![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
~~~মুক্তির মন্দির সোপান তলে কত প্রান হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে~~~
গানটির এই লাইনগুলি আমার হৃদয়ের তন্ত্রীতে জাগিয়ে তোলে অতি আশ্চর্য্য সচিত্র কিছু দৃশ্যাবলী। চোখ বুজে আমি দেখতে পাই সারি সারি কোনো সোপান বেদীর গহ্বরে ঘুমিয়ে আছে লাখো লাখো বীর বাঙ্গালী, মুক্তিযোদ্ধারা। মুক্তির নেশার একদিন ঘর ছেড়েছিলো যারা, নিজ প্রান দিয়েছিলো বলিদান। চোখে ভাসে যে সারি সারি সোপান তার মধ্যে অন্যতম মেহেরপুর আম্রকাননের স্মৃতিসৌধের সোপানগুলি বা সে স্থানটিই বর্তমানে যা মুজিবনগর কমপ্লেক্স নামে পরিচিত! দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম ও আমাদের অর্জিত স্বাধীনতার সাথে এ জায়গাটি নাম ও ইতিহাস যেন বড় বেশী জড়িয়ে আছে।
~~কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙ্গা~~
~~তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তাচলে~~
না তারা ফিরবেনা আর কখনও, কোনোদিন। তবে সেসব বীর বিপ্লবীরা বেঁচে রবে আমাদের প্রতি বাঙ্গালীর হৃদয়ে, স্মৃতিতে ও সংস্কৃতিতে। মুজিবনগর স্মৃতিসৌধ তাদেরই স্মরণে ও কোটি বাঙ্গালীর স্বাধীনতার গৌরবময় ইতিহাস ও স্মৃতির ধারক হিসেবে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে । মুজিবনগর স্মৃতিসৌধের তেইশটি প্রস্তরখন্ডে মিশে আছে লাখো লাখো শহীদের আত্মদান, অব্যাক্ত বেদন। স্বজনহারানো প্রিয়জনদের অশ্রুজল মিশে আছে ঐ দেওয়ালের প্রতি ইটে ইটে। লেখা আছে পাকিস্থানী শাসন-শোষণের দুঃসহ স্মৃতি ও ইতিহাস।
বাঙ্গালীদের উপর পাকিস্তানী আর্মিদের নির্মম নির্যাতনের দৃশ্য।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন।
১। মুজিবনগরের আদিনাম বৈদ্যনাথতলা। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা আম্রকাননে শপথ গ্রহণ করেছিলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এখানেই গঠিত হয়েছিলো বাংলার প্রথম সরকার, যাদের পরিচালনায় মুক্তিযুদ্ধ পেয়েছিল সরকারি নির্দেশনা। এরপরে বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখা হয় মুজিবনগর। কুষ্টিয়ার অদূরে মেহেরপুর জেলা হতে মুজিবনগরের দূরত্ব খুব বেশী নয়, মাত্র ১৮ কিমি।
মেহেরপুরের সেই ঐতিহাসিক মুজিবনগরের পুরো এলাকা ঘুরে আসলে মনে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস বুকে ধারণ করে নীরবে দাঁড়িয়ে আছে এই মুজিবনগর।
যুদ্ধচলাকালীন সমসাময়িক চিত্র
যুদ্ধচলাকালীন দৃশ্য
যুদ্ধরত বাংলাদেশি সৈনিক
পাকিস্তানী আর্মিদের স্যারেন্ডারের দৃশ্য!!
~~ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেলো প্রাণ~~
২।জাতীয় স্মৃতিসৌধ
ওরা কি আসে সত্যিই চুপি চুপি, লাল লাল ঐ ইটের দেওয়ালের গলি ঘুঁচিতে? মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী অসংখ্য শহীদদের স্মরণে তৈরী বিভিন্ন স্মৃতিসৌধ ও ভাস্কর্যের মধ্যে প্রধানতম সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে, সাভারের নবীনগরে অবস্খিত এই স্মৃতিসৌধ। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রথম বিজয় দিবসে যার ভিত্তি প্রস্তর স্খাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৫০ ফুট বা ৪৫ মিটার উচ্চতা বিশিষ্ট স্মৃতিসৌধটিতে রয়েছে ৭টি ফলক। সাতটি পর্যায়ের প্রথমটি বায়ান্নর ভাষা আন্দোলনের প্রতীক। এরপর চুয়ান্ন, আটান্ন, বাষট্টি, ছেষট্টি ও উনসত্তরের গণ-অভ্যুথানের চিত্র ক্রমশঃ গিয়ে মিশেছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জণে। সাভার জাতীয় স্মৃতিসৌধের স্খপতি খ্যাতনামা স্খপতি সৈয়দ মঈনুল হোসেন। মূল স্মৃতিসৌধের বাম পাশে রয়েছে সৌধ চত্বর। যেখানে রয়েছে মুক্তিযুদ্ধের নাম না জানা দশজন শহীদের সমাধি। ঘুমিয়ে আছে তারা এসকল সমাধির সোপানতলে। ~~হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবেনা, বড় বড় লোকেদের ভীড়ে, জ্ঞানী আর গুণীদের আসরে, তোমাদের কথা কেউ কবেনা, তবু হে বিজয়ীবীর মুক্তিসেনা তোমাদের এ ঋণ, কোনোদিন শোধ হবেনা~~~
যুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী সাভার এলাকার গ্রাম থেকে অনেক বাঙালিকে বন্দী করে ক্যাম্পে নিয়ে আসে। নির্মম নির্যাতনের পর ব্রাশ ফায়ারে হত্যা করে নিচু জমিতে ফেলে রাখে তাদের লাশ। যুদ্ধের পর এই এলাকায় আবিষ্কৃত হয় বধ্যভূমি ও গণকবর। এই গণকবরগুলো স্মৃতিসৌধ কমপ্লেক্সের অংশ। স্বাধীন দেশের আকাঙ্খায় যে বীর বাঙ্গালীর বুকে রক্ত ঝরেছিলো লাল ইটগুলি তারই প্রতীক। অশ্রুর প্রতীক জলাশয়গুলি। পথের দু'পাশে রয়েছে গনকবর। আসে কি তারা চুপি চুপি এই বাংলার আকাশ বাতাসকে ভালোবেসে?
৩।বুদ্ধিজীবি স্মৃতিসৌধ
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ।১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার ও আল-বদর বাহিনী বাংলাদেশের অনেক অনেক বুদ্ধিজীবিদেরকে হত্যা করে তাদেরকে মিরপুরে ফেলে রেখে যায়। পরবর্তীতে তাদেরই স্মরণে বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় স্মৃতিসৌধ ।ঢাকার মিরপুরে অবস্থিত স্মৃতিসৌধটি নির্মান করেন স্থপতি মোস্তফা হারুন কুদ্দুস।
৪।রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যদের হাতে অপহৃত হন অনেক বুদ্ধিজীবী। নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয় তাদেরকে। এই হত্যাযজ্ঞের অন্যতম কেন্দ্রস্থল ছিল ঢাকার রায়ের বাজার ইটখোলা। সেই সকল বরেণ্য বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে 'রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি। স্মৃতিসৌধটি নির্মাণ করেছেন দুই স্থপতি ফরিদউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ জামি আল শাফি। বিশাল দেয়ালের দুই পাশের ভাঙা অংশ বুদ্ধিজীবী হত্যা ঘটনার দুঃখ ও শোকের গভীরতা প্রকাশ করছে। জানালার ফ্রেমে ভেসে ওঠা আকাশ ও রক্তিম সূর্য নতুন দিনের বার্তা শোনায়। আর মূল স্তম্ভটি শোকের প্রতীক, শোকের কেন্দ্রবিন্দু। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে, মাঠে মাঠে কিষানের মুখে, ঘরে ঘরে কিষানীর বুকে, স্মৃতি বেদনার আঁখি নীড়ে~~~
৫।তেলিয়াপাড়া স্মৃতি সৌধ
তেলিয়াপাড়া। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চা বাগান। ১৯৭১ সালের ৪ এপ্রিল এখানে চা বাগান ব্যবস্থাপকের বাংলোয় দেশকে স্বাধীন করার জন্য ঐতিহাসিক এক শপথ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জেনারেল ওসমানী। এই বাংলোর পূর্ব-দক্ষিণ কোণে নির্মাণ করা হয়েছে ২, ৩ ও ৪নং সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধা স্মরণে স্মৃতিসৌধ। বুলেটের আকৃতিতে তৈরি এই সৌধের সামনে দু’টি ফলকে অঙ্কিত রয়েছে শামসুর রাহমান’এর বিখ্যাত “স্বাধীনতা তুমি” কবিতা। চারিপাশের চা-বাগানের সবুজের বেষ্টনীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তেলিয়াপাড়া স্মৃতি সৌধটি মুক্তিযু্দ্ধে আত্মত্যাগী বীরবাঙ্গালীদের আত্মত্যাগের স্মরণে।
~~তবুও শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি~~
~~আমরা জীবন দিয়ে হাসি মুখে লড়তে জানি~~
৬।হাজাংমাতা রশিমনি স্মৃতিসৌধ
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এ অঞ্চল থেকে আদিবাসী জনগোষ্ঠীরাও পিছিয়ে ছিলেন না। আদিবাসী জনগোষ্ঠী একটি অংশের নেতৃত্ব দেন রশিমনি হাজং এবং তিনি যুদ্ধে আত্মত্যাগ করেন। জেলায় তাঁর স্মরণে নির্মিত স্মৃতিসৌধ রয়েছে। তোমাদের এ ঋণ কোনোদিন শোধ হবেনা!!!
৭।কুল্লাপাথর শহীদ স্মৃতি সৌধ
কুল্লাপাথর শহীদ স্মৃতিসৌধ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের একটি সমাধিস্থল। একটি ছোট টিলার উপরে এই সমাধিস্থলটি অবস্থিত। প্রশিক্ষণ ক্যাম্প থাকার কারণে এ অঞ্চলটি পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম লক্ষে পরিণত হয়েছিল ফলে অন্যান্য অঞ্চলের চেয়ে এ এলাকায় বেশি যুদ্ধ সংগঠিত হয় এবং বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন। এখানে দুজন বীরবিক্রম, একজন বীরউত্তম, দুজন বীরপ্রতীক সহ মোট ৪৮ জন শহীদ মুক্তিযোদ্ধার সমাধি রয়েছে। এখানকার প্রতিটি কবরের উপরেই লেখা রয়েছে মুক্তিযোদ্ধার নাম এবং ঠিকানা। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা আবদুল করিম এবং তার আত্নীয়রা মিলে তার পৈত্রিক ভিটায় মুক্তিযোদ্ধাদের লাশ সংগ্রহ করে দাফন করেন।
৮। চুকনগর স্মৃতিস্তম্ভ
১৯৭১ সালের ২০মে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে পাক-হানাদার বাহিনী অসংখ্য নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধ চলাকালে একই স্থানে এক সঙ্গে এত মানুষকে হত্যা করার এ ঘটনা ছিল ইতিহাসে সবচেয়ে ঘৃণ্যতম গণহত্যা।
সেদিন বেচেঁ থাকবার আশায় জীবনের নিরাপত্তার খোজে প্রায় দশ হাজার মানুষ একত্রিত হয়েছিল চুকনগরে ভারতীয় বর্ডার পাড়ি দেবার জন্য। সকাল ১০টা, এমনই সময় পাকিস্তানি আর্মির দুটি ট্রাক প্রায় এক প্লাটুন সৈন্য নিয়ে এসে দাড়ায় কাউতলাতে যার পরবর্তীতে নাম হয় পাটখোলা। তাদের সাথে ছিল এল এম জি এবং সেমি-অটোমেটিক রাইফেল যা দিয়ে তারা গুলি শুরু করে উপস্থিত জনতার উপরে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই জনারন্যে মূখর একটি জনপদ পরিনত হয়েছিল মৃত্যুপুরীতে।
এই নৃশংসতার অন্যতম স্বাক্ষী হয়ে আছে খুলনা জেলার চুকনগরের হত্যাকান্ডটি।
৯। বীরশ্রষ্ঠ মোস্তাফা কামাল স্মৃতিসৌধ
১৯৭১ সালে ১৮ এপ্রিল আখাউড়ার দরুইন রণাঙ্গণে পাকি হানাদার বাহিনীর বিরুদ্ধে এক বীরত্বপূর্ণ সম্মুখ সমরে শহীদ হন সিপাহী মোস্তফা কামাল। পরে দরুইন গ্রামেই তাঁকে সমাহিত করা হয়। তাঁর সমাধিতে সরকার নির্মাণ করেছে এই স্মৃতিসৌধ।
১০।রংপুর কারমাইকেল কলেজ স্মৃতিসৌধ
রংপুর কারমাইকেল কলেজের শিক্ষকদের এখানেই নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তানিরা। জায়গাটি এখন দমদমা বধ্যভূমি হিসেবে পরিচিত।
১১।গোপালগন্জ স্মৃতিসৌধ
গোপালগন্জ জেলার জয়বাংলা পুকুরটি বধ্যভুমি হিসাবে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাসের এক নীরব সাক্ষী। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক সেনারা এখানে হত্যা করে বহু মুক্তিকামী বাঙ্গালী ও মুক্তিযোদ্ধাদেরকে। মৃত দেহগুলি এখানকার পুকুরে টেনে হিচড়ে ফেলে তারা পৈচাশিক উল্লাস প্রকাশ করতো। সেখানেই তৈরী হয়েছে এ গোপালগন্জ স্মৃতিসৌধ।
১২। কিশোরগন্জ স্মৃতিস্তম্ভ
১৯৭১ এর ১৩ অক্টোবর কিশোরগঞ্জের বড়ইতলায় বর্তমানে যা শহীদনগর, এখানে পাকহানাদার বাহিনী ও তার দোসররা ৩৬৫ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। এই ভয়াবহ হত্যাযজ্ঞ স্মরণে নির্মাণ করা হয় এ স্মৃতিসৌধ।
১৩। টাঙ্গাইল নাগরপুর স্মৃতিসৌধ
হাবিবুর রহমান । তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। ১৯৭১ এ আব্দুল কাদের সিদ্দিকী'র নিয়ন্ত্রণাধীন ৯৭ কোম্পানী বিশিষ্ট প্রায় ১৫ হাজার যোদ্ধার এক অভিনব বাহিনীতে এই হাবিবুর রহমান ছিলেন অন্যতম একজন কোম্পানী কমান্ডার। স্বাধীনতার পর তাকে 'বীরবিক্রম' খেতাবে ভুষিত করা হয়। কাদেরিয়া বাহিনীর হয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন এরকম ১৮৯ জন মুক্তিযোদ্ধা স্বাধীনতাযুদ্ধের ন'মাসে শহীদ হন এবং আরো প্রায় ৫০০ জন আহত হন। তাদেরই স্মরণে নির্মিত হয়েছে টাঙ্গাইল নাগরপুর স্মৃতিসৌধ।
১৪।বরগুণা বামনা স্মৃতিস্তম্ভ
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়ায় মুক্তিযুদ্ধকালে নবম সাব-সেক্টর হিসেবে চিহ্নিত স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্বরূপ একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়।
১৫।কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা স্মৃতিসৌধ
১৯৭১ সালের ১১ই নভেম্বর ৯জন বীর মুক্তিযোদ্ধার পবিত্র রক্তের রঞ্জিত হয় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘী ইউনিয়েনর বেতিয়ারা গ্রাম। তাদের রক্তের বিনিময়ে স্থাপন করা হয় এই স্মৃতিসৌধ ।
১৬।বুড়িচং স্মৃতিসৌধ
সাড়ে ঊনিশ একর জায়গায় প্রতিষ্ঠিত বুড়িচং উপজেলা কমপ্লেক্স কুমিল্লা জেলার সর্ববৃহৎ উপজেলা কমপ্লেক্স। উপজেলা পর্যায়ের সকল গুরুত্বপূর্ণ সরকারী অফিস এখানে অবস্থিত। বুড়িচং উপজেলা পরিষদ কমপ্লেক্স এ রয়েছে অত্যন্ত সুদৃশ্য উপজেলা পরিষদ জামে মসজিদ। তাছাড়া বুড়িচং শহীদ মিনার ও স্মৃতিসৌধ এই কমপ্লেক্স এর অভ্যন্তরে অবস্থিত।
১৭। ধলই সীমান্ত স্মৃতিসৌধ
স্বাধীনতা পরবর্তী দীর্ঘ দিন পর ১৯৯২ সালে বাংলাদেশ সীমান্ত বাহিনীর উদ্যোগে সর্বপ্রথম মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্ত চৌকির পাশে নির্মাণ করা হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিফলক।
১৮।বাঁশতলা স্মৃতিসৌধ
মুক্তিযুদ্ধকালীন সময়ে ৫নং সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়েছে বাঁশতলা স্মৃতিসৌধ। ১১জন মুক্তিযোদ্ধার কবর রয়েছে এখানে।
১৯। ঠাকুরগাঁও ‘অপরাজেয় ৭১’
সংগ্রামে, ত্যাগে, বীরত্বে অপরাজেয় সময় একাত্তর। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল স্মৃতি যুগযুগ ধরে শুধু বাঙ্গালিকেই নয়, মুক্তিকামী সকলকেই প্রেরণা যোগায়। এ স্মৃতির উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়েও নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ‘অপরাজেয় ৭১’।
২০।শহীদ আফসার মুক্তিযুদ্ধ কমপ্লেক্স
২৪ নভেম্বর শেরপুরের সূর্যদী গণহত্যা দিবস। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের এদিনে শেরপুরের সূর্য্যদী গ্রাম ও আশপাশের এলাকা ভেসেছিল রক্তের বন্যায়। বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছিলেন এক মুক্তিযোদ্ধাসহ ৩৯ জন নিরীহ গ্রামবাসী। পুড়ে ছাই হয়ে গিয়েছিল প্রায় ২০০ ঘরবাড়ি। শহীদ মুক্তিযোদ্ধা আফসার আলীর বাড়িতে তার স্মরনে ‘শহীদ আফসার মুক্তিযুদ্ধ কমপ্লেক্স’ নির্মিত হয়।
২১। তেরোশী স্মৃতিস্তম্ভ
১৯৭১ সালের ২২ নভেম্বর; বাংলাদেশ তখন বিজয় অর্জনের দ্বারপ্রান্তে; এমন সময়ে শিক্ষা-সংস্কৃতি ও প্রগতিশীল চেতনায় অগ্রগামী জনপদ মানিকগঞ্জের ‘তেরশ্রী’ আক্রান্ত হলো পাক বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর দ্বারা। সেদিন কাকডাকা ভোরে রাজাকারদের সহায়তায় পাক বাহিনী ঘিরে ফেলে হিন্দু ধর্মাবলম্বী অধ্যুষিত তেরশ্রী গ্রাম। ঘরে ঘরে ঘুমন্ত মানুষের উপর নির্বিচার গুলিবর্ষণ করে, আগুন জ্বালিয়ে ভস্ম করে দেয়া হয় পুরোটা গ্রাম। এসময় গ্রামের ৪৩ জনকে গুলি করে, আগুনে পুড়িয়ে, বেয়োনেটে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। এতোগুলো নিরপরাধ মুক্তিকামী মানুষের লাশ আর তাজা রক্ত সেদিন স্তব্ধ করে দিয়েছিল তেরশ্রী জনপদকে। স্বাধীনতার ৪০ বছর পর ২০১২ সালে তেরশ্রীতে নির্মিত হয়েছে একটি স্মৃতিস্তম্ভ।
২২।ডলুরা শহীদ স্মৃতিসৌধ
সুনামগঞ্জ শহর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে ডলুরা শহীদ স্মৃতিসৌধ এলাকা। মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে প্রাণ উৎসর্গকারী ৪৮ জন বীর শহীদকে এখানে সমাহিত করা হয়েছে।
২৩।পাঁচবিবির স্মৃতি সৌধ
জানা গেছে, ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে পাঁচবিবি উপজেলার কৃতি সন্তানদের ভূমিকা অপরিসীম। এ উপজেলার বিভিন্ন স্থানে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বীর শহীদদের সমাধি। পাঁচবিবির স্মৃতি সৌধটি নির্মিত হয়েছে মহান বিজয়ের প্রথম প্রহরের রক্তিম সূর্যের রক্তলাল আভার ক্যানভাসে। যা আমাদেরকে স্মরন করিয়ে দিচ্ছে, ৭১ এ মাতৃভুমির মহান বিজয়ের লক্ষ্যে আত্ন উৎসর্গকারী বীর শহীদদের বুকের তাজা রক্তের কথা, মহান বিজয় দিবসের প্রথম প্রহরের রক্তিম নতুন সুর্যোদয়ের আগমনকে।
২৪। যশোর মুক্তিযোদ্ধা স্মৃতি
যশোরের শার্শা উপজেলার কাশীপুর গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখসহ আরও ছয়জন বীর মুক্তিযোদ্ধার সমাধি।
২৫। স্মৃতিসৌধ ‘অর্জন’।
মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথার উদ্দেশে রংপুরের মডার্ন মোড়ে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ ‘অর্জন’।
২৬। ‘রক্ত গৌরব’
রংপুর-বদরগঞ্জ রোডের নিসবেতগঞ্জের এই জায়গা থেকেই সাধারণ মানুষ তীর-ধনুক নিয়ে ঘেরাও করেছিলেন ক্যান্টনমেন্ট। এখানেই পাকিস্তানিরা নির্মমভাবে হত্যা করেছিল নিরীহ মানুষকে। তাঁদের স্মৃতির উদ্দেশে এখানে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ ‘রক্ত গৌরব’।
২৭। নারুলিয়া গণকবর
মুক্তিযুদ্ধের সময় বগুড়ার নারুলীর এই জায়গাতেই হত্যা করা হয়েছিল অসংখ্য নিরীহ মানুষকে।
২৮। রাজাপুর বধ্যভূমি
১৯৭১ সালের ২৩ নভেম্বর ঝালকাঠি জেলার রাজাপুর থানা পাকহানাদার মুক্ত দিবস। বরিশাল অঞ্চলের মধ্যে রাজাপুর থানা সর্বপ্রথম পাকহানাদার মুক্ত হয়। দেশীয় দোসরদের সহায়তায় পাক বাহিনী সাধারণ নীরিহ জনগনকে ধরে এনে বধ্যভূমি সংলগ্ন খালের ঘাটে বেধে গুলি করে খালে ফেলে দেয়।
২৯। ফয়েজাবাদ হিলস বধ্যভূমি স্মৃতি সৌধ
এই হিল ১৯৭১ সালে কুখ্যাত ছিল কারণ এখানে পাকবাহিনী স্বাধীনতা সমর্থকদের ধরে এনে হত্যা করে কবর দিতো। ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর এখানে একটি সৌধ স্হাপন করা হয় ।
৩০। রাজশাহী স্মৃতি অম্লান
রাজশাহী শহরের শহীদ ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সড়কের দ্বীনে ভদ্রা এলাকায় এই স্মৃতিসৌধটি অবস্থিত। ১৯৯১ খ্রিষ্টাব্দে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করে।
বাংলাদেশের অস্তিত্বের প্রতীক হিসাবে এর নামকরণ করা হয়েছে 'অম্লান'। মূল স্তম্ভটি একটি গোলাকার বেদীর উপরে স্থাপিত।স্বাধীনতা যুদ্ধের সময় প্রায় দু'লক্ষ নির্যাতিতা নারীর বেদনার প্রতীক হিসাবে এই পাথরের আচ্ছাদনকে দেখানো হয়েছে। বেদীর কেন্দ্রস্থল থেকে তিনটি স্তম্ভ সরলভাবে স্থাপিত। প্রতিটি স্তম্ভে ১০টি করে মোট ৩০টি ছিদ্র রয়েছে। এই ৩০টি ছিদ্রকে যুদ্ধে নিহত ৩০ লক্ষ মানুষের আত্মাহুতির প্রতীক হিসাবে রাখা হয়েছে।স্তম্ভের শীর্ষদেশে একটি গোলক রয়েছে। এই গোলক ১৯৭১ সালে স্বাধীনতা প্রাপ্তিকে এবং স্বাধীনতার তীব্র উপস্থিতিকে সূর্যের প্রতীকে স্থাপন করা হয়েছে ।
৩১। বগুড়া বাবুর পুকুর বধ্যভুমি
বগুড়া থেকে ১২ কিলোমিটার দক্ষিণে বাবুর পুকুর নামক স্থানে বধ্যভূমির স্মৃতিস্তম্ভ বিমূর্ত পাজর ইতিহাসের স্বাক্ষী হয়ে আছে ।পাক হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের শিকার ১৪ জন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের পবিত্র দেহাবশেষ রয়েছে এই ঐতিহাসিক স্থানে।
৩২। শ্রীমঙ্গল বধ্যভুমি স্মৃতিস্তম্ভ
১৯৭১ এ মুক্তিকামী বীর বাঙ্গালি ও মুক্তিযোদ্ধাদের সাথে প্রাণ হারান চা শ্রমিক জনগোষ্ঠীর কয়েকশ শ্রমিক। দীর্ঘ ৯ মাস যুদ্ধ চলা কালে শহর ও শহরতলীর কলেজ রোড ভাড়াউড়া চা বাগান, বিডিআর ক্যাম্প সংলগ্ন সাধুবাবার গাছতলা , সিন্দুরখান, সবুজবাগ ও পুর্বাশা সহ কয়েক টি স্থানকে বধ্যভুমিতে পরিণত করে জায়গায় শত শত নীর অপরাধ মানুষকে হত্যা করেছিল দেশীয় রাজাকারদের সহায়তায় হানাদার বাহিনী।
৩৩। ময়মনসিংহ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক
৩৪। আখাউড়া গনকবর
আখাউড়া সেনারবাদি সীমান্তের গণকবর।আড়াইশ’ও অধিক শহীদেরা এই গণকবরটিতে শায়িত রয়েছেন।
৩৫।ফুলবাড়ি বধ্যভূমি
বগুড়ার ফুলবাড়ী এলাকার করতোয়া নদীর পাশের এই জায়গাতেই ১৯৭১ সালের ২৪ এপ্রিল পাক-হানাদারদের গুলিতে নিহত হয়েছিলেন ৩৩ জন। তাঁদের স্মৃতিচিহ্নিত বধ্যভূমি এটি।
৩৬। জামালপুর স্ম্বতিসৌধ
৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরের মূল কেন্দ্রবিন্দু ঐতিহাসিক জামালপুর জেলার কামালপুর মুক্ত দিবস। ১৯৭১ এ ক্যাপ্টেন সালাহ উদ্দিনসহ মোট একশ’ ৯৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
৩৭। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ স্মৃতিসৌধ
স্মৃতিসৌধটির ফলকে লিখিত শহীদদের নাম।
৩৮। পাবনা ডেমরা স্মৃতিসৌধ
বৃহত্তর পাবনা অঞ্চলে মুক্তিযুদ্ধের প্রবাহ মান সাক্ষী বড়াল, পদ্মা, যমুনা, করতোয়া। মুসলিম-হিন্দু অধ্যুষিত পাবনার ডেমরায় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অপারেশন এবং পাক হানাদারদের বীভৎস হত্যাকাণ্ডের কাহিনী এখনো মানুষের মুখে মুখে আলোচিত। '৭১-এর ১৪ মে ডেমরায় হানাদাররা নির্বিচারে নিরস্ত্র অগণিত বাঙালিকে হত্যা করে। মুক্তিযোদ্ধাদের সম্মান ও স্মরণে স্থাপন করা হয়েছে স্মৃতিসৌধটি।
৩৯। মাগুরা কামান্না স্মৃতিসৌধ
১৯৭১ সালের ২৬ নভেম্বর ভোররাতে মাগুরা ও ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী কামান্না গ্রামে মুক্তিযোদ্ধাদের একটি দলের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় মাগুরার ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।শহীদদের স্মরণে মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামে সরকারিভাবে একটি স্মৃতি সৌধ নির্মিত হয়েছে।
৪০। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি
মুক্তিযুদ্ধের মহান বীরত্বের স্মৃতিবিজড়িত খুলনার মাটিকে ধণ্য করে এখানে ঘুমিয়ে আছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে বাংলার এই বীর সন্তানের সমাধিসৌধ অবস্থিত।
৪১। গল্লামারী স্মৃতিস্তম্ভ
মুক্তিযুদ্ধের বেদনাবহ গণহত্যার স্মৃতিবিজড়িত আরেকটি স্থান গল্লামারী। খুলনা বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে ময়ূর নদীর তীরে অবস্থিত এই গল্লামারী।মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই স্থানে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করে পাকিস্তানী বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর বাহিনী।ধারণা করা হয় ঐস্থানে আনুমানিক১৫০০০মানুষ হত্যা করা হয়।
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।
সাতজন বীরশ্রেষ্ঠ
আজকের প্রজন্মরা জানুক ইতিহাসের বিপ্লবী সেসব মহানায়কদের আত্মত্যাগের কথা।শিখুক তারা দেশকে ভালোবাসতে । চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করুক এই বীর অগ্রজদেরকে।
মুক্তিযোদ্ধারা
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌল মলিন মুখে জোগালো ভাষা
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।।
মুক্তিযুদ্ধের সকল আত্মত্যাগী প্রয়াত বীরবাঙ্গালীদের প্রতি জানাই ভালোবাসা ও কৃতজ্ঞতা! শ্রদ্ধা ভরে স্মরণ করি তাদেরকে আজ বিজয় দিবসের প্রারম্ভলগ্নে। তাদের জন্য ভালোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধার প্রকাশ শুধুমাত্র ৪১ বছরের স্বাধীনতার আমার এ লেখার ৪১ টি স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভগুলিতেই সীমাব্দ্ধ নয়, তাদের জন্য গড়েছি আমরা চির স্মরণীয় স্মৃতিসৌধ আমাদের কোটি বাঙ্গালীর হৃদয়ের মনিকোঠায়।
[তথ্য ও ছবি নেওয়া হয়েছে ইন্টারনেট ও বাঙ্গালি বাংলাদেশ মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধকোষ- মুনতাসীর মামুনের বই থেকে]
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৭
শায়মা বলেছেন: বিজয়দিবসের শুভেচ্ছা অপুভাইয়া।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৬
অপু তানভীর বলেছেন: এতো গুলো ??
আমি তো জানতামই না !!
জানানর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ !!
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৭
শায়মা বলেছেন: আমিও জানতাম না।
লিখতে গিয়ে জেনে গেলাম।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৭
তন্দ্রা বিলাস বলেছেন:
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩০
শায়মা বলেছেন: তন্দ্রা আপুনি বিজয় দিবসের শুভেচ্ছা তোমাকে।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৮
বিষাদ সজল বলেছেন: সময়োচিত সংগ্রহের জন্য ধণ্যবাদ ।
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৫
শায়মা বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভাইয়া।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৯
কলমদানি বলেছেন: ~মুক্তির মন্দির সোপান তলে কত প্রান হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে~~~
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪২
শায়মা বলেছেন: ভীষন ভীষন প্রিয় গান !!!
চোখের সামনে যেন দেখতে পাই......
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৩
অন্ধকারের রাজপুত্র বলেছেন: বিশাল সংগ্রহ !
অনেক খাটতে হইসে এই পোস্টের জন্য.. তাই না ??
অসাধারণ পোস্ট আপু !
ভালো লাগলো !
++++++
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৩
শায়মা বলেছেন: অনেক অনেক !!!
তবুও নিজেই তো জানতাম না এতকিছউ ভাইয়া।
লিখতে গিয়ে নিজেও জেনেছি।
অনেক অনেক থ্যাংকস তোমাকে।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৮
লোনলিফাইটার বলেছেন: স্টিকি করার মতো পোস্ট।বিজয়ের মাসে সুন্দর একটা পোস্ট দেওয়ার জন্যে তোমাকে একটা গিফট দেবো
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!
তাড়াতাড়ি গিফট পাঠায় দাও।
আর বিজয় দিবসের শুভেচ্ছা।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৮
জেমস বন্ড বলেছেন:
এ++
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:১১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১০
সাজিদ ঢাকা বলেছেন: পোষ্টে ++++++++
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ সাজিদভাইয়া।
বিজয় দিবসের শুভেচ্ছা!
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১০
অচিন আলো বলেছেন: ধন্যবাদ, চমৎকার পোস্টটির জন্য। প্রিয়তে রাখলাম।
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৭
শায়মা বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভাইয়া।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১১
কলাবাগান১ বলেছেন: অনেক কস্ট করেছেন..।
জামাতীরা ক্ষমতায় আসলে আস্তে আস্তে এগুলিকে অবেহেলায় হারিয়ে যেতে হবে.........
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২০
শায়মা বলেছেন: জীবনেও আসতে পারবে নাকি?
জীবনেও না মরণেও না।
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১২
কলাবাগান১ বলেছেন: নির্বাচিত পাতায় স্হান হোক এই পোস্টের
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত পোস্ট।
+++
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৬
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস কবিভাইয়া।
বিজয় দিবসের শুভেচ্ছা।
অনেক ভালো থেকো।
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৭
স্বাধীন চিন্তা বলেছেন: সরাসরি প্রিয়তে।
ওরা আসবে চুপি চুপি...........
আমরা কি ওদের স্বপ্নের সোনার বাংলা গড়ে দিতে পারেছি ?? কীভাবে তারা আসবে ?? আজও রাজাকার মুক্ত হলো না দেশ। তবে কেন তারা আসবে ???
" আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ........ "
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৯
শায়মা বলেছেন: পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া।
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৮
লিঙ্কনহুসাইন বলেছেন: চর্ম গরম সব মিল্লা অসাধারণ পোষ্ট +++++++++ স্টিকি করা হোক
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৮
শায়মা বলেছেন: হায় হায় কি বলো এই সব!!
যাইহোক পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস তোমাকে ভাইয়া।
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার পোষ্ট । নিয়ে গেলাম ।
আপু, কুমিল্লাতে একটা বধ্যভূমি আছে ।কুমিল্লার পাশের থানায় । ওটা সম্ভবত রাজাপুর থানা । বছর কয়েক আগে ওখানে গেছিলাম । অনেকগুলো ছবিও তুলছিলাম বাট এখন আপনার পোষ্ট দেখে ইচ্ছে করছিলো কয়েকটা ছবি দেই ।বাট এখন পিসিতে একটা পিকও খুঁজে পেলাম না ।
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪১
শায়মা বলেছেন: ভাইয়া আরও আরও স্মৃতিসৌধের, বধ্যভূমির ছবি ও তথ্য সবাই সবার এলাকার এখানে দিয়ে গেলে আমাদের আরও আরও জানা হতো।
ভাইয়া আমিও রাজাপুর নিয়ে লিখেছি তবে সেটা বরিশালের। তোমার কুমিল্লার রাজাপুরের ছবি দিও পারলে।
অনেক অনেক থ্যাংকস তোমাকে।
১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৯
মেহেদী হাসান মানিক বলেছেন: সুন্দর পোস্ট
+++
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ।
১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৬
যুবায়ের বলেছেন: অসাধারন...
চমৎকার সব ছবি এবং শব্দের গাথুনি
১১ তম ভালোলাগা পোষ্টে।
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
বিজয় দিবসের শুভেচ্ছা।
১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪০
শহিদুল ইসলাম বলেছেন: আজকেই মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই পড়ছিলাম !
তারপর একটা মুভিও দেখছিলাম - সেটাও মুক্তিযুদ্ধ বিষয়ক ! ( বেশ কষ্ট পেয়েছিলাম )
আর এখন পড়লাম তোমার পোস্টটা !
খুব কষ্ট সাধ্য পোস্ট , কিন্ত আমরা অনেক কিছু জানতে পারলাম ।
থ্যাংক্স !
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৫
শায়মা বলেছেন: আমিও লিখতে গিয়ে অনেক কিছু জেনেছি ভাইয়া।
থ্যাংকস অনেক অনেক পড়ার জন্য কষ্ট করে।
২০| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪১
যুবায়ের বলেছেন: চোখ বুজে আমি দেখতে পাই সারি সারি কোনো সোপান বেদীর গহ্বরে ঘুমিয়ে আছে লাখো লাখো বীর বাঙ্গালী, মুক্তিযোদ্ধারা। মুক্তির নেশার একদিন ঘর ছেড়েছিলো যারা, নিজ প্রান দিয়েছিলো বলিদান। চোখে ভাসে যে সারি সারি সোপান তার মধ্যে অন্যতম মেহেরপুর আম্রকাননের স্মৃতিসৌধের সোপানগুলি বা সে স্থানটিই বর্তমানে যা মুজিবনগর কমপ্লেক্স নামে পরিচিত! দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম ও আমাদের অর্জিত স্বাধীনতার সাথে এ জায়গাটি নাম ও ইতিহাস যেন বড় বেশী জড়িয়ে আছে।
চমৎকার বর্ণনা যা করেছে আবেগময়!! এত সুন্দর লেখা যা পরি আপুই লিখতে পারে।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া এমন কমেন্টের জন্য।
২১| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৯
তামিম ইবনে আমান বলেছেন: প্রিয়তে নিলাম
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ তামিমভাইয়া।
২২| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৯
অথৈ সাগর বলেছেন: বিপ্লবী পোস্ট । বিজয় দিবসের শুভেচ্ছা রইল ।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪২
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য আর তোমাকেও বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া।
২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৩
দলছুট শুভ বলেছেন: " মুক্তির মন্দির সোপান তলে কত প্রান হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে "
+++
বহুত পড়াশুনা করে পোস্ট রেডি করেছেন। আমরাও গপাগপ খেয়ে ফেলেছি।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৪
শায়মা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৬
আরজু পনি বলেছেন:
পরী রাজ্য থেকে একেবারে অন্য রুপে .....দারুন! শায়মা।
বিজয়ের শুভেচ্ছা রইলো।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৭
শায়মা বলেছেন: পরীরা বহুরুপী জানোনা আপুনি।
কখন যে কোন রুপে থাকে কিছুই বলা যায়না।
পড়ার জন্য অনেক থ্যাংকস আর তোমার জন্যও রইলো বিজয়ের শুভেচ্ছা।
২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০১
ঘুমন্ত আমি বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।এখনো আশা রাখি রাজাকারমুক্ত এই দেশ দেখার ।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
বিজয়ের শুভেচ্ছা তোমাকেও।
২৬| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন: অনেক পরিশ্রমী পোস্ট বিজয়ের শুভেচ্ছা রইল
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৯
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস তোমাকে ভাইয়া।
২৭| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২১
মোঃমোজাম হক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
পোষ্টটা সময়োচিত এবং দূর্লভ।শুভকামনা রইলো।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫১
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
বিজয় দিবসের শুভেচ্ছা তোমাকেও ভাইয়ামনি।
২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৫
আজনবী বলেছেন: অসাধারন প্রচেষ্টা। ভীষন ভাল লাগল। প্রিয়তে রাখলাম।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫১
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৫
মনজুরুল হক বলেছেন: এ তুই কি করেছিস? এ যে ভয়ানক পরিশ্রমি আর অন্তরের টানেই সম্ভব। তোর প্রতি স্যালুট রইল ভাইয়া।
এটা সেটা সাজুগুজু পেরিয়ে আজ তুই সত্যিই এক অসামান্য কাজ করেছিস।
যদিও আমি জানতাম এক দিন তুই এখানে ফিরবি। আরও জানতাম তোর হাতে একদিন উঠে আসবে তোর ভাইয়ার মত বিষয়বস্তু, যা তুই এক সময় ভয়ে দূরে ঠেলে রাখতিস।
ভালোবাসা আর শুভেচ্ছা রইল।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৭
শায়মা বলেছেন: ভাইয়ামনি
তুমি বিশ্বাস করবে কিনা জানিনা তবে এই পোস্টটা লেখার সময় তোমার কথাই সবচেয়ে বেশি মনে পড়েছিলো।
একবার ভেবেছিলাম তোমাকে ডেকে আনি তারপর ভাবলাম তুমি তো আর আসোইনা এখন ব্লগে।
কোথায় যে হারিয়ে গেলে তোমরা।
অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি। অনেক ভালো থেকো।
৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ১৬ তম ভালোলাগা।++++
১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
৩১| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন পোস্ট। অনেক অনেক ভালো লাগা।
বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১০
শায়মা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা!
৩২| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আমাদের বিজয় অর্জিত হয়েছে অনেক প্রাণের বিনিময়ে,,যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে আমাদের দামাল ছেলেরা.........তাদের সবাইকে শ্রদ্ধা জানাই।আর আমরা সবাই যেন স্বাধীনতার প্রকৃত অথৃ হৃদয়ঙ্গম করতে পারি..সবাই মিরে সুন্দর সফল একটা দেশ গড়তে পারি।
১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১৮
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!
বিজয় দিবসের শুভেচ্ছা!
৩৩| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫১
মামুন রশিদ বলেছেন: বিজয়ের এই শুভক্ষনে চমৎকার পোস্ট দিয়েছেন আপু ।
পোস্ট স্টিকি করার দাবী জানাচ্ছি ।
১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:২১
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আর বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া!
৩৪| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৩
যুবায়ের বলেছেন: ~হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবেনা, বড় বড় লোকেদের ভীড়ে, জ্ঞানী আর গুণীদের আসরে, তোমাদের কথা কেউ কবেনা, তবু হে বিজয়ীবীর মুক্তিসেনা তোমাদের এ ঋণ, কোনোদিন শোধ হবেনা~~~
সহমত।
অণুসারিত করলাম আপু।
১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৩
শায়মা বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!
৩৫| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০২
তরুন সৈনিক বলেছেন: অনেক সুন্দর এবং তথ্যবহুল , বিজয়ের শুভেচ্ছা রইল ।
বুঝাই যাচ্ছে, পেত্নিটারে এই পোস্ট এর জন্নে অনেক খাটাখাটনি করতে হয়েছে,
মডু বরাবর আবেদন রইল, গাম দিয়া ঝুলায়া দিক।
১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৯
শায়মা বলেছেন: পিচকা পরীকে তুমি পেত্নী বলো আজরাতে দেখো ভূত পাঠায় দেবো!
আর গাম দিয়ে ঝুলানোর কোনোই দরকার নাই কারন গাম দিয়ে কিছু ঝুলালেই দেখা যায় একদল মানুষ লাঠি সোটা পানি আগুন সব নিয়ে ছুটে আসছে ঘাম ছুটাতে! কাজেই এই ভালো!
পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
৩৬| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৬
উকিল সাহেব বলেছেন: সেরা ব্লগার ২০১২ পুরুস্কার বিতরণ
আপনার পুরুস্কার বুঝে নিন।
Click This Link
ধন্যবাদ।
১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া তোমার এই স হজলোভ্য উপকারী উপ হারের জন্য!
অনেক অনেক ভালো থেকো আর ভবিষ্যতে আরও আরও এমন মজাদার ফান ইভেন্টের সৃষ্টি করো!
৩৭| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৭
অদ্বিতীয়া আমি বলেছেন: মুক্তির মন্দির সোপান তলে কত প্রান হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে
আপু গান টা আমার খুবই প্রিয় ।
এত সুন্দর স্মৃতিস্তম্ভ স্মৃতিসৌধ একসাথে প্রথম দেখলাম ।+++
একটা কথাই মনে হয়, মানুষের সবচেয়ে প্রিয় নিজের জীবন ,সেই জীবন যারা তুচ্ছ করতে পেরেছে তাদের সমান এই পৃথিবীতে কেউ নয়, কেউ নয় ।
১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০১
শায়মা বলেছেন: আপুনি একদম আমার মনের কথাগুলোই বলেছো!
এই গানটাই আমাকে এ পোস্ট লেখার অনুপ্রেরণা যুগিয়েছে!
আমিও এতকিছু জেনেছিও লিখতে গিয়েই নয়তো আমিও কি জানতাম নাকি!
আর একেবারেই ঠিক বলেছো দেশের জন্য নিজেদের প্রিয় প্রাণ বিসর্জন দিয়েছিলো যারা তাদের অবদান শেষ হবার নয়!
তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপুনি!
৩৮| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২১
নিউজ২৪ বলেছেন: অসাধারন। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৩
শায়মা বলেছেন: তোমাকেও বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া!
৩৯| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২১
আশিক মাসুম বলেছেন: ভাল পোস্ট সোজা প্রিয়তে । এতকিছু জানাই ছিলনা। অনেক ধন্যবাদ আপু।
১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৬
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! আমিও জানতাম না! লিখতে গিয়ে জেনেছি!
বিজয় দিবসের শুভেচ্ছা তোমাকে!
৪০| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৩
সিলেটি জামান বলেছেন: ভালোলাগা সহ প্রিয়তে। চমৎকার পোস্ট হইছে আপু
১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
৪১| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৩
ইনকগনিটো বলেছেন: সুন্দর পোস্ট। এতো কষ্ট করার জন্য একটা ধন্যবাদ কম হয়ে যায়। দুইটা দিলাম
১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৬
শায়মা বলেছেন: মাত্র দুইটা!
জানো আমার কত্ত কষ্ট হয়েছিলো!
তোমাকে আমি এক কোটি থ্যাংকস দিলাম ভাইয়ামনি!
৪২| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৬
মুশাসি বলেছেন: মুজিব নগর গিয়েছিলাম গত বছর। সবার একবার হলেও যাওয়া উচিত। রাজশাহী ভার্সিটির স্মৃতিসৌধ বাদ গিয়েছে মনে হয়।
এছাড়াও রাজশাহীর বধ্যভূমিতে একটা স্মৃতিসৌধ রয়েছে। যোগ করে নিতে পারেন।
পোষ্ট প্রিয়তে
১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৮
শায়মা বলেছেন: ভাইয়া শুধু এইটা না আরও অনেক গুলোই বাদ পড়েছে! আসলে আমি স্বাধীনতার ৪১ বছরে ৪১টা স্মৃতিসৌধ, বধ্যভূমি নিয়ে লিখতে চেয়েছিলাম!
আর রাজশাহী বধ্যভূমির ছবি পেয়েছিলাম কিন্তু ইতিহাস খুঁজে পাচ্ছিলাম না!
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে!
৪৩| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০১
নিয়েল ( হিমু ) বলেছেন: মুক্তির মঙ্গল সোপান তলে
কত প্রাণ হল বলি দান ।
সেই বীর শহিদ দের প্রতি বিনম্র শ্রদ্ধা ।
১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৩
শায়মা বলেছেন: বীর শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা ....
তোমাকে বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া!
৪৪| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০১
চন্দ্রা৯২ বলেছেন:
অনেক তথ্যপুর্ন ও আবেগ তারিত পোষ্ট ।
অ:ট: মুজিব নগরের এই ছবি গুলো পেলে কোথায় আপু ? তুমি ওখানে গিয়ে ছবি গুলো তুলেছ নাকি ?
১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৮
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে আপুনি!
আমি ওখানে গিয়েছিলাম তবে এই ছবিগুলো নেট থেকে নেওয়া!
৪৫| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৫
তন্ময়০১৩ বলেছেন:
১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩০
শায়মা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া!
৪৬| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৬
মাথা খারপ মানুষ বলেছেন: প্রিয় পোষ্টের তালিকায় আপনার নাম বেশী উঠে যাচ্ছে
বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৯
শায়মা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা তোমাকেও।
৪৭| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৭
ঘুড্ডির পাইলট বলেছেন:
ওরে বাপরে ! এতো ছবি জোগার করা তো কঠিন কাজ , পোষ্ট তৈরিতে তো অনেক পরিশ্রম হইছে দেখা যায়। ভালো লাগা না দিয়া পোষ্ট থিকা তো বাইরন যাইবো না । নেট স্লো তারপরও অনেক কষ্ট কইরা ভালো লাগা দিলাম। ২৫ তম ভালো লাগা ।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৭
শায়মা বলেছেন: এত কষ্ট করার জন্য তোমাকেও ধন্যবাদ ভাইয়া।
বিজয় দিবসের শুভেচ্ছা!
৪৮| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫২
সবুজ মহান বলেছেন: দারুণ একটা পোস্ট
++++++ দিয়ে গেলাম ।
বিজয় দিবসের শুভেচ্ছা রইল
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৯
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!
৪৯| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:০৪
মাথা খারপ মানুষ বলেছেন:
তেলিয়াপাড়া স্মৃতিসৌধ
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!
৫০| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:১০
*কুনোব্যাঙ* বলেছেন: হুম, পরীর দেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগ্রহশালা ভালো লাগল।
অতিথি বইয়ে স্বাক্ষর স্বরূপ প্লাস দিয়ে গেলাম
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৫
শায়মা বলেছেন: থ্যাংকস থ্যাংকস থ্যাংকস!!
৫১| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:১৭
অনন্ত দিগন্ত বলেছেন: খুব সুন্দর পোষ্ট পরী ....
আমি নিজেও এত কিছু জানতাম না এতদিন .... এ তথ্যগুলো ছড়িয়ে দেয়া দরকার সবার মাঝে ....
ভাল থেক সবসময় ...
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৬
শায়মা বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ অন্তমনি।
তুমিও ভালো থেকো অনেক অনেক!
৫২| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অসাধারন হয়েছে শায়মাপু। ২৯তম ভালো লাগা সহ পোস্ট প্রিয়তে।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৭
শায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!
৫৩| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৯
ভিয়েনাস বলেছেন:
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেলো প্রাণ
অসাধরন পোস্ট।
বিজয় দিবসের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৮
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা তোমাকেও।
৫৪| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৫০
অচিন্ত্য বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++
অনেক পরিশ্রমী একটি পোস্ট। অসাধারণ !!
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৯
শায়মা বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
৫৫| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:০৮
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++ প্রিয়তে ।
বিজয় দিবসের শুভেচ্ছা
ভালো থাকবেন সবসময় ।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৬
শায়মা বলেছেন: অনেক থ্যাংকস অপূর্নভাইয়া।
শুভেচ্ছা তোমাকেও।
৫৬| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:১০
রাফা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা, শায়মা আপু।
অসাধারন শায়মা স্পেশাল পোস্ট। আপনার কল্যানে অনেক গুলো স্মৃতিসৌধ দেখতে পেলাম হাজার মাইল দুরে থেকেও।
ধন্যবাদ
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৮
শায়মা বলেছেন: ভাইয়া আমিও আমার কল্যানেই এইবার এগুলো স্মৃতিসৌধ দেখলাম। আসলে নিজেই জানতাম না যা এই পোস্টটা লিখতে গিয়ে জেনেছি।
তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
৫৭| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৮
স্বপনবাজ বলেছেন: শুভ জন্মদিন বাংলাদেশ!
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:১১
শায়মা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া।
৫৮| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৬
সালমাহ্যাপী বলেছেন: আরিব্বাপ্রে !!!!!!!!!!!!!!!!!!
অনেক সুন্দর পোস্ট আপুনি !!!
অনেক কিছুই অজানা ছিলো ।জানলাম এখন।
অনেক অনেক ধন্যবাদ।পোস্ট প্রিয়তে নিলাম
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৫
শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ সালমামনি আর বিজয় দিবসের শুভেচ্ছা।
৫৯| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১০
পথেরসাথী বলেছেন: বিজয়ের মাসে সুন্দর একটা পোস্ট দেওয়ার অনেক অনেক অনেক অনেক অনেকককককক ধন্যবাদ।
পোস্ট প্রিয়তে নিলাম ।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৭
শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ!!!
৬০| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৪
মারুফ মুকতাদীর বলেছেন: অসাধারণ !
আমি জানতাম ই না এত্তগুলো…………… বুঝতেছি আপনার অনেক পরিশ্রম গেছে, অনেক ধন্যবাদ আপু।
ভাললাগা এবং প্রিয়তে রাখলাম।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৮
শায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!!!
৬১| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪১
জুন বলেছেন: কাল রাতেই দেখেছি শায়মা। অসাধারন তথ্য সমৃদ্ধ এই পোষ্টে একটা প্লাস বড্ড কম।
+
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৯
শায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে আপুনি!!!!!
৬২| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৫
আধখানা চাঁদ বলেছেন: অসাধারণ কাজ । তথ্যসমৃদ্ধ লেখা । অসম্ভব রকম পরিশ্রমের কাজ করেছেন।
এই একটিমাত্র পোস্ট আপনার শ্রেষ্ঠ ব্লগার হবার জন্য যথেষ্ট।
অনুপ্রেরণা পেলাম আপনার পরিশ্রম দেখে। অনেক কিছু জানলাম, শিখলাম।
অনেক অনেক ভাল লাগা, শ্রদ্ধা নেবেন।
বিজয় দিবসের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩১
শায়মা বলেছেন: ভাইয়া তোমার এই কমেন্টটাই তো শ্রেষ্ঠ পুরষ্কার !!!
আর কি চাই বলো?
অনেক অনেক থ্যাংকস তোমাকে।
অনেক ভালোবাসা আর অনেক ভালো থেকো তুমি।
৬৩| ১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০০
নিস্প্রভ নীল বলেছেন: অসাধারণ পোস্ট, খুবই ভালো লাগলো। অনেক কষ্ট করেছেন বোঝাই যাচ্ছে, আমি চুপি চুপি অনেকের লেখাই পড়ি, তবে কমেন্ট করা হয়না। বিজয় দিবসে এই দুর্দান্ত পোস্টটির জন্য অনেক ধন্যবাদ, আর বিজয় দিবস এর শুভেচ্ছা!
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩২
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া।
অনেক অনেক ভালো থেকো।
৬৪| ১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৮
আপেল বেচুম বলেছেন: দূর্দান্ত এই পোস্টের ব্যাপারে বলার কিছু পচ্ছি না যে.......
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৬
শায়মা বলেছেন: হা হা
পড়ার জন্য থ্যাংকস ভাইয়া।
৬৫| ১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২০
কান্টি টুটুল বলেছেন:
বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৭
শায়মা বলেছেন: তোমাকেও বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া।
৬৬| ১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
রেজওয়ান তানিম বলেছেন: চমৎকার পোস্ট
শুভ বিজয় দিবস
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৭
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ তানিমভাইয়া।
বিজয় দিবসের শুভেচ্ছা তোমাকে।
৬৭| ১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৩
রৌহান খাঁন বলেছেন: সংগ্রহে রাখলাম।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
৬৮| ১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৮
অনিমেষ রহমান বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।
প্রিয়তে নিলাম।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৭
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
বিজয় দিবসের শুভেচ্ছা তোমাকে।
৬৯| ১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩২
অদ্ভুত_আমি বলেছেন: অনেক সুন্দর পোস্ট শায়মা আপু ।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৭
শায়মা বলেছেন: তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
৭০| ১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৯
অদ্ভুত_আমি বলেছেন: আপু, কিছু ক্যাপশনে মনে হয় প্রবলেম আছে । ঠিক করে দিয়েন ।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৯
শায়মা বলেছেন: কি প্রবলেম বুঝলাম না ভাইয়া। নাই মনে হয় প্রবলেম।
তোমার কোন গুলোতে প্রবলেম মনে হলো। একটু বলে দিলে আমি চেক করে নেবো ভাইয়ামনি।
অনেক অনেক থ্যাংকস তোমাকে আবারও।
৭১| ১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল চমৎকার পোস্ট।আরো অনেক অজানা ঘটনা হয়তো আছে...আরো বীরত্ব মাখা কিংবা আরো বেদনা দায়ক..আরো নিদারুণ......এই মুক্তিযুদ্ধ নিয়ে তো মহাকাব্য লিখা হয়ে যাওয়ার কথা......৯মাসের রক্তলাল মহাকাব্য যার সমাপ্তি পৃথিবীর ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়ের........এক মহাবিজয়ের মধ্যে..আমরা বাংলাদেশের মানুষ সেদিন অসাধ্য সাধন করেছিলাম......সারা পৃথিবীকে চমকে দিয়ে আমাদের পূর্বপুরুষরা একটা লালসবুজ পতাকা..একটা মানচিত্র..আর অনেক আকাঙ্খিত এক স্বাধীনতা অর্জন করেছিলেন......সেই বিজয়ের রেশ ধরে আমরা আরো বিজয় অর্জন করি..সেই কামনা থাকলো।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১০
শায়মা বলেছেন: অনেক সুন্দর কামনা ভাইয়া।
অনেক ধন্যবাদ তোমাকে।
অনেক ভালো থেকো।
৭২| ১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৮
নক্ষত্রচারী বলেছেন: চমৎকার !
সুন্দর হইসে খুব । ভালো লাগা ।।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১২
শায়মা বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
৭৩| ১৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪১
জাকারিয়া মুবিন বলেছেন: পরিশ্রমী পোস্ট।
ভাললাগা এবং প্রিয়তে।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২২
শায়মা বলেছেন: থ্যাংকস অনেক অনেক ভাইয়া।
৭৪| ১৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৩
অন্তরন্তর বলেছেন: শ্রদ্ধা তোমায়----
আর কিছু বলতে পারছি না।
তুমিত সবই লিখে দিয়েছ।
ভাল থাক সবসময় এমন একটা সুন্দর মন নিয়ে।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৩
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি।
অনেক ভালো থেকো।
৭৫| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২২
রাতুল_শাহ বলেছেন: প্রিয়তে
আর
মহান বিজয় দিবসের
শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৪
শায়মা বলেছেন: তোমাকেও বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া।
অনেক ভালো থেকো।
৭৬| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৩
আবু সালেহ বলেছেন: ৪৩তম ভালো লাগা রইলো..........বিজয় দিবসের শুভেচ্ছা......সাথে+++++++++++++++++++++++++
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৫
শায়মা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা তোমাকেও।
৭৭| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৫
আফিফা মারজানা বলেছেন: উদয়ের পথে শুনি কার বাণী
ভয় নাই ওরে ভয় নাই
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই ।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৯
শায়মা বলেছেন: অনেক প্রিয় একটা কবিতা আপুনি!
ভালো থেকো অনেক অনেক।
৭৮| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৮
সুরঞ্জনা বলেছেন: বরাবরের মতই তোমার পোস্ট তথ্যবহুল ও অসাধারন!
ভালো থেকো শামা বুলবুল!!!
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২৫
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!
কত্তদিন পর তোমাকে দেখলাম!!!
অনেক অনেক থ্যাংকস আপুনিমনি!!!!
৭৯| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০২
মামুন হতভাগা বলেছেন: স্যালুট আপু,বিজয়ের শুভেচ্ছা রইল
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৭
শায়মা বলেছেন: তোমাকেও বিজয়ের শুভেচ্ছা ভাইয়া।
অনেক অনেক ভালো থেকো।
৮০| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৪
অদ্ভুত_আমি বলেছেন:
এই ছবি দুইটার ক্যাপশন মনে হয় ঠিক করা প্রয়োজন ।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৪
শায়মা বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!
এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরও ছবিগুলির ক্যাপশন কেমনে এদিক ওদিক হলো বুঝলাম না।
থ্যাংকস অনেক অনেক ভাইয়ামনি।
অনেক ভালো থেকো।
৮১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪২
একজন আরমান বলেছেন:
চমৎকার তথ্য সমৃদ্ধ পোস্ট আপু।
বিজয় দিবসের শুভেচ্ছা।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৪
শায়মা বলেছেন: তোমাকেও বিজয় দিবসের শুভেচ্ছা অনেক অনেক।
অনেক ভালো থেকো পিচ্চুভাইয়া।
৮২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৪২
অদ্ভুত_আমি বলেছেন: সম্প্রতি প্রথম বারের মত চাঁদপুর গিয়েছিলাম বেড়াতে, ঐখানে "রক্তধারা" নামের একটি স্মৃতিস্তম্ভ দেখেছিলাম ।
মুক্তিযুদ্ধ সম্পর্কিত বলে আপনার পোস্টে ছবি শেয়ার দেয়ার লোভ সামলাতে পারলাম না ।
সবাই এমন ছবি ও তথ্য শেয়ার করলে আপনার এই পোস্টটি আরও তথ্যবহুল হবে ।
১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৯
শায়মা বলেছেন: ঠিক বলেছো ভাইয়া!
যদিও আমি শুধুমাত্র ৪১ টি স্মৃতিসৌধ নিয়েই লিখেছি কিন্তু পরবর্তীতে বাকীগুলো নিয়ে লেখার ইচ্ছা আছে! সবাই যার যার জানা শেয়ার করলে অনেক অনেক ভালো হবে!
অনেক অনেক থ্যাংকস ভাইয়া! অনেক ভালো থেকো!
৮৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩০
ফারাহ দিবা জামান বলেছেন: অসাধারণ পোস্ট
আপুমনি----
অনেক কষ্ট করেছ
খুব তথ্য বহুল একটি পোস্ট।
জানার আছে
দেখারও আছে---
পড়ার চেয়ে দেখলামই বেশি---
প্রদর্শনীর উদ্বোধনে এসো কিন্তু আপুনি।
ভুলে যেও না।
বৃহস্পতিবার
সন্ধে ৬ টা
আপডেট পাবে আরমান থেকে
ইনশাল্লাহ খুব শিগগির।
১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৮
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনি!
তোমার ছবিগুলো দেখে আমি মুগ্ধ!
৮৪| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:২৫
ফয়সাল হুদা বলেছেন:
কি বলব!
এই মূহর্তে ভলোলাগা বাটনটা অসংখ্যবার ক্লিক করা যেত
১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২১
শায়মা বলেছেন: এমন একটা মন্তব্যের জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
৮৫| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২১
তামিম ইবনে আমান বলেছেন: বিজয় দিবস কেমন কাটালেন?
১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৬
শায়মা বলেছেন: সে অনেক কাহিনী পিচকাভাইয়া!
কলাবাগান ঘুড়ি উৎসব থেকে সোজা জাতীয় স্মৃতিসৌধ! অবশ্য সেখানে গিয়ে আক্কেল গুড়ুম!এত মানুষ !গিজগিজ অবস্থা!
তবুও অনেক ভালো লেগেছে!
৮৬| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২২
অনীনদিতা বলেছেন: ভাল পোস্ট সোজা প্রিয়তে । এতকিছু জানাই ছিলনা। অনেক ধন্যবাদ আপু।
১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৯
শায়মা বলেছেন: আমারও জানা ছিলোনা আপুনি!
লিখতে গিয়েই জানা হলো!
অনেক ধন্যবাদ আপুনিমনি!
৮৭| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক কিছু জানলাম। এরকম লেখা খুঁজি মনে মনে। থ্যাঙ্কস আপু।
১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৪
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে আপুনিমনি এমন একটা মন্তব্যের জন্য!
৮৮| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৬
অদৃশ্য বলেছেন:
ওরা আসবেই
যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রান....
_________
শুভকামনা.....
১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৪
শায়মা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া!
৮৯| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কমপক্ষে ১০০০ প্লাস একসাথে দেওয়া উচিত এরকম একটি পোস্টে।
আপনি দেশের সকলের শ্রদ্ধাকে নিয়ে রীতিমতো একটি সংকলন করে নিয়েছেন।
অনেক শুভেচ্ছা।
১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৫
শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়া! এমন একটা কমেন্টের জন্য সারাজীবন থ্যাংকস দিলেও শেষ হবেনা!
৯০| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৩
একটু স্বপ্ন বলেছেন:
অসাধারণ পোষ্ট। দেশের প্রতি এমন ভালবাসা যদি থাকতো সব প্রানে তাহলেই এগিয়ে যেতে পারতো স্বদেশ আরও।
প্রিয়তে রেখেছি রেফারেন্স হিসেবেও দরকার হবে বলে।
শুভকামনা অশেষ।
১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০
শায়মা বলেছেন: প্রিয়তে রাখার জন্য ও পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
৯১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪২
তামিম ইবনে আমান বলেছেন: কলাবাগান ঘুড়ি উৎসবে তো আমার এক পরিচিত ব্লগার গেসে
খারান! জিগাইয়া লই। কোন পরীকে দেখেছে কিনা
১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০
শায়মা বলেছেন: আই এ্যাম অলওয়েজ ইনভিজিবল ফেইরী।
৯২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫২
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা আপু আমি একদিন হরতাল ডাকতে চাই..আমার পক্ষ থেকে হরতাল..সমর্থন চাই।রাজি?হরতাল খুব মজাদার জিনিস।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৬
শায়মা বলেছেন: দূর এখন আমার স্কুলে এমনিতেই ছুটি হরতাল দিয়ে কি হবে?
শুধু শুধু গাড়ি ভাংচুর, মানুষ খুনাখুনি।
না না আমি রাজি না।
৯৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৬
আমি বাঁধনহারা বলেছেন:
দেশ ও জাতির জন্য যাঁরা জীবন করেছিল বলিদান
আমরা আজ সুখ পেয়ে ভুলে গেছি তাঁদের অবদান।
বাংলা আজ স্বাধীন তবু সুখ নাই কোন ঘরে
আবার আমাদের জাগতে হবে নতুন করে'।
ভালো লাগল+++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৪
শায়মা বলেছেন: না ভাইয়া
তোমাকে ভুলিনি।
অনেক ধন্যবাদ তোমাকে।
৯৪| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৪
সুপান্থ সুরাহী বলেছেন:
এই পোস্টের জন্যই লগিন করলাম....
আমার সামনের জব-এক্সামের জন্য দারুণ সহায়ক হবে...
প্রিয়তে রাখলাম...
১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৭
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!
৯৫| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩৬
শোশমিতা বলেছেন: অনেক কিছু জানলাম।
অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর পোস্টের জন্য।
১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০১
শায়মা বলেছেন: শোশিমনি থ্যাংকস অনেক অনেক!!!
৯৬| ১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৬
শ।মসীর বলেছেন: হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবেনা, বড় বড় লোকেদের ভীড়ে, জ্ঞানী আর গুণীদের আসরে, তোমাদের কথা কেউ কবেনা, তবু হে বিজয়ীবীর মুক্তিসেনা তোমাদের এ ঋণ, কোনোদিন শোধ হবেনা~
১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৮
শায়মা বলেছেন: তবু হে বিজয়ীবীর মুক্তিসেনা তোমাদের এ ঋণ, কোনোদিন শোধ হবেনা~
থ্যাংক ইউ ভাইয়া পোস্টটা পড়ার জন্য।
৯৭| ১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৫
যাযাবর৮১ বলেছেন:
কি দারুণ একটা পোষ্টু *+*+*+*+
পেয়েছি অনেক টেস্টু
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া।
৯৮| ১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৮
সায়েম মুন বলেছেন: এক কথায় সুন্দর ও পরিশ্রমী পোস্ট। পুরোটা পড়তে পারলাম না। সময় করে পড়ে নিবো।
১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৮
শায়মা বলেছেন: ওকে পিচকাভাইয়া
অনেক অনেক থ্যাংকস তোমাকে।
৯৯| ১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৮
এসএমফারুক৮৮ বলেছেন: এ আমাদের মুক্তিযুদ্ধের গর্বিত ইতিহাস। আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।
পরিশ্রম করে এমন একটি সুন্দর পোষ্ট দেয়ার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ।
১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৭
শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
১০০| ১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০১
সাদেকুর বলেছেন: +++++++
১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
১০১| ১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১৩
সান্তনু অাহেমদ বলেছেন: কষ্টসাধ্য ও অসাধারণ পোস্ট।++
আসন্ন দিবস সম্পর্কে আপনার অনুভূতি কি?? একটু ব্যাখ্যা করে বলবেন?
১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
থ্যাংক ইউ পোস্টটা নিয়ে মন্তব্যের জন্য।
তবে কোন আসন্ন দিবসের কথা বলছো???
ব্লগ ডে???
সেটা নিয়ে অনুভুতি বলতে চাইনা ভাইয়া।
কিন্তু সবাইর ছবি আর ব্লগ ডের নানা আয়োজন দেখে মজা লাগছে আর লাগবেও বরাবরের মত।
১০২| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাব্বাস ! চমৎকার ! অতি চমৎকার !
এই নাহলে সেরা ব্লগার ? পরিশ্রমী পোস্টের জন্য লেখিকাকে অভিনন্দন !
এত চমৎকার একটি পোস্ট এত দেরিতে আমার নজরে আসায় নিজেকে নিজে মাইনাস । ( নিজেকে নিজে তিরস্কারের ইমো হবে)
১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৯
শায়মা বলেছেন:
তোমার কমেন্ট পড়ে হাসছি ভাইয়া।
১০৩| ১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১২
হানিফ রাশেদীন বলেছেন: আমরা ২টা ছোট কাগজ করছি। কিছু ককিতা পাঠাতে পারেন।
১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২২
শায়মা বলেছেন: রাশেদীনভাইয়া!!!!!!!
থ্যাংকস অনেক অনেক অবশ্যই পাঠাবো।
১০৪| ১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা আপু ব্লগ ডে প্রগ্রামে আছেন তো নাকি?কি ড্রেস পরবেন? বোরখা নাকি শাড়ী?
১৯ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৫
শায়মা বলেছেন: আমি তো সবখানেই আছি ভাইয়া।
ইনভিজিবল তো তাই কেউ দেখতেই পায়না।
১০৫| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:২১
সুরঞ্জনা বলেছেন: এই পোস্টে তো আমি কমেন্ট করেছিলাম। তখন তো অনেক কমেন্ট ছিলো। সেই সব কমেন্ট গেলো কই? সাথে আমার কমেন্টাও গায়েব!
১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৯
শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!!!!!!!!!
সব কমেন্ট কই গেলো!!!!!!!!!!!!!!!
তাই তো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আপুনিমনি অনেকদিন পর বেড়াতে আসলে এমনই হয়। সবকিছু অচেনা অচেনা লাগে।
আমি তো সবই দেখতে পাচ্ছি!!!!!!!!!!!!!
সবারটাও তোমারটাও!
১০৬| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:২১
সুরঞ্জনা বলেছেন: এই পোস্টে তো আমি কমেন্ট করেছিলাম। তখন তো অনেক কমেন্ট ছিলো। সেই সব কমেন্ট গেলো কই? সাথে আমার কমেন্টাও গায়েব!
১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৩
শায়মা বলেছেন: আপু উপরে দেখো ভাগ ভাগ করে দেওয়া আছে ১ থেকে ১০০ আবা র ১০০ থেকে ২০০ আবার ২০০ থেকে ৩০০।
তুমি এখন ২০০ থেকে ৩০০ এর ঘরে আছো। অন্যগুলোয় ক্লিক করো সব পেয়ে যাবে আপুনিমনি।
১০৭| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২১
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন তথ্য বহুল পোষ্ট
স্মরণ করিয়ে দেয় সেই সব দিনের কথা
যা বাঙ্গালী জাতির বুকে তিব্র দহন
লেখক কে শুভকামনা
১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৫
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
১০৮| ২০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৫
নেক্সাস বলেছেন: তথ্যবহুল পোষ্ট। ভাল লাগা থাকল
২০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ নেক্সাসভাইয়া।
১০৯| ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪২
রাতুল_শাহ বলেছেন: ১৬ ডিসেম্বর আব্বা ২ ভাইকে ২টি পতাকা বানিয়ে দিতেন। আমরা পতাকা নিয়ে স্কুলে যেতাম। স্কুলে কলার পাতায় ভাত- আর গোশত - আলুর ঘাটি খেতাম। আর রাতে বাবা -মা যুদ্ধের কথা বলতেন।
২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৩
শায়মা বলেছেন: এখন তুমি নিজেই জানো অনেক অনেক যুদ্ধের গল্প ভাইয়া।
যাইহোক বিজয় দিবসের শুভেচ্ছা তোমাকে।
১১০| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪১
সপ্নাতুর আহসান বলেছেন: অনেক ভালো পোস্ট। অপু তানভীরের একটি পোস্ট এ মন্তব্য দেখে আপনাকে জানতে পারলাম। আপনার লেখার আলাদা একধরনের তেজ আছে। আমার বেশ ভাল লাগে। নিমন্ত্রণ করার আগেই আমার ব্লগে একবার ঢুঁ মারার জন্য ধন্যবাদ। তবে উপযুক্ত কমেন্ট করলে খুশি হব। ধন্যবাদ।
২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪০
শায়মা বলেছেন: আমার পোস্ট পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
অবশ্যই তোমার লেখাও পড়তে যাবো।
অনেক ভালো থেকো।
১১১| ২১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপি, আপনার এই বিশাল যজ্ঞে একটু ঘি দিলাম। এইটা বান্দরবনের স্মৃতিসৌধ।
কিছু বলার নেই আপি, অসাধারণ কাজ। আমি মন্ত্রমুগ্ধের মতো ছবি দেখলাম আর পড়লাম।
২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪০
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
১১২| ২২ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক পরিশ্রমী একটি পোস্ট ++
২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
আনেকদিন পর দেখলাম ভাইয়া!
১১৩| ২২ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:২৪
হাসি .. বলেছেন: ব্লগে কম থাকি বলেই এত সুন্দর একটা পোষ্ট এত দেরিতে দেখলাম।
শাপু - অনেক অনেক সুন্দর পোষ্ট।
প্রিয়তে নিয়ে গেলাম
২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৯
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনি!
১১৪| ২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৯
মুনসী১৬১২ বলেছেন: নতুন প্রজন্ম জানলে পরিশ্রম সার্থক হবে
ভালো থেকো শ্যাম্পু
২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৭
শায়মা বলেছেন: ঠিক তাই ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
১১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ ডে প্রোগ্রামে খুজে পাওয়া গেল না।বেচারা আক্কেল আলি আপনাকে অনেক খুজেছে।আপনাকে না পেয়ে মন খারাপ করেছে।ব্যাপারটা আমাকে শেয়ার করেছে।তাই নিয়ে রম্য লিখেছি।
২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩২
শায়মা বলেছেন: দেখে আসলাম ভাইয়া।
হাসলাম অনেক অনেক!!!
যদিও আমার মেজাজ ভীষন রকম খারাপ।
এই রকম মেজাজ খারাপ আমার বছরে দু একবার হয়।
১১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫১
নস্টালজিক বলেছেন: চমৎকার পোস্ট, শামা!
শুভেচ্ছা নিরন্তর!
২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!!!
১১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:০২
তাসজিদ বলেছেন: তথ্যমূলক ভাল পোস্ট
কেমন আছেন আপুনি?
পিঠা পুলির পোস্ট না দিয়ে এ ধরণের তথ্যমূলক বেশি করে দিন।
Thanks for this kinda informative post. Good night
২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৩
শায়মা বলেছেন: কি বলো ভাইয়া!!!!!!!!!!
তাই বলে বাংলাদেশের মানুষ হয়ে বাংলার পিঠা পুলি চিনতে চাওনা বুঝি????
এটা কেমন কথা!!!!!!!!!
পিঠাপুলির পোস্ট টাও তথ্যমূলক।
একটু খেয়াল করলেই দেখতে।
আমি ভালো আছি।
অনেক অনেক থ্যাংকস তোমাকে ভাইয়ামনি।
১১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৯
তাসজিদ বলেছেন: well. I mean that your writing must be more than extra ordinary.
Every writing must cross the imagination line.
আশা করি বুঝাতে পেরেছি।
২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১২
শায়মা বলেছেন: কি সর্বনাশ!!!
ইমাজিন করে করেই তো লিখি ইমাজিনেশনের বাইরে লিখবো কি করে!!!
আর এত এক্সপেক্ট করলে তো আমি টেবিলের নীচে গিয়ে লুকাবো ভাইয়া।
আসলে আমার যখন যেটা ভালো লাগে সেটা নিয়েই লিখি আমি এত শত ভাবিনা। সবচেয়ে ভালো লাগে কবিতা লিখতে।
১১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৩
আরফার বলেছেন: অসাধারন একটি অনুপ্রেরণামূলক পোষ্ট। গুরুত্বপূর্ণ তথ্যাদি সম্বলিত পোষ্টখানা প্রিয়তে রাখার মতো। ভালো থাকবেন।
২৪ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
তুমিও ভালো থেকো অনেক অনেক!!!!!!!!
১২০| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৭
রেজোওয়ানা বলেছেন: দারুন পোস্ট শায়মা!
শুভ বড়দিন
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ রেজুমনি!
১২১| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কি করেছো আপুমনি, অসাধারন একটা কাজ করেছো.........
মাথার ভিতরে অনেকদিন থেকেই থাকা থিমটা তুমি করে ফেললে...
২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৪
শায়মা বলেছেন: কি বলো ভাইয়া!!!
তুমিও লেখো!!!!!!!!!!!!!!
অনেক অনেক থ্যাংকস তোমাকে!
১২২| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:৪৪
মাক্স বলেছেন: সুন্দর পোস্টগুলা সমসময়ই আমার চোখ এড়িয়ে যায়। এইটা কি আমার দোষ?
ভালোলাগা জানিয়ে গেলাম।
আমার ব্লগে ঘুরে এসেও কোন কমেন্ট করেন নি। দুঃখ পাইছি
২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৪
শায়মা বলেছেন: কখনও কখনও কোনো কোনো পোস্ট পড়ে আমি কমেন্ট করিনা! বেশিরভাগ সময়ই আসলে কমেন্টের ভাষা খুঁজে পাইনা বা অন্য কোনো কারণ থাকে আবার সেই কারণগুলোও আমি বেশিভাগ সময় নিজের মনেই চেপে রাখি!
যাই হোক ভাইয়া তোমার পোস্ট টা অবশ্য অবশ্য অসাধারণ হয়েছে বুঝাই যাচ্ছিলো স্টার্টিংটা পড়ে তবে পুরোটা ভালোভাবে পড়ে কমেন্ট দেবো!
১২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: নতুন একটা কবিতা লিখলাম..বড় দিনের দেগা রিলিজ পুনর্জন্ম..আশা করি মেগাহিট হবে। দোয়া করো।
২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৫
শায়মা বলেছেন: দেগা আর মেগায় কি পার্থক্য বুঝলাম না ভাইয়া। যাই দেখে আসি।
১২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪২
লোনলিফাইটার বলেছেন: ?????????????????????????
২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৭
শায়মা বলেছেন: কি???? :
১২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: নেট প্রবলেম শায়মা আপু।একটা রেখে বাকিটা মুছে দিবেন।
২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১০
শায়মা বলেছেন: নেট প্রবলেম না মনে হয় ভাইয়া।
এটা সামু প্রবলেম একবারে কিছুই পোস্ট হয়না বারে বারে প্রেস করার পর দেখি একই রিপ্লাই বা কমেন্ট হাজারটা হয়ে গেছে।
যাইহোক মুছে দিলাম।
১২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৫
মাক্স বলেছেন: আচ্ছা
২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২৫
শায়মা বলেছেন: এত খুশী কেনো ভাইয়া?
১২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:১০
শশী হিমু বলেছেন: অনেক অনেক পরিশ্রমের পোস্ট!
পোস্ট প্রিয়তে নেয়া ফরজ!!
প্লাস আর ভাললাগা বাই ডিফল্ট!
২৬ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!
অনেকদিন পর দেখলাম!
১২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৬
শশী হিমু বলেছেন: অনেকদিন পর আসলাম! এখন থেকে নিয়মিত আসবো।
২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৬
শায়মা বলেছেন: গুড!!!!
অনেক ভালো লাগলো তোমাকে দেখে ভাইয়া।
অনেক অনেক ভালো থেকো।
১২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪৯
সৈয়দ নাসের বলেছেন: কি খবর সায়মা , কেমন আছেন ? অনেক দিন পর আপনাকে পেলাম , ব্যস্ততার জন্য ব্লগে আসা হয়না , আপনি তো আজকাল আমার ব্লগের দিকে আসেন না । ভালো থাকুন , অনেক শুভেচ্ছা ।
২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০
শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া।
তোমাকেও তো ইদানিংগ কম কম দেখি।
তোমার ব্লগের দিকে এখুনি যাচ্ছি!
১৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩০
আমিনুর রহমান বলেছেন: ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেলো প্রাণ
অসাধারন পোষ্ট +++
২৭ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:২৫
শায়মা বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
১৩১| ২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬
ময়নামতি বলেছেন: পরিশ্রমী পোস্ট অনেক ধন্যবাদ।++++++
২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৪
শায়মা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া!
১৩২| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৫
মাহফুজার রহমান বলেছেন: অনেক কষ্ঠসাধ্য একটা পোস্ট দিয়েছ, এবং বুঝলাম এ জন্যই আমার ব্লগে কোন মন্তব্য না করেই ফিরে এলে..যা হোক ভাল থেকো।
ব্লগ ডে নিয়ে কোন ছবি ব্লগ পাইনি, পাইনি কোন মূল্যায়ন পোস্ট।
তোমার কিছু বলার নেই?
শিপু ভাইয়ের ব্লগ পড়ে দিনটা নিয়ে বিরক্ত হয়েছি। সত্যিটা দেখার সময় পাইনি।
তুমি অনেক ব্যস্ত...
আমারও
ব্যস্ততা এবং একাকীত্ব......কাটছে সময় এমনি করেই...
তুমি জানতে চেও না...কি আমার সুখ কি আমার বেদনা......হা হা হা
জমিয়ে রাখলাম তোমার লেখাটাও
২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৮
শায়মা বলেছেন: ভাইয়া তোমার ব্লগ থেকে ফিরে আসিনি। কম্পু হ্যাং হয়ে গেছিলো।
ব্লগ ডে নিয়ে অনেক পোস্টই তো ছিলো।
যাইহোক ভাইয়া এখনও ব্যাস্ততা আর একাকীত্ব!!!!!!!!!!!!
কেনো কেনো কেনো?????????
ব্যাস্ততা তো থাকবেই একাকীত্ব ঘুচাও তাড়াতাড়ি।
১৩৩| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা আপু তোমার মেজাজ কি ভালো হয়েছে?নাকি এখনো খারাপ
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৩
শায়মা বলেছেন: না না আমার মেজাজ তো সব সময় ভালো থাকে ভাইয়া। দৈবে সৈবে খারাপ হয় একটু!
১৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০০
স্তব্ধতা' বলেছেন: অনেক ভালোবাসার পোষ্ট।++++।এতো আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ কি আমাদের চাওয়ার বাংলাদেশ? চাওয়া পাওয়ার হিসেব কষতে বসলে ব্যালেন্সশীট মেলাতে পারিনা।
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৫
শায়মা বলেছেন: ভাইয়া!!!!
এতদিন পরে আসলে!!!!
তবুও আমার লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
১৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১২
মাহফুজার রহমান বলেছেন: মানুষের জঙ্গলে
আমি ভিষণ একা
এ একাকীত্ব ঘুচাতে
দরকার বন্ধু, নং ন্যাকা!
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৬
শায়মা বলেছেন: হায় হায় ন্যাকা বন্ধু তো তোমার জীবন জ্বালায় শেষ করবে ভাইয়া........
গল্পে সিনেমায় নাটকেই তিনারা শোভা পান তবে সত্যিকারে বাস্তবে নেকা নেকি আসলে তোমার খবর আছে ভাইয়ামনি।
১৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:২৭
জনৈক মাল্টি নিক বলেছেন: খুব ভালো পোষ্ট। +++++++
৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
১৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৫:৪৭
স্তব্ধতা' বলেছেন: সময় পাইনাযে একদম।তবে সময় েপলেই ঘুের যাই, কখনো লগইন, কখনো লগ অফ অবস্থায়।এখন িক্রসমােসর/নিউইয়ারের ছুিট,তাই একটু ব্লগিং করতে পারছি।
।কাজ করতে না যাওয়ার যে কি আনন্দ
এই েপাষ্টটি সত্যিই অসাধারন।প্রিয়তে নিয়ে রাখলাম।
৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০২
শায়মা বলেছেন: প্রিয়তে নেবার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
আর আমার তো শীতের ছুটি চলছে। আমারও অনেক মজা!!!!!!!!!!!!
১৩৮| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৫
মাহফুজার রহমান বলেছেন: যে ইমোটা দিলি সেটাই তো বিশাল ন্যাকা রে!!!!!
জিভ দেখালো, চোখ টিপি, ঠোঁট বাকানো আর ভেংচি কাটা সবই তো ন্যাকামো।
এটা বোধ হয় মেয়েদের জন্যই মানানসই...দেখতে ইচ্ছে করে রে..বাস্তবে...নাটকের যারা অভিনয় করছে তারা এতটাই মেকি করে যে আসলটা দেখার আগ্রহ দিন দিন বাড়ছে।..হা হা হা
ফেসবুকটা একবার দেখে আয়।
ভালো থাকিস.....চাঁদের বুড়ি.....
৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৭
শায়মা বলেছেন: হা হা ফেসবুকে আবার কি ভাইয়া?????
কেমনে দেখবো কিছুই বুঝলাম না।
যাইহোক তুমিও ভালো থেকো অনেক অনেক ভাইয়ামনি!!!!
১৩৯| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:০২
দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক জায়গা পরিচিত। ভালো লাগলো পুরোনো কিছু জায়গা দেখতে পেরে। অসাধারন পোষ্ট।
৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:০৫
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া আমার লেখাটা পড়া ও দেখার জন্যও।
১৪০| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
অনীনদিতা বলেছেন: HAPPY NEW YEAR
০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
শায়মা বলেছেন: হ্যাপী নিউ ইয়ার আপুনিমনি!
১৪১| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
ইখতামিন বলেছেন: খুব ভালো লাগলো
নববর্ষের শুভেচ্ছা রইল
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
অনেক ভালো থেকো!
১৪২| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
শেখ মিনহাজ হোসেন বলেছেন: অসাধারণ ভালো লাগলো! যেকোন কাউকে শুধুমাত্র "দেশপ্রেম" জাগ্রত করার জন্যে বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোতে নিয়ে যেতে হলে এই পোস্টটি অনেক বড় রেফারেন্স!
আমার ব্লগে ঘুরবার আমন্ত্রণ রইল। Click This Link
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!
তোমার ব্লগে যাচ্ছি!!!
১৪৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
সোমহেপি বলেছেন: এ পোস্টের একটা নোট করা দরকার।
খাতা কলম নিয়ে বসব একদিন।
ভালো লেখা।অনেক ভালো লেখা।
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!!!!!
অনেক ভালো থেকো।
১৪৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা আপু শুভনববর্ষ। ভালো থাকবেন সবসময়..নতুন বছরে আপনার পদধূলী কামনা করছে আমার ব্লগ।
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
শায়মা বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া!!
এখুনি যাচ্ছি পদধুলি দিতে তোমার ব্লগে।
১৪৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
রাতুল_শাহ বলেছেন: ইংরেজী নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা রইল-
আজকে একটা পোষ্ট আশা করেছিলাম।
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
শায়মা বলেছেন: তোমাকেও শুভেচ্ছা অনেক অনেক!!!!!!!!!!!
নতুন বছর সুখে কাটুক!!!!!!!!!!!!!
আমিও তো একটা নতুন বছরের পোস্ট আশা করেছিলাম আমার কাছেই!
তবে কি যে ঝামেলাই আছি সে শুধু আল্লাহ জানে!!!
১৪৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
রাতুল_শাহ বলেছেন: ঝামেলা!!!!!!!!!!!!
সবাইরে বিরিয়ানি খাওয়াইয়া দেন। তাহলে ঝামেলা কেটে যাবে।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
শায়মা বলেছেন: বিরিয়ানী খাওয়াবো!!!!!!!!!!!!!
নাকি রেসিপি দেবো???
১৪৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
তোমার জন্য শুধু বলেছেন:
অবাক হয়ে গিয়েছি এ পোষ্ট দেখে! অসাধারণ এক পোষ্ট!
প্রশংসা করার ভাষা নেই!
প্রিয়তে রাখলাম।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
শায়মা বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস এমন একটা মন্তব্যের জন্য!!!
অনেক অনেক শুভকামনা!
১৪৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২২
শিপন মোল্লা বলেছেন: অসাধারন।
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!!
১৪৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
আমিনুর রহমান বলেছেন: হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবেনা, বড় বড় লোকেদের ভীড়ে, জ্ঞানী আর গুণীদের আসরে, তোমাদের কথা কেউ কবেনা, তবু হে বিজয়ীবীর মুক্তিসেনা তোমাদের এ ঋণ, কোনোদিন শোধ হবেনা
আবারও এই কমেন্টস দিতে ইচ্ছে হল। অসাধারণ পোষ্ট হৃদয়ে গেথে রাখলাম।
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
শায়মা বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
গানের এই লাইন গুলি অবাক করা হৃদয়ে গেঁথে যাওয়া।
১৫০| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কি ভলবো আপু তোমার প্রতিটি পোষ্টই অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে লেখা । আর খুবই আকষনীয়। অনুপ্রানিত হই।
কখনো কখনো বিস্মিতও হই। বিশেষ করে কমেন্ট দেখে। সবচেয়ে বড় স্টার ব্লগে বোধকরি তুমিই।
আমি বেশ কিছু দিন ব্যান ছিলাম। এখন নতুন করে আবার নিক নিয়েছি। শৈত্য প্রবাহের প্রথম দিন আমার এই গল্পটা তোমার খুব পছন্দ হয়ে ছিল। চিনতে পারছো আমায়?
আর হ্যা তোমার অডিও ক্যাসেট দেওয়ার কথা ছিল । পাইনি।
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
শায়মা বলেছেন: ভাইয়া তোমাকে কি ভুলতে পারি!!!!
তোমার সেই গল্পটা আর খলিলভাইয়ার ইলিশপোলাও এর গল্পটা পড়ে আমি বার বার অবাক হই কেমন করে লিখো তোমরা এমন সব মানুষগুলোর কথা।
আমি কোনোদিন পারবোনা।
অডিও ক্যাসেট বানাইতো তো ভাইয়া।
আরও ৬ টা গান গাবো তারপর বাট তোমার ইমেইলে আমি গান গুলো পাঠায় দিতে পারি।
অনেক ভালো থেকো ভাইয়ামনি।
আর কখনও এত ভালো একটা ভাইয়াকে ব্যান দেখটে চাইনা।
১৫১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
তারছেড়া লিমন বলেছেন: মুক্তিযোদ্ধারা
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌল মলিন মুখে জোগালো ভাষা
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।।
০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
শায়মা বলেছেন: লেখাটা পড়ার জন্য থ্যাংকস ভাইয়া।
অনেক অনেক শুভকামনা!
১৫২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে দাওয়াত থাকলো শায়মা।জাস্ট এককাপ চা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
শায়মা বলেছেন: ওকে ভাইয়া!
১৫৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
আমি সাজিদ বলেছেন: কেমন আছো আপ্পি?
আমি আসলে দুঃখিত।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
শায়মা বলেছেন: দুঃখিত হতে হবেনা।
আমি ভালো আছি।
তবে মনটা খারাপ অনেক অনেক!
১৫৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ আপু
খুব ভাল লাগলো পোস্ট পড়ে
ভাল লাগা জানালাম
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
১৫৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫
রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: অসাধারণ। প্রিয়তে নিলাম।
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
শায়মা বলেছেন: থ্যাংকস অনেক অনেক ভাইয়া।
১৫৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮
ক্ষ্যাপাপাগলা বলেছেন: অসাধারন প্রিয়েত গেল...
বিশ্ববিদ্যালয়ের শেষ দিকের গল্প।
আমি রাজু আর দিপু খুব আড্ডা দিতাম। একদিন রাতে শাহ্ মখদুম হলের ডায়নিং এ খাবার পর হাটতে হাটতে জোহা হলের পেছনে বিশ্ববিদ্যালয়ের বধ্যভুমিতে গেলাম ৩ জন। জোহা হল ছিল ৭১ এ পাকিস্থানী হানাদার বাহিনীর ক্যাম্প। তখনকার ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী দের ধরে এখানে অমানবিক অত্যাচার করা হত আর এর পেছনের বধ্যভূমিতে অমানবিক ভাবে তাদের মারা হত। অনেকক্ষন গল্প করার পর আমরা ৩ জনেই চুপ। শুয়ে আছি বধ্যভূমিটার ঠিক মাঝখানে। কারও মূখে কোন কথা নেই। অথচ আমরা একসাথে থাকলে এমনটি কখনই হয়না। যেন সবাই নিশ্চুপ হয়ে কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করছে। হ্যাঁ আমরা তখন কিছু শুনতে পায়নি তবে ঠিকই অনুভব করতে পেরেছিলাম লাখো শহীদের আর্তনাদ। সেদিন আকাশে অনেক তারা ছিল। খোলা আকাশপানে শুয়ে নিশ্চুপ প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখছিলাম, একটুও ক্লান্তি বা ঘুম আসেনি সেরাতে। ঝিরিঝিরি বাতাসে হালকা ঠান্ডায় অবূর্ব শিহরন জাগছিল মনে। মধ্যরাতে ঝটিকা গতিতে ঠিক পাশের রেললাইন দিয়ে ছুটে গেল কোন এক ট্রেন তীব্র আলোয় রাস্তা চিরে। ট্রেনের ঝিকঝিক শব্দ অনেকক্ষন ধরে প্রতিফলিত হল দূরের বিল্ডিংগুলোয়। একভাবে আকাশের দিকে তাকিয়ে আছি আমরা.....আস্তে আস্তে ভোর হচ্ছিল, স্পষ্ট দেখছিলাম...একটা একটা করে আকাশের তারা গুলি নিভে যাচ্ছিল। হঠাত রাজু বলল দেখদেখ আমাদের জীবন থেকেও সোনালী দিনগুলি ঠিক এইভাবে তারার মতই চলে যাচ্ছে। খুব খারাপ লাগছিল সেদিন।
হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলিকে খুবই মিস করি। দিনগুলি ছিল আসলেই সোনালী।
I miss u my dear campus, I'll always miss you.
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক থ্যাংকস তোমাকে।
১৫৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
হানিফ রাশেদীন বলেছেন: আরে! ভালো লাগলো বেশ। এসব, এতো তথ্য আপনি পান কোথায় আপু?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!
[তথ্য ও ছবি নেওয়া হয়েছে ইন্টারনেট ও বাঙ্গালি বাংলাদেশ মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধকোষ- মুনতাসীর মামুনের বই থেকে]
অনেক কষ্ট হয়েছিলো !!
১৫৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
১৫৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৮
মরুবিজয় বলেছেন: বার বার দেখার মতো - ভাল্লাগলো - আপনাকে অনেক ধন্যবাদ - ভাল থাকবেন
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০
শায়মা বলেছেন: ভাইয়া কেমন আছো?
অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৩
অপু তানভীর বলেছেন:

