নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
তোমার জন্য ইদানিং বুকের ভেতর যে অনুভুতি উথলে ওঠে আমার,
সেই অনুভুতির সাথে এই পৃথিবীর কিছু জিনিসের ভীষন মিল পাই আমি
যেন আমার হেসেলের ভাতের মাড় উথলালো এবং পড়ি পড়ি-
তড়িঘড়ি জ্বাল কমিয়ে না দিলেই বিপদ,
ভেসে যাবে চারপাশ, আবার সামলাও, মুছে ফেলো, সে বড্ড ঝঞ্ঝাট!
তোমার কথা মনে পড়লেই যেন,
ট্যাপের নীচে ছেড়ে রাখা একটা পানির জাগ কিংবা মাগ
অথবা একটা বালতিই যেন জল ছুঁইছুঁই কানায় কানায়
এখুনি উপচে পড়বে, শুকনো তকতকে মেঝে
ভেসে হবে ছারখার, বিড়ম্বনার শেষ নেই।
তোমার কথা ভাবলেই হৃদয় কুঠুরে বেঁজে ওঠে আজকাল,
একটাই রবীন্দ্র সঙ্গীত-
আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান
তুমি জানো নাই তুমি জানো নাই সেই মূল্যের পরিমান।
মন খারাপের বিষন্নতা এবং এক অদ্ভুৎ আছন্নতা।
তোমার নামটাই যেন একটা দীর্ঘশ্বাস!
অথবা কোনো বলি, হ্যাঁ জীবন্ত বলি-
বলিকাঁঠে শুয়ে থাকা হরিনীর আর্তনাদ।
এখন বর্ষা- চারিধারে জলের মূর্ছনা গান
মেঘ তোমার ভীষন প্রিয় ছিলো
আর আমার খটখটে রোদ্দুর।
চারিদিকে ঝাঁ চকচক জীবনের গান।
কোনো কাঁদামাটির ছোঁয়াই নেই কোথাও,
তুমি বলেছিলে আমি হাঁস, রাজহংসিনী আমি
পাঁকে নামলেও ঝাঁড়া দিয়ে ফের ধবধবে সফেদ
আর তুমি মেঘ-
ভিজিয়ে দাও চারধার অথবা ভাসাও বানে।
বর্ষা হয়ে আজও ঝরো হৃদয়ে আমার
আমার চোখ ভিজে যায় জলে।
ভিজে যায় পুড়ে অঙ্গার হওয়া মন।
নীল শাড়ী, নীল চুড়ি, নীল টিপ
সব ভিজে হয় ফিকে
শুধু ভেজে না আমার সেই নীল ফিতে বাঁধা,
কিশোরী বিনুনীদুটি...
আমি যখন কারো কবিতা পড়ি। কবিতার অন্তর্নিহিত মর্ম খুঁজে বের করার চেষ্টা করি বা আমার মত করে ভেবে নেই। আচ্ছা আমার এই এন্টার চাপা কবিতা পড়ে কার কি মনে হলো? মানে কবিতার পিছের ছবিতাটা? জানতে বড় ইচ্ছে করে .....
শুধু চাঁদগাজী ভাইয়া যেন বলবে না তার কি মনে হয়। আমি তার মনে হওয়া শুনতেই চাইনা। নিজে নিজে মনে মনে যা খুশি ভেবে নিক।
০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪২
শায়মা বলেছেন: হা হা ভাইয়া।
কারো কবিতা পড়ে তার অন্তর্নিহিত অর্থ বের করতে করতে জীবন গেছে স্কুলে এখনও যদি এইসব পড়েও অং বং বের করতে হয় তাহলেই হয়েছে আর কি!
তবুও পড়ার জন্য অনেক অনেক ভালোবাসা!
২| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৫
স্প্যানকড বলেছেন: আপু, পুরনো দিনে চাইলেই কি ফিরতে পারবেন ! কবিতা খুব সুন্দর হয়েছে। আমারও দুই লাইন মনে পড়ল
" তুমি বাদল বর্ষা হয়ে
সর্বনাশা ডাক দাও
আমি তো
আমি তো ভিজে চুপচাপ
একুল ওকুল ছেড়ে
দূরে ভাসাই নাও! "
ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন আপু।
০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৯
শায়মা বলেছেন: না
পুরান দিনে কেমনে ফিরবো????
তবুও ভাগ্যিস পুরান দিন ছিলো নাইলে কাব্য আসতো কই থেকে বলো???
৩| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫৬
স্প্যানকড বলেছেন: হুম, একদম সত্যি। কিছু তো ছিল। যার জন্য এত বেদনার ভেতর কাব্য আসে। কথার পর কথা ভোর নামায় নিয়ন সন্ধ্যা থেকে রাত নামিয়ে ঘুম পাড়ায়। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:০০
শায়মা বলেছেন: আর মাঝে মাঝে ছাঁদে বসে গানও গাওয়ায় তাইনা ভাইয়ু???
৪| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: বুঝলাম যে নিল ফিতে বাঁধা বেণী ছাড়া সব কিছু ভিজে গেছে (চোখের আর নাকের জলে সম্ভবত)। অনুভুতি ধরে রাখার মতো উপযুক্ত কোন মাগ বা বালতি পাওয়া যাচ্ছে না। অনুভুতি এতো বেশী যে তা উপচে পড়ছে ভাতের মাড়ের মত। কবিগুরুর যে গান কবি ইদানীং শুনছে সেটার সাথেও বালতির পানি উছলে পড়ার সম্পর্ক আছে। একজনের পছন্দ রদ্দুর আরেক জনের পছন্দ মেঘ। মানে কোন মিলের সম্ভবনা নাই। রোদ আর মেঘের প্রেম হয় নাকি, হয়তো দ্বন্দ্ব। একজন ভিজায় আরেক জন ভেজে। সম্ভবত কবি কিশোরী কালের প্রেমের কথা বলতে গিয়ে এইসব বালতি, মগ, রাজহাস, ভাতের মাড়, চুলার জ্বাল, পানির কল, কয়লা, চোখের জল, নাকের জল ইত্যাদিকে রুপক হিসাবে ব্যবহার করেছেন। প্রেমের সাথে আসলেই এই সব বালতি, মগ, ভাতের মাড়, চুলার জ্বাল ইত্যাদির অনেক মিল আছে। সূক্ষ্মদর্শী না হলে অবশ্য এগুলি বোঝা যায় না। কবির কল্পনা শক্তির প্রশংসা না করে পাড়া যায় না। বলির পাঠার নাম শুনেছি। কিন্তু বলির জন্য হরিণও ব্যবহার করা হয় এটা আমার জানা ছিল না। বন্য প্রাণী সংরক্ষণ আইনে কবির ধরা পড়ার সম্ভবনা আছে।
সর্বোপরি এটা কি মিলনাত্মক নাকি ছেঁকা খাওয়া কবিতা এটা পাঠকদের কষ্ট করে বুঝে নিতে হবে বালতি, মগ, ভাতের মাড় ইত্যাদি উপমা থেকে। কবিতা পাঠে বিমলান্দ পাইয়াছি এই কথা না বললে কবিতার পর্যালোচনা আসলে শেষ হয় না। আমি কবির উত্তরোত্তর সাফল্য কামনা করছি যেন এই ধরণের উপমা সম্বলিত আরও কিছু কবিতা পাঠকদের উদ্দেশ্যে তিনি রচনা করতে পারেন। কবির সব চেয়ে বড় গুণ হোল যে উনি কি বোর্ড চাপলেই কবিতা নির্গত হয়। সাথে বালতি, মগ, ভাতের মাড়, রাজহাস, হরিণ ইত্যাদি। এতো ভারী ভারী কথা না বলে এক কথায় বলতে হয় যে কবিতাটা খুব ভালো হয়েছে। তা না হলে এতো প্যাঁচাল পাড়া আমার দ্বারা সম্ভব হত না। ভালো থাকবেন নিরন্তর।
০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৯
শায়মা বলেছেন: সম্ভবত কবি কিশোরী কালের প্রেমের কথা বলতে গিয়ে এইসব বালতি, মগ, রাজহাস, ভাতের মাড়, চুলার জ্বাল, পানির কল, কয়লা, চোখের জল, নাকের জল ইত্যাদিকে রুপক হিসাবে ব্যবহার করেছেন।
ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! হাসাতে হাসাতে মেরে ফেলবা নাকি!!!!!!!! আমি কিন্তু আসলে দুঃখে আছি!!!!!!
প্রেমের সাথে আসলেই এই সব বালতি, মগ, ভাতের মাড়, চুলার জ্বাল ইত্যাদির অনেক মিল আছে। সূক্ষ্মদর্শী না হলে অবশ্য এগুলি বোঝা যায় না। কবির কল্পনা শক্তির প্রশংসা না করে পাড়া যায় না।
হা হা হা হা হা ঠিক ঠিক যাক তুমি তো বুঝলে!!!!!!!!
বলির পাঠার নাম শুনেছি। কিন্তু বলির জন্য হরিণও ব্যবহার করা হয় এটা আমার জানা ছিল না। বন্য প্রাণী সংরক্ষণ আইনে কবির ধরা পড়ার সম্ভবনা আছে।
আরে ভাইয়া মানুষ প্রেমে পড়লে পাঠাই হয়। কবিতা তো তাই পাঠা শুনলে কেমনে লাগে না??? তাই সুন্দর একটা হরিন ভেবে নিলাম পাঠাটাকেই। কবি হয়েছি না??? এমন করো কেনো?
সর্বোপরি এটা কি মিলনাত্মক নাকি ছেঁকা খাওয়া কবিতা এটা পাঠকদের কষ্ট করে বুঝে নিতে হবে বালতি, মগ, ভাতের মাড় ইত্যাদি উপমা থেকে। কবিতা পাঠে বিমলান্দ পাইয়াছি এই কথা না বললে কবিতার পর্যালোচনা আসলে শেষ হয় না। আমি কবির উত্তরোত্তর সাফল্য কামনা করছি যেন এই ধরণের উপমা সম্বলিত আরও কিছু কবিতা পাঠকদের উদ্দেশ্যে তিনি রচনা করতে পারেন। কবির সব চেয়ে বড় গুণ হোল যে উনি কি বোর্ড চাপলেই কবিতা নির্গত হয়। সাথে বালতি, মগ, ভাতের মাড়, রাজহাস, হরিণ ইত্যাদি। এতো ভারী ভারী কথা না বলে এক কথায় বলতে হয় যে কবিতাটা খুব ভালো হয়েছে। তা না হলে এতো প্যাঁচাল পাড়া আমার দ্বারা সম্ভব হত না। ভালো থাকবেন নিরন্তর।
সত্যি কথা বলি ভাইয়া। ভাতের মাড়কে আমি ভূতেদের চাইতেও ভুই পাই। একবার কোন কুক্ষনে এই মাড় গালাগালি করতে গিয়ে কি হয়েছিলো সেই কথা আমি কবিতা আপার উপর দিয়ে চালায় দেবোনে একদিন তখন জেনে নিও। আর কি বোর্ড চাপলে আমি কেনো এখন সবাই কবি হতে পারে। টাজী কাজী ভাইয়ারাও। এইজন্য কিবোর্ডের সাথে ভালোবাসা নামে আমিও একটা কবিতা লিখবো ভাবছি।
ওয়েটাং ওয়েটাং। বেশি বিজি থাকলে আমার কিবোর্ড এন্টার কবিতারা ইজি হয়ে যায়।
৫| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:০২
স্প্যানকড বলেছেন: হুম, তা কোন গান শুনছেন ?
০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:১০
শায়মা বলেছেন: তোমার সাথে কথা নাই!!!!!!!!!!!!!!!!!!
তুমি ভুলে গেলে কেনো???????????? কোন গান শুনছিলাম!!!!!!!!
৬| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কবিতা ভালো লেগেছে। আমি কবিতা কম বুঝি তাই একটু মজা করেছি মাত্র। ভালো থাকবেন। অনেক ভালো মন্তব্য কালকে পাবেন আশা করি সবার কাছ থেকে।
০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:২০
শায়মা বলেছেন: হা হা হা ভাইয়ামনি!!!!!!!!! হাসতে হাসতে শেষ হই আমি তোমার কমেন্ট পড়ে পড়ে। কিন্তু মাঝে মাঝে এমন সব পোস্ট লেখো তুমি। গিয়ে ঘুরে ফিরে এসেও মন্তব্যের ভাষা খুঁজে পাইনা।
আমি আবার অতি চালাকের গলায় দড়ি তো!!!!!!!
তাই বোবা হয়ে যাই।
৭| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৯
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
প্রথম দুই স্তবক পড়ে মনে হলো, বাংলার বেণী দুলানো কিশোরী মেয়েরা ঘর গৃহস্থালির সামগ্রীর মতো একটি সোয়ামীই চায়।
পরের দুই স্তবকে মনে হলো --- জীবনপাত্র উছলে পড়েছে দেখলেই বেণী গলায় পেঁচিয়ে কেবল জীবন্ত বলী হতে চায়।
পরের গুলোতে মনে হলো - পাঁকে গড়াগড়ি দিয়েও জলে ভাসা হাসের মতো গা ঝাড়া দিয়ে কাদা মুছে ফেলে সাবিত্রী হ্ওয়ার একটা খাসলত আছে ঐ সব কিশোরীদের মনে।
শেষেরটাতে মনে হলো - নখরা করে ধরা খেয়ে চোখ ভাসিয়ে ফেলে জলে।
জম্পেশ কবিতা লিখেছেন আর আমারও জম্পেশ কিছু মনে হয়েছে .............
০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩৮
শায়মা বলেছেন: হা হা হা হা হা সবার মনে হওয়া হওয়ি দেখতেই এই কবিতা ভাইয়া!!!!!!
বাংলার মেয়েরা কি চীজ হয়ে উঠছে দিনে দিনে কি দেখতে পাচ্ছোনা ভাইয়ামনি???
এই ভালো এই ভালো মেয়েরা সব চীজ হয়ে উঠুক দিনে দিনে। ভাইয়া আমাদের আসমা সেদিন কাঁদতে কাঁদতে এসে বললো ওর ছেলের অসুখ ওকে যেতেই হবে। আমরাও দয়া পরবশ হয়ে সাথে সাথে এই লকডাউনেও তার যাবার ব্যবস্থা করে ছাড়লাম। পরদিন শুনি সে ঢাকা ছাড়েনি। সে নাকি বিয়ে করে ফেলেছে একজনকে। তার আগের হাসব্যান্ডও বর্তমান!
আমি বললাম কেনো??? এইটা কি করলি!!!!!!!
সে বললো আফা, পুরুষেরা মানে আমার বর্তমান হাসব্যান্ডও যদি আমার অনুমতি না নিয়া বিয়া করতে পারে। মানে ৪টাও করতে পারে। আমি থাকতেই তাইলে আমি না কেনো???
আমিও ভাবলাম তাইতো কেনো কেনো কেনো নহে??
জাগো নারী আসমা !!!!!!
আসমা আসমা হতে পেরেছে। জুতা ছুড়ে মেরেছে ..... কার মুখে??? সেটাই ভাবছিলাম বসে বসে!!!!!!!
৮| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩৩
অপু তানভীর বলেছেন: তোমার কবিতার লাইন গুলো পড়ে আমার কেবল তার কথা মনে পড়লো আরও তীব্র ভাবে । তবে এই অনুভূতি ইদানীং না সব সময় । সব সময় কেবল বুকের ভেতর সেই অনুভূতি গুলো টকবগিয়ে ফোটে । কিছুতেই যেন শান্তি দেয় না আমার । হয়তো আর জীবনে কোন দিন শান্তি দিবেই না, একা ছেড়ে দেবে না আমাকে ।
এখন যখন মুষল ধারে বৃষ্টি নামে তখন জানালার ধারে প্রিয় বই হাতে নিয়ে কেবল তার কথা মনে পড়ে । বই আর পড়া হয় না কফির কাপের প্রতিটা চুমুকে কেবল তারই উপস্থিতি মনে করিয়ে দেয় !
কবিতা পড়ে এসব মনে পড়লো ।
০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:১৯
শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!
থাক কষ্ট দুঃখ সব গল্প কবিতায় লেখা থাক।
আর জীবনে থাক-
যা কিছু হারায়ে গেলো যাক না। নীল আকাশে মেলো পাখনা!!!!!
ওহ কবিতা পড়ে???????
আমি ভেবেছি তাহার কথা!!!!
আষাঢ় শ্রাবন মানে না তো মন ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তাহাকে তোমার মনে পড়েছে!!!!!!!!!!
৯| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মনে হলো আপনি আপনার কিশোরীবেলার প্রেমের কথা ভাবছেন। কিন্তু সব কিছু ভেজার পরেও নীল ফিতে বাঁধা বেণী দুটো ভিজলো না কেন, তা উপস্থিত বুঝতে পারলাম না।
বলি'র পাঁঠা না হয়ে 'হরিণী' কেন, সেটা বুঝতেও কষ্ট হচ্ছিল। সাড়ে চুয়াত্তর এর এ সম্পর্কিত প্রশ্নের উত্তর আপনার প্রতিমন্তবে পেয়ে সেটা বুঝতে পারলাম।
যাহোক, এ সবকিছুর পরেও জীবন এগিয়ে চলে, এটাই বাস্তবতা। জীবনের এই এগিয়ে চলার সাথে পা মিলিয়ে চলাটাই জীবনের সফলতা।
০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:২৪
শায়মা বলেছেন: হা হা ভাইয়া ভেজাভেজি মানে কান্না কান্না কিন্তু কিশোরীর স্মৃতিতে কোনোই কান্না নেই তাই।
বলি'র পাঁঠা না হয়ে 'হরিণী' কেন, সেটা বুঝতেও কষ্ট হচ্ছিল। সাড়ে চুয়াত্তর এর এ সম্পর্কিত প্রশ্নের উত্তর আপনার প্রতিমন্তবে পেয়ে সেটা বুঝতে পারলাম।
হা হা হা সে আর বলতে!!!!!!! আমিও কি জানতাম ভাইয়ার কমেন্টের আগে???
হ্যাঁ তাই আমি সফল!!!
১০| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লেখায় ভালোলাগা এবং ১ম হিসেবে প্রিয়তে ।
ভিজে যায় পুড়ে অঙ্গার হওয়া মন
আমার জীবন পাত্র উছলিয়া মাধুরী করেছো দান
তুমি আর কবি গুরুর দারুন মিথস্ক্রীয়া । বহুদিন পর কবি শায়মার কবিতা । দারুন ভালোলাগার।
সুন্দর ।+
০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩১
শায়মা বলেছেন: হ্যাঁ আমি আর রবিঠাকুর!!!!!!
আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে।
১১| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:১৩
স্প্যানকড বলেছেন: আপু, রেগে গেলেন কেন? গান শোনার চেয়ে খোঁজার চেষ্টায় ছিলাম। মনপুত কিছুই পাচ্ছি না। শেষমেশ একটা শুনে নিলাম " জোছনা করেছে আড়ি /গলি দিয়ে যায় /আসে না আমার বাড়ি "। মনে কষ্ট পেলে দুঃখিত এই কান ধরছি। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৩
শায়মা বলেছেন: না!!!!!!!!!
তোমার উপর আমি কি রাগ করতে পারি ভাইয়ু!!!!!!!!
ঢং করলাম একটু!!!! জানোনা আমি একটু ঢং করি !!!!
থাক কান ধরা লাগবে না!!!!
১২| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:২৮
কামাল১৮ বলেছেন: কঠিন কঠিন উপমার ব্যবহার।অপুর কিশোরী বধু যখন রান্না করছি তখনকার দৃশ্য কমে পড়ে গেলো।গদ্যময় জীবন কবিতা ভালো বুঝিনা,তাই পড়িও না।আজকে কবিতাটি একটু অন্য রকম তাই ভলো লেগে গেলো।
০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৪
শায়মা বলেছেন: হ্যাঁ ভাইয়া আমারও সেই দৃশ্য মনে পড়ে অপু খেতে খেতে সব কটা হাতে গড়া রুটি শেষ করে ফেললো!!!!!!!!!!!
বাপরে তুমি তো আমার মতই!!!!!!!!!!!!!!!!!!!!!!
অনেক অনেক ভালোবাসা ভাইয়া!!!!!!!!!!!!!
১৩| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: রবি ঠাকুরকে নিয়ে তুমি সুখে থাকো। তোমাদের দুজনকে খুব মানায়। কবিগুরুর লেখা কোট করে তোমার লেখা খুব ভালো হয়। তোমার রবীন্দ্রনাথ ঠাকুরকে আকড়ে ধরে থেকো সারাটি জীবন এই শুভকামনা কেমন।
০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!!!
অনেক ভালো শুভকামনা!!!!
১৪| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৮
একলব্য২১ বলেছেন: কবিতার প্রথম স্তবক পড়ে দারুণ লাগলো। বাকী টুকু এখন না... পরে পড়বো। সাথে অন্য সকলের মতামতও। এখন ব্যস্ত প্লাস মনও চঞ্চল। তাই কবিতা পড়ার মুডে নাই। তোমার মেইল পড়ে সামুতে ঢুঁ মারলাম।
০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪১
শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!
মেইলে যাহা বলিয়াছি তাহা খুঁজিয়া বাহির করো!!!!!!!!!!!!!
কিন্তু মন এত চঞ্চল কেনো? কেনো কেনো!!!!!! কি হয়েছে????????
১৫| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সুন্দর হয়েছে কবিতাখানি,
শুধু এইটুকুই বলছি- যা জানি।
বুঝেছি তার মর্মখানা, উত্তর-প্রতিউত্তরে-
যতটুকু বোধে আনা, এই কর্ণ-কুহোরে!
দুখের শেষেই সুখ আছে, বলেন জ্ঞানীজন-
পেয়েছো কি তাঁর দেখা, হৃদয়ের যে স্বজন?
০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫৩
শায়মা বলেছেন: কবিতা টি পড়ি পড়ি গিয়াছি যে মরি মরি
বলিতেছি হরি হরি হৃদয় স্বজনেরে স্মরি!!!!
পেয়েছি যে কত দেখা শত সখী শত সখা
কোথা গেলে পাবো দেখা
যারে আমি খুঁজি
এই চোখ বুঁজি......
এই কথা বলি কানে অথবা যে গানে গানে
প্রানের মানুষ আছে প্রানে
তাই হেরি তাই সকল খানে .......
১৬| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫৮
কল্পদ্রুম বলেছেন: ট্যাপের নীচে পানির জাগ! এরকম তুলনা আমার কাছে নতুন। বেশ ভালো লাগলো।
০৭ ই আগস্ট, ২০২১ রাত ১:০৩
শায়মা বলেছেন: মানে উপচায় পড়ি পড়ি আর কি !!!!!!! হা হা হা
কেনো ভাইয়া রবিঠাকুরও লিখেছেন তো!!!!!!!
দাঁড়াও গানটা খুঁজে আনছি তোমার জন্য!!!!!!!!!!
১৭| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চোখ বুঁজে পাবে কি দেখা-
যারে তুমি স্মর, দুহাত ধরি-
কমল কপোল সখীর?
চোখে রঙিন আবীর।
প্রাণ থেকে বের করে-
দেখতে দাও আঁখি ভরে-
নটরাজ কোন শির!
কে সেই বীর?
০৭ ই আগস্ট, ২০২১ রাত ১:২৪
শায়মা বলেছেন: আহা ভাইয়া কি বলিলে
পরানেতে দুখ ঝরিলে.....
ভুলে থাকি মিছিমিছি
কাঁটা ঘায়ে নুনের ছিটা দিসি মানে তুমি দিসো!!!!!!!
প্রাণ থেকে বের করলে তো আমার নিজের প্রানই বের হয়ে যাবে!!!!!!!!!
১৮| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১:১৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। উফফ! বাঁচলাম আর কি আপু ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
০৭ ই আগস্ট, ২০২১ রাত ১:২৮
শায়মা বলেছেন: হা হা বেঁচে থাকো ভাইয়ু!!!!!!!!
অনেক অনেক বছর বাঁচো আনন্দে!!!!!!!!
১৯| ০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৪:১৫
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনিও অনেক অনেক বছর বাঁচুন এবং আনন্দের সহিত বাঁচুন। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১২
শায়মা বলেছেন: অনেক বছর বাঁচতে পারবো??
করোনা শয়তানকে কি বিশ্বাস আছে কোনো????
২০| ০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
কবিরা মানবতার কন্ঠস্বর; তাঁদের থাকে বিশাল ব্যক্তিত্ব, সততা ও জীবন-দর্শন।
০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৩
শায়মা বলেছেন: ঐ ভাইয়া তোমাকে না বলছি তোমার কি মনে হলো জানতে চাইনা??????????????????
২১| ০৭ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবি কেন কবিতা লেখে কে জানে কি আছে তার মনে
ঠিক কিংবা বেঠিক হোক লেখব কবিতার ভাব তেমনি করে
যেমন মাজি পাল তোলা নৌকা বয়ে নিয়ে যায়
বাতাশের অনুকুলে কিংবা প্রতিকুলে , গন্তব্যে করে গমন
দিবসের আলোয় কিংবা ঘন আঁধার নিশিকালে ।
তেমনিভাবে কবিতা পাঠে মনে হল কিশোরী যেন অশান্ত এক বিরহিনী
নিবির তমসায় নিভু নিভু জ্বালেও যার ভাতের হাড়িতে মার উতলায়
ছিন্ন পাখা, তবু উড়ে যেন মেঘ বলাকা, কাঁদে ঘোর অরণ্য আহত-শাখা
চোখে আশা-বিদ্যুৎ, যেন কোন মেঘদূত, ভেসে চলে বেদনা বিধূর বারতা বহি।
মনে বাজে কিশোরী কবি যেন অলস উদাস আনমনা
সাঁঝ-আকাশে শান্ত নিথর রঙিন মেঘে আঁকে আলপনা
প্রেমের কথা বলতে গিয়ে বালতি, মগ, রাজহাস, ভাতের মাড়,
চুলার জ্বাল, পানির কল, কয়লা, চোখের জল, নাকের জলে একাকার হলেও
সে যেন নীড়ের পাখি শ্রান্ত-কায়া, অথবা ভোরের শিশির হিম-কণা
নদীর তীরে কোন বিরহী রমনী একলা বসে রয় যেমন,
কখনো চেয়ে দুরপানে, কখনো বসে রয় অকারণ ।
ঘরে ফিরে পানির টেপ ছেড়ে মগ বালতি ভরে গেলে
ভাবে যেন অলস দিঘির জলে থির হয়ে রয় কমল দলে
আনমনে ভাবে ফেলে আসা দিনের সেই সব সুখ স্মৃতি কল্পনা
পুবালি হাওয়ায় ওড়ে যেন কালো কুন্তল, বিজলি ও মেঘ মুখে হাসি,
চোখে জল রিমিঝিমি নাচে যেন চপলা চঞ্চল মেঘ রোদ্দোর খেলে ।
আর মনে মনে বলে সন্ধ্যাবেলায় তুলসীতলায় যবে তুমি করবে প্রণাম
তব দেবতার নাম নিতে ভুলে গিয়ে ক্ষনিকের তরে নেয় যেন তার নাম।
ভাবে একদা যে নীল নভে উঠেছিল চাঁদ, ছিল আকাশ ভরা অনন্ত সাধ
আজ যদিও সেথায় অশ্রু-বাদল ঝরে অবিরাম তারপরেও সেথায়
অভিমানিনীর নীল ফিতে বাঁধা বেণী দুটো ভিজেনা দেখে শান্তনা খুঁজে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৫
শায়মা বলেছেন: বাপরে!!!!!
এত কিছু ভেবেছো যে ভাবনাটাি আরও সুন্দর এক কবিতা হয়ে গেছে!!
আর
আর মনে মনে বলে সন্ধ্যাবেলায় তুলসীতলায় যবে তুমি করবে প্রণাম
তব দেবতার নাম নিতে ভুলে গিয়ে ক্ষনিকের তরে নেয় যেন তার নাম।
ভাবে একদা যে নীল নভে উঠেছিল চাঁদ, ছিল আকাশ ভরা অনন্ত সাধ
আজ যদিও সেথায় অশ্রু-বাদল ঝরে অবিরাম তারপরেও সেথায়
অভিমানিনীর নীল ফিতে বাঁধা বেণী দুটো ভিজেনা দেখে শান্তনা খুঁজে ।
যাই এইবার তুলসীতলা খুঁজি............
অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!!!!!!!!!
২২| ০৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪২
মেহবুবা বলেছেন: ছবিতে নীল ফিতে বাঁধা নেই কেন? তোমার কাছে কি নীল রঙ নেই ?
গভীর ভালবাসা থেকে এমন কবিতার জন্ম হয়, ভালবাসার মানুষ সব কিছু এলোমেলো করে দিয়ে সবখানে জড়িয়ে থাকে; ভুলিয়ে রাখে ! পূর্ণতার খুব কাছে শূন্যতা, ভেসে চলার মত নিমগ্নতা !
কিশোরীর বিনুনি তে নীল ফিতে কখনো ফিকে হবে না, মনের ঐ এক রোগ একই রকম যতদিন শ্বাস! সব বদলে যায় কেবল ভালবাসা অমলিন ।
হোল কি কিছু ? গবেষণায় কি কিছু পেলাম কাছাকাছি?
"তোমার নামটাই যেন একটা দীর্ঘশ্বাস!"..... অসাধারণ বলেছো ; কবিই বটে !
০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৭
শায়মা বলেছেন: ছবিতে নীল ফিতা লুকানো আছে আপুনি। সেই নীলফিতা তো আমি লুকিয়েই রাখতে চাই।
তোমার গবেষনা তো আমার গবেষনার চাইতেও বেশি হয়ে গেলো আপুনি!!!!!!!
হা হা আসলেই আর সে নামটা এই পৃথিবীতে আর কোথাও কখনও শুনিনি এতই ইউনিক!
তাই কাউকেই বলবো না আমি।
২৩| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!
২৪| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ২৪ নম্বর লাইনে
তুমি বলেছিলে আমি হাঁস রাজহংসীনি তুমি । আমি কী তুমি হবে নাকি।
নাকি --তুমি বলেছিলে তুমি হাঁস রাজহংসীনি আমি --হবে ওটা একটু ক্লিয়ার করে দাও কেমন?
০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৮
শায়মা বলেছেন: হা হা হা কমেন্ট পড়ে মরে গেলাম হাসতে হাসতে!!
না আমিই হাঁস আমিই রাজহংসীনি কারন মানুষ কথা বলার সময় এত জেন্ডার টানে না কেউ বলে না তুই হাঁসি আমি হাঁসা তাই নিয়ে হাসাহাসি কেউ করেনা।
মানুষ বলে তুমি হাঁসের মত। ঐ যে রাজহংসী বা রাজহংসীনি!
হা হা হা
আমার এই এন্টার চাপা কাব্যও মনে হয় আমি এত মন দিয়ে লিখিনি।
২৫| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: ঐ ভাইয়া তোমাকে না বলছি তোমার কি মনে হলো জানতে চাইনা??????????????????
-আপনি বুঝতে পেরেছেন যে, আমি আপনাকে বুঝতে পেরেছি।
০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩২
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!
তোমার বুঝাবুঝি দিয়ে আমার কোনো দরকার নেই তাই তোমার কমেন্টও চাইনা।
ডঃ আলীভাইয়ার পোস্টে তোমার কাছে কিছু জবাবদিহিতা জানতে চেয়েছিলাম। সারাদিন এত সারাখানে ঘুরে বেড়াচ্ছো ব্লগের পথে ঘাটে আর সেই কমেন্ট বুঝি চোখে পড়ে না?
তোমার জবাব বা ব্যাখ্যার আশায় বসে বসে তো আমারই চোখের পাওয়ার বেড়ে গেলো।
যেখানে যা চাওয়া হয়েছে পারলে সেই উত্তর দাও যেখানে তুমি অপাংতেয় সেই খানে তোমার কমেন্টের কোনো মূল্য নেই।
কাজেই .......
২৬| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৪
রানার ব্লগ বলেছেন: ভালো কবিতার মজাই আলাদা। আমি অন্য সবার মতো করে আপনার কবিতা বিশ্লেষণে যাবো না, আমি মনে করি কবির মন কে বোঝার ক্ষমতা কারোই নাই।
০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:১৮
শায়মা বলেছেন: হা হা একদম ঠিক।
একদিন এক কবিও আমাকে একই কথা বলেছিলো।
কবির মন বুঝা কারোরই সম্ভব না।
২৭| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৯
একলব্য২১ বলেছেন: যেহেতু আমি স্কুল কলেজের পাঠ্য বই ব্যতীত কবিতা আর খুব একটা পড়িনি। তাই তোমার কবিতার উপমা পড়ে আমি বিস্মিত। মনের মানসিক অবস্থা বুঝানের জন্য এইভাবে নানা রকমের উপমাও কবিতাতে ব্যবহৃত হয়। ওয়াও!!
মনে হয় খুঁজে পেয়েছি।
০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:১৯
শায়মা বলেছেন: হা হা ভাইয়ু!!!!!!! মানুষের যখন মন উচাটন হয় তখন সামনে যা দেখে তাতেই উপমা চলে আসে।
ভাইয়ু তোমার রিসার্চের রেজাল্ট কি পেয়েছো???
২৮| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩০
একলব্য২১ বলেছেন: ভাইয়ু তোমার রিসার্চের রেজাল্ট কি পেয়েছো???
হুম। মেইলে জানিয়েছি।
০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩৫
শায়মা বলেছেন: হা হা ওকে ওকে যাই যাই! দেখি তোমার রেজাল্ট কি!!!!!!
০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪২
শায়মা বলেছেন: মাই গড!!!!!!!!!!!!!!!!!!!
ভাইয়ু তুমি আসলেই জিনিয়াস!!!!!!!!!!!!
হা হা হা আমার অনেক হাসি পাচ্ছে!!!!!!! তুমি তো গোয়েন্দাও হতে পাব্বে!!!!!!!!
২৯| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:১৫
একলব্য২১ বলেছেন: ভাইয়ু তুমি আসলেই জিনিয়াস!!!!!!!!!!!!
শায়মা আপু,
এইটা তুমি কি কইলা। হা হা হা... এটা তো কোন রকেট সাইন্স না। এ সিমপুল ইকুয়েশন।
view this link
০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:২১
শায়মা বলেছেন: হা হা কেমনে শুনি???
কিন্তু হেথা নহে অন্য কোথাও।
যাইহোক গানা শুনি আর মিররমনির জন্য ওয়েট করি।
আর ঢুকিআপুনিটাই বা কোথায় গেলো?? দেখছিনা আজকাল!
আর এই কবিতাটাকেও ভিডিও বানায় ফেলবো খুব তাড়াতাড়ি হা হা
৩০| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:২০
শেরজা তপন বলেছেন: এত্ত এত্ত গুণীজনের মন্তব্যের ভীড়ে আমার মত নাবালকের কিছু না বলাই উত্তম ভেবে একটা লাইক দিয়ে চুপিচুপি কেটে
পড়েছিলাম।
কবিতায় সাধারনত এত বেশী মন্তব্য আসে না- আপনার সৌভাগ্য দেখে হিংসে হয়
০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৯
শায়মা বলেছেন: ভাইয়া
আমার কবিতা ছবিতা সব কিছুতে মন্তব্য তো কবিতার জন্য না মানে ফান করার জন্য আর কি?
যেমন এই দুঃখের কবিতাতেও আমার ফান লাগে কি করবো বলো????
৩১| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৭
দেয়ালিকা বিপাশা বলেছেন: শায়মা আপু,
খুব সুন্দর কবিতা লিখেছ পড়ে বেশ ভালো লাগলো। শুরু থেকেই মনে হচ্ছিল অবিরাম ভালবাসার একটা চাপা অনুভূতি।যা প্রকাশ করার মতো না শুধু অনুভব করার মতই। যে ভালবাসা প্রতিনিয়ত চুরমার করে আবার বেঁচে ওঠার তাগিদ দেয়। কবিতাটি পড়ে যেন কবিতার অনুভবে ডুবে গিয়েছিলাম।
শেষমেষ একটি কথা বলে যেতে চাই "সাড়ে চুয়াত্তর" ভাইয়ার মন্তব্যটিতে না হেসে পারলাম না।মনে হল তিনি ভীষন মজার মানুষ।তোমার কবিতার কি ভাবার্থই না বের করলেন
অনেক অনেক শুভকামনা তোমার জন্য। ভালো থেকো সুস্থ থেকো।
- দেয়ালিকা বিপাশা
০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৩
শায়মা বলেছেন: আপু এই ব্লগে সবাই অনেক অনেক আপন আর মজার এমনকি চাঁদগাজী পাজীভাইয়াকেও আমরা অনেক ভালোবাসি। যদিও পাজী বলায় ভাইয়া এসে আবার আমার সাথে ঝামেলা পাকাবার চেষ্টা করতে পারে। তবে আমার সাথে পারবে না ইনশাল্লাহ!
হা হা আপুনি তোমার জন্যও ভালোবাসা।
অনেক ভালো থেকো।
৩২| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৩
মাসউদুর রহমান রাজন বলেছেন: মধ্যবয়সে প্রথম প্রেমের আক্ষেপজনিত হৃদয়াভ্যন্তরে ঘটিত মুহুর্মুহু রক্তক্ষরণের ফল এই কবিতা।
০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৫
শায়মা বলেছেন: হা হা হা একদম এক কথায় প্রকাশ ভাইয়া!!!!!!!
৩৩| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৩:১৪
সোহানী বলেছেন: নেক্সট বইমেলায় কবিতার বই নির্ঘাৎ
০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৪
শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!!!
আর জীবনেও মনে হয় বইমেলায় বই যাচ্ছে না। জীবন এমনই ব্যস্তময় হয়ে উঠছে.....
৩৪| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ভবিষ্যৎ বাণী ঠিক হয়েছে। আমি বলেছিলাম যে পরের দিন অনেক ভালো ভালো মন্তব্য পাবেন। সুন্দর সুন্দর মন্তব্যের বানে আপনার পোস্ট ভেসে যাচ্ছে। এখন খুশি তো!!!
ঢুকি ভাইয়ের জেন্ডার নিয়ে আপনার কি এখনও সন্দেহ আছে না কি? আরও কোন শক্ত প্রমাণ চাচ্ছেন মনে হচ্ছে। আপনি বললে আমি ঢুকি ভাইকে জানাই প্রমাণ হাজির করার জন্য।
০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪০
শায়মা বলেছেন: না না ঢুকিভাইয়াকে নিয়ে আর কোনো প্রমানের দরকার নেই!!!!!!!!! আমি জানি তো। তার গানের ভিডিও দেখলাম না!!!!!!!!!
আমি তো ইচ্ছা করেই তাকে আপু বলি!! হা হা সবাই জানে মানে ভাইয়া জানে। যাই হোক কদিন আগে স্যার ম্যাডামের ঝড়ো পোস্টে দেখেছিলাম মেয়েদেরকেও স্যার বলা যাবে তবে ছেলেদেরকে ম্যাডাম বা আপু নহে কেনো????
উত্তর দাও ভাইয়া!!!!!!!!
সুন্দর সুন্দর মন্তব্যের মাঝে তোমার মূল্যবান মন্তব্য দেখে কিন্তু অনেকেই আইডিয়া পেয়েছে আর মজাও পেয়েছে।
কিন্তু ঢুকিভাইয়ু কোথায়!!!!!!!!!!
আই এম মিসিং হিম!!!!!!!!
৩৫| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৪
একলব্য২১ বলেছেন: এত আলোচনার মধ্যে একটা বিষয় মিসিং। আর সেটা হল কবিতার প্রচ্ছদে তোমার নিজের আঁকা আত্ম-প্রতিকৃতি। তাই তো। নিজেই তো এঁকেছ।
অনেক আগে একটা কাগজে বা ম্যাগাজিনে দেখেছিলাম শতাব্দীরও অনেক আগে সম্ভবত নিজের আঁকা কোন পেইন্টারের প্রথম নিজস্বী। পেইন্টারের নাম ছিল ভিন সেন্স ভ্যান গগ।
view this link
০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৫
শায়মা বলেছেন: হ্যাঁ নিজেই এঁকেছি কিন্তু কার ছবি জানিনা ভাইয়ু!!!!!!!!
মনের মাধুরী মিশিয়ে কাকে যে এঁকেছি!!!!!!!!!!! নিজের মনের ছবি আর কি হা হা
ভ্যান গগ থেকে শুরু করে আমার মত চুনোপুটিরা সবাই মনে হয় কখনও না কখনও নিজেকে আঁকতে চেষ্টা করে।
০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৬
শায়মা বলেছেন: গানটা শুনে ছবি দেখে মুগ্ধ মুগ্ধ মুগ্ধ !!!!
৩৬| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪২
সাড়ে চুয়াত্তর বলেছেন: মেয়েরা ছেলেদের মত প্যান্ট পড়ে স্মার্ট হয়। কিন্তু ছেলেরা কি মেয়েদের মত শাড়ি পড়ে স্মার্ট হতে পারে!!! যদি এই পৃথিবী শাসন করতো মেয়েরা সেই ক্ষেত্রে হয়তো সম্ভব ছিল। তবে সামনে অমন দিন আসতে পারে।
উত্তর ঠিক দিয়েছি কি না জানি না।
০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৭
শায়মা বলেছেন: ছেলেরাও মেয়ে হয়ে যাচ্ছে ভাইয়া!!!!!!!
এতে লজ্জার কিছু নেই ! হা হা হা
শাড়ি পরে কয়েকটা মডেল দেখেছিলাম!
আর মেয়েরা তো আদ্দিকাল থেকেই শার্ট প্যন্ট পরে ছেলে হয়ে যায় কারণ বলতে গেলে তো তাসলিমা নাসরিনকে লাগবে।
৩৭| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: কেয়ামতের আগে মেয়েরা প্রচণ্ড স্বাধীন হয়ে যাবে। তখন মেয়ে কর্তৃক ছেলে ধর্ষিত হবে। এখনও হয়। তবে কম।
০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৪
শায়মা বলেছেন: হায় হায় !!! কি সর্বনাশ!!!!
তাইলে তো ছেলেদের খবরই আছে।
৩৮| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার এক বন্ধুকে মেয়েরা ধর্ষণ করেছিল সে যখন থাইল্যান্ড গিয়েছিলো অনেক আগে। তাকে কি যেন খাইয়ে নিয়েছিল।
০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৩
শায়মা বলেছেন: থাইল্যান্ডে গেলে তো জেনে বুঝে যেতে হত!
কি বিপদেই না পড়লো বাংলাদেশের মেয়েদেরকে অবলা দেখে দেখে ভেবেছিলো মনে হয় সব দেশেই সব অবলা নারীদের বাস!
৩৯| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের মেয়েরা অবলা না। বাংলাদেশের অনেক মেয়ে ছোট ছেলেদের ধর্ষণ করে।
০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:০৯
শায়মা বলেছেন: থাইল্যান্ড বা অন্য এই ধরনের দেশের তুলনায় বোধ হয় কম আর তাই মানুষ অবলাই জানে আর কি...... ;(
৪০| ০৯ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪১
করুণাধারা বলেছেন: বেশ কঠিন একটা কবিতা, পড়ার পর ছবিতা সব তালগোল পাকিয়ে গেল...
তবে কবিতার স্বাদ ভালো হয়েছে। উথলানো গরম ভাতে একটু ঘি মেখে চঞ্চলা হরিণীর রেজালা খেতে চমৎকার লাগবে...
ভাতের মাড়, বালতি, জাগ, মাগ, তার সাথে রবীন্দ্র সংগীত- কী অপরূপ কম্বিনেশন!! জাগ অর্থ দেখলাম wake up, মাগ অর্থ পত্নী, স্ত্রী ইত্যাদি... তো এই মাগ কী করেছিল, যে তাকে নিয়ে কলের তলে ফেলতে হলো?
শেষ দুই স্তবক কিছু বুঝেছি। কী বুঝেছি বলছি না।
০৯ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৭
শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা
আপুনি!!!!!!!!!!!!!!! জাগ আর মাগ একটু ভুলভাল হয়ে গেলো জগ আর মগ হবে.......
তবে তুমি কেমনে জানলে ঘি ছাড়া আমার চলেই না........
খিঁচুড়ি হলে অবশ্য অবশ্য ঘি , ভরতা হলে তো কথাই নেই মানে বেগুন ভর্তা, আর পোলাউ বিরিয়ানী আর পরোটা জীবনেও আমি ফকিরা তেলে খেতে রাজী নহি। আর সবচেয়ে মজা করলা ভাঁজা আর চপচপে ঘি!!!!!!!!!!
হি হি হি হি
থাক থাক শেষ দুই স্তবক না বুঝলেও চলবে আপুনি মনি এই টুকুতেই মরলাম!!!!!!!!
যাই এই অকবিতা রেকর্ড করে আনি তোমার জন্য।
৪১| ১০ ই আগস্ট, ২০২১ রাত ৩:২০
সেলিম আনোয়ার বলেছেন: এবার বোধ হয় দেরী হলো তোমার কবিতা আবৃত্তি রেকর্ড করতে। ঘি কতটা স্বাস্থ্যকর ? আমি রান্না করি তেল ছাড়া। করোনার দিনে লেবুর রস তরকারিতে দেই, আদা দেই বেশি করে । করোনা প্রতিরোধ প্রধান লক্ষ্য তারপর স্বাদ নিয়ে ভাবি। রৌদ্র থেকে ভিটামিন ডি পাওয়া যেতে পারে।
১১ ই আগস্ট, ২০২১ রাত ১:১৬
শায়মা বলেছেন: ওলে.....
আমি এত ভুই পাইনা .......
যা খুশি তাই খাই!
৪২| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার জগ, মগ, ভাতের মাড় আর বালতি খুব হিট করেছে।
১১ ই আগস্ট, ২০২১ রাত ১:১৭
শায়মা বলেছেন: হা হা এইবার কি আনবো ভাইয়া???
পান্তা ভাত, শানকি, কুলা, ঝাড়ু এসবও আনবো ওকে?
৪৩| ১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনারগুলি ঠিক আছে। সাথে যোগ দিতে পারেন পাটা, পুতা, হামানদিস্তা, রুটি বেলার বেলন, নুসনি, খুন্তি, মালসা, ঘটি, বাটি, বদনা, ডাইল ঘুঁটনি ইত্যাদি। আরও মনে আসলে পরে জানাবো।
১২ ই আগস্ট, ২০২১ রাত ১২:২৬
শায়মা বলেছেন: ঠিক ঠিক পাতা পুতায় বেটে ভর্তা তারপর ঘি দিয়ে খাবো।
রুটি বেলার বেলন দিয়ে পিটাবো। লুসনি দিয়ে কান ধরবো ছি ছি হাতে যেন না লাগে।
ভাইয়া শোনো আমার কবিতা পাঠ
৪৪| ১২ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার সাবলীল কবিতা আবৃত্তি খুব ভালো লেগেছে। আপনার কবিতা পড়ে যা না বুঝেছি আবৃত্তি থেকে তা বুঝতে সুবিধা হয়েছে।
'মেঘের পড়ে মেঘ জমেছে' - এই গানটাও শুনলাম। এতো নিখুঁত গলায় গান আমি খুব কম শুনেছি। প্রতিষ্ঠিত কিছু শিল্পী ছাড়া। মাঝে মাঝে আপনার ইউটিউব থেকে গান শুনবো। কারণ সবার গান আমার ভালো লাগে না।
আপনি সংস্কৃতি অঙ্গনে কিসের কিসের সাথে জড়িত জানতে পারি কি?
সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে সফল বিচরণের জন্য আপনাকে versatile genius বলা যেতে পারে।
১২ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩৫
শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক ভালোবাসা।
কবিতা আবৃতি খুবই আনপ্রফেশন্যাল ওয়েতে ফোনে একবার পড়ে ফেলা। নইলে ভালো রেকর্ডিং স্টুডিওতে আরও একটু প্রাকটিস করলে একদম ১০০তে ২০০ পেতাম নিশ্চয়। হা হা হা
কবিতা পড়ে কি বুঝেছো আর শুনে কি জানিনা কারন পাঠক বা শ্রোতা যার যরা কত করেই বুঝে নেবে। তবে আমার মনের গহীন বনের কথা কেউ কখনই হয়ত জানবেনা কারণ আমি জানাবো না।
শুধু যতটুকু ইচ্ছে হলো জানালাম আর কি।
আমি গান গাই ভাইয়া তবে মেঘের পরে মেঘটা আমি গাইনি এটা একজন বিখ্যাত শিল্পীর গাওয়া। ইউটিউবে দেওয়া আছে তার নাম।
আমি অনেক কিছু সাথেই জড়িত তবে ছোট গন্ডিতে আবদ্ধ থাকতে ভালোবাসি। এত টুকু যে প্রকাশিত হয়েছি সেটা গত ১৩/১৪ বছরেও সামুর কেউই জানেনি।
অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।
আমি ছোট থেকে মেইনলী নাচই শিখেছিলাম সাথে গান। পরে রবীন্দ্রসঙ্গীত। এছাড়া শখের আবৃতি, পাপেট স্ক্রিপ্ট রাইটিং টু পাপেট শো পরিচালনা, আঁকাআঁকি , লেখালিখি আরও কি কি করি ভুলে গেছি ভাইয়া। মনে করে আবার বলে যাবো।
৪৫| ১২ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার কথ্যক নৃত্ত খুব ভালো লাগে।
১২ ই আগস্ট, ২০২১ রাত ১০:১৪
শায়মা বলেছেন: এখন তো সবাই হিন্দী ডিসকো নাচই চিনে।
আমরা হলাম আদি যুগের নেট ব্যবহারকারী। আমরা হলাম আদিযুগের নৃত্যশিল্পী।
৪৬| ১২ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫৮
একলব্য২১ বলেছেন: শায়মা আপু,
তোমার রুফটপ অনেক সুন্দর। অনেক নিখুঁত করে সাজানো। ওরে বাবা! এত নিখুঁত পরিপাটি।
যাই হোক তুমি যথাস্থানে পাঠকের প্রশ্নের উওর দাও না কেন। পাঠক প্রত্যেক দিন এসে খুঁজে যায়, এতে কি পাঠকের মন খারাপ হয় না। পাঠকের তো মনে হতে পারে যে সে বুঝি বেয়াড়া প্রশ্ন করে ফেলেছে। সে তো ভয়ে সিঁতিয়ে যেতে পারে।
১২ ই আগস্ট, ২০২১ রাত ১০:২০
শায়মা বলেছেন: হ্যাঁ আমার শুধু রুফটপ না ভাইয়া আমি সব কিছুই সাজিয়ে গুছিয়ে রাখতে দারুন ভালোবাসি।
জানো আমি যখন খাতা চেক করি এক পাশে সাজানো খাতা মাঝে একটা করে এনে চেক করে আরেক পাশে আবার একটার উপর আরেকটা সাজিয়ে রাখি।
চারিদিকে এমন টিপটপের মাঝে আমার সাথে যারা থাকে তাদের কি দশা বুঝো!
আর যথাস্থানে উত্তর দেবো দেবো দেবো কালকেই দেবো। নো মন খারাপ বেবিভাইয়ু!!!!!
না না তুমি যাই বলো সাত দুগুনে চৌদ্দ খুন মাফ!
৪৭| ১২ ই আগস্ট, ২০২১ রাত ১০:০৭
একলব্য২১ বলেছেন: সিঁতিয়ে শব্দের অর্থ ভয়ে গুটিয়ে যাওয়া না। তাই তো। কমেন্টে তো লিখলাম। এখন একটু confused।
১২ ই আগস্ট, ২০২১ রাত ১০:২১
শায়মা বলেছেন: সিঁটিয়ে যাওয়া..... হা হা হা কাছাকাছি গেছো! হা হা
৪৮| ১২ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লিখে সেটা ভিডিও করা আবার কবিতার ফাঁকে ফাঁকে দারুন সব অলংকরণ চমৎকার হয়েছে। আর তুমি কিন্তু চমৎকার অভিব্যক্তি দিতে পেরেছো এবারো। সুন্দর আইডিয়া। বিষয়টিতে দিনে দিনে নিজেকে ছাড়িয়ে যাচ্ছো।সহজ ভাষায় বলতে গেলে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছো নিজেকে। তুমি আবৃত্তিও করো চমৎকার। তোমার ঢং যেন রাবিন্দ্রিক মানস কন্যা। ক্যারি অন...
১২ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩৫
শায়মা বলেছেন:
থ্যাংক ইউ ভাইয়া।
কিন্তু নিজেকে যেন তুমি ছাড়াতে চেষ্টা করো না।
আজ দেখলাম তোমার কবিতাতে প্রায় অনেকগুলোতেই আমার ছবি দিয়েছো।
অপষ্ট হলেও দিয়েছো আমার বিনা অনুমতীতে আবারও।
এই সব করলে খুব শিঘ্রিই সাইবার ক্রাইমে পড়বে। কোনো কবি টবি বলে পার পাবেনা মনে রেখো।
৪৯| ১২ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫২
একলব্য২১ বলেছেন: চারিদিকে এমন টিপটপের মাঝে আমার সাথে যারা থাকে তাদের কি দশা বুঝো!
এবার তোমাকে সাহস করে বলি। এতটাই নিখুঁত, এত সাজানো গুছানো, এতটাই রাজকীয় পরিবেশে আমার পছন্দ নয়। আমার সাবেকিয়ানা পরিবেশ ভাল লাগে। যেমন ধর ফেলুদার স্রষ্টা সত্যজিৎ রায়ের স্টাডি রুম টাইপ যেখানে অজস্র বই, আর্টের নানান সামগ্রী, এক পাশে গ্র্যান্ড পিয়ানো, লাল মেঝে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। বাবা বলতেন simple living and high thinking।
১২ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৮
শায়মা বলেছেন: আমারও সাবেকি পছন্দ কিন্তু আমি আবার একই সাথে রাজকীয়ও লাইক করি! হা হা হা বলে ফেললাম সবাই তো এখন আমাকে হনু বলবে।
৫০| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৭
মিরোরডডল বলেছেন:
বাহ ! দারুণ উপমা !
তাইতো, ভালোবাসাও যেনো উথলে পড়ে ।
আর সেটা সামলাতে কত ঝামেলা ।
তোমার নামটাই যেন একটা দীর্ঘশ্বাস!
সত্যিই তাই , শুধু একটা দীর্ঘশ্বাস !!!!!
শেষের প্যারাটা খুবই কিউট
পোস্টে তোমার আঁকা ছবিটা অপূর্ব সুন্দর ।
১৪ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৩
শায়মা বলেছেন: হা হা মিররমনি!!!!!!
তুমি এতদিনে আসলে!!!!!!!
সেটাও দীর্ঘশ্বাস!!!!
৫১| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১১:১২
মিরোরডডল বলেছেন:
ঐশ্বরিক সুর !
চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে
১৪ ই আগস্ট, ২০২১ রাত ১১:২১
শায়মা বলেছেন: আহা আনন্দ!
দুঃখ বিলাসও কিন্তু আনন্দ তাইনা??
৫২| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫২
অর্ক বলেছেন: প্রিয় আপু, আপনার লেখাটি পড়তে পড়তে প্রিয় কবি নিবেদিতা আচার্যের একটি কবিতা মনে পড়ে গেলো। শেয়াার করছি।
“
প্রেমিক ফিরত না
আংটিটা গ্রিলের গায়ে বাজলেই প্রেমিক আসত
(রাজা সলমানের আংটি)
উল্টোদিকের ব্যালকনিতে প্রেমিক আসত
আমি বিশ্বাস করেছিলাম, ঠিক মত বাজাতে হবে
খুকুর কাচের চোখ, নকল বুক, চুলের ভেতর কাঁটা
প্রেমিক গরম হাওয়ায় মিলিয়ে যেত
স্কুটারের শব্দ মিলিয়ে যেত
খুকু আমাকে আংটিটা একদিন দেবে মাথার নীল স্কার্ফটাও
প্রেমিকের বাবা রাস্তার এমাথা ওমাথা হাঁটত
স্কুটার ফিরত না প্রেমিক ফিরত না
খুকুর ক্রুশ দিয়ে তৈরি লেস লম্বায় একটা নদী
কোনও দিন ফুরবে না
আমাকে পাউডার লাগাত
জামার উপর পুতির হাঁর দুলিয়ে দিত
আংটির কোনও দাম ছিল না ওটা কেবল জ্যান্ত
খুকু উল্টোদিকের বাড়ির ফাঁক গলে প্রেমিকের কোঠরিতে ঢুকে যায় একদিন
বুকের ওপর লেসের চাদর
আমরা বসে ছিলাম অনেক দিনের পর
কোনও গান ছাড়া কোনও প্রেমিক ছাড়া
আমার হাতে খুকুর হাত কাঁচের চোখ জ্বলছে নিভছে
বড় হয়ে গেলি তুঁই চুলের ভেতর কাঁটা খোঁজে
আংটিটা আবছা হয়ে হারিয়ে গেল (রাজা সলমানের আংটি)
আমার এই লেখার ওপর খুকুর সই ছিল
গীতাঞ্জলি সেন চট্টোপাধ্যায়
কোনও ডেট ছাড়া
”
আমার প্রিয় কবিদের একজন। আমি তাঁর প্রথম সারির ভক্ত। তাঁর কোনও লেখাই কখনও সামান্যও হতাশ করেনি। এই কবিতাটিরও প্রতিটি লাইন অর্থপূর্ণ। আপনার লেখার মতো প্রেমিকের জন্য কতো রকমের আয়োজন অপেক্ষা। কোনওকিছুই স্থায়ী নয়। যেমন কবিতার এক জায়গায় লেখা,
“
খুকু উল্টোদিকের বাড়ির ফাঁক গলে প্রেমিকের কোঠরিতে ঢুকে যায় একদিন
বুকের ওপর লেসের চাদর
আমরা বসে ছিলাম অনেক দিনের পর
কোনও গান ছাড়া কোনও প্রেমিক ছাড়া
”
’প্রেমিকের কোঠরিতে ঢুকে যায় একদিন’। বিয়ে হয়ে যায়। জীবনের আরেক পর্যায়ে প্রবেশ করে। তারপর অভ্যস্ত হয়ে পড়ে গতানুগতিক জীবনে। ‘বুকের ওপর লেসের চাদর’। নিছকই সাদাকালো স্মৃতির এ্যালবাম হয়ে পড়ে প্রেমিকের জন্য বিগত সে সব আয়োজন, রোমাঞ্চ, সাজসজ্জা। ‘আমরা বসে ছিলাম অনেক দিনের পর
কোনও গান ছাড়া কোনও প্রেমিক ছাড়া’। আরও অনেকদিন পর, জীবনের আরেক পর্যায়ে, সে সব কেমন অর্থহীন হয়ে পড়ে।
যাই হোক উৎকৃষ্ট একটি কবিতা। আসানসোলের একটি স্কুলের প্রধান শিক্ষিকার কাছে বাংলা কবিতা যারপরনাই ঋণী। তিনি নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন কবিতা নিয়ে। ইন্টারনেটে বেশ কিছু লেখা পাবেন। স্যালুট এই মহান কবিকে। নারী শক্তির প্রতীক। দেশ পত্রিকায় অনেকবার দেখেছি তাঁর কবিতা দিয়ে কবিতা পাতা শুরু হয়েছে। আপনার লেখাটাও খুব ভালো লাগলো। আপু এবার এমন একটি কবিতা লিখুন। যা হবে অবিশ্বাস্য, অবাস্তব। পাঠান্তে মনে হবে অন্য কোনও গ্রহের, বুদ্ধিমান অচেনা কোনও কবিতা। প্রতিটি লাইনে গভীর কোনও গল্প বলা হবে। পড়তে পড়তে যেন ভুলে যাই এই জগৎসংসার। এমন কিছু। আশ্চর্য গতিময়, রহস্যঘেরা, অদ্ভুত, বিস্ময়কর, পরাবাস্তব, পূর্ণরূপে কাল্পনিক একটি কবিতা।
ভরপুর শুভেচ্ছা আপু। চমৎকার কাটুক দিনগুলো।
১৫ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪৭
শায়মা বলেছেন: আপু এবার এমন একটি কবিতা লিখুন। যা হবে অবিশ্বাস্য, অবাস্তব। পাঠান্তে মনে হবে অন্য কোনও গ্রহের, বুদ্ধিমান অচেনা কোনও কবিতা। প্রতিটি লাইনে গভীর কোনও গল্প বলা হবে। পড়তে পড়তে যেন ভুলে যাই এই জগৎসংসার। এমন কিছু। আশ্চর্য গতিময়, রহস্যঘেরা, অদ্ভুত, বিস্ময়কর, পরাবাস্তব, পূর্ণরূপে কাল্পনিক একটি কবিতা।
এমন একটি জগতে বাস করি আমি সে বহু বছর হলো। একটা কবিতায় সেটা লেখার সাধ্য নেই আমার।
আর আমি কবি না। এন্টার চেপে কবিতার মত কিছুমিছু লিখেছি।
অনেক ভালোবাসা ভাইয়া।
তুমি অনেক ভাবুক। বুঝাই যায় গভীর ভাবনার মহাসাগরে ভাসো।
৫৩| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫৫
বিজন রয় বলেছেন: কিছু অপ্রচলিত বিষয়, শব্দ আর উপমা ব্যাবহার ভাল লেগেছে। ব্যতিক্রম।
আর আপনার কবিতাটি পড়ে বাসুকী দত্তে'র মেয়েটির কথা মনে পড়ল।
১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:১০
শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!
লাভ ইউ লাভ ইউ লাভ ইউ!!!!!!!!!!!
আর থ্যাংক ইউ রাগ না করার জন্য!!!!!!!!!
বাসুকী দত্তের সেই কবিতা আমাকে শোনাও প্লিজ!!!!!!!!!!!!
৫৪| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা, সাথে
নীল ফিতা বাধা সেই কিশোরী
কবির পটে আঁকা একটা ছবি।
ছোট কবিতাও একটি লিখে রেখে এসেছি
কি করি আজ ভেবে না পাই এর পোষ্টে।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩৬
শায়মা বলেছেন: হা হা হা দেখেছি ভাইয়া!!!!!!!!!!!
অনেক অনেক ভালোবাসা নীল ফিতা বাধা কিশোরীর গিফটার জন্য!!!!!!!!!!
৫৫| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:১০
পদাতিক চৌধুরি বলেছেন: কিশোরীর বেনীতে তো রীতিমত ঝলক লাগার উপক্রম হয়েছে। কাব্যে ভালো লাগা রইলো।
শুভেচ্ছা জানবেন আপু।
১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫৫
শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া!
৫৬| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:১৬
একলব্য২১ বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপু। আমি মাঝে মাঝে ভাবি তুমি কেন তোমার মূল্যবান লেখা আমার মত তুচ্ছ মানুষকে উৎসর্গ করলা। কত যোগ্য পাঠক ব্লগারই তো ছিল।
সেদিন গর্ব করে আমার এক ডাক্তার (সহযোগী প্রফেসার) কাজিনকে কিঞ্চিৎ গর্ব করে বলছিলাম। যে শায়মা আপু নামে একজন গুণী ব্লগার আমাকে আর মিরোরডলকে নিয়ে তার গল্প উৎসর্গ করেছে। প্রকারন্তে তাকে বুঝিয়ে দিলাম হ্যাম কিসিসে কম নেহি। হা হা হা...
১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:৫৭
শায়মা বলেছেন: একটা কথা বলি?
তুমি যে একজন কি পরিমান ভালো ছেলে তুমি নিজেও জানোনা।
শুধু তাই না যেমনই জেন্টেল তেমনই অন্যরকম একজন ভালো মানুষ।
শুনো আমি আমার সব গল্পই এই জিবনে লেখার সময় মনে হয় তোমাদের দুজনকে মনে করবো।
এইবার একটা কথা বলি-
চিলেকোঠার প্রেম লেখার সময় একটা সময় আমি ভয়ে বলতে পারছিলাম না তোমাকে যে লেখার কতটুকু সত্য আর কতটুকু বানানো।
তুমি কষ্ট পাবে যা যা একটু মিথ্যে মিশাতে হয়েছে সেটুকুর জন্যও তাই।
তবে হ্যাঁ তোমাকে আমি কিছুদিন পরে সেই গল্পের পিছের গল্পটা বলবো মানে সত্যি গল্পটা।
হা হা হা
শুনো ভাইয়ু এই সত্যি মিথ্যে মিশিয়ে এমন হয়েছে যে কদিন আগে একজনকে বলছিলাম জানো আমার মনে অনেক দুঃখ এি এই কারনে ...... সে আবার আমাকে হাড়ে হাড়ে চেনে।
বলে নতুন গল্পের প্লট না!!!!!!!!
৫৭| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৯
মিরোরডডল বলেছেন:
শুভ জন্মদিন প্রিয় আপুটা ।
আপুটা অনেক অনেক ভালো থাকবে,
আনন্দে থাকবে ।
জন্মদিনে কি দিবো তোমাকে ?
আমার একটা ভীষণ প্রিয় গান ।
১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!
লাভ ইউ!!!!!!!!!!!!!
এখন একটু পরে ক্লাস!!!!!!!!!!!!!!!
আপুনি কি করি আজ ভেবে না পাই আমার শয়তান ভাইয়ার পোস্টে তোমাকে কি জবাব দিয়েছি দেখো!!!!!!!!!
হা হা হা
৫৮| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: এই দিনে তুমি জন্মেছিলে তাই
যেন এক অসীম ঐশ্বর্যের ভান্ডার থেকে
আমার এই কবিতা লেখা—
দিনে দিনে আরও প্রখর হয়
তোমার- আমার সান্নিধ্য কামনায় চেয়ে থাকে যেন গোটা বিশ্ব
বিলম্ব হয়ে গেলে তুমি খুন হয়ে যাবে যে প্রেমে
লাজ লজ্জার মাথা খেয়ে ওগো মতো লজ্জাবতী লতা।
তুমি দেখে নিও —আসবে না তোমার দুচোখে কোন ঘুম
সারাদিনের ক্লান্তি শেষে
অবশেষে জীবনটাই মনে হবে বৃথা এই আমি ছাড়া
এইখানে যে সুখ আছে প্রিয়তমা
মম বহুডোর যেন তব জীবন সুখ সম্ভার।
এই দিনে তুমি জন্মেছিলে তাই
যেন পৃথিবীর বুকে আজও জোয়ার ওঠে আনন্দ উচ্ছাসে
আছড়ে পড়ে ঢেউ —সাগর সমতটে অপার ভালোবেসে।
সুপ্ত আগ্নেয়গিরিও সক্রিয় হয়ে উঠে প্রচন্ড উত্তাপ লয়ে বুকে
উদাসীর বাতায়ন মেখে সুশীতল হবে তাই।
এই দিনে তুমি জন্মেছিলে তাই
উৎসব মুখর ক্ষণ যে এলো এই অবণীর পড়ে
শারদ আকাশে পেঁজা তুলো মেঘ আনন্দে ভেসে ভেসে খেই যেন হারালো
এই দিনে তুমি জন্মেছিলে আমাকে অনুপ্রেরণা যোগাবে তাই।
তাই তো প্রাণে লেগেছে দোলা
তোমাকে যায় না যে ভোলা সতত চেষ্টাতে
শুভ জন্মদিন প্রিয়তমা নব নব শুভর হোক আগমন তব প্রাণে ।
আমারেই সাথে লয়ে অপার ভালোবেসে এই করি কামনা
আমরা হবো যে পরিপূর্ণ
চল না চল না আমরা হবো মুক্তবিহঙ্গ —ঐ নীল আকাশের বুকে…
প্রিয়তমা শুভ জন্মদিন নিরন্তর শুভকামনা ।
১৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৮
শায়মা বলেছেন: একেই বলে পাগলের সাকো নাড়ানো ভাইয়ু!!!
৫৯| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ৯:০১
একলব্য২১ বলেছেন:
১৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৯
শায়মা বলেছেন: কি?
৬০| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ৯:০১
একলব্য২১ বলেছেন:
১৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৯
শায়মা বলেছেন: কি কি?
৬১| ২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২২
সেলিম আনোয়ার বলেছেন: এই ভাবেই নড়ে ।
২৪ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫৯
শায়মা বলেছেন: হ্যাঁ
এইজন্যই বলে পাগল সাঁকো নাড়াসনা.....
৬২| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ১১:০৫
নীল-দর্পণ বলেছেন: একটু পড়ে ভাবলাম এটা একটু রেকর্ড করি নিজেই, পরে শুনে দেখবো কেমন লাগে। পড়তে গিয়ে দেখলাম দম পাচ্ছি না! তখন পড়তে পড়তে কল্পনা করছিলাম তুমি আবৃত্তি করছো।
২৪ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৬
শায়মা বলেছেন: করেছি তো!!!!!!!!!!!
দাঁড়াও দেই ......
নীল ফিতে বাঁধা সেই কিশোরীর বেনী
৬৩| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ১১:৪০
নীল-দর্পণ বলেছেন: ওয়াও অনেক ভালো লাগছিল শুনতে।
২৪ শে আগস্ট, ২০২১ রাত ১১:৪২
শায়মা বলেছেন: হা হা মানুষের নাই কাজ থাকলে খই ভাঁজে আমি হাজার কাজ নিয়েও খই ভেঁজেছি নীলুমনি!!!!!!!
৬৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৭
প্রত্যাবর্তন@ বলেছেন: বিষন্নতার সুন্দর শব্দমালা
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ এন্ড লাভ ইউ ভাইয়ু!!!!!!!
৬৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৫
জুল ভার্ন বলেছেন: কষ্ট কষ্ট সুখ!!!
১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০১
শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!
কষ্ট না পেলে কবিতা লেখা যায় না তাইনা ভাইয়া?
৬৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৬
জিকোব্লগ বলেছেন:
অফিস থেকে এসে উপরের ব্লগ সার্চ দেওয়াতে দেখি :-
বিস্তারিত বলেন?
০৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৭
শায়মা বলেছেন: হা হা
সেই পোস্টের আর দরকার নাই!
উদ্দেশ্য ও বিধেয় শেষ !
ভাইয়ামনি
তোমার কি খবর!!!
কেমন আছো কোথা্য আছো? আর কেহে তুমি ? ইহা না উহা নাকি কেহা??
৬৭| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৫
অধীতি বলেছেন: কবিতা সুন্দর, কবি কবিতাকে শব্দের সৌন্দর্য দিয়ে বাঁধাই করেন। কবিতাটা ভাল লেখেছে। প্রেমের শুরুতে কতশত আশা, আকাঙ্খা, আবদার, মনোমালিন্য। শেষে এসে একগাদা দীর্ঘশ্বাস ও কিছু কিছু স্মৃতির পালক।
০৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৯
শায়মা বলেছেন: হা হা
তাই তো কবিরাই আবার গানও লিখে ফেলে......
প্রেমের নাম বেদনা
কখনও বুঝিনি আগে!!!!!!!!
আগে বুঝলে কি আর ....
৬৮| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:২৩
জিকোব্লগ বলেছেন:
হ্যালো শায়মা,
আমি জিকো। আপনার যেমনঃ সবাইকে তুমি বলা পছন্দ, আমার তেমনি
সবাইকে নাম ধরে ডাকা পছন্দ। বহিঃবিশ্বে বিশেষ করে পশ্চিমা বিশ্বে ভাই ,
ব্রাদার, আপা, সিস্টার, চাচা, মামু, স্যার, ম্যাডাম ইত্যাদি বলে ডাকার প্রচলন নাই।
পোস্টটিতে মডুর বেশ কয়েকটি মূল্যবান মন্তব্য ছিল। সেই গুলো গায়েব হওয়া
মানে অনেক প্রমান -ই লুকিয়ে ফেলা।
অন্যদিকে ঠাকুর মাহমুদ বিনা কারণে আমার মন্তব্য ডিলিট করেছে এবং বহু
আগে থেকেই সে আমাকে ব্লক করে রেখেছে। সত্যকে কী সবাই ভয় পায় !
যাউকগা সেই কথা,
আমি ভালো আছি।
বলেন আপনি কেমন আছেন ? আপনার স্কুল কেমন চলছে ? গান আবৃত্তি
চর্চা কেমন চলছে ? সামনে কি নতুন বই বের করতে যাচ্ছেন ?
০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
নাম ধরে ডাকো আর তুমি বলো আর তুই বলো আর আপনিই বলো নো প্রবলেম এট অল।
এই ভাইয়া আপা ভাইয়ুনি আপুনিমনি ..... এই সব আল্লাদীপনা ডাক শুনে কারো কারো যে আমার মত এই বুড়ি ধাড়িকে মার দিতে ইচ্ছা করে সে আমি ভালোই বুঝি।
যাইহোক তুমি কি ভেবেছো আমি সেই সব ডিলিট করে দিয়েছি??? জীবনেও না মরনেও নাও। দরকার পড়লেই থলের বেড়াল বের করবো তাই থলিতে বেঁধে রেখেছি।
তবে সব কিছুরই একটা উদ্দেশ্য ও বিধেয় থাকে তাহা আর কেউ না জানুক মডুভাইয়া আমাকে তো হাড়ে হাড়ে চেনে তাই উদ্দেশ্য বুঝতে বেশি দেরি লাগে না তার আর কি।
তবে আমার উদ্দেশ্য শুধু উদ্দেশ্যই ছিলো না বিধেয় ঠিক তো আমারাও উদ্দেশ্যও সঠিক। তাই আর ঐ পোস্টের দরকার নেই।
এখন বলি, ঠাকুরভাইয়ার একটু ব্লক করার অভ্যাস আছে। আমাকেও ব্লক করে রেখেছে মনে হয় আবার ব্লক করে রেখে আমার জন্মদিনের শুভেচ্ছার পোস্টও দিয়েছিলো। ওমা মা মামামা হাসবো নাকি কাঁদবো।
তারপর ভাবলাম হাসাটাই শ্রেয়। থাক ভাইয়া মানুষ। কি আর করবে? শুধু একটু ব্লক করবে বা মালটি দিয়ে এসে চিল্লাচিল্লি করবে। করুক না....
আমি আনন্দে আছি ভাইয়া। যদিও ব্যবস্থা আর দায়িত্ব বাড়িয়েছে আমার স্কুল। আমার আবার বেশি দায়িত্ব ভালা লাগে না। যত্তসব এত্ত করে বললাম আমারে এত দায়িত্ব দিয়েন না তবুও ছাড়লো না। স্কুল খুবই ভালো চলছে।
গান আবৃতিও চলছে। তবে নিউ ভিডিওগ্রাফি আই মিন মুদ্রাগ্রাফি এক্সপেরিমেন্টে আছি। সফল হলেই দেখাইবোক।
সামনে বই বের করবো মনে হয়। চিলেকোঠার প্রেম। মাহাভাইয়ার জন্য।
৬৯| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৪
মিরোরডডল বলেছেন:
আপুটা, অনেকদিন হয়েছে তোমার নতুন লেখা নেই !
১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৩
শায়মা বলেছেন: আপুনি মহা বিজি আছি। পূজার ছুটি আসুক।
৭০| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০২
একলব্য২১ বলেছেন: সামনে বই বের করবো মনে হয়। চিলেকোঠার প্রেম।
ওয়াও! চিলেকোঠার প্রেম নামক গল্পে আমরা যা পড়েছি তাই কি হুবহু বই আকারে বেরোবে। হয়ত সামান্য ঘষামাজা করে নাকি সেখানে এমন কিছু থাকবে যা আমরা জানি না।
view this link
১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:০০
শায়মা বলেছেন: হা হা আমিও জানিনা সেখানে কি থাকবে।
কাল থেকে শুরু হচ্ছে শারদীয়া ছুটি।
শারদীয়া পোস্ট আনি আগে ওকে ভাইয়ু!!!!
হা হা আর নিরুপমার গান দিলা কেনো?????
তুমি কি আমসর নিরুপমা আইডি আজই জানলে!!!!!!!
যাইহোক এইটা যে কোনো সিনেমার গানা তাই আজ প্রথম জানলাম!
৭১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৭
মিরোরডডল বলেছেন:
কোথায় ছিলে ?
তুমি না থাকলে সামু বিরানভূমি, পানসে, টেস্টলেস মনে হয় ।
ডোন্ট ইউ নো ?
ঠিক আছোতো আপুটা !
৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৯
শায়মা বলেছেন: আমি ঠিক আছি!!!!!!!!!!!!!
মিররমনি আমি জানি আমি না থাকলে চারপাশ পানসে ! হা হা হা কিন্তু আমি এই ডিসেম্বরটা অনেক বেশি ঝামেলায় আছি। নাচা গানা বিয়ে শাদী। এক্কেবারেই মামাত ভায়ের বিয়ে এই নিয়ে পুরা গুষ্ঠি আমার ঘাড়ে এসে চেপেছে।
হলুদের নাচ, গান, অনুষ্ঠান পরিচালনা।
আরও শোনো জীবনে শুনেছিলাম একটা প্রবাদ জুতো সেলাই থেকে চন্ডিপাঠ সেটাও প্রায় করতে চলেছি। শুধু হলুদের নাচাগানাই না কাল বিয়ে আর সেই বিয়েতে হবে পুঁথিপাঠ। সেই পুঁথিপাঠের পুঁথিও আমাকে লিখতে হলো। কি আর করা।
বাসায় থাকলে একটু আধটু ঢু মারা যেত।
কিন্তু পুরা গুষ্ঠি কাজিন গ্রুপের সামনে কেমনে খোলা রাখি সামুর পাতা? আমি আবার লজ্জাবতী লতা। জানোনা?
৭২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৭
মিরোরডডল বলেছেন:
বুঝতে পেরেছি কেনো মিসিং ।
তাহলে এই যে পুঁথিপাঠ আর নাচ গান , ফিরে এসে এগুলো নিয়ে একটা পোষ্ট দিবে ।
আপু কেমন পুঁথিপাঠ করে এটা জানতে হবেনা আমাদের !
অনেক অনেক আনন্দ করো সবাইকে নিয়ে আর ভালো থেকো ।
৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪২
শায়মা বলেছেন: শুধুই কি পুঁথিপাঠ? মালকা বানুর বিয়ারে এই গানে প্যারোডি বানিয়েছি। আবার মানিকে মাগে হিতে গানও শিখেছি। হা হা সব সব নিয়ে পোস্ট দেবো আপুনি।
শুধু নাচটা দেওয়া যাবে না। নইলে যে মুটকী হয়েছি। নাচ দেখেই সামুর বাড়ি ভেঙ্গে পড়ে যেতে পারে। হা হা হা
৭৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০০
মিরোরডডল বলেছেন:
তাহলে সেই নাচটাই সবার আগে চাই
৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৮
শায়মা বলেছেন: হায় হায় !!!
কি সর্বনাশ!!!
ব্লগবাড়ি ভেঙ্গে গেলে আমরা কোথায় বাবার বাড়িতে বেড়াতে আসবো মিররমনি!!!!!!!!!!!!!
৭৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬
একলব্য২১ বলেছেন: সো শায়মা আপু নাচা গানা খানা পিনা নিয়ে বছরের শেষটা তোমার দারুণভাবে কাটছে। নাচা গানা কথা তো শুনলাম। খানা পিনা ব্যাপারে কিছু বল। আমি পেটুক মানুষ শুধু শুনতেই না দেখতেও ভালবাসি। তাই মাঝে মাঝে ইউটিউবে বিভিন্ন খাবারের ফুড রিভিউ বা কোন ভ্লগারের খাবার খাওয়ার ভ্লগও মজা করে দেখি। হা হা হা......
আশা করি নতুন বছরও এইভাবে অনেক অনেক আনন্দে সমৃদ্ধে কাটবে।
তোমাদের জন্য ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইলো। Happy New Year.
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩০
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়ু।
হ্যাঁ আনন্দে কাটা মানে নাচতে নাচতে পা ব্যথা হয়েছিলো। নিজেরটুকু ঠিক ছিলো পরে উড়াধুরা সবার নাচের টানাটানিতে জীবন গেলো। আচ্ছা সেটা নিয়েও না হয় লেখা যাবে। অনেক অনেক ভালোবাসা আর নতুন বছরের শুভেচ্ছা ভাইয়ু।
৭৫| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
একলব্য২১ বলেছেন: কোন ভাষার কি ধরনের গানের সাথে উরাধুরা নাচলে।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৮
শায়মা বলেছেন: ওহ মানিকে মাগে হিতে শ্রীলংকান গানটা নিজেই গেয়েছি। আর নেচেছি লাভ ম্যাশ আপের সাথে। আর উরাধুরা নাচের মিউজিকগুলা যে কি কি সব ছিলো আল্লাই জানে। তবে মালকা বানু প্যারোডি আমি লিখেছি।
৭৬| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৯
একলব্য২১ বলেছেন: ওহ মানিকে মাগে হিতে শ্রীলংকান গানটা
এটা দারুণ গান। গানের সিলেকশন ভাল ছিল। ডিজেরাও সাধারণত এই ধরনের গানই বাঁজায় পার্টিতে।
Manike Mage Hithe
মিরোরডলের জন্য We're Going to Ibiza!
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
শায়মা বলেছেন: ডিজেরা যেন কি সব বাঁজিয়েছে। ওকে আমি তোমাকে সেই গান রেকর্ড করে শুনাবো ভাইয়া। মানিকে মাগে হিতে।
৭৭| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা আমি কোথায় ছিলাম এই পোষ্টের সময় !!!
উফ আমার সেই বিখ্যাত বৈরাগ্য ভর করে ছিল মনে হয়
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৪
শায়মা বলেছেন: হা হা তখন আমিও বৈরাগী ছিলাম আপুনি।
এখন আবার ধাতস্ত হয়েছি। জাঁতে মাতাল তালে ঠিক তো আমি তাই।
৭৮| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঘরের মধ্যে না নেচে মাঠে গিয়ে প্রলয় নৃত্য নাচা উচিত।
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৫
শায়মা বলেছেন: হায় হায় কেনো কেনো???
আমি কি প্রলয়াংকরী!!!!!!!!!!!!!!
আমি ভালা মানু
৭৯| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৬
মনিরা সুলতানা বলেছেন: এই এই তোমার কবিতা শুনে এসেছি লাভ রিয়েক্ট দিয়েছি ।
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪০
শায়মা বলেছেন: হা হা ওকে আপুনি!!!!!!!!!! থ্যাংক ইউ!!!!!!!!!!
৮০| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৯
মিরোরডডল বলেছেন:
আপু শোন, শুভ যে গান দিয়েছে তার জন্য ওকে আমার পক্ষ থেকে বেদম প্রহার করবে ।
গান ও ড্যান্স মুভগুলো মজার কিন্তু ভিডিওটা ......
০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৫
শায়মা বলেছেন: ওহ আমি তো দেখিনি।
দাঁড়াও দেখে তারপর মাইর দেবো।
৮১| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২০
একলব্য২১ বলেছেন: এক্সটিমলি সরি মিরোরডল। গানটা আমার খুব প্রিয়। কার্টুন ভিডিওটা নিয়ে একটুও চিন্তা করিনি বা আমি কোন অন্য চিন্তাও আমার মাথায় আসেনি। গানটা এতটাই ভাল লাগে যে গানটা শুনার সময় গানটা নিয়েই বিভোর থাকি। এটা আমার কাছে পার্টি গান হিসাবে মনে হয়। আর যেহেতু নতুন বছর একদম আসন্ন আর আমিও পার্টি মুডেই ছিলাম। সরি এগেইন।
view this link
০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৬
শায়মা বলেছেন: হা হা ওকে ওকে স্যরি হয়েছো ভালো কথা আমি আগে একটু ভিডিওটা দেখে আসি তারপর মাইর দিয়ে দিলেই শান্তি হবে মিররমনির।
৮২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৭
মিরোরডডল বলেছেন:
আরেহ বাবা এতো স্যরি বলতে হবে কেনো, আই নো ইটস ফান সং
এবারেরটা পারফেক্ট । আই অলওয়েজ লাইক ইট । সী ইজ এডোরেবল ।
০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৮
শায়মা বলেছেন: জানি জানি।
শুনো তুমি শুভ ভাইয়ু এই দুজন আমার কলিজার টুকরা জানোই। কাজেই মারামারি করলে আমি দুইজনকেই মারবো কিন্তু। কাজেই নো মারামারি শুধু আমি মাব্বো।
আর ঢুকিচেপা ভাইয়াকে দেখিনা কেনো? সেও তো আমার এত্ত প্রিয়।
অবশ্য দুত্তু ভাইয়া সাড়ে চুয়াত্তরভাইয়াও আমার অনেক প্রিয়।
তোমাদের জন্য আমার কিছু লেখা হয়েছে এ বছর।
৮৩| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৫
মিরোরডডল বলেছেন:
সেজন্যইতো তোমাকে মারতে বললাম, আমিতো মারিনি
তোমার লেখা হয়েছে, আরো হবে এবছর ।
০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৭
শায়মা বলেছেন: হা হা ওকে ওকে থাক আর মারামারির দরকার নেই।
এমনিতেই পিচ্চুটা টেবিলের নীচে চলে গেছে লজ্জা পেয়ে।
আরও আরও লেখা চলিবেক।
০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২২
শায়মা বলেছেন: একটা কথা শুনো
তোমরা যে ভিডিও নিয়ে রাগ করলে আর ভয়ই পেলে কসম আমি কিচ্ছু বুঝিনি।
ভিডিও দেখে ভাবছি এরা রাগই করলো কেনো আর ভয়ই বা পেলো কেনো।
৮৪| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৩
মিরোরডডল বলেছেন:
কেউতো রাগ করেনি, বোকা ।
ভিডিওটাও ফানি, গানটাও ।
রিদ্মিক, শুনলেই নাচতে ইচ্ছে করে
ভিডিওতে শুধু একটু সামান্য অড লুকিং আছে।
I wasn’t that serious in my comment.
So please both of you take it easy and have fun
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৩
শায়মা বলেছেন: গুড গার্ল মিররমনি?
৮৫| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩০
একলব্য২১ বলেছেন:
view this link
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৪
শায়মা বলেছেন: এইবার শুধুই ইনস্ট্রুমেন্টাল !
৮৬| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
একলব্য২১ বলেছেন: তোমার থিসিস পেপার দেখলাম। আমার মাথা নষ্ট!!! আশা করি তোমার এই এত পরিশ্রমের থিসিস পেপার কাল্পনিক_ভালবাসা তথা জাদিদ ভাই বিবেচনায় আনবেন এবং তোমাকে ডক্টরেট ডিগ্রীতে ভূষিত করবেন। ডঃ শায়মা হক নামটা কেমন লাগছে।
শুভ নববর্ষ শায়মা আপু। অসম্ভব ভাল থাকো। স্রষ্টা তোমার মঙ্গল করুন।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
শায়মা বলেছেন: কাভাভাইয়া যাই দিক চাঁদগাজীভাইয়া আমাকেসহ আরও কয়েকজন ব্লগারদেরকে ক্রিমিনাল উপাধি দিয়েছে তার পোস্ট পড়ি না তাকে আর লাইক করি না বলে।
এই উপাধি পেয়ে আমি অবশ্য বছরের শুরুতেই হাসতে হাসতে মরে গেছি।
৮৭| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২
মিরোরডডল বলেছেন:
থ্যাংক ইউ শুভ টেবিলের নিচ থেকে বেরিয়ে আসার জন্য ।
Oops ! বলতে চেয়েছিলাম থ্যাংক ইউ ফর লিংক
এই মিউজিকটা আমার প্রিয় ।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
শায়মা বলেছেন: না বের হয়ে কই যাবে?
নাইলে কান ধরে টেনে আনবোনা বড় আপু আমি!!!!!!!
এত লজ্জা পেতে হয় নাকি!!!!!!!
৮৮| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
একলব্য২১ বলেছেন: মিরোরডলের বেদম প্রহারে আমি প্রায় মৃত বাকরুদ্ধ অবস্থায় আছি। তাই শুধুই ইনস্ট্রুমেন্টাল শুনছি এখন।
মাথা আউলিয়া গেছে। বুঝতেই পারছো এক জায়গার কমেন্ট আরেক জায়গায় করছি।
view this link
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
শায়মা বলেছেন: না না তোমাকে কেউ মারিতে পারিবেক লাই.....
৮৯| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:১৬
মিরোরডডল বলেছেন:
আহ ! শুভর মিউজিক শুনে ও দেখে শান্তি শান্তি লাগছে ।
শুধুই ইনস্ট্রুমেন্টাল শুনে সন্ন্যাসী হয়ে গেলে আবার সমস্যা ।
আচ্ছা শুভকে তাহলে এখন একটা গান দিচ্ছি ।
বেশ কয়েক বছরের পুরনো ।
I’m not a fan of Nicki Minaj but I really like Ariana Grande and Jessie J.
তাহলে এখন আমরা দুজনে কাটাকুটি, শোধবোধ
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:২১
শায়মা বলেছেন: একদম শোধ বোধ।
কিন্তু বারবিডল মার্কা মাইয়াগুলানরে আমার বড়ই বালা লাগিছে।
৯০| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৫
মিরোরডডল বলেছেন:
Ariana Grande আসলেই একটা বারবি ।
আমার ওকে পছন্দ । এই গানটাও, পারফেক্ট ফর শুভ’স পার্টি
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৯
শায়মা বলেছেন: হা হা ঠিক ঠিক একদম ঠিক মিররমনি!!!
৯১| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:০১
একলব্য২১ বলেছেন: হা হা হা ......ঠিক আছে শোধবোধ।
সিরিয়াসলি বলছি তোমাকে ঐ গান শেয়ার করার ক্ষেত্রে আমার আরও একটু সচেতনতার পরিচয় দেওয়া উচিত ছিল। সাধারণত যা হয় আমার ক্ষেত্রে একটা window তে ইউটিউবের গান চলছিল আর একটা window তে সামু। ঐ গানটি শুনছিলাম প্লাস নতুনে বছরের জন্য মানসিকভাবে পার্টি মুডেও ছিলাম। জাস্ট লিংকটা কপি করে কমেন্টের সাথে দিয়ে দিয়েছিলাম। আমার অন্য কোন ইন্টেনশন তো ছিল না, তাই আমি এত চিন্তাভাবনা করিনি। পরে তোমার কমেন্টের পর আমার মনে হয়েছে আমি ভুল করেছি। একদম অনিচ্ছাকৃত ভুল ছিল। যেমন এই হিন্দি গানটা
तू, तू है वही दिल ने जिसे अपना कहा
तू है जहाँ, मैं हूँ वहाँ
अब तो ये जीना, तेरे बिन है सज़ा
তু, তু হো ওহী দিল নে জিসে আপনা কহা
তু হো জহাঁ, মে হু ওহা
অব তো য়ে জীনা, তেরে বিন হো সজা
তো এই গানের বেশ কিছু ভিডিও আছে। এই গানের ফিউশনও আছে। আমার কাছে নরমাল গানটাও ভাল লাগে আবার ফিউশনটা ভাল লাগে। বাট আমি একবার নরমাল গানটা শেয়ার করেছি। ফিউশনটা একটা মেয়েকে শুনতে দিতে দ্বিধা হয় বলে তোমাকে দেই নি। এখন দিলাম কাটাকুটি করার জন্য। প্লাস আমি চাই না তোমরা বাবার বাড়ীতে এসে অস্বাচ্ছন্দ্য বোধ কর। তাই ভাব করে নিলাম।
Tu Tu Hai Wahi
Tu Tu Hai Wahi ফিউশন।
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:০৯
শায়মা বলেছেন: হা হা গুডুবয় শুভভাইয়ু!!
৯২| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:০৬
মিরোরডডল বলেছেন:
ফিউশন ভালো লাগেনি
মনে আছে, অরিজিনাল গানটা দেখে বলেছিলাম একটা কার্টুন ।
পরে যখন জানলাম মারা গেছে, আই ফিল ব্যাড, গিল্টি
আমি চাই না তোমরা বাবার বাড়ীতে এসে অস্বাচ্ছন্দ্য বোধ কর।
শ্বশুরবাড়িতো নেই ।
আমারাতো বাবার বাড়ীরই মেয়ে ।
Okie dokie, this chapter closed.
নো মোর মারামারি । ফিনিতো
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:২৯
শায়মা বলেছেন: হা হা বাবার বাড়ি, শ্বশুরবাড়ি। জিন্দাবাদ সামুর বাড়ি
৯৩| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৩
একলব্য২১ বলেছেন: ওকে মিরোরডল শায়মা আপু খুব ভাল থাকো। নতুন বছর আরও আনন্দময় আরও সমৃদ্ধিতে ভরে উঠুক তোমাদের জীবন। নতুন বছরে তোমাদের নতুন পোস্ট ও তার সাথে আড্ডা উপভোগ্য।
Viva Forever
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:২০
শায়মা বলেছেন: ওকে ভাইয়ু!!!!!!!!!!!
আবার মনে কাব্য আসুক, গল্প আসুক.....
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩১
শাহ আজিজ বলেছেন: আমিও বলছি না তবে ভাল লেগেছে