা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

শায়মা বলেছেন: ভাইয়া জানি 'কারে' মেলেনি ঠিক ঠাক তবে কার ছাড়াও অন্য কিছু বসিয়ে দিতে আমার তেমন বেগ পেতে হত না কারণ তুমিই একমাত্র জানো আমি কোথা থেকে কোথায় উঠেছি।
তবে ভাইয়া এই লেখাটা আমার খুব সত্যি কিছু ফিলিংস নিয়ে লেখা যেটা আমি এই লেখায় ধরে রাখতে চেয়েছিলাম। আমার হারিয়ে যাওয়া বন্ধুটাকে আমি অনেক অনেক দিন খুঁজতাম ছুটন্ত গাড়িগুলির ড্রাইভিং সিটে বা জ্যামের মাঝে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখে তাই এমনটা লিখেছিলাম ভাইয়া।

১১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪০

রুমকিন বলেছেন:
@ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই . . . ভাই কই ছিলেন এতক্ষণ ?? আপনাকে + + :-B

আরো একটু খুজে দেখবেন ?? আমি সিওর আরো অনেক বেমানান শব্দ আছে . . . :-B

আমার মতে পুরাটাই বেমানান /:)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫২

শায়মা বলেছেন: তোমার এ কমেন্টের উত্তর আমি একটু পরে দিচ্ছি রুমকিন। অনেক বেড়েছো। তোমার একটু ভালো শিক্ষা দরকার এইবার।X(

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৫

শায়মা বলেছেন: শুনো রুমকিন
উপরে যদিও খলিলভাইয়ার( সোনাবীজ) কমেন্টে আমার এই লেখাটা নিয়ে আর তার মাঝে কার শব্দটার ব্যাবহার নিয়ে এক্সপ্লেনেশন দিয়েছি। তবুও তোমাকে আবার বলছি। আমার লেখাগুলো কবিতা, গল্প বা কিছুই হয় কিনা আমি আসলেই জানিনা। আমি লিখতে ভালোবাসি। আমার সুখ দুঃখ আনন্দ বেদনার স্মৃতিগুলোকে ধরে রাখতে চাই আমার লেখার মাঝে।
আমি ইন্ট্রোভার্ট তো তাই হয়তো লেখাগুলোই আমার একমাত্র বুক ভরে শ্বাস টেনে নেবার খোলা জানালা। আর এ লেখাটা লিখেছিলাম কোনো এক বিকেলে যখন আমি আমার এক হারিয়ে ফেলা বন্ধুকে অনেক অনেক মিস করছিলাম আর ঠিক ঠিক সেই অনুভুতিগুলোকেই লিখে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমার ঠিক ঠিক সেই কষ্ট বা দুঃখ পাবার অনুভুতিটাকে লিখে ফেলার মত সঠিক শব্দগুলো জানা নেই আমার। তবুও লিখেছিলাম।

আর কার কথাটা লেখার আগে ঠিক কি কি মনে আসছিলো সেটা বলি। যখন ঐ লাইন গুলো লিখছিলাম তখন আমার চোখে ভাসছিলো একটা ব্লাককালার গাড়ি আর তার পিছে লেখা লোগোগুলো।
লেখার খাতিরে শুধু কার শব্দটাই বসিয়ে দিলাম।

এখন ছুটন্ত সব কারে
আর জ্যাম রাস্তার ভীড়ে
আচমকা ক্ষন মন উচাটন খুঁজিনা আর তোকে
বাজেনা আর তোর মুঠোফোন আমার কাজের ফাঁকে!

জ্যামের ভীড়ে বা ছুটে যাওয়া কোনো গাড়িতে আমি অনেক অনেক দিন খুঁজেছিলাম তাকে। আর বাকীটা.......
সব অনুভুতিগুলো শব্দ বাক্যে ঠিকঠিকভাবে আনা আসলেই অনেক কঠিন আমার জন্য। তাই বলে কার বাদ দিয়ে অন্য কিছু বসিয়ে দেওয়া তেমন কঠিন ছিলোনা। শুধু সত্যিকারের অনুভুতিটাই লিখতে গিয়ে আমি কার শব্দটা ইউজ করেছি।
এটা নিয়ে খলিলভাইয়া বলতে পারে। হি ইজ মাই গুরু। আমার অনেক অনেক লেখার ভুল ত্রুটি শুধু শুধরে দেওয়াই না অনেক অনেক অনেক কিছুতেই ভাইয়া আমাকে অনেক হেল্প করেছেন কিন্তু তুমি বলার কে হে?

দূরে গিয়ে মরো। X(

তোমার মত নির্বোধকে চেনা আছে আমার।

১১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: কপালকুসমান্ড কিরে???


আসছেন ডাবল জিরো পাওয়া পন্ডিৎ =p~ =p~ =p~

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

শায়মা বলেছেন: :P

ঠিকই তো।:)


আসক হিম ও ডাবল জিরো পেয়েছিলো বাংলায় ক্লাস সিক্সে থাকতে।

এখন অবশ্য অনেক মিথ্যাবাদী হয়েছে নাও স্বীকার করতে পারে। :(

১১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

বিশ্ব নাতি বলেছেন: শুরু করলাম তোমারে দিয়া ;)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

শায়মা বলেছেন: হায় হায় এইটা কেমন নিক!!!!

তুমি আমাদের নাতি নাকি বাবু?

১১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৯

বিষের বাঁশী বলেছেন: দু:খটাকে দাও না দিয়ে ছুটি
ও মেয়ে তুমি কেন এমন করে কাঁদো?
যে গিয়েছে না ফেরার দেশে,
তার কথা কেন এমন করে ভাবো?
সে তো তোমায় ভুলেই গেছে,
তুমিও যাও না ভুলে,
কি আর হবে স্ম্বতিপটে
কষ্টের ছবি এঁকে?

--- আপনার কবিতাটা পড়ে এতো ভাল লাগলো যে দুই ছত্র লিখেই ফেললাম। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০০

শায়মা বলেছেন: দুঃখ করেই রেখেছি আজ তারে
সেই তো আমার একটা মাত্র সুখ
ফেরাবো না কখনও আর তারে
কষ্টে যদি ফাঁটেও আমার বুক।

ভুলে গেছে?
তাকেও ভুলে ঠিক থেকেছি আমি
ভুলতে ভুলতে আবার মনে ঠিক রেখেছি আমি।:(

১১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০১

বড় বিলাই বলেছেন: বন্ধুদের যে কত মিস করি, আরও মিস করি ওদের সাথে কাটানো সময়গুলো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৮

শায়মা বলেছেন: সেইতো

সেই সময়গুলো আর ফিরে আসবেনা আপুনি।

১২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাখ্যা হৃদয়গ্রাহী হয়েছে এবং গ্রহণযোগ্য। কবিতাটা খুব নিটোল ও সুন্দর। আপনার প্রায় লেখাই আগের লেখাকে ছাপিয়ে যায়, এটা একটা খুব ভালো বৈশিষ্ট্য।

শুভ কামনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!:)

১২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৮

রুমকিন বলেছেন:
আমি আম জনতা . . . আপনার এই সব অখাদ্য আমাদের খেতে হয় . . . আমরা বলবই X((

বাংলা কবিতায় আপনি ইংলিশ শব্দ "কার" লাগাই দিবেন . . . কি আল্লাধ ?? হবে না . . . জাতি এ অবিচার মানবে না . . .

গুরুর দোহাই দিয়ে কি মনে করেছেন পার পেয়ে যাবেন ?? হবে না . . . এত্তবড় এক্সপ্লেনেসন দিলেও . . . কবিতা টা অনেক পঁচা ছিল . . . /:)

আমার কথা না . . . আপনার গুরুজীও বলছে :-B

আর . . .


আসক হিম ও ডাবল জিরো পেয়েছিলো বাংলায় ক্লাস সিক্সে থাকতে।

এখন অবশ্য অনেক মিথ্যাবাদী হয়েছে নাও স্বীকার করতে পারে। :(



মিথ্যাবাদী আমি হইছি !! X((

আপনি যে আধা নিউজ দেন সেটার কি ?? X((

ডাবল জিরোর আগে যে একটা ১ ছিল ঐটা কে বলবে ??? আমার _____ X((

বাচ্চা মেয়ে পেয়ে বুদ্ব্ধ বানান নাহ ??? X((



আর আমাকে ব্যান এর ভয় দেখাই লাভ নাই . . . =p~ =p~ =p~ =p~ =p~


কপালকুসমান্ড

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৭

শায়মা বলেছেন: তোমাকে খেতে বলছি?

এইটা কি ঝাল আলুচপ?? নাকি তোমার মালুভর্তা?

আসছো কেনো? কে বলছে আসতে?

তোমার পায়ে ধরে কেউ ডেকে আনতে যায়নি।

দূরে গিয়ে মরতে বলেছি।



ইশ কবিতা বুঝেনা আবার দৌড়ায় আসছে

আল্লাদ তো তোমারটা দেখেই আমি বাঁচলাম না।

আমার কবিতায় আমি কার লাগাবো কাকে ধরে মার লাগাবো সীপ লাগাবো জীপ লাগাবো তোমার কি?

গুরুজী মোটেও তোমার মত না। মোটেও তাহা বলেনি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩১

শায়মা বলেছেন:
মিথ্যাবাদী আমি হইছি !!

আপনি যে আধা নিউজ দেন সেটার কি ??

ডাবল জিরোর আগে যে একটা ১ ছিল ঐটা কে বলবে ??? আমার _____

বাচ্চা মেয়ে পেয়ে বুদ্ব্ধ বানান নাহ ???

ডাবল জিরো পাইসিলা তার প্রমান এই টা বুদ্ব্ধ :) :) :)

আর ডাবল জিরোর আগে একটা ওয়ান ছিলো সেটা তোমার কে বলবে জানো?

স্বপ্নপরী......:)

কারন ডাবল জিরো পেয়ে স্বপ্নে সেদিন দেখছিলে সামনে একটা ১।

স্বপ্নপরী তোমাকে স্বপ্ন দেখাইছিলো।

জেগে থেকে তো আর পরীক্ষার হলে সেটা পাবেনা তো স্বপ্ন ছাড়া উপায় কি?? তো ডাকো তোমার সেই স্বপ্নপরীকেই। বলে দিয়ে যাক সে।:)

১২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪০

রুমকিন বলেছেন:
গুরুজী কি একটু পাম্প দিল আর আপনি তো দেখি ভেসেই গেলেন /:)

কামটা কি ঠিক হলো ???? X((

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৫

শায়মা বলেছেন: আমি ভাসি আর ডুবি তোমার কি ? X(( মা টা বাদ যাবে)

১২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৪

রুমকিন বলেছেন:
আপনার কথা বলি নাই . . . ভেসে গেছেন আপনার গুরুজী . . . আপনার ঘুষ খেয়ে /:)

আপনি ভেসে গেলে তো আমি খুশিই হতাম /:)

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৭

শায়মা বলেছেন: ঐ

X(

তোমার খুশী হবার ধার ধারি?

১২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৬

রুমকিন বলেছেন:

ওকে ফাইন . . . এই সব অখাদ্য লেখা বন্ধ করে দিন . . . জীবনেও এই দিক মারাবোও না . . .

আর একটা শর্ত আছে . . . আপনি যে চোরের মত আমার লকার ঘাটা ঘাটি করে আসেন ঐটাও বন্ধ করতে হবে /:)

লগ আউট করেও না . . . ঐটাও আমি চেক করতে পারি . . . /:)

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৯

শায়মা বলেছেন: হুহ!

সবখানে পন্ডিতি দেখাইওনা রুমকিন বেবু।

এহ চেক করতে পারেন ( ভাগ্যিস এই ফানি কথাটা কোনো মডুভাইয়ারা শুনেনি। শুনলে হাসতে হাসতে পেট ফেটে মারাই যেত মনে হয়)

তোমার এখানের একদিন বয়স থেকে আমার চেনা।

আসছো মাতবরী করতে!!!


তোমার কথা মত অখাদ্য লেখা বন্ধ করে তোমার মত ১৮+ জোকস সুখাদ্য লেখা শুরু করবো না???


আর তোমার লকার ঘাটাঘাটি করি মানে ??

সেখানে ফুটা পয়সা্ও আছে নাকি নেবার মত???

আহারে কি স্বপ্ন!!!


চোর তো তুমি নিজেই । বড় চোর ! শুধু চোর না নিষ্ঠুর টাইপ শয়তান চোর।:X(

নিজেই চোরের মত আসো। আজ অখাদ্য দেখে আর চুপ থাকতে পারলেনা ........

কি বেহাইয়া......

তবুও ঢঙ আর কুটনামী স্বভাব গেলোনা।

আল্লাহ তোমার রহম করুন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৫

শায়মা বলেছেন: ও আরেকরা কথা।

অখাদ্যটা তোমাকেই দিলাম। বাড়ি নিয়ে যাও।

আরও একটা অখাদ্যের সাথে ডেজার্ট!:)


http://www.mediafire.com/?1gy72vel88ud0y8

১২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৫

রুমকিন বলেছেন:
আমার লকারের ১৮+ জোকস পড়তে যায়টা কে ?? X((

আর আমি মটেও চোরের মত আসি না . . . আমি বাঘের মত আসি এবং বলেও যাই এই সব অখাদ্য X((

আপনি যান চোরের মত . . . তাও আমি ঘুমাই গেলে পর X((

আল্লাহ তো আমাকে রহম করবেনই . . . কিন্তু আমি চিন্তা করি অন্য কথা . . .

আল্লাহ আপনার মাথায় বাজ কেন ফেলতেছে না . . . /:)

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৮

শায়মা বলেছেন: ঐ X(


আর একবার যদি দেখি তোকে ব্লক করে দেবোই।

১২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৯

রুমকিন বলেছেন:
এই সব ডেজার্ট আপনার গুরুজীকে দিন . . . উনি খেয়ে বলবেন উহ . . . আহ . . শায়মা . . . আপনার প্রায় ডেজার্ট ই আগের ডেজার্ট কে ছাপিয়ে যায়, এটা একটা খুব ভালো বৈশিষ্ট্য।

কপালকুসমান্ড

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১১

শায়মা বলেছেন: ব্লক করা হলো!!

১২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৯

শহিদুল ইসলাম বলেছেন: ১৮+ জোকাস নিয়ে কি যেন আলোচনা হচ্ছে দেখলাম :#> :#>

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৩

শায়মা বলেছেন: হুম!


রুমকিন ভাবে ১৮+ উনার জোকসগুলাই শুধু সুখাদ্য! আর অন্যদের কবিতা অখাদ্য।

তবে ভাইয়া জানো? উনি জোকের থেকেই আরও একটা জিনিস ভালো পারেন।

উনি সেটাই সর্বদা ফার্স্ট!

সেই সাবজেক্ট এর নাম ঝগড়া।:)

একা একা ঝগড়া করুক। আমি ঘুমাতে গেলাম।

১২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১১

জাহাঙ্গীর আলম অপূর্ব্ বলেছেন:
বাহ এখানে তো ভালই জমেছে দেখছি!!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৮

শায়মা বলেছেন: হ্যাঁ ভাইয়া পাগলামী জমে উঠেছে!:)
মিঃ রুমকিনের পাগলামী দেখছি আমরা!


তার পাগলামী অবশ্য অনেক আগে থেকেই জানা আবার নতুন করে দেখলাম!:)

১২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৪

রুমকিন বলেছেন:

@শহিদুল ইসলাম ভাই . . . এখানে বাজ পরা নিয়েও আলোচনা হচ্ছিল . . . আপনার মাথায় পরার জন্যও কি একটু দোয়া করবো ???

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৫

শায়মা বলেছেন: নিজের মাথায় পড়ার জন্য করোনা কেনো?:)

অন্যের মাথা নিয়ে কেনো এত চিন্তা?

১৩০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৬

রুমকিন বলেছেন:

এই যে . . . শুনেন . . . ব্লক ঠিক মত হয় নাই . . . কোন কাজই তো ঠিক মত পারেন না . . . /:)

ঠিক মত ব্লক করে যান . . . X((

কপালকুসমান্ড

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৯

শায়মা বলেছেন: দয়া করে করি নাই এইটাও বুঝিসনা?


১৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৭

রুমকিন বলেছেন:

ঘুমাতে যাবার আগে আবার আমার লকারে ঢুকে গেছে . . . X((

আর বেহাইয়া নাকি আমি ????? X((

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৪

শায়মা বলেছেন: নং ওয়ান!:)

১৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪১

হামিম কামাল বলেছেন: দারুণ লাগলো!

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫০

শায়মা বলেছেন: পড়ার জন্য থ্যাংকস অনেক অনেক আমার মন খারাপের লেখাটা।

১৩৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:২০

নীল-দর্পণ বলেছেন: তুমি যে কিভাবে এত সুন্দর করে লিখতে পারো। তোমাকে আমার খালি হিংসে হয় :(

অট: মোগলাই পরোটার রেসিপিটা কিন্তু অবশ্যই অবশ্যই অবশ্যই দিবে। আমি তোমারটা শিখতে চাই। দিবে কিন্তু মনে থাকে যেনো

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৬

শায়মা বলেছেন: ওকে নীলুমনি চিত্রসহ বর্ণনা দিয়ে দেবো কালকে।:)

১৩৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫০

অনন্ত দিগন্ত বলেছেন: এমন করে কখনো লিখতে নেই জানোনা ? X(

কবিতাটা পড়তে পড়তে এই গানটির কথা মনে পড়ে গেল ....

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৭

শায়মা বলেছেন: গান তো শোনা যায়না , দেখা যায়না আজকাল আর জাননোনা অন্তমনি!!:(

১৩৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৬

জাহাঙ্গীর আলম অপূর্ব্ বলেছেন: :D :D :D :D :D :D :) :) :) :) :) :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৪

শায়মা বলেছেন: ভাইয়া এত হাসো কেনো???


আমিও আজকে হাসতে হাসতে মারা যাচ্ছি তবে ভয়ে আছি কখন রুমকিন পাগলটা আবার এসে হাজির হয়।:P

১৩৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৭

আদ্রিতা বলেছেন: অফলাইনে পড়ছিলাম। পড়া শেষে অনলাইনে এসে কিছু না বলে পারলাম না। + :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৯

শায়মা বলেছেন: আদ্রিতামনি তুমি কি জানো আই লাইক ই সো মাচ!!!
কেনো তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ তুমি একটা সত্যিকারের শিল্পী। মজার আর মনের আনন্দে শিল্প নিয়ে মেতে আছো তেমনি লাগে আমার।

আর তোমার কমেন্ট রিপ্লাই পড়ে আমি হাসতে হাসতে মরে যাই বাট ভয়ে তোমাকে কমেন্ট দেইনা তেমন।:P

আই লাভ ইউ সো মাচ আপুনি। অনেক অনেক বড় একটা মানুষ হও জীবনে। অনেক দোয়া করি তোমার জন্য।

অমার মত হাসিখুশী একটা মেয়ের আমার দুঃখের কবিতাটা এত পছন্দ হবার কারণ কি জানো তুমি অনেক অনেক ইমোশনাল!
আমি যখন কবিতাটা লিখছিলাম আমার মন খুব খারাপ ছিলো । আমার ইচ্ছে হচ্ছিলো সব রাগ দুঃখ আর অহংকার ভুলে এক ছুটে চলে যাই আমার প্রিয় বন্ধুটার কাছে। কতদিন মনের অর্গল খুলে কথা হয়না আমার আর তার সাথে।:(

১৩৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৫

মোঃমোজাম হক বলেছেন: ছবিগুলি সত্যিই খুব ভাল হয়েছে।

বন্ধু হারানোর ব্যথা আমি কয়েক মাস আগে পেয়েছি।সত্যিই ভাষায় বুঝানো সম্ভব নয়।
তবে তোমার কথা আলাদা।কবিতাটি ভাল লেগেছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: আমার কথা আলাদা কেনো ভাইয়া?:(

আমি বন্ধুটাকে হারিয়েছি ঝগড়া করে!:(

মানে আমি ঝগড়া করিনি আমি কি কারু সাথে ঝগড়া করতে জানি বলো?:(

সেই ঝগড়াটে ছিলো।:( :(

কিন্তু এখন ভাবি কেনো যে আমি ঝগড়া করতে গেছিলাম !!!

যাইহোক এ লেখাটা লেখার সময় ভীষন মন খারাপ হয়েছিলো ভাইয়া।

১৩৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৫

জাহাঙ্গীর আলম অপূর্ব্ বলেছেন:
তোমাদের ব্যাপার স্যাপার দেখে হাসি। তুমি যখন যখন বলছো রুমকিন পাগলামি করছে, তোমার মজা লাগছে, তাহলে ঠিকই আছে, তুমি ওকে চেন, আমি তো প্রথম দেখছি, তাই আমার কাছে প্রথমে ওর আচরন বিরক্তিকরভাবে হ্যাংলামি মনে হয়েছে, কিন্তু তুমি যেহেতু বলছো এটা ওর পাগলামি, তাহলে পাগলামিই হবে

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৪

শায়মা বলেছেন: হা হা ঠিক বলেছো ভাইয়া

যে কেউ ওকে দেখলে পাগলামী বা হ্যাংলামীই বলবে আর সে আসলেই ......:P
আর আমি ওকে চিনতাম। এখন আর চিনিনা।:(

তার পাগলামী বা হ্যাংলামী সবসময় এনজয় করছিনা বাট সে সবের ধার ধারবে বলে মনে হচ্ছে না। পাগলরা কি কারো ধার ধারে বলো? সে তো এসেছেই ঝগড়া লাগাতে। X((

১৩৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৭

অনন্ত দিগন্ত বলেছেন: গানটা ছিলো ------


এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে
সকাল বিকেল বেলা
কত পুরোনো নতুন পরিচিত গান
গাইতাম খুলে গলা ....
কত এলোমেলো পথ হেটেছি দুজন
হাত ছিলো না তো হাতে
ছিলো যে যার জীবনে দুটো মুঠ
ছিল জড়াজড়ি এক সাথে ....

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৩

শায়মা বলেছেন: আরে ঐ গান শুনেই তো মনে পড়ে গেলো কত শত দুঃখের কথা!!:(
আর তাই তো লিখলাম।

তবে ইউটিউব এখন কাজ করেনা তাই গানাট দিতে পারিনি।:(

১৪০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৮

অনন্ত দিগন্ত বলেছেন: ইউটিউব কাজ না করলে শুধু অডিও টা ই দাও ...

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২০

শায়মা বলেছেন: তুমি দিয়ে দাও!!!!!!!!!!!:)

১৪১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২২

জাহাঙ্গীর আলম অপূর্ব্ বলেছেন: ইউটিউব এখনও কাজ করছে, শুধু এড্রেসের শুরুতে https:www.youtube দিয়ে শুরু করো তাহলেই পাবে

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

১৪২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪৯

লেডি বার্ড বলেছেন:
লেখক লিখিয়াছেন:

আমার হারিয়ে যাওয়া তুই....
আজ হঠাৎ শূন্য সাঝে
তোর অবসাদ স্মৃতির পাহাড় দুঃখ হয়ে বাজে
ব্যাথায় ব্যাথায় ভাঙচুর কাল এই হৃদয়ের মাঝে।


মুকুট বিহীন সম্রাট বলেছেন:

আমি কত কত বার আঁকি তোর ছবি অমর কল্পনাতে
আজও জ্বলে যাই আজও পুড়ে যাই তোর দুচোখের অবসাদে
দেখ নীল নীল আকাশের মত অনন্ত হাহাকার
আজ বুকের ভেতর ভাঙছে ভাঙছে ভেঙ্গে সব চুরমার।


ওয়াওওও দারুনস.............

তয় এতই যহন সব ভাইঙা চুইড়াই গেছে তো রিসাইকেল বিনে ফালাইয়া দিলেই অয়। :P :P

একটা জোশ গান মনে অইছিলো, কিন্তুক তুমি নালী তো চলে না। :( পরে আইসা দিয়া যামু। :-B


:) ও হে ল্যাহা ভালা পাইছি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৭

শায়মা বলেছেন: চাইলেই কি রিসাইকেলবিনে ফেলা যায় আপু!:(

আমি এসেছি!

গানটা দাও এবার!

১৪৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪৯

রঙ পেন্সিল বলেছেন: তুই দুঃখ হয়েই থাক........ এই দুঃখটা বড় দামী....
:|

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৪

শায়মা বলেছেন: লেখাটা সেদিন বিকালে খুব খুব মন খারাপ থেকে লিখেছিলাম!

১৪৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৮

জাহাঙ্গীর আলম অপূর্ব্ বলেছেন: https://www.youtube.com

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

১৪৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৯

সিয়ন খান বলেছেন: তুই দুঃখ হয়েই থাক........ এই দুঃখটা বড় দামী.....

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৯

শায়মা বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!

১৪৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৯

kew বলেছেন:
বলতে পারিস ঠিক কিভাবে ভুলবো তোকে কবে?
তুই যেমনি ভুলে গেছিস সেই কবে সেই কবে !

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩২

শায়মা বলেছেন: এইবার ইনশাল্লাহ ঠিক ঠিক ভুলে যাবো!

আর ভুল হবেনা!:(

১৪৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৮

দুই দুয়ারী বলেছেন: শ্যমা বেবি রুমকিনের উপর রাগ করে তুমিও একটা ১৮+ পোষ্ট দিয়ে দাও দেখি.... =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: এই ব্লগের এতগুলো মানুষের হার্ট এ্যটাকের দায় আমি নিতে পারবোনা টানজু!:(

১৪৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৪

ফয়সাল হুদা বলেছেন:
প্লাস দিয়ে ভাবি

কোনটা বেশী সুন্দর ?
কবিতা ,চিঠি না গান ?
নাকি সবগুলোই !!

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৭

শায়মা বলেছেন: জানিনা ভাইয়া

অনেক অনেক মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে তখন এমন অনেক আবোল তাবোল লিখে ফেলি!:(

১৪৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৫

েরজা , বলেছেন:



কবিতার মাঝখানে ছবি দেন কেন ?
এটা পড়ার সময় পাঠকের একাগ্রতা নাস্ট করে , আর ছবি তো আকবে পাঠক !!

সব জায়গায় লেখকেকে গাইড হিসাবে কাজ করতে হয় না !!!
আপনাকে মনে হয় আগেও একদিন বলেছিলাম ।

যাই হোক - আপনার এই লেখাটা খানিকটা হলেও পড়া যায় মানে আপনার আর বেশীরভাগ লেখার মত পাঠের অযোগ্য নয় ।


----

" অবসরের অবসাদে " -- অবসাদ-টা অবসরের না হলে তাহলে "অবসাদটা" আরও বেশী গুরুত্ব পেত । এখানে "অবসাদটা" টাকে আপনি হালকা করে ফেলেছেন ।

--------------


কত সকাল দুপুর রাত
কেটেছে এক সাথে
মুখোমুখি নির্বাক ক্ষন হাত রেখে তোর হাতে
দুঃখ গুলো আড়াল করে মনের জানালাতে।

দুঃখ গুলো আড়াল করলে সেই ইনটিমেসি টা তো আর থাকল না ।
পুরা ব্যাপারটাই তার গুরুত্ব হারাল , ওয়েটেজ করে গেল আরকি !!

-------------------

কত মান আর অভিমানে
কত ভালোবাসার গানে
ঝগড়া বিবাদ রাগ অনুরাগ সেই দুটো মন জানে

স্মৃতির ক্যালেন্ডারে ওড়ে ভালোবাসার মানে!


প্রথম তিন লাইনের সাথে চার নম্বর লাইন টা কিভাবে আবলেন , পাঠক কো-রিলেট করবে কিভাবে ?
আর ভালবাসার মানে স্মৃতির ক্যালেন্ডারে কেন উড়বে ?
প্রথম তিন লাইন একদিকে যেতে বলছে আর চার নম্বর লাইন যাচ্চে আর এক দিকে । এই সব কী ?

চার নম্বর লাইনটা পাল্টান !!


--------------------------------


কত নতুন দিনের কাজে
কত নতুন স্মৃতির মাঝে
স্মৃতির মুকুর মুখখানি তোর আমার চোখে ভাসে
তোকে ভুলতে গিয়েও এ মন আবার তোকেই ভালোবাসে।

মুখখানি - স্মৃতির মুকুর হল কিভাবে ?
এটা একটা উপমা হল !!!!
উপমা একটা দিলাই হল ।

----------------------

এখন ছুটন্ত সব কারে
আর জ্যাম রাস্তার ভীড়ে
আচমকা ক্ষন মন উচাটন খুঁজিনা আর তোকে
বাজেনা আর তোর মুঠোফোন আমার কাজের ফাঁকে !

মুঠোফোন টা বলতে পেরেছেন আর কারের কিছু বিকল্প খুজে পান নাই ?

-------------------------

অহংকারের কাছে
আজ ভালোবাসার পরাজয়
আমরা দুজন দুই বিজয়ী পাথর দুই হৃদয়
তবু বর্ষন আর ব্যাথার ক্ষরণ সেই পাথরের ক্ষয়......

সেই পাথরের ক্ষয়- বহু ব্যবহার দোষে দুস্ট , আপনার শব্দভান্ডার আরও বেশী সমৃদ্ধ হওয়া উচিৎ ।

---------------

আমার হারিয়ে যাওয়া তুই....
আজ হঠাৎ শূন্য সাঝে
তোর অবসাদ স্মৃতির পাহাড় দুঃখ হয়ে বাজে
ব্যাথায় ব্যাথায় ভাঙচুর কাল এই হৃদয়ের মাঝে।

দুঃখ হয়ে বাজে - এক দু:খ আর কত লোক কতকাল ধরে বাজাবে ?

ব্যাথায় ব্যাথায় ভাঙচুর কাল এই হৃদয়ের মাঝে - এই লাইনটা পাল্টান ।


লেখার আগে প্রচুর পড়তে হয় ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫২

শায়মা বলেছেন: আমার হারিয়ে যাওয়া তুই....
আজ হঠাৎ বিকেলবেলা
চঞ্চলমন উদাসহাওয়ায় লাগছে ভীষন একা
হাজার বছর হাত দুটো তোর হয়নি ছুঁয়ে দেখা।

কত সকাল দুপুর রাত
কেটেছে এক সাথে
মুখোমুখি নির্বাক ক্ষন হাত রেখে তোর হাতে
ভালোবাসা উথাল পাথাল মনের জানালাতে।

কত মান আর অভিমানে
কত ভালোবাসার গানে
ঝগড়া বিবাদ রাগ অনুরাগ সেই দুটো মন জানে
আজ সময়গুলো খুঁজতে ব্যাকুল ভালোবাসার মানে!

আজ কোথায় আছিস তুই
আর কোথায় আছি আমি
একদিন তোর খবর গুলোয় আমিও ছিলাম দামী
তোর নতুন পাতার খবর খাতায় আজ আর নেই আমি।

জানি ভালোই আছিস
তোকে থাকতে ভালো হবে
বলতে পারিস ঠিক কিভাবে ভুলবো তোকে কবে?
তুই যেমনি ভুলে গেছিস সেই কবে সেই কবে !


কত নতুন দিনের কাজে
কত নতুন স্মৃতির মাঝে
হঠাৎ কেনো মুখখানি তোর আমার চোখে ভাসে?
তোকে ভুলতে গিয়েও এ মন আবার তোকেই ভালোবাসে।

ব্যাস্ত পথের ধারে
জ্যামরাস্তার ভীড়ে
আচমকা ক্ষন মন উচাটন খুঁজিনা আর তোকে
বাজেনা আর তোর মুঠোফোন আমার কাজের ফাঁকে !

অহংকারের কাছে
আজ ভালোবাসার পরাজয়
আমরা দুজন দুই বিজয়ী পাথর দুই হৃদয়
তবু বর্ষন আর ব্যাথার ক্ষরণ অঝরধারায় বয়......

আমার হারিয়ে যাওয়া তুই....
আজ হঠাৎ শূন্য সাঝে
তোর অবসাদ স্মৃতির পাহাড় দুঃখ হয়ে বাজে
তবু চাইনা ফিরে তোকেই (তোর মত নেমকহারাম) আমি
এই আমারই কাছে। X(


যদিও একজন বিখ্যাত কবি একবার আমাকে বলিয়াছিলেন, কবি কেনো ঠিক কি কারণে কোন অনুভুতিতে কোন উদ্দেশ্যে কোন ভাবাবেগে আক্রান্ত হইয়া তাহার অমূল্য কাব্য রচনা করেন তাহার জবাবদিহি দিতে বাধ্য নহে। কাব্য বা অনেকের চোখেই আবোল তাবোল পাগলামী রচনা একজন কবির হৃদয়ের অনেক অনেক বড় অনুভুতির প্রতিফলন। এমনটাই মনে হয় আমারও। যদিও কবি হিসাবে আমি নিজেকে দাবী করিনা তবুও কবিদের মত নিজের মনের কিছু একান্ত অনুভুতিকে কাব্যের আকারে রুপ দিয়া সেই মুহুর্তটুকুকে ধরে রাখার চেষ্টা করি। তবুও তোমার কিছু প্রশ্নের উত্তর দিলাম আজকে সময় করে----


আর উপরে তোমার কথা শুনে কিছু কিছু শব্দের রদ বদল ঘটালাম যা তোমার চাহিদা অনুযায়ী ও আমার জবাবের অংশ বিশেষ স্বরুপ। তবে তা শুধুই জবাবের অংশ আমার কাছে মোটেও গ্রহনযোগ্য নয়।আমার কবিতা আমি আমার মতই রাখবো।:)

এখন আসি জবাবের খাতিরে তোমার প্রশ্ন গুলোর ব্যাখায় -----

েরজা , বলেছেন:
কবিতার মাঝখানে ছবি দেন কেন ?
এটা পড়ার সময় পাঠকের একাগ্রতা নাস্ট করে , আর ছবি তো আকবে পাঠক !!
সব জায়গায় লেখকেকে গাইড হিসাবে কাজ করতে হয় না !!!
আপনাকে মনে হয় আগেও একদিন বলেছিলাম ।
যাই হোক - আপনার এই লেখাটা খানিকটা হলেও পড়া যায় মানে আপনার আর বেশীরভাগ লেখার মত পাঠের অযোগ্য নয় ।

তোমার কাছে এ লেখা খানিকটা হলেও পাঠের অযোগ্য নয় জানিয়া বাধিত হইলাম রেজাভাইয়া।:) তবে লেখার মাঝে আমি মাঝে মাঝেই ছবি দেবো। পাঠের একাগ্রতা নষ্ট হলেও আমি আমার কবিতার কিছু চিত্রায়ন নিজেই করতে চাই। পাঠক ক্ষুন্ন হলে .....:( বাট এটা যেহেতু শুধু তুমিই বলেছো কাজেই আমার চিত্রায়িত কাব্য তোমাকে সযতনে এ্যাভোয়েড করার জন্য অনুরোধ জানানো হইলো।:(
----
" অবসরের অবসাদে " -- অবসাদ-টা অবসরের না হলে তাহলে "অবসাদটা" আরও বেশী গুরুত্ব পেত । এখানে "অবসাদটা" টাকে আপনি হালকা করে ফেলেছেন ।
--------------
হতে পারে তবে আমার কাছে উহাই সবচাইতে গুরুত্বপূর্ন শব্দ কারণ অবসরে মাঝে মাঝে মন অবসাদে জড়ায় আর তখন একা লাগে। হারিয়ে যাওয়া বন্ধুকে মিস করি আমি। কাজেই আমি আমার কবিতায় ঐ লেখার যথার্থ রুপ দানে করেছি বলেই আমার নিজের কাছে ভালো লাগা।


কত সকাল দুপুর রাত
কেটেছে এক সাথে
মুখোমুখি নির্বাক ক্ষন হাত রেখে তোর হাতে
দুঃখ গুলো আড়াল করে মনের জানালাতে।
দুঃখ গুলো আড়াল করলে সেই ইনটিমেসি টা তো আর থাকল না ।
পুরা ব্যাপারটাই তার গুরুত্ব হারাল , ওয়েটেজ করে গেল আরকি !!
-------------------
এখানেও তোমার কাছে গুরত্ব হারালো বাট আমার কাছে কবিতাটা গুরুত্ব বাড়ালো। কারণ আমরা আসলেই নিজেদের দুঃখগুলোকে আড়াল করে হাসিমুখে থেকেছিলাম।

কত মান আর অভিমানে
কত ভালোবাসার গানে
ঝগড়া বিবাদ রাগ অনুরাগ সেই দুটো মন জানে
স্মৃতির ক্যালেন্ডারে ওড়ে ভালোবাসার মানে!
প্রথম তিন লাইনের সাথে চার নম্বর লাইন টা কিভাবে আবলেন , পাঠক কো-রিলেট করবে কিভাবে ?
আর ভালবাসার মানে স্মৃতির ক্যালেন্ডারে কেন উড়বে ?
প্রথম তিন লাইন একদিকে যেতে বলছে আর চার নম্বর লাইন যাচ্চে আর এক দিকে । এই সব কী ?
চার নম্বর লাইনটা পাল্টান !!

আবলেন কি বুঝলাম না তবে যারা কবিতা পাঠক তারা মনে হয় ঠিকই রিলেট করে ফেলবে যে সেই মান অভিমান গান আর ভালোবাসার আজ শুধুই স্মৃতি তা আজ হারিয়ে যাওয়া ক্যালেন্ডারের পাতাতেই উড়ে গেছে। :(


--------------------------------
কত নতুন দিনের কাজে
কত নতুন স্মৃতির মাঝে
স্মৃতির মুকুর মুখখানি তোর আমার চোখে ভাসে
তোকে ভুলতে গিয়েও এ মন আবার তোকেই ভালোবাসে।
মুখখানি - স্মৃতির মুকুর হল কিভাবে ?
এটা একটা উপমা হল !!!!
উপমা একটা দিলাই হল ।

----------------------
হ্যা হলো। স্মৃতির মুকুর মানে স্মৃতির আয়নায় তার মুখটা আজও ভাসে মানে প্রতিফলিত হয়।

এখন ছুটন্ত সব কারে
আর জ্যাম রাস্তার ভীড়ে
আচমকা ক্ষন মন উচাটন খুঁজিনা আর তোকে
বাজেনা আর তোর মুঠোফোন আমার কাজের ফাঁকে !
মুঠোফোন টা বলতে পেরেছেন আর কারের কিছু বিকল্প খুজে পান নাই ?

-------------------------
কোনো বিকল্প খোঁজার চেষ্টা করিনি। কারণ আমি ঠিক ঐ কার শব্দটাতেই স্মৃতিটাকে ধরে রাখতে চেয়েছিলাম।


অহংকারের কাছে
আজ ভালোবাসার পরাজয়
আমরা দুজন দুই বিজয়ী পাথর দুই হৃদয়
তবু বর্ষন আর ব্যাথার ক্ষরণ সেই পাথরের ক্ষয়......
সেই পাথরের ক্ষয়- বহু ব্যবহার দোষে দুস্ট , আপনার শব্দভান্ডার আরও বেশী সমৃদ্ধ হওয়া উচিৎ ।

---------------
হ্যাঁ অবশ্যই হওয়া উচিৎ কিন্তু এইখানেও আমার দুইবার পাথর শব্দটার ব্যা বহার আমার বিচারে ২০০% ঠিক আছে। পাথর হয়ে যাওয়া হৃদয়দুটো এবং সেই পাথরেরই ক্ষয় বুঝানো হয়েছে। এই খানে নিশ্চয় ক্ষয়ে যাওয়া পাথর একদিন ফুল থেকে হয়েছে বললে বেশী শোভনীয় বা মিনিংফুল হবেনা।

আমার হারিয়ে যাওয়া তুই....
আজ হঠাৎ শূন্য সাঝে
তোর অবসাদ স্মৃতির পাহাড় দুঃখ হয়ে বাজে
ব্যাথায় ব্যাথায় ভাঙচুর কাল এই হৃদয়ের মাঝে।
দুঃখ হয়ে বাজে - এক দু:খ আর কত লোক কতকাল ধরে বাজাবে ?
ব্যাথায় ব্যাথায় ভাঙচুর কাল এই হৃদয়ের মাঝে - এই লাইনটা পাল্টান ।

না পাল্টাবো না। কারণ দুঃখটা আমি ধরেই রাখতে চাই।

লেখার আগে প্রচুর পড়তে হয় ।
ঠিক বলেছো তুমি একেবারেই পড়না তাই কিছুই লেখোনা তাইনা ভাইয়া?


হা হা হা হা ::P

১৫০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৪

hasin82 বলেছেন: কত সকাল দুপুর রাত
কেটেছে এক সাথে
মুখোমুখি নির্বাক ক্ষন হাত রেখে তোর হাতে
দুঃখ গুলো আড়াল করে মনের জানালাতে।

অনেক সুন্দর আপু। প্লাস।:):)

এত সুন্দর লেখাকে খারাপ বলার জন্য এবং তোমার সাথে ঝগড়া করার জন্য রুমকিনকে মাইনাসX((X((

আর হ্যাঁ, নতুন পোস্ট দিয়েছি। কমেন্ট চাই কিন্তু।

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৪

শায়মা বলেছেন: পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!

তোমার লেখাটা এখুনি পড়তে যাচ্ছি!:)

১৫১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২২

নস্টালজিক বলেছেন: জানি ভালোই আছিস
তোকে থাকতে ভালো হবে
বলতে পারিস ঠিক কিভাবে ভুলবো তোকে কবে?
তুই যেমনি ভুলে গেছিস সেই কবে সেই কবে !



লেখাটা খুব সুন্দর! বিষাদ নরম সুন্দর!

বন্ধু ভালো থাক, বন্ধু মেঘে দূরে...

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ অনেক অনেক!:)

১৫২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৩

রুমকিন বলেছেন:
হায় কপাল !!! B:-) কি করলেন কাজটা রেজা ভাই !! B:-)

ভাই আপনার পা ২টা দেন আগে কদমবুচি করে নেই . . .
কদমবুচি করে নেয়ার কারণ ৩টা . . .

১| ভাই আমি আপনাকে ভয় পাইছি
২| ইন্টান্যাশনাল ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনে যেমনে ধুইলেন !! আমি জীবনেও পারতাম না !! শুনছি মানুষ ঠোট কাটা হয় . . আপনার তো ঠোটই নাই !! B:-) আমি তো ক্ষ্যাপাইতে ছিলাম . . . কিন্তু আপনি তো একদম দিছেন মায়াদয়া ছাড়াই . . . B:-)

বেচারী সিওর কোন কোনায় বসে বসে কানতেছে :( শান্তনা যে দিব সে রাস্তাও রাখেন নাই . . . সব সত্যি কথা এমনে বলে রেজা ভাই !! একটু তো মায়া করতেন !! এ কি আর বিশ্ব কবি থোরাই হইতো ???

তবে রেজা ভাই চিন্তা করতে ছিলাম . . . রবিন্দ্রনাথ, নজরুল বেচে গেছেন . . . আপনার এই রকম একটা Critic পাইলে . . . একজন গলায় কলসি বেধে নদিতে ঝাপ দিতেন . . . আর একজন ঠিক কপালের মাঝ খানে গুলি মারতেন . . . আমি সিওর . . . =p~ =p~ =p~ =p~

৩| রেজা ভাই . . . অধম আপনার ছোট্ট ভাই :#> ভাই আপনি আসতে আর যাইতে মনে করে নিবেন আমি অটো আপনাকে কদমবুচি করি অলওয়েজ . . . ভাই এর আধা Critic ও যদি আমার কোন লেখায় দেন . . . ভাই আমি কাউকে আর মুখ দেখানোর লায়েক থাকবো না . . . :(


শায়মাপি . . . আপনার লেখা এতো আবার খারাপ হয় নাই . . . যতটা রেজা ভাই বলছেন . . . রেজা ভাইয়ের মেজাজ একটু খারাপ ছিল তো . . . ঐ সময় এইটা হয়তো ভুলে পড়ে ফেলছেন . . . তাই আর মেজাজ ধরে রাখতে পারেননি . . . আপনি কেন্দেন না . . . কবিতা ভাল হইছে . . . কবিতায় + + + + + ইনফিনিটি :-B

আর কেন্দেন না . . . :(


২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০২

শায়মা বলেছেন: রুমকিনকে ব্লগ কাহাকে বলে কত প্রকার ও কি কি শিখাতে হবে ....
ব্লগ, ফেসবুক আর চ্যাটরুম এসবের মাঝে পার্থক্যগুলো বিশদরুপে বুঝাতে হবে।

কোনো সহৃদয় ব্যাক্তি এ উপকারটুকু করলে সারাজীবনে জন্য বাধিত থাকবো।

১৫৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

রুমকিন বলেছেন:

@hasin82

ঐ মিয়া . . . রেজা ভাই যে কবির সাত্তেয়ানাশ করে গেছে সেটা নিয়ে কিছু বলেন না . . . পাইছেন কি শুধু আমাকেই ?? X((
আবার নতুন পোষ্টের নিউজ দিয়ে মাইনাস দিয়ে যান ??? এখন যে আমি গিয়া মাইনাসের বস্তা দিয়ে আসবো রাখবেন কই চিন্তা করেছেন ??? X((

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০২

শায়মা বলেছেন: রুমকিনকে ব্লগ কাহাকে বলে কত প্রকার ও কি কি শিখাতে হবে ....
ব্লগ, ফেসবুক আর চ্যাটরুম এসবের মাঝে পার্থক্যগুলো বিশদরুপে বুঝাতে হবে।

কোনো সহৃদয় ব্যাক্তি এ উপকারটুকু করলে সারাজীবনে জন্য বাধিত থাকবো।

রুমকিনকে ব্লগ কাহাকে বলে কত প্রকার ও কি কি শিখাতে হবে ....
ব্লগ, ফেসবুক আর চ্যাটরুম এসবের মাঝে পার্থক্যগুলো বিশদরুপে বুঝাতে হবে।

কোনো সহৃদয় ব্যাক্তি এ উপকারটুকু করলে সারাজীবনে জন্য বাধিত থাকবো।

রুমকিনকে ব্লগ কাহাকে বলে কত প্রকার ও কি কি শিখাতে হবে ....
ব্লগ, ফেসবুক আর চ্যাটরুম এসবের মাঝে পার্থক্যগুলো বিশদরুপে বুঝাতে হবে।

কোনো সহৃদয় ব্যাক্তি এ উপকারটুকু করলে সারাজীবনে জন্য বাধিত থাকবো।

১৫৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৫

ওঁ বলেছেন: সুন্দর কবিতা


+++

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!:)

১৫৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৫২

েরজা , বলেছেন:






রুমকিন - আমি শায়মা আপু কে যা বলেছি তার পুরাটাই ফান ।
শায়মাআপুর অনেক পোস্টেই আমি এমনটা করি ।

ছোট বেলায় আমি আর শায়মা আপু একই টিচারের কাছে গান শিখতাম আর কিছু দিন আমরা একই স্কুলে পড়েছি , উনি আমার দুই ক্লাস উপরে পড়তেন ।
আমার বড় বোন উনার ক্লাস মেট ছিলেন ।
যদিও কিছু দিন পরে আমি গান শেখা ছেড়ে দেই ।



২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৬

শায়মা বলেছেন: তোমার বড় বোন আছে নাকি!!!!!!!!!!!!

জানতাম নাতো


আর কে তোমাকে চকলেট দিতো!!!!!!!!!!!


হাহাহাহা

ওহ বুঝেছি স্বপ্নে .....:)


তাইনা ভাইয়া?:)

১৫৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫১

রুমকিন বলেছেন:

ধুরো যা . . . কি করলেন এইটা রেজা ভাই ???? আপনার চক্কোরে আমি + আবার ইনফিনিটি দিয়ে দিয়েছি . . . :(

আমি তো ভাবছিলাম আপনি সিরিয়াসলি ওয়াস করছেন . . . আর লেখকও আপনার Critic পরে গলায় দরি দিতে গেছে =p~

কিন্তু রেজা ভাই আপনার কি মনে হয় না যে লেখক আমাদের উপর অনেক বিলা ??? :-B
আমাদের কমেন্ট টপকাইয়া অন্যদের সাথে কি সখ্যতা দেখাইতেছে দেখছেন ??? আমাদের কমেন্ট কি আসলে দেখা যাইতেছে ?? /:) লেখকের ভাবে তো মনে হচ্ছে ইম্ভিজিব্যল কমেন্ট করছি আমরা . . . /:)

রেজা ভাই . . . hasin82 এর নতুন পোষ্টে একটু ঢু মেরে আসবেন নাকি ?? আমি ঐখানে ভয় দেখাই আসছি এই বলে যে রেজা ভাই আসতেছে বুঝবা মজা এখন :-B

আমাকে মাইনাস দিয়ে গেছে . . . :( . . . আপনি কি একটু গিয়ে সার্ফ আলট্রা দিয়ে ওয়াস দিয়ে আসবেন ?? . . . :#>

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৮

শায়মা বলেছেন: রুমকিনকে ব্লগ কাহাকে বলে কত প্রকার ও কি কি শিখাতে হবে ....
ব্লগ, ফেসবুক আর চ্যাটরুম এসবের মাঝে পার্থক্যগুলো বিশদরুপে বুঝাতে হবে।

কোনো সহৃদয় ব্যাক্তি এ উপকারটুকু করলে সারাজীবনে জন্য বাধিত থাকবো।

১৫৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০০

রুমকিন বলেছেন:
েরজা , বলেছেন: আমি আর শায়মা আপু একই টিচারের কাছে গান শিখতাম, যদিও কিছু দিন পরে আমি গান শেখা ছেড়ে দেই ।

খুবই স্বাভাবিক . . . এর পাশে গান কেন কোন কিছুই শেখা সম্ভব না . . . আমি সিওর . . . ঐ ওস্তাদজিও এরপর গান শেখানোই বন্ধ করে দিছেন . . . =p~ =p~ =p~

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২১

শায়মা বলেছেন: দিবাস্বপ্ন দেখা মানুষ দেখি আরও আছে।:)

১৫৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৫

hasin82 বলেছেন: @ রুমকিন, শকুনের দোয়ায় গরু মরেনা।

রেজা ভাই আমার পোস্টে কিছুই বলেন নাই। হা.........হা............হা...........

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৬

শায়মা বলেছেন: শকুন!!!


কোথায়!!!!


ওহ বুঝেছি ....


:P

১৫৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৩

েরজা , বলেছেন:

রুমকিন - দুস্টামি-টা মনে হয় বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে , এবার ক্ষান্ত দেন ভাই ।

আর আমি তো সব কমেন্টস না পড়েই আমার স্বভাবসুলভ দুস্টামি করে ফেলেছি ।
আপনি যে এরই মাঝে জল ঘোলা করে রেখেছেন তা তো আর আমি জানি না ।


এই শায়মা আপু ছোট বেলায় আমাকে কত আদর করত , আমাকে অনেক অনেক চকলেট দিত । তখন মনে হত- আমার বড় বোনের পরিবর্তে উনি আমার বড় বোন হলে কতই না ভাল হত ।

শায়মা আপু আমার দেখা সবচেয়ে বেশী মানবিক বোধ সম্পন্ন একজন মানুয ।

আমি শায়মা আপুর একজন ফ্যান ( মনে হয় ছোট বেলার চকলেটের ব্যাপারটা আজও ভুলতে পারি নাই )

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৩

শায়মা বলেছেন: কোন চকলেট যেন দিসিলাম ভাইয়া????:)


ভুলে গেছি।:(


শুনো আমি নাহয় তবুও (স্বপ্নে হলেও) চকলেট দিয়েছি কিন্তু সেদিন দেখলাম তুমি আরেক আপুর ব্লগে স্বপ্ন ছাড়াই কি সব ফান করতে গিয়ে বকা খেলে। :(

নো মোর দুষ্টামী ভাইয়া?


সবাই কি আর স্বপ্নে দেখা আপা যে তোমার সব ফান সাদরে মাথা পেতে নেবে?? :( :( :(

১৬০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৫

েরজা , বলেছেন:


রুমকিন - আপনি কী শায়মা আপুর " সত্যিকারের এক সিনডেরেলার গল্প" পোস্ট টা পড়েছেন ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

শায়মা বলেছেন: সত্যিকারের ছাড়া মিথ্যেকারের গল্পগুলা বুঝি পছন্দ হয়না রেজাভাইয়া!!!:(

১৬১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭

তাসজিদ বলেছেন: দুঃখ বিলাসি আপুনি

শুধু দুঃখ নিয়ে কি বেচে থাকা যায়।???????

ভাল থাকবেন, খুব ভাল, অনেকটা সপ্নের মত কিংবা মুক্ত পাখির মত

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৩

শায়মা বলেছেন: ভালোই তো আছি ভাইয়া স্বপ্নের মত!:)

১৬২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: েরজা , বলেছেন:

শায়মা আপু আমার দেখা সবচেয়ে বেশী মানবিক বোধ সম্পন্ন একজন মানুয ।

আমরা ভার্চুয়াল জগতে শায়মা আপুকে যেভাবে পাই, ব্যক্তিগত জীবনেও উনি সেরকম জেনে ভাল লাগল অনেক।

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৭

শায়মা বলেছেন: যে আমারে চিনতে পারে সেই চেনাতেই চিনি তারে গো
একি আলো চেনার পথে তার প্রাণে আর আমার প্রাণে
তারেই জানি আমায় যেজন আপন জানে তারেই জানি!:)

কেমন আছো স্বর্ণামনি?:)

১৬৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৪০

লেডি বার্ড বলেছেন: লেখক বলেছেন: চাইলেই কি রিসাইকেলবিনে ফেলা যায় আপু!:(



হুমম ইহাও কথা বটে! তাহা হইলে তো ফেভিকল অথবা সুপারগ্লুই (জানিনা বাবান সঠিক হইয়াছে কিনা) ভরসা। :P


লেখক বলেছেন: আমি এসেছি!


আমি আসলে ইউ (তুমি) টিউব (নল/নালী) কথা বলিয়াছি। B-)

ইহা যখন সহজলভ্য হইয়া উঠিবে তখন দিয়া যাইবো। :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১০

শায়মা বলেছেন: Ok ok ok:)

১৬৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৬

কান্টি টুটুল বলেছেন:
অহংকারের কাছে
আজ ভালোবাসার পরাজয়
আমরা দুজন দুই বিজয়ী পাথর দুই হৃদয়

দারুন লেগেছে এই কয়টা লাইন,

ব্লগ এখন বেশ গরম হয়ে আছে,ঐ দিকে যাই........ :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: হায় হায় !


আবার কি হয়েছিলো ভাইয়া?:(

১৬৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৯

মুহিব বলেছেন: আফসোস . . . . এমন কোন বন্ধু আমার নাই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

শায়মা বলেছেন: তারমানে তুমি একজন প্রকৃত বন্ধু ভাইয়া।:)

তোমাকে ছেড়ে কেউ কখনও যায়না।:)

১৬৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৯

হাসি .. বলেছেন: সুন্দর আপু

++

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!:)

১৬৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯

আমি সাজিদ বলেছেন: /:) /:) আচ্ছা আপ্পি, তুমি খালি দুঃখ-কষ্টের কবিতা পোস্ট করো ক্যান?

অফটপিক_ দূরবীনের ধ্রুব হওয়ার চেষ্টা আপাতত বাদ দিয়েছি। :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

শায়মা বলেছেন: কই শুধু দুঃখ কষ্টের???????


কত হাসি হাসি লিখি তো!!!:)


গুড!!

দূরবীনের ধ্রুব হওয়া যায়না ভাইয়া।

চাইলেও কেউ কখনও হতে পারেনা। :(

১৬৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৭

বিশ্ব নাতি বলেছেন: X( X( X( X( X(

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

শায়মা বলেছেন: বাপরে!!


কি হইসে পিচ্চি নাতি?

১৬৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৫

টুম্পা সাড়া বলেছেন: তুই দু:খ হয়েই তঃক এই দু:খটা বড় দামই
:(

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: টুম্পা আপুনি

থ্যাংক ইউ অনেক অনেক!:)

১৭০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৯

সোমহেপি বলেছেন: শেষের গদ্যিতার ভাল লেগেছে।

প্রথম অংশের পুতুপুতু ভাললাগেনি

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫২

শায়মা বলেছেন: হা হা


থ্যাংক ইউ ভাইয়া


শেষের গদ্যিটা ভালো লাগার জন্য।


আমি আবার একটু পুতু পুতু লুতুপুতু আছি।:)

১৭১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:০৮

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:


স্মৃতির মুকুর মুখখানি তোর আমার চোখে ভাসে
তোকে ভুলতে গিয়েও এ মন আবার তোকেই ভালোবাসে।
---অনেক নাইস


শিরোনামটা আর ও সুন্দর আপুনি ---- :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৫

শায়মা বলেছেন: মন খারাপের কবিতা আপুনি!:(

১৭২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৭

অয়োময় বলেছেন: আপু আপনার দুঃখ গাথা কবিতাটি পড়ে ,মনটা ছুয়ে গেল। :(
বৃথাই অনুভবের চেষ্টা করলাম মাত্র।আমাদের হাজার দুখের মাঝে আপনার দুঃখটা 'হয়তো'আরো বেশি বুকের গহীনের।

তবে এটা সত্য
যদি আসে,তবে যাবেই।(যাওয়াটা যেভাবেই হোক।)

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৫

শায়মা বলেছেন: সেটাই ভাইয়া......

তবুও মন খারাপ হয় আমাদের।:(

১৭৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৪

রোমান সৈনিক বলেছেন: এভরি থিং উইল বি অলরাইট !:#P

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫০

শায়মা বলেছেন: :)


থ্যাংক ইউ !!!

১৭৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১২

আবিদ ফয়সাল বলেছেন: অহংকারের কাছে
আজ ভালোবাসার পরাজয়
আমরা দুজন দুই বিজয়ী পাথর দুই হৃদয়
তবু বর্ষন আর ব্যাথার ক্ষরণ সেই পাথরের ক্ষয়
...

মুগ্ধ হলাম এ ক'টি লাইনে! স্মৃতিবিজড়িত এ কবিতায় + + + + + + + + + +

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৯

শায়মা বলেছেন: আমার লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!

১৭৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৬

েরজা , বলেছেন:





তোমার পোস্টে ফান করে কমেন্টস করা-টা কী আমার জন্য নতুন কিছু ?

তুমি আর এক জনের রাগ আমার উপর ঝাড়তেছ কেন ?


কে বলেছে তোমাকে আমার ফানের লাইল বাই লাইন ব্যাখ্যা দিতে ? আমি তো কোন সমালোচলা করি নাই যে তোমাকে উত্তর দিতে হবে ।



---------------------

কিন্তু সেদিন দেখলাম তুমি আরেক আপুর ব্লগে স্বপ্ন ছাড়াই কি সব ফান করতে গিয়ে বকা খেলে:(

তুমি কি ঐ পোস্টে আমার কমেন্টস গুলা পড়েছ ?

আমি ওখানে মোটেই ফান করি নাই ....সিরিয়াসলি কমেন্টস করেছি , সিরিয়াসলি যুক্তি দেখিয়েছি .......আমি যা বলেছি সেটা আমি বিলিভ করি ।

কিন্ত কথা সেটা না - কথা হলে আমাকে কেউ বকা দিল ( সেটা যুক্তিসংগত কারনে বা অকারনে হোক ) আর তুমি তাতে খুশি হইলা - এইটা হইল পয়েন্ট ।

--------------------------------


ভাল থাকবেন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৮

শায়মা বলেছেন: হা হা হা কে বলেছে আমি তোমার উপর রাগ করেছি রেযুভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমি কি তোমার উপর রাগ করতে পারি!!!!!!!!!!!!!!!


আমি দুজনের একজনের উপরও রাগ করিনি কারণ তোমরা দুজনই আমার কাছে অনেক অনেক প্রিয়। তোমরা দুজনই তা খুব খুব ভালো করে জানো আর আমি খুব ভালো করেই জানি তোমরা দুজনই ফান করেছো। যদিও অন্যদের কাছে তোমাদের কমেন্টসগুলো তালগোলহারা মনে হয়েছে বাট আমি তার প্রতিটা শব্দ কি এবং কি কারণে করা হয়েছে খুব ভালো করেই জানি।:)

বাট মাঝে মাঝে ফান নাকি বেশী বেশী হয়ে যায় তাই আমার মা বলতেন হাদিসে আছে ফান এর নাকি একটা লিমিট আছে সেই লিমিটের বাইরে গেলেই প্রবলেম।:(

:P

যাইহোক আমি কারো রাগই তোমার উপর ঝাড়িনি। রুমকিনও আমার খুব খুব প্রিয় একজন মানুষ। ওর আনলিমিটেড ফান আমার এই জীবনে অনেকবারই রাগের কারণ ঘটিয়েছে বাট সেসবের রাগও আমি তার উপরও কখনও ঝাড়তে যাইনি। তোমার কমেন্টের জবাবই আমি শুধু ভেবে ভেবে সময় করে লিখলাম মানে কবিতাটা তুমি যেমনভাবে চেয়েছিলে তা বদলে দিলাম। :)


আর সত্যি বলতে কি আমি ঐ আপুর পোস্টটাও দেখিনি শুধু তার রেগে যাওয়া পোস্টটা পড়ে আর তার আগে থেকেই তোমার স্বভাবসুলভ আন লিমিটেড ফান এর কথা জেনেই আমি ধরেই নিয়েছিলাম সবার সাথে সব ফান চলেনা এইটা তুমি একটু একটু কম কম দানো।:P


লাগ কলেনা রেযুভাইয়ামনি!!!!!!!!!!!!!


আমি এক ফোটাও রাগ করিনি বরং রুমকিনকে দেওয়া তোমার লাস্ট কমেন্ট টা পড়ে আমি হাসছিলাম এই ভেবে যে তুমি এইবার ভয় পাচ্ছো আমি সত্যি বুঝি রেগে গেছি ভেবে।:P


রেজাভাইয়া রাগ আর দুঃখের শক্তি কি এতই বেশী যে এক নিমিষে সব কিছুই গুড়িয়ে দিতে পারে?

তুমিই বলো? :)

অনেক অনেক ভালোবাসা রেজাভাইয়ামনি।

১৭৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৪

েরজা , বলেছেন:






আমাকে আর রুমকিন কে এক করে ফেলছ কেন ?

রুমকিন তোমারে ক্রমাগত খোচাইছে , আমি করেছি একটা মাত্র কমেন্টস ।

তারপার দেখলাম জল ঘোলা , রুমকিন মেলা বাড়াবাড়ি কইরা ফালাইছে ।
আর আমিও গরম কালের ওয়াজ শীত কালে করে ফেলেছি বে-খেয়ালে ( এই গল্প-টা জান কী ?)

আমার যে খেয়াল একটু কম এইটা তো তুমি জানই ( সেই ছোট বেলা থেইকা দেখতেছ ) হাটতে গেলে এখনও উস্ঠা খাই ।



আর আমার কমেন্টস এর রিপ্লাই করেছ ৭ দিন পর ।
তুমি এক্ষুনি সরি বল ।




২৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৫

শায়মা বলেছেন: এক্ষুনি স্যরি ভাইয়া!!!!!!!!!!!!!!!


আই লাভ ইউ সো মাচ!!!!!!!!!


নো দুঃখ ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!


নং ১ রুমকিন আর তোমাকে এক করিনি। দুজনকেই দুজনের মত করেই জানি তো ভাইয়া।

২। রুমকিনের স্বভাব বোকার মত খোঁচানো চ্যাটরুম ফেসবুক ব্লগ সব কিছু এক করে ফেলে আর তুমি মোটেও তা করোনা অবশ্যই চেনো ব্লগটাকে।:)

৩।গল্পটা জানি!!!!!!!!!!!!!:) :) :)

৪। জানি তো !!!!!!!!!!! উষ্ঠা খেয়ে খেয়ে খোড়া হয়ে একবার হসপিটালে ছিলে। :(

৫। সাতদিন পরে করেছি আমার একটু বিষন্নতা রোগ ধরেছে ভাইয়ামনি তাই আর তোমার মনের মত করে আরেকটা কবিতা উলটে পালটে লিখতে গেলে সময় লাগবেনা বুঝি!!!!এটা কি তালগোল হারা ফান যে যা মনে আসে তাই লিখে দেবো!!!!!!


:P

রাগ করোনা ভাইয়া!!!!!!!!! স্যরি স্যরি স্যরি তোমাকে ভয় পাইয়ে দেবার জন্য হা হা হা হা হা হা হা :P

১৭৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৯

শহিদুল ইসলাম বলেছেন: আমার বজ্রনিরোধক ছাতা আছে @ রুমকিন /:) /:)

৩০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৩

শায়মা বলেছেন: রুমকিনকে বোবা করে দেওয়া হয়েছে ভাইয়া!:)

১৭৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৯

আহমেদ চঞ্চল বলেছেন: valo laga janiye gelam...




































































৩০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: থ্যাংক ইউভাইয়া!:)

১৭৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৫

তন্ময়০১৩ বলেছেন: আমার মাঝে মাঝে ইচ্ছে করে জীবনে যত মানুষের সাথে পরিচয় হয়েছে, সবাইকে একসাথ করে সবার বিপরীতে আমি দাঁড়িয়ে থাকি। সত্যি ব্যাপারটা অসম্ভব !

৩০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৩

শায়মা বলেছেন: একেবারেই অসম্ভব ভাইয়া!:(

১৮০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

রুমকিন বলেছেন:


শহিদুল ইসলাম বলেছেন: আমার বজ্রনিরোধক ছাতা আছে @ রুমকিন /:) /:)



এহহহহ . . . আল্লাহকে তো চেনেন না . . . এমন তেছরা তোছরা কইরা মারবো তখন টের পাবেন . . . বজ্রনিরোধক ছাতা কোনই কাজে আসবে না . . . . =p~ =p~ =p~ =p~ =p~


বাকি গুলাকে পরে ধরতেছি . . . /:)

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০১

শায়মা বলেছেন: আসছেন বড় ধরনেওয়ালা গাধা!

জ্বালায় মারলো!

১৮১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

রুমকিন বলেছেন:
hasin82 বলেছেন: @ রুমকিন, শকুনের দোয়ায় গরু মরেনা।

একদমই সত্যি কথা . . . গরু আসলে কারো দোয়ায়ই মরে না . . . =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৩

শায়মা বলেছেন: যেমন তুমি!:)

১৮২| ০১ লা অক্টোবর, ২০১২ দুপুর ১:২৬

েরজা , বলেছেন:



অ ট ----


মিস্টি দই এর রেসিপি দাও ।

ছোট বেলায় দেখতাম তুমি মাটির হাড়ি ছাড়াই ভাল দই বানাতে , মাটির হাড়ি জোগাড় করা ঝামেলা ।

এই ফ্রাইডে-তে দুধ কিনে দই বানাব । ( মিজাজ বিলা হইয়া রইছে )

বি দ্র : দই যেন ভাল করে জমে ।

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৫

শায়মা বলেছেন: হায় হায় ফ্রাইডে তো পার হয়ে গেলো।

এখন কি আর দই বানাবে ভাইয়া???:(

ভাইয়া একজন দেখলাম তোমার ফোন নং তোমার ঠিকানা এসব চাচ্ছে তোমার মেহমান হবার বাসনায়।

সাবধান তার কোনো অসৎ উদ্দেশ্য আছে মনে হচ্ছে। খবরদার ভুলেও এমন কোনো ভুল করোনা। নেভার গিভ আউট ইওর ..... ,,,,,,,,,,, ...... টু এনি স্ট্রেন্জার......:)

১৮৩| ০১ লা অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৪

সাইফ হাসনাত বলেছেন: এই লেখাটা প্রিয়তে নেয়া ছাড়া উপায় ছিলোনা। শায়ান কিভাবে যে এই গানের প্রত্যেকটা লাইনকেই কালজয়ী করে ছেড়েছে!

সেই কোনো কথা নেই শুধু চুপচাপ বসে থাকা,
ছিলো যার যার ব্যথা তার তার বুকে ছড়িয়ে ছিটিয়ে রাখা...


লাইন দুইটা যতোবার শুনি, মনে পড়ে যায়। প্রিয় বন্ধুর সাথে শেষ দেখায় আমারও ঠিক এমন হয়েছিলো। কতো অভিমান ছিলো। ছিলো কতো রাগ। কতো যন্ত্রণার হিসেব নিকেষ। কিন্তু কিছুই বলা হয়নি। চুপ বসে থাকাই যেনো বলে বলে দিচ্ছিলো সব...

উফ!

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৭

শায়মা বলেছেন: তোমার লেখাগুলোও কম হৃদয় ছোঁয়া ভেবোনা।


:(


যাইহোক তখন আমার অনেক মন খারাপ ছিলো।

এখন ঠিক আছি।

মাঝে মাঝেই এমন হয় হঠাৎ উদাস মন।:(

১৮৪| ০২ রা অক্টোবর, ২০১২ রাত ১:২৭

কবি পথিক বলেছেন: শায়মা আপু , ভালো আছেন ? আমি এই ব্লগে নতুন শুধু আপনার লেখা পড়ে এই ব্লগে সদস্য হয়েছি , সত্যি বলছি । আপনার লেখাগুলো সুন্দর না ভুল হলো অসাধারন ।

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৯

শায়মা বলেছেন: হায় হায় কি বলো ভাইয়া!!!!!!!!!!!!


আমি চেয়ারের তলায় লুকিয়েছি!!!!!!!!!!:P

১৮৫| ০২ রা অক্টোবর, ২০১২ ভোর ৬:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:
kosto kothon
onek valo laga Apu.

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১০

শায়মা বলেছেন: আমার লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

১৮৬| ০২ রা অক্টোবর, ২০১২ দুপুর ১২:৫০

ফারাহ দিবা জামান বলেছেন: জানিনা বাস্তব থেকে লিখেছ কিনা।
আমার া ধরনের কোন সৃতি নাই।
কিন্তু চোখে পানি জমে গেলো।
তিন বার পড়লাম।
যা মনকে আচ্ছন্ন করে ,
তাকে কি বলে?


অহংকারের কাছে
আজ ভালোবাসার পরাজয়
আমরা দুজন দুই বিজয়ী পাথর দুই হৃদয়
তবু বর্ষন
আর ব্যাথার ক্ষরণ সেই পাথরের ক্ষয়......

হায় রে, বিজয়।
কখনো কখনো নিজেকে চিরে কেটে- কুটে তা ছিনিয়ে আনি।
নিজেকে রক্তাক্ত করে।
কি লাভ অথবা ক্ষতি।
তোমার কবিতায় পুরাপুরিই ঢুকে গেছি।
প্রিয়তে নিলাম।

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২১

শায়মা বলেছেন: বাস্তব থেকেই লেখা আপুনি।

আমার যখন খুব মনটা খারাপ ছিলো।


আই ওয়াজ মিসিং সামওয়ান।:(

১৮৭| ০২ রা অক্টোবর, ২০১২ দুপুর ১:০৩

ফারাহ দিবা জামান বলেছেন: শায়মা আপু,
এত সুন্দর কি করে লিখো আমাকে শিখিয়ে দাও।
হেসে তেসে লাভ হবে না।
আহ!
ছেলেবেলা!
কি লিখলে তুমি।
ছেলেবেলাটা চোখের সামনে দিয়ে হেঁটে গেলো।
অসাধারণ।
প্রিয়তে।
তোমার লেখা সবারই প্রিয়তে আছে নিশ্চিত।
কোন সন্দেহ নাই।
ভালো থেকো আপি।

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২২

শায়মা বলেছেন: আহা


আর তুমি বুঝি লিখোনা???


তোমার লেখা পড়েও স্মৃতিটা সামনে দিয়েই হেঁটে বেড়ায়....


অনেক অনেক ভালোবাসা আপুনিমনি!:)

১৮৮| ০২ রা অক্টোবর, ২০১২ দুপুর ১:০৭

গিড়ীবাজ বলেছেন: সুন্দর!

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

১৮৯| ০২ রা অক্টোবর, ২০১২ রাত ৯:০৯

মাহফুজার রহমান বলেছেন: সর্বনাশ এত্ত এত্ত মন্তব্য!!!


তোর তো মন ভালো হয়ে যাবার কথা...
একটা কবিতা আসর কর,গানের জলসা
ভালো হয় একটা একাংকীকা

চারদিকে উঠছে ধোঁয়া
পোড়া পোড়া গন্ধ
জেলাস আমি হিংসে বেটা
মন্তব্য করাই বন্ধ।

ভালো থাকিস |-)

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৪

শায়মা বলেছেন: ভাইয়া তুমি আমাকে হিংসা করলে সেদিন সূর্য্য পশ্চিমদিকে উঠবে।


কেমন আছো ভাইয়ামনি????


নিশ্চয় অনেক অনেক ভালো .....:)

১৯০| ০৩ রা অক্টোবর, ২০১২ বিকাল ৪:৫৯

রিমঝিম বর্ষা বলেছেন:

তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনও যে ভালোবাসছি অসম্ভব! :(

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৪

শায়মা বলেছেন: :(


রিমঝিমনি!!!!!!!!!!!!

১৯১| ০৩ রা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৮

যাযাবর৮১ বলেছেন:

তুই দুঃখ হয়েই থাক........ এই দুঃখটা বড় দামী..... :(


+++++++++++++++++++++


বাফুরে বাফু লিখা ভালা পাইছিগো B-)
আমি আরো লিখা পড়বার চাইগো :-B


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)



ভালবাসি রাশি রাশি :D
ব্লগে ঘুরে যান আসিB-)
জীবন যায় ফুরিয়ে /:)
সময় যান একটু উড়িয়ে :-B
নীলকণ্ঠে আঁকে ছবি B:-)
দাওয়াত দিছে যাযু কবি:)


০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৫

শায়মা বলেছেন: ওকে যাযুকবি ভাইয়া.......


সবগুলোই পড়বো.......:)

১৯২| ০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪২

বুমবুম বলেছেন: আফাগোওওওওওওওওওওওওওওওও আমারে ১টা মেইল করো দেখি!!!!!!!!!!!! :#) :D

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৫

শায়মা বলেছেন: ওকে ওকে করছি!!!!:)

১৯৩| ০৫ ই অক্টোবর, ২০১২ ভোর ৬:৫২

শ্রাবণ জল বলেছেন: স্মৃতির মুকুর মুখখানি তোর আমার চোখে ভাসে
তোকে ভুলতে গিয়েও এ মন আবার তোকেই ভালোবাসে।


ভাল লাগা।

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি।:)

১৯৪| ০৬ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৪৮

যাযাবর৮১ বলেছেন:


ফটু তুলছে গো যাযু কবি B-)
কবিতার সাথে দিছি ছবি :-B
পাবেন যে আপনি টেস্টু :D
না আসলে পাবো কেস্টু /:)



পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।:)

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৬

শায়মা বলেছেন: ওকে ওকে দেখতে যাবো তোমার ছবি
কেমন করে আঁকছে কবি আই মিন যাযুকবি।:)

১৯৫| ০৬ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:০৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপি, অনেক দিন আপনার নতুন কোনো লেখা দেখি না। ব্লগেও দেখিনা। আপনি ভালো আছেন তো। আমাকে হয়তো ভুলেই গেছেন। অনেক পোস্ট দিয়েছি, কিন্তু... যাই হোক। ভালো থাকবেন।

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৮

শায়মা বলেছেন: না না ভুলিনি!!!!!!!!!!!!!!


তোমাকে আমি ভুলতে পারি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


আর ভালোও আছি আমি.....


তোমার লেখা খুব তাড়াতাড়ি পড়তে যাবো।:)

১৯৬| ০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪৭

রোমান সৈনিক বলেছেন: ;) B-) !:#P

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৬

শায়মা বলেছেন: হায় হায় তুমি কে !!!!

১৯৭| ০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৩

এসএসনাসরীন বলেছেন: মন বিষণ্ণ করে দেয়া একটি লেখা

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৭

শায়মা বলেছেন: আমার মনও তখন বিষন্ন ছিলো আপুনি।:(

১৯৮| ০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৯

আবু সালেহ বলেছেন:
এই যে আপু......খবর কি ?
নতুন কিছু ছাড়বে কি.....
আশায় আশায় থাকি বসে
শূন্য হাতে ফিরে শেষে। :( :( :( :(

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৮

শায়মা বলেছেন: খবর ভালো খবর ভালো
আমি একটু ডুবতেছিলো
এখন আবার উঠছি ভেসে
বসতে দাও একটু হেসে।:)

১৯৯| ০৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৩৬

প্রতিফলন বলেছেন: এই তুই টা কে শু্নি?

০৬ ই অক্টোবর, ২০১২ রাত ৮:১৮

শায়মা বলেছেন: এইটা অন্য তুই!

সব কি আর তোমার তুই হবে নাকি প্রতিফলন?:P

২০০| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৬

নীলঞ্জন বলেছেন: সান্তনু আহমেদের পোস্টটা পড়ো। তোমাকে উৎসর্গ করা।

শুভ কামনা।

০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:০৩

শায়মা বলেছেন: আমাকে!


এখুনি পড়ছি!:)


২০১| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ৩:৪৯

নাট বল্টু... বলেছেন: আর কত দূর মিস পরী বানু?.... :||

০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৪১

শায়মা বলেছেন: অনেক দূর!:(

২০২| ০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৮

েরজা , বলেছেন:


@ রুমকিন

*********************

ও ওওওওওওওওওওওওওও..................ঐ টা তো আমার আপুমনি ( আমার বড় আপুর বান্ধবী )

আপু হিসাবে - উনি আমাকে উপদেশ দিতেই পারেন :D
উনি তো আর জনেন না যে রুমকিন কী লক্ষী ছেলে ,
না জেনে আমার আপুমনি একটা কথা না হয় বলেই ফেলেছেন , সেটা কী আে ধরতে আছে ।

আমি শায়মা আপুকে বুঝেয়ে বলে দিব - " রুমকিন কত যে লক্ষী ছেলে একটা "

এই ফ্রাইডে-তে আপু আমাকে দই খাবার দাওয়াত দিয়েছেন আর হাতে কলমে শিখায়ে দিবেন কী ভাবে ঘরে বসে দই বানান যায় ( মাটির হাড়ি ছাড়া ) , ছোট বেলায় দেখতাম আপুমনি মাটির হাড়ি ছাড়া কেমন সুন্দর দই বানাতেন

********************


শোন শায়মা আপুমনি - দেখা হলে আমি তোমাকে বুঝেয়ে বলব ।

০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৭

শায়মা বলেছেন: রুমকিন কেমন আমার জানা আছে বাট ভুলেও ওকে তোমার এ্যড্রেস দিওনা রেজাভাইয়া! দিলেও ভুল এ্যড্রেস দিও ওকে?:)

গোলকধাঁধার ঠিকানা:)

আর তোমাকে দই বানানো শিখাবো না! কিনে কিনে খাও!

২০৩| ০৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫৫

রুমকিন বলেছেন:
লেখক বলেছেন:
আর তোমাকে দই বানানো শিখাবো না! কিনে কিনে খাও!


হইছে না এখন রেজা ভাই আপনার ?? দিছে না আপনাকে ??
এখনও যদি না বুঝেন তাইলে আমি একটু হেল্প করি . . . যেটা লেখক মনে মনে বলছেন ঐটা আমি বলে দেই . . .

লেখক বলেছেন:
আর তোমাকে দই বানানো শিখাবো না! কিনে কিনে খাও, তাও মুরি!


/:)

০৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৫

শায়মা বলেছেন: তুমিও খাও রুমকিন!:)

তোমার মুড়ি মুড়ো যা খাবার ইচ্ছে খাও

মুড়ি খাও মুড়ো খাও আর খাও মুড়কি
গুড়মুড়ি খেতে পারো খেওনাকো সুরকি
ইট খাও পাট খাও কেল দিয়ে মিশিয়ে
পাটকেল খিটকেল নারকেল পিশিয়ে

আক্কেল বেক্কেল খেতে করো শুরু
এইখানে খেওনা তা ঐখানে সরো
সোজা কথা তুমি বাপু দূরে গিয়ে মরো!

২০৪| ০৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৩

েরজা , বলেছেন:


আমি আবার কী করলাম ?

কথা দিলে কথা রাখা উচিৎ ।

কইলা দই খাওয়াইবা আর এখন ...................রুমকিন রে ভাল কইছি এই জন্য খাওয়াবা না ?

০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৯

শায়মা বলেছেন: কথা দেইনাই।

২০৫| ০৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৯

েরজা , বলেছেন:


রুমকিন , শায়মা আপুমনি যদি আমারে দই না খাওয়ায় তাহলে সব দোয কিন্তু


আপনার - ওকালতি করতে গিয়েই আমার এই দশা ।

দই খাওবেন আপনি ।

১০ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৬

শায়মা বলেছেন: এই কমেন্টা মুছে দিতে ইচ্ছে হচ্ছিলো!:(

শুধু তুমি কষ্ট পাবে ভেবে মুছিনি রেজাভাইয়া!

২০৬| ০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪৬

সাফিনাজ আরজু আরা আলম বলেছেন: আপনার কবিতাটা মনে হয় সায়ান এর এক হারিয়ে যাওয়া বন্ধু গান টি দ্বারা চরমভাবে প্রভাবিত!
এক হারিয়ে যাওয়া বন্ধু- সায়ান

০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১০

শায়মা বলেছেন: একদম তাই আপুনি।

আর মনটা অনেক খারাপ ছিলো সেদিন।


এখন আর নেই।

২০৭| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ২:২৩

সাফিনাজ আরজু আরা আলম বলেছেন: মন খারাপ থাকা মোটেও ভালো কোন কাজ নয়।
মন ভালো করে হাসতে থাকুন সবসময় :)

১০ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৪

শায়মা বলেছেন: মন খারাপ চলে গেছে আপু!

থ্যাংক ইউ অনেক অনেক!

২০৮| ১১ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৫৫

েরজা , বলেছেন:



আমি খুব নরম মনে মানুষ -- আমারে কস্ট না দেওয়াই ভল ।

ছোট ভাইরে কেউ কস্ট দেয় ?????

কালকেই না তোমারে পরী গানটা শুনালাম ।

১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:১৩

শায়মা বলেছেন: আহা


তুমি শুনানোর কত আগেই কত মানুষ শুনিয়েছিলো!!!!!!:P

২০৯| ১৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৫৯

রিমঝিম বর্ষা বলেছেন:

আপি :)

১৫ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:১১

শায়মা বলেছেন: কি?:)

২১০| ১৫ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:০৮

রিমঝিম বর্ষা বলেছেন:

মিস মিস মিস মিসিং ইইইইইউউউউউউউ :)

১৫ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৪

শায়মা বলেছেন: মি!
ওকে! ওকে! ওকে!:)

২১১| ১৫ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৬

আশিকুজ্জামান পিয়াশ বলেছেন: কিছু দুঃখ আসলেই বড় দামী। এই দুঃখ পাওয়ার সৌভাগ্য কয়জনের থাকে?

১৫ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১০

শায়মা বলেছেন: :(

কি বলো ভাইয়া!!!


কেউ দুঃখ চায় নাকি!:(

২১২| ১৬ ই অক্টোবর, ২০১২ সকাল ৮:০৮

জাল মুড়ি্‌ বলেছেন: দারুন হয়েছে । :)

১৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

২১৩| ১৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৬

ফেরা বলেছেন: অসম্ভব ভালোলাগা রইল...

১৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৩

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

২১৪| ১৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৬

পানকৌড়ি বলেছেন: অনেক সুন্দর আপু,অনেক অনেক .................................

১৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:১৪

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।


তোমাকে চেনা চেনা লাগছে......:)

২১৫| ১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৮

আশিকুজ্জামান পিয়াশ বলেছেন: অবচেতন মনে অনেকেই দুঃখ চায়। কিন্তু বাস্তবে বুঝতে পারে না। মানুষ বড়ই রহস্যময় প্রাণী আপু!

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৯

শায়মা বলেছেন: :(

সেটা ঠিক।

ঠিকই বলেছো ভাইয়া

২১৬| ০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ১:৫১

ৈহমনতী বলেছেন: মনটাই খারাপ হয়ে গেল

০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৯

শায়মা বলেছেন: হুম আমারও সেদিন ভীষণ মন খারাপ ছিলো আর মন খারাপ থেকেই এই লেখা!:(

২১৭| ০১ লা নভেম্বর, ২০১২ বিকাল ৫:১১

রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: অনেক ভাললাগা+++++++++প্রিয়তে।

০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৯

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!

২১৮| ০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৬

চুক্কা বাঙ্গী বলেছেন: এখন ছুটন্ত সব কারে
আর জ্যাম রাস্তার ভীড়ে
আচমকা ক্ষন মন উচাটন খুঁজিনা আর তোকে
বাজেনা আর তোর মুঠোফোন আমার কাজের ফাঁকে !
সুন্দর হইসে +++

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

২১৯| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩০

জামিল আহমেদ জামি বলেছেন: পেতনিআপু, আমার গান কই? :(

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০২

শায়মা বলেছেন: জামিভাইয়া তোমার গানটা শিখছি!:)

২২০| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:১২

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ++

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:০৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

২২১| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৪

হিমু্_017 বলেছেন: খুব সুন্দর ++++ !:#P

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!:)

২২২| ২২ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আমার হারিয়ে যাওয়া তুই....
আজ হঠাৎ শূন্য সাঝে
তোর অবসাদ স্মৃতির পাহাড় দুঃখ হয়ে বাজে
ব্যাথায় ব্যাথায় ভাঙচুর কাল এই হৃদয়ের মাঝে।

My comment is in English as i am not able to write in bangla it is a surprise. you poem is pretty well..i also write poem but i cant write as beautiful as you can.hope for the best.68 valolaga.

২২ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:২৪

শায়মা বলেছেন: মাঝে মাঝে আমারও এমন হয় ভাইয়া! আমিও বাংলা লিখতে পারিনা! তবে এখন আমি জেনে গেছি কেমনে বাংলা আনতে হয়! এক্সপেরিয়েন্সের একটা দাম আছেনা?:P


অনেক অনেক থ্যাংকস ভাইয়া!:)

২২৩| ০২ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৮

ডানাহীন বলেছেন: ভাল লাগা জানাতে গেলে অনেক সময়ই শব্দ খুঁজে পাই না । এই কবিতা টা পড়েও সেই রকম অনুভুতি ...

০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৪

শায়মা বলেছেন: তোমাকেও ধন্যবাদ দেবার ভাষা জানা নেই আপুনি!!!


অনেক অনেক ভালো থেকো।:)

২২৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

রাইসুল নয়ন বলেছেন: আপুনি !
আপনি কি সত্যি জানেন সে আপনাকে খুজে না ?
এমনও তো হতে পারে হাজার ইচ্ছা থাকা সত্ত্বেও সে আপনার পথ আগলে দাঁড়াতে পারছে না !

এভাবে প্রশ্ন করার জন্য দুঃখিত । আশা করি ক্ষমা পাবো ।।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

শায়মা বলেছেন: আরে ভাইয়া তুমি কি ভাবলে কবিতার মত সত্যি সত্যি কেউ সত্যিই আছে নাকি!!!



:P

২২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

শ্রাবণ জল বলেছেন: এটা তো আগেই পড়েছিলাম আপু।

তুই দুঃখ হয়েই থাক এই দুঃখটা বড় দামী!! এই লাইন টা খুব মনে ছুঁয়ে যায়।

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

শায়মা বলেছেন: হা এটা গানের লাইনটা।:)

২২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

সায়লা বলেছেন: অসাধারণ ভাল লাগলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!!!


অনেক অনেক অনেক থ্যাংকস তোমাকে!!!!!!!!!!

২২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

নিবিড় বলেছেন: হুমমম

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

শায়মা বলেছেন: কেমন আছো ভাইয়া?

২২৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

অনীনদিতা বলেছেন: দুঃখটা আসলেই বড় দামি.........
অনেক সুন্দর আপূ।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

শায়মা বলেছেন: :P

২২৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

ইখতামিন বলেছেন: কবিতায় ৭৯ তম ভালো লাগা,
দু'জনেই জয়ী.
আবার উভয়েই হেরে গেছে ভালোবাসার কাছে
তবে এটা হতে পারে বন্ধুত্বের কাছে ভালোবাসার পরাজয় :(

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

শায়মা বলেছেন: হুম!!!!!!!!!!

হতেই পারে.............


আবার নাও হতে পারে........


কি হতে পারে এখনও জানিনা..........

জীবনটা অনেক ছোট আবার একদম ছোটও না............

এখনও কত দেখার বাকী আছে!!!!!!!!!:)

২৩০| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

ইখতামিন বলেছেন:
হুম........
ঝগড়া কমেন্ট গুলো পড়ে শুধু ভাবছি- কোনও একদিন এই পোস্টে কতো মানুষ শুধু মারামারিই করে গেলো. কেউ বুঝলনা সেই মিস করা মানুষটা কে :(

যাকগে... কমেন্টগুলো অনেক উপভৌগ্য ছিল বটে :P

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

শায়মা বলেছেন: হা হা তুমি জানতে চাইলে তার নাম বলে দিতে পারি তবে অবশ্যই কানে কানে।


অবশ্য আমি এখন আর তাকে মিস করিনা!!!!!!!!!!!!!!!!!!!

অহংকারের কাছে
আজ ভালোবাসার পরাজয়
আমরা দুজন দুই বিজয়ী পাথর দুই হৃদয়

২৩১| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

শায়মা বলেছেন: প্রিয় বন্ধু,
অনেক অনেক কথা জমে আছে তোর জন্য আমার। আমার যত ভালো লাগা, মন্দ লাগা বা এমন অনেক অনেক রাগ দুঃখ আর ভালোবাসা নিয়ে অনুভুতির ঝাঁপি উজাড় করে ঢেলে দেওয়া হয়না আমার আর তোর কাছে। অনেক অভিমানে অনেক দুরে চলে গেছিস তুই আজ।তোর কোনো খবর জানার আর কোনো উপায় রাখিসনি তুই অথবা আমার খবরেও তোর আর কোনো প্রয়োজন নেই আর। তবুও শায়ানের হারিয়ে যাওয়া বন্ধুর মত ভীষন অপ্রয়োজনেই তোকে খুঁজে বেড়িয়েছি আমি কতদিন, কতখানে। দূর থেকে দেখে সরে গেছি। কি এক অদৃশ্য কাঁচের দেওয়াল আটকে দিয়েছে আজ আমাকে তোর কাছে অবাধে চলে যাবার পথটুকুকে।

এখন ............

প্রিয় বন্ধু,
অনেক অনেক কথা এখনও জমে থাকে তোর জন্য আমার। আমার যত কষ্ট, অভিমান বা এমন অনেক অনেক রাগ দুঃখ আর ভালোবাসা যা তোকে বলতে চাইলেও বলা হয়না। জানি অনুভুতির ঝাঁপি কোনোদিনই উজাড় করে ঢেলে দেওয়া হবেনা আমার আর তোর কাছে কখনও কোনোদিন। অনেক অভিমানে অনেক দুরে চলে গেছিস তুই আজ। তুই জানিস বা ভাবিস তোর কোনো খবর জানার আর কোনো উপায় বুঝি নেই আমার, শুধু এটাই জানিস না আমৃত্যু আমি তোর খবর জানবোই যেখানেই থাকিস আর যেখানেই পালাস। আমার খবরে তোর আর হয়তো কোনো প্রয়োজন নেই আর। তবুও আমি জানি হারিয়ে যাওয়া বন্ধু আমার কখনও হারাবো না আমিও তোর কাছে। ভীষন অপ্রয়োজনেই তোকে খুঁজে বেড়িয়েছি আমি কতদিন, কতখানে। এখনও খুঁজি। খুব কাছে থেকেও তুই অনেক দূরে। হাত বাড়ালেই ছোঁয়া যায়। কিন্তু আমি ছুঁই না। অদৃশ্য কাঁচের সে দেওয়ালে আজ অন্য প্রতিবিম্বের ছায়া। থমকে দাঁড়িয়েছি আমি। তোর কাছে চলে যেতে খুব খুব মন চাইলেও আর কখনও যাওয়া হবেনা আমার। জানি আমিই দোষী।

তবুও

কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব
তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনও যে ভালোবাসছি অসম্ভব!
কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব
তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনও যে ভালোবাসছি অসম্ভব!

২৩২| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

লীলা চক্রব্ত্তী বলেছেন: খুব সুন্দর, খুব মিষ্টি । তবে পড়ে বুকটা যেন একটু ভার হয়ে যায়।

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৪০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি।

২৩৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

মামুন রশিদ বলেছেন: এত সহজ কথায় এত সহজ ভাবে কেউ গভীরতম দুঃখের কথা বলতে পারে, ভাবাই যায় না!

তুই দুঃখ হয়েই থাক........ এই দুঃখটা বড় দামী...

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

শায়মা বলেছেন: :(


কোনো কোনো দুঃখ আসলেই দামী। যে দুঃখের কারণে কারো মনে গেঁথে থাকা যায় চিরজীবন তার চাইতে সারাজীবন কাছাকাছি থেকেও তিক্ততা নিয়ে বেঁচে থাকার মানে হয়না।:(

২৩৪| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: স্খলনের লেখা ভালো লেগেছে ।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৪

শায়মা বলেছেন: আমার মন খারাপের কবিতা ভাইয়া!:(

২৩৫| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: স্খলনের লেখা ভালো লেগেছে ।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৩

শায়মা বলেছেন: আমারও এটা প্রিয় লেখাদের একটা। অনেক মন খারাপের দিনে লিখেছিলাম এটা।

কেমন আছো ভাইয়া?

২৩৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

আবু শাকিল বলেছেন: চমৎকার লেখা ।
তুই দুঃখ হয়েই থাক........ এই দুঃখটা বড় দামী.....

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬

শায়মা বলেছেন: :)

২৩৭| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০০

রুদ্র জাহেদ বলেছেন: মন খারাপের কবিতায় ভালো লাগা শায়মা আপুনি

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া মন খারাপের কাব্যটা পড়ার জন্য!:)

২৩৮| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০

জেন রসি বলেছেন: তুই দুঃখ হয়েই থাক এই দুঃখটা বড় দামী!!

আনন্দ হয়ে থাকলে সমস্যা কি? :P

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৩

শায়মা বলেছেন: আনন্দ হয়ে কেউ থাকতে চায় না তো!!!!!:(


দুস্কু দেয় নিজেরাও পায়। কি আর করা!


ইহাই কলিকাল! ইহাই ভবিতব্য!!!!!!!!:(

২৩৯| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭

জেন রসি বলেছেন: লেখক বলেছেন: আনন্দ হয়ে কেউ থাকতে চায় না তো!!!!!:(


দুস্কু দেয় নিজেরাও পায়। কি আর করা!


ইহাই কলিকাল! ইহাই ভবিতব্য!!!!!!!!:(

কেউ চাইলে সে থাকবে!

কিন্তু আপনি দুঃখ হিসাবে রাখবেন না আনন্দ- এইটাত আপনার উপর নির্ভর করে। :P

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

শায়মা বলেছেন: আসল কথা কানে কানে বলি ভাইয়া।

আমি দুস্কু, বেদনা, আনন্দ কিচ্ছুই হিসাবে রাখবো না। :)

এহ রে এত দায় পড়েছে তো!!!!!!! :-P

২৪০| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

শায়মা বলেছেন: আসল কথা কানে কানে বলি ভাইয়া।

আমি দুস্কু, বেদনা, আনন্দ কিচ্ছুই হিসাবে রাখবো না। :)

এহ রে এত দায় পড়েছে তো!!!!!!! :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.