|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শায়মা
শায়মা
	দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
 
  
  
তারে আমি চোখে দেখিনি 
তার অনেক গল্প শুনেছি (অনেক পোস্ট লেখা দেখেছি/পড়েছি)   
  
  
 
গল্প শুনে (পোস্ট পড়ে আর মন্তব্য পড়ে) তারে আমি অল্প অল্প ভালোবেসেছি (পছন্দ করেছি/পছন্দ করিনি/রাগ করেছি)   
 
ছুটি চলছে আমার। কিন্তু ছুটির মধ্যেও এত এত কাজ ভাললাগে না। তবে ছবি আঁকলে আমার সব ক্লান্তিু দূর হয়ে যায় সেই ছোট্টবেলা থেকেই। মন আনন্দে ভরে ওঠে আর এইবার মাথায় বুদ্ধি এলো এই ব্লগের ভাইয়া আপুনিদেরকে মনের আয়নায় যেমন দেখি??? 
তাই এঁকে ফেললাম কল্পনার ব্লগার ভাইয়া আপুদেরকে?? তবে নাম লিখে দিলাম না। যে যার মত চিনে নাও চিনে নাও......  
 
কে এই ডাশিং পুশিং স্যুপারম্যান ভাইয়ু চিনে নাও চিনে নাও......  
 
  
  
বলো দেখি কে এই জেন্টেলম্যান???  
  
 বাবালে কে এই ব্যাঘ্রমানব??? ভুই পাইতি......  
  
 
ভেবে বলো কে এই ফিশভাইয়া???? 
  
  
আমার অতি প্রিয় ভাইয়া...... সবাই মনে হয় বুঝে ফেলবে এই কথা শুনে কিন্তু কেনো এই ছবি আঁকলাম বলো???  
  
এতা তো বুঝে ফেলা জলের মত সহজ সহজ!!! হা হা হা 
 
এতা বুঝা অনেক সোজা তাইনা??  
 
প্রিয় ভাইয়ার ছবিটা একটু রাঙ্গিয়ে দিলাম.... 
  
 
অনেক ছবির ধাঁধা হলো। এবার হোক গানের ধাঁধা। বলো দেখি কোন গানটা গাচ্ছিলাম আমি!!!   
  
 
শুভরাত্রী...
ভেবে চিন্তে ধাঁধার উত্তর দাও....  
  
  
  
আরও ছবি যোগ হলো- বলো বলো কোন সে ও .....  
 
মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার ভাইয়ুনি 
  
  
এইটা আমার প্রতিবেশী দেশী ভাইয়া। যিনি টিয়াপাখির ভালোবাসক ছিলেন....   
 
আপুনি যিনি খান চা-পানি 
 
আপু যিনি ভালোবাসেন ..... স্যুটকেস ..... হা হা 
  
  
গ্রাফাইট পেনটার পরখ চলছেই ....  
আজকের ছবি- দেখেছি যারে, এঁকেছি তারে ......  
 
  
     
 ১৯০ টি
    	১৯০ টি    	 +১৮/-০
    	+১৮/-০  ২২ শে জুন, ২০২৪  রাত ১০:৫৩
২২ শে জুন, ২০২৪  রাত ১০:৫৩
শায়মা বলেছেন: মাত্র ২ টা সঠিক হয়েছে।
সাচু ভাইয়ু না........ ছবি ভালো করে খেয়াল করো মিররমনি!!! আমরা কাউকে দেখিনি ...... ছবির মাঝেই উত্তর খুঁজো....... 
ফিশভাইয়ুকে খুঁজো হা হাহা সে ছাড়া আর কেউ বুঝবে কিনা জানিনা.....
ইউ আর বুদ্ধিমতী। শুভ এর ইমেজ এমন কেনো সেই উত্তর খুঁজো।
কেউ না পারলে আমি বৃহস্পতিবারে সব উত্তর বলে দেবো।
আর পেরে গেলো তো হয়েই গেলো হা হা হা
২|  ২২ শে জুন, ২০২৪  রাত ১০:৫০
২২ শে জুন, ২০২৪  রাত ১০:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ১/ জিএস ভাইয়
৩/ ভুয়া মফিজ ভাইয়া
৬/ মিরড্ডল।
চিলা মাথা কিডা
তীর ধনুক কিডা হেতাগরে চিনি ন
  ২২ শে জুন, ২০২৪  রাত ১০:৫৪
২২ শে জুন, ২০২৪  রাত ১০:৫৪
শায়মা বলেছেন: তোমারও দুইটা সঠিক।  
 
আর সব বেঠিক ....... হা হা মাথার উপরে কি আছে দেখো আর চিনে নাও আপুনি!!!!!!!!!!!!!! হা হা হা
৩|  ২২ শে জুন, ২০২৪  রাত ১০:৫৬
২২ শে জুন, ২০২৪  রাত ১০:৫৬
মিরোরডডল  বলেছেন: 
ফিশ ভাইয়ের ক্লু দাও।
 
  ২২ শে জুন, ২০২৪  রাত ১০:৫৮
২২ শে জুন, ২০২৪  রাত ১০:৫৮
শায়মা বলেছেন: ছবিতে ১০০% ক্লু দেওয়া আছে......  
 
এটা কি মাছ মিররমনি?? ইলিশ মাছ নাকি???  হা হা হা
৪|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:০১
২২ শে জুন, ২০২৪  রাত ১১:০১
নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহ...
বেশ মজা পাইছি আপা...
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:০৩
২২ শে জুন, ২০২৪  রাত ১১:০৩
শায়মা বলেছেন: হা হা কিন্তু উত্তর দাও বাচ্চু ভাইয়ু!!!!!!!!!!! 
৫|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:০২
২২ শে জুন, ২০২৪  রাত ১১:০২
মিরোরডডল  বলেছেন: 
কোন দুইটা হয়েছে সেটা বলো।
একটা বিষয় কনফার্ম করো এরা সবই এনোনিমাস ব্লগার তাইতো?
যাদের তুমি দেখোনি।
ক্লু দিতে হবে।
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:০৫
২২ শে জুন, ২০২৪  রাত ১১:০৫
শায়মা বলেছেন: 
সেকেন্ড সাচু। 
উঃ হয়নি ...... ভালো করে ছবির আশপাশ দেখো দেখো ....... হা হা না পারলে  ৩ দিন পরে উত্তর!!  
 
প্রিয় ভাইয়ু শুভ, কিন্তু এই ইমেজ কেনো? - বলো বলো কেনো?? না পারলে ৩ দিন পরে উত্তর দিয়ে দেবো ..... 
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:০৮
২২ শে জুন, ২০২৪  রাত ১১:০৮
শায়মা বলেছেন: আরে আমি তো প্রতিফলন ছাড়া আর কাউকেই দেখিনি। 
আর যাদেরকে এঁকেছি তাদের ছবিও দেখিনি ....... 
৬|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:০৬
২২ শে জুন, ২০২৪  রাত ১১:০৬
মিরোরডডল  বলেছেন: 
বলো দেখি কে এই জেন্টেলম্যান???
সেকেন্ড ওয়ান ব্লগার কলাবাগান।
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:১০
২২ শে জুন, ২০২৪  রাত ১১:১০
শায়মা বলেছেন: হা হা  হা হা কানে একটা দুল পরায় দিতে চেয়েছিলাম আমার এই জেন্টেলম্যান ভাইয়াকে.....  
 
আরও সব  উত্তর খুঁজো খুঁজো .........
৭|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:০৬
২২ শে জুন, ২০২৪  রাত ১১:০৬
নয়ন বড়ুয়া বলেছেন: ছবিরগুলো কার কার কমুনা। কিন্তু গান যেটা গাইছেন, সেটাতে ডি মেজর কর্ড আছে সিউর  
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:১১
২২ শে জুন, ২০২৪  রাত ১১:১১
শায়মা বলেছেন: হা হা 
 এ বি সি ডি ই এফ জি সারাদিন বাঁজাই ভাইয়া.....  
 
এখন সারে গামা দিয়ে এই পদ্মা এই মেঘনা নিজেই তুলেছি......
৮|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:১৩
২২ শে জুন, ২০২৪  রাত ১১:১৩
মিরোরডডল  বলেছেন: 
লেখক বলেছেন: মাত্র ২ টা সঠিক হয়েছে।
২ টা না, ৫ টা সঠিক হয়েছে।
খেলাঘর
কলাবাগান
ভুম
শুভ (ধনু রাশি)
মিররেরটা কি আমার বলার দরকার আছে?
শুধু একটা ফিশ ভাইয়া কে বুঝতে পারছি না।
আর ইউ? 
তুমি বললে ছবিতে ক্লু আছে, ক্যান্ট সি এনি।
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:১৭
২২ শে জুন, ২০২৪  রাত ১১:১৭
শায়মা বলেছেন: আছে আছে ক্লু আছে ......
না শুভ ধনু রাশি না ....... অন্য কারণ খুঁজো। দেখি কত বুদ্ধিমান!!!
ফেসবুকে একজন কারণ বলে দিয়েছে ........
বললাম না এটা তো ইলিশ মাছ না ........ হা হা হা
৯|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:১৫
২২ শে জুন, ২০২৪  রাত ১১:১৫
মৌরি হক দোলা বলেছেন: ধাঁধা সব মাথার উপর দিয়ে গেল। কিন্তু ছবিগুলো চমৎকার!
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:১৭
২২ শে জুন, ২০২৪  রাত ১১:১৭
শায়মা বলেছেন: হা হা মাথার ভেতরে ঢুকাও পিচকী!!! 
১০|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:১৬
২২ শে জুন, ২০২৪  রাত ১১:১৬
মৌরি হক দোলা বলেছেন: ২. কলাবাগান
৩. ভুয়া মফিজ
৬. নীরা নিরূপমা 
???
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:১৮
২২ শে জুন, ২০২৪  রাত ১১:১৮
শায়মা বলেছেন: তোমারও দুইটা সঠিক ........
১১|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:১৯
২২ শে জুন, ২০২৪  রাত ১১:১৯
মিরোরডডল  বলেছেন: 
এটা কি মাছ মিররমনি?? ইলিশ মাছ নাকি??? 
আমি মাছ বিশারদ না, এই ছবি দেখে কিছুই বুঝলাম না।
জলদস্যু?
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:২০
২২ শে জুন, ২০২৪  রাত ১১:২০
শায়মা বলেছেন: না এই ছবি মাছ বিশারদ ছাড়া আর ঐ ভাইয়ামনি ছাড়া কেউ মনে হয় বুঝবে না.......
১২|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:২৪
২২ শে জুন, ২০২৪  রাত ১১:২৪
মিরোরডডল  বলেছেন: 
যারা যারা আমার সঠিক উত্তরের পরে বলেছে তাদের উত্তর গ্রহণযোগ্য হবে না 
শুভর উত্তরতো আমার সঠিক হয়েছে, ইমেজের কারণ কেনো বলতে হবে।
উত্তর হওয়া দিয়ে কথা।
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:২৬
২২ শে জুন, ২০২৪  রাত ১১:২৬
শায়মা বলেছেন: হ্যাঁ ইমেজের কারণ আর ফিশ ভাইয়া,,,,,,,,,,,,,
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৩০
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৩০
শায়মা বলেছেন:  
  
এই যে ফিশ ভাইয়ার রঙ্গিন ছবি নেট থেকে ...... 
১৩|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৩৩
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৩৩
মিরোরডডল  বলেছেন: 
লেখক বলেছেন: না এই ছবি মাছ বিশারদ ছাড়া আর ঐ ভাইয়ামনি ছাড়া কেউ মনে হয় বুঝবে না.......
তুমি ক্লু দাও।
তোমার আঁকা এই ছবি এনাফ না, বলছো ভাইয়া, দেখাচ্ছে আপুর মতো।
ফিশ ভাইয়া ব্লগারকে কি আমি চিনি?
এই যুগের, নাহ সেই যুগের?
খাদক টাইপের কেউ?
ইয়াং নাকি ওল্ড?
ফ্রেন্ডলি নাকি রোবোকপ?
নিবাস কোথায়?
দেশ নাকি প্রবাস?
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৩৮
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৩৮
শায়মা বলেছেন: বাপরে !!
এত কিছু জানিনা শুধু জানি তিনি একজন নিরস নিকষ!!! 
কমেন্ট দেখে মাঝে মাঝে মনে হয় তেড়েমেড়ে ডান্ডা করে দিতে ইচ্ছা করে তার সবাইকে ঠান্ডা ..... হা হা হা  
তুমি তাকে চেনো কিন্তু তার সাথে কমেন্ট কানেকশন আছে কিনা মনে পড়ছে না। 
তিনি এ যুগেরই তবে রাশান সালাদ ভালোবাসেন....... আর সাস্থ্য সচেতন তার মানে মনে হয় ওল্ড হবে হা হা হা ইয়ং রা কি আর সাস্থ্য সচেতন হয়!!!!  
খুব বেশি ফ্রেন্ডলী না রবোকোপও না....... তবে গরম ডালে ফোঁড়ন দিতে ওস্তাদ ভাইয়ু ...... হা হা হা  
নিবাস আবাস জানিনা মনে হয় দেশেই হবে .......
১৪|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৩৪
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৩৪
শায়মা বলেছেন:  
   
ছোটবেলায় এই বইটা পড়েছিলে?? 
এই বইটার ইকথিয়ান্ডরের জন্য মন এখনও কাঁদে।  
 
ফিশ ফিশ করতে করতে তাকে মনে পড়ে গেলো হঠাৎ....
১৫|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৩৭
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৩৭
মিরোরডডল  বলেছেন: 
ব্লগার নিমো।
হয়েছে?
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৩৯
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৩৯
শায়মা বলেছেন: হা হা হা জানিনা তো!!!!!!!!!!   
  
যাই আরও কয়েকটা ছবি এঁকে আনি....... বাকীদের জন্য   
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৪১
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৪১
শায়মা বলেছেন: এখনও কিছু বাকী আছে.......
ঐ ছবি কেনো আঁকলাম শুভ ভাইয়ার!!!  হা হা হা বের করো বের করো ......
১৬|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৪২
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৪২
মিরোরডডল  বলেছেন: 
আপু যাও কোথায়।
এবার আমার সব উত্তর সঠিক হয়েছে।
প্রাইজ দিয়ে তবে যাও।
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৪৩
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৪৩
শায়মা বলেছেন: না হয়নি তো!!!!!!!!!!!!! আরও একটা বাকী আছে না?? 
সব না হলে নো প্রাইজ.......
১৭|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৪৬
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৪৬
মিরোরডডল  বলেছেন: 
হ্যাঁ উভচর মানুষ পড়েছি।
ঐ ছবি কেনো আঁকলাম শুভ ভাইয়ার!!! 
তোমার মন চেয়েছে তুমি এঁকেছো, কাহিনী শেষ।
উত্তরতো সঠিক হয়েছে।
এবার বলো সকল উত্তর সঠিক হবার জন্য কি দিবে?
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৪৮
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৪৮
শায়মা বলেছেন: না আমার মন চাওয়ার জন্য না কারনেই এঁকেছি। তবে এই উত্তর শুভভাইয়ু আসলেই দিয়ে দেবে। হা হা হা 
সঠিক উত্তরের জন্য ( একটা বাদে) আমার বাসার ছাদ বাগানে তোমার নিমন্ত্রন....... 
১৮|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৫০
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৫০
খায়রুল আহসান বলেছেন: ধাঁধায় কাঁচা, তাই মন্তব্যগুলো থেকেই সব উত্তর জেনে নেব। জেনে নেয়া উত্তর জানানো সমীচীন নয়, তাই জানাবো না।
আশাকরি, সব উত্তর পেতে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৫৩
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৫৩
শায়মা বলেছেন: হা হা না ভাইয়া সব উত্তর একজনই দিয়ে দিলো।  
তবে সেই উত্তর দিতে তার ১০:৩১ থেকে ১১:৪২ লেগেছে........ 
এখনও একটা উত্তর খুঁজে পায়নি মিররমনি কেনো আমার প্রিয়ভাইয়ার ছবিটা তীর ধনুক নিয়ে আঁকলাম!!
এটা মনে হয় একটু ভাবলেই তুমি পেরে যাবে ........ হা হা
১৯|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৫৫
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৫৫
মিরোরডডল  বলেছেন: 
কেনো এই ছবি ক্লু দাও।
শুভ চলে গিয়ে আবার ফিরে এসেছে সেই কারণে?
সেটা হলেতো বুমেরাং হবে, ধনুক না।
শুভ কি কখনও ক্ষুদের আঁকা এরকম কোন ছবি শেয়ার করেছিলো?
তোমার এই ছবির পেছনের কারণ কি আমাদের মতো আম জনতার জানার কথা?
নাকি শুধু শুভই জানবে?
বিস্তারিত বলো।
 
  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৫৯
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৫৯
শায়মা বলেছেন: হা হা আম জনতার মধ্যে যেমন খায়রুলভাইয়া একটু ভাবলেই বের করে ফেলতে পারে। অলরেডী ফেসবুকে একজন বলে দিয়েছে।  
না শুভ চলে গিয়ে ফিরে আসার জন্য না। বুমেরাং না একদম তীর ধনুকই হবে তার মানে তার রাশিও ধনু রাশি না .......
ক্ষুদে এই ছবি আঁকেনি।   
আন জনতা ভাবলেই ধরে  ফেলবে ......
২০|  ২২ শে জুন, ২০২৪  রাত ১১:৫৯
২২ শে জুন, ২০২৪  রাত ১১:৫৯
মিরোরডডল  বলেছেন: 
একটা বিষয় দেখো।
ব্লগার নিমোর সঠিক উত্তর কিন্তু তোমার ক্লু পাবার আগে দিয়েছি।
আমার মন্তব্য ১১ঃ৩৭, আর তোমার সেই প্রতিমন্তব্য ১১ঃ৩৮ ।
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০১
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০১
শায়মা বলেছেন: হা হা হ্যাঁ  বটে বটে ......
আরও ছবি যোগ করে দেবো ওকে??? যেমন ধরো করুনা ধারা আপু আমাদের মাথায় কলস থেকে করুনা ঢেলে দিচ্ছে..... 
শ্রাবনধারা ভাইয়া আমাদের ছাতায় বৃ্ষ্টি ঢেলে দিচ্ছে....... তাদেরও কেউ কখনও দেখেনি...... 
২১|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০১
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০১
ডঃ এম এ আলী বলেছেন: 
বাহ্  বেশ ভালইতো !
ঘামাও মাথা একটুখানি
কে বেশী মাথা ঘামাবে!
 যে উত্তর দিবে  কিংবা
যে ধাধা তৈরী করেছে?
তবে ছবিগুলি সুন্দর হয়েছে,
মনে হয়  যে যেমন তাকে
তেমন করেই আঁকা হয়েছে।
যাহোক, ছোট্ট এই মাথা 
না ঘামিয়ে তিন দিন পরে
এসে জেনে  যাব । 
শুভেচ্ছা রইল
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০৪
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০৪
শায়মা বলেছেন: হা হা ভাইয়া মিররমনি মাথা খাঁটিয়ে ফেলেছে অলরেডী। শুধু একখানে একটু আটকে গেছে....... 
তোমাকে তো আঁকা যাবে না ..... যাবে নাকি বলো তো???
২২|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০১
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০১
মিরোরডডল  বলেছেন: 
শুভ তোমাকে এই ধনুকের মতো প্রশ্নবাণে বিদ্ধ করে সেইটা?
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০৮
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০৮
শায়মা বলেছেন: হা হা না না ....... দেখো খায়রুলভাইয়া উত্তর দিয়ে দিয়েছে!!!!!!!!!!!
 বলেছিলাম না?????????
২৩|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০৪
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: "কেনো আমার প্রিয়ভাইয়ার ছবিটা তীর ধনুক নিয়ে আঁকলাম!!" - কেন আবার, তার নামের কারণে!
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০৮
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০৮
শায়মা বলেছেন: হা হা  ভাইয়া জানতাম তুমি এটা পারবে!!!!!!!!! 
২৪|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০৮
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: একলব্য ধনুর্বিদ্যায় পারদর্শী ছিলেন। গুরুহীন একলব্য নিজের প্রচেষ্টাতেই এই বিদ্যা অর্জন করেছিলেন।
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০৯
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:০৯
শায়মা বলেছেন: তার হাতের আঙ্গুল কেটে নেবার গল্পটা জানো ভাইয়া??
২৫|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:১০
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:১০
মিরোরডডল  বলেছেন: 
তবে কলাবাগানকে তুমি যেভাবে এঁকেছো, আমার কখনও এরকম মনে হয়নি 
seems clean shaved, definitely not bald-headed.
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:১২
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:১২
শায়মা বলেছেন: হা হা তাইলে এবার তুমি আঁকো মিররমনি........ আমার তো এমনই মনে হয় কি করবো??? হা হা 
যদিও জেন্টেলম্যান ভাইয়া এই সব নিশ্চয় দেখেও না দেখার ভান ধরবে .......
২৬|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:১৬
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:১৬
খায়রুল আহসান বলেছেন: "তার হাতের আঙ্গুল কেটে নেবার গল্পটা জানো ভাইয়া?" - হ্যাঁ, জানি। সে হাসিমুখে নিজের ডান হাতের বুড়ো আঙ্গুল কেটে দ্রোনাচার্যকে গুরুদক্ষিণা দিয়েছিল।
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:২৩
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:২৩
শায়মা বলেছেন: গুরুটা নাম্বার ওয়ান শয়তান ছিলো! 
ইচ্ছা করে এই গুরু দক্ষিনা চেয়েছিলো আরেকজনকে রাজা বানাবার জন্য।
২৭|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:১৬
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:১৬
মিরোরডডল  বলেছেন: 
খায়রুল আহসান বলেছেন: একলব্য ধনুর্বিদ্যায় পারদর্শী ছিলেন। গুরুহীন একলব্য নিজের প্রচেষ্টাতেই এই বিদ্যা অর্জন করেছিলেন।
এই ইনফো আমি একেবারেই অবগত না, এখন জানলাম।
একলব্য শব্দের কাহিনী আমার সত্যি জানা নেই। 
thanks for letting us know.
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:২৪
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:২৪
শায়মা বলেছেন: আমাকেও থ্যাংকস দিতে হবে........ আমি এই নামের ইতিহাস ছবি এঁকে এঁকে সামনে আনিলাম....... 
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৩৪
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৩৪
শায়মা বলেছেন: মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র একলব্য। আবার বলতে গেলে একলব্য মহাভারতের সবচেয়ে অবহেলিত চরিত্রগুলোর একটি। যে নিজ গুণে, নিজ চেষ্টায় হয়ে উঠেছিল অর্জুনের সমপর্যায়ের ধনুর্ধর, অনেক ক্ষেত্রে সে অর্জুনকেও ছাড়িয়ে গিয়েছিল।
একলব্য ছিল নিষাদ রাজ্যের রাজপুত্র। অনার্য হিসেবে নিষাদরা সবসময়ই ছিল অবহেলিত। তাদের অবয়ব, বেটে আকৃতি, কুচকুচে কালো গাত্রবর্ণ, যুদ্ধ ক্ষেত্রে পারদর্শী না হওয়া তাদেরকে আর্যদের চোখে করে তুলেছিল হীন। এরকম পরিস্থিতির মধ্যেই একলব্য স্বপ্ন দেখেছিল বিশ্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার। সে পণ করেছিল যে কোন মূল্যে সে গুরু দ্রোণ এর শিষ্য হবে।
দ্রোণাচার্য ছিলেন অন্যতম শ্রেষ্ঠ অস্ত্রবিশারদ ও ধনুর্ধর। তিনি ছিলেন পান্ডব ও কৌরবদের অস্ত্রশিক্ষার গুরু এবং যুদ্ধ শিক্ষার সমস্ত জ্ঞান তিনি তাদের প্রদান করেছিলেন। সেসময় ভারতবর্ষে দ্রোণাচার্যের চেয়ে বড় কোনো অস্ত্রগুরু ছিল না। অর্জুন ছিল দ্রোণাচার্যের সবচেয়ে প্রিয় শিষ্য। অর্জুনকে তিনি যে বিদ্যা দিয়েছেন অন্য কাউকে তিনি তা দেননি। পুত্র সমুতুল্য স্নেহ করতেন তিনি অর্জুনকে। তাই কেউ ধনুর্বিদ্যায় অর্জুনের সমকক্ষ হোক তা তিনি চাননি। অর্জুনের প্রতি দ্রোণাচার্যের এই বাৎসল্য একসময় একলব্যের জীবনে নিয়ে এসেছিল বিপর্যয়।
একলব্য যখন তার পিতাকে জানালো সে গুরু দ্রোণাচার্যের শিষ্য হতে চায় এবং সে উদ্দ্যেশ্যে ঘর থেকে বের হবে, তখন বাঁধা হয়ে দাঁড়ালেন পিতা হিরণ্যধনু। পিতা হিরণ্যধনু বুঝতে পেরেছিলেন আর্য নৃপতি লালিত ব্রাহ্মণ দ্রোণাচার্য কখনোই একজন শূদ্র নিষাদপুত্রকে শিষ্য হিসেবে গ্রহণ করবেন না। কিন্তু একলব্য তার কথায় ছিল অনড়। এগিয়ে এলেন পিতামহ অনোমদর্শী। তিনি বললেন দ্রোণাচার্য উদার মানুষ, তার হৃদয় আকাশের মত বিশাল, একলব্যকে সে বুকে টেনেও নিতে পারে। আর একলব্য যদি আর্যদের তীর নিক্ষেপ জ্ঞান দখলে আনতে পারে তাহলে আর্যদের হারানো সহজ হবে। একলব্য এই বিদ্যা নিষাদদের মধ্যে ছড়িয়ে দেবে, একটা সময়ে ব্যাধ সমাজে অসংখ্য ধনুর্বিদ তৈরি হবে, অস্ত্রবিদ্যায় আর্যদের সমকক্ষ হয়ে উঠবে নিষাদরা। এরপর আর রাজা হিরণ্যধনু পুত্রের কথায় আর আপত্তি করলেন না। হিরণ্যধনু ভাবলেন ছেলে যদি দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যার্জন সম্পন্ন করে রাজপ্রাসাদে ফিরে আসতে পারে তাহলে নিষাদকুলে মস্ত বড় একটা ঘটনা হয়ে যাবে। এর আগে কোন নিষাদ আর্যগুরুর কাছে বিদ্যার্জন করার সৌভাগ্য লাভ করে নি, একলব্যই প্রথম সে সৌভাগ্যের অধিকারী হবে। হিরণ্যধনু এও ভেবে হতাশ ছিলেন যদি দ্রোণাচার্য একলব্যকে ঘৃনায় ফিরিয়ে দেন তাহলে একলব্যের হৃদয় ভেঙে যাবে। এরকম দ্বিধা-দ্বন্দ্ব এর মধ্যেই তিনি পুত্রের যাত্রার আয়োজন করলেন।
এবড়ো-থেবড়ো, জঙ্গলাকীর্ণ ঘন জঙ্গলের ভিতর দিয়ে একাই হস্তিনাপুরের রাজপথে যাত্রা শুরু করল একলব্য। কোন সৈন্য সামন্ত দরকার নেই তার। সৈন্যদলের আড়ম্বর তার কাছে অর্থহীন। সে যে দ্রোণাচার্যের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করেছে, যেন সে তীর্থ দর্শনে যাচ্ছে। তার মনে একটাই আকুতি কখন সে দ্রোণাচার্যের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে পরম তৃপ্তি লাভ করবে, কবে আচার্যের শিষ্যত্ব প্রাপ্ত হয়ে নিজেকে ধন্য করবে। তার জীবনের মহার্ঘ হল আচার্য দ্রোণের শিষ্যত্ব লাভ।
দীর্ঘদিনের যাত্রায় ক্লান্ত শ্রান্ত, ক্ষুধার্ত একলব্য যখন গুরু দ্রোণের আশ্রমে পৌছালো তখন গুরু দ্রোণ কৌরব ও পান্ডবদের শিক্ষাদানে ব্যস্ত। একলব্য গুরুকে প্রণাম করে নিজের পরিচয় দিয়ে বলল সে গুরু দ্রোণের শিষ্য হতে চায়, তার জীবনের একমাত্র স্বপ্ন সে দ্রোণাচার্যের শিষ্য হয়ে অস্ত্রবিদ্যায় পারদর্শী হবে। বিস্মিত হয়ে তাকালেন দ্রোণাচার্য, তার চোখেমুখে তাচ্ছিল্য আর উপস্থিত শিষ্য দের মধ্যে তৈরি হল একলব্যের প্রতি উপহাস। দ্রোণাচার্যের মধ্যে জাতিবিদ্বেষ টগবগিয়ে উঠল। তিনি ভাবলেন একলব্য একেবারেই পৃথক এক জনগোষ্ঠীর মানুষ, তার আচার ব্যাবহার অবয়ব সবই আর্যদের থেকে আলাদা, তাকে কৌরব পান্ডবদের সাথে বসিয়ে শিক্ষাদান করা মোটেই যুক্তিযুক্ত নয়। ক্ষুব্ধ গলায় তিনি একলব্যকে জানিয়ে দিলেন নিচু জাতের হীন বংশের কাওকে অস্ত্রশিক্ষা দিতে পারবেন না। বহু বাসনার চির আকাঙ্খিত গুরু দ্রোণাচার্যের মুখে এ কথা শুনে নিষাদপুত্র একলব্য স্তম্ভিত হয়ে গেল। প্রাপ্তির আকাঙ্খায় যে অরন্য ভেদ করে একলব্য এসেছিল, অপ্রাপ্তির বুক ভরা কষ্ট নিয়েই সে অরণ্যের দিকে পা বাড়াল একলব্য।
গহীন অরণ্যে শুরু হল একলব্যের একনিষ্ঠ সাধনা, গুরু দ্রোণের মূর্তি তৈরি করে মনে মনে তাকেই গুরু মেনে নিজেই নিজেকে দীক্ষিত করে তুলতে লাগল একলব্য। নিজে নিজে সে এমন সব বাণ আবিষ্কার করল যা সে ছাড়া আর কেও জানে না। দ্রোণাচার্যের প্রতি নিষ্ঠা আর শ্রদ্ধার গুণেই সে এসব অস্ত্রের সন্ধান করতে শিখে গেল।
একদিন বনে ঘুরতে এসে গুরু দ্রোণ আর অর্জুন মুখোমুখি হল একলব্যের, একলব্য তখন দ্রোণের সব শিষ্য দের থেকেও বড় যোদ্ধা। একলব্যের প্রতিভার পরিচয় পেয়ে দ্রোনাচার্য জানতে চান কে তার গুরু। একলব্য দ্রোণাচার্য কে গুরু বলে পরিচয় দেয়। সে দ্রোণাচার্যকে তার মুর্তি দেখিয়ে বলল গুরুদেব আমি এই মুর্তির ভিতর আপনাকে প্রতিষ্ঠা করেছি আর আপনাকেই গুরু মেনে সাধনা করেছি। আজকে আমার যে অর্জন তা সব আপনার জন্যই, আপনিই আমার গুরু। তখন সংশয়ে ভরে উঠে অর্জুনের মন, কারণ অর্জুন এর থেকে বেশি পারদর্শি ধনুর্ধর যে আর কেউ নেই, আর সেই যে গুরু দ্রোণ এর একমাত্র শিষ্য যাকে গুরু দ্রোণ সব বিদ্যাই দিয়েছেন। তাহলে একলব্য এত বিদ্যা কিভাবে শিখল, তবে কি গুরুদেব গোপনে একলব্যকে শিষ্য হিসেবে গ্রহণ করেছেন। অর্জুনের মনের সংশয় দুর করতে দ্রোণাচার্য কূটবুদ্ধির আশ্রয় নিলেন। যে কিনা কখনো একলব্যকে হাতে কলমে শিক্ষা দেননি, তাচ্ছিল্যের সঙ্গে দুর দুর তাড়িয়ে দিয়েছেন, গুরু না হয়েও দ্রোণাচার্য একলব্যের কাছে গুরদক্ষিনা চেয়ে বসলেন।
এতদিন যে শিক্ষক কে দেবতুল্য সম্মান দিয়েছেন, আজ তার শিষ্যত্ব পাবে ভেবে একলব্য সরল মনে দ্রোণের যে কোন চাওয়া পূরণের প্রতিজ্ঞা করে বসে। দ্রোণ এটাই আশা করেছিলেন, তিনি গুরুদক্ষিণা হিসেবে একলব্যের ডান হাতের বুড়ো আঙ্গুল চেয়ে বসলেন। অথচ উনি ভালমতোই জানতেন তীর চালানোর জন্য সবচেয়ে বেসি প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে বৃদ্ধাআঙ্গুল, একজন তীরন্দাজের বুড়ো আঙ্গুল কেটে নেওয়ার অর্থ আক্ষরিক ভাবে তাকে হত্যা করার সমতূল্য।
প্রতিজ্ঞ্যাবদ্ধ একলব্য গুরু দ্রোণের ধুর্তামি শেষ মুহুর্তে বুঝতে পারলেও তার কথা রাখেন। তার বৃদ্ধাঙ্গুলি নিজহাতে কেটে সে তা গুরুদক্ষিণা হিসেবে দান করে। কিন্তু গুরু দ্রোণ এর মধ্যে একলব্যের প্রতি কোন মায়া, ভালবাসার চিহ্ন পর্যন্ত ছিল না। দ্রোণাচার্য এবার মনের শান্তিতে শিষ্যদের নিয়ে ফিরে গেলেন।
এত কিছুর পরেও একলব্য থেমে যায়নি, বার বার বাঁধা পাওয়ায় একলব্যের জেদ চেপে বসে। চার আঙ্গুলি দিয়েই আবার কঠোর সাধনা শুরু করে একলব্য। দিনের পর দিন কঠিন চর্চা করে সে নিজেকে আবার ও ছাড়িয়ে যায়। নিজের সাধনা পরিপুর্ণ হলে সে রাজ্যে ফিরে আসে।।
এইভাবেই একলব্য প্রমাণ করেছিল একলব্যরা কখনো হারিয়ে যায় না। তারা দমে যাবার পাত্র নয়। যত বাঁধাই আসুক তা যেন লক্ষ্য অর্জনের স্পৃহা কে আরো বাড়িয়ে দেয়। আর গুরুর প্রতি শিষ্যের একনিষ্ঠ ভক্তির উদাহরণ এই একলব্য। যে শুধু লড়াই করে গেছে শুধুমাত্র জাতিবিদ্বেষ এর বেড়াজাল ভেঙ্গে নিজের যোগ্যতার যাথার্থ সম্মান পেতে।  
নেট থেকে ........  মহাভারতের গল্প
 মহাভারতের গল্প
২৮|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৩০
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৩০
খায়রুল আহসান বলেছেন: মিরোরডডল বলেছেন: "এই ইনফো আমি একেবারেই অবগত না, এখন জানলাম। একলব্য শব্দের কাহিনী আমার সত্যি জানা নেই" - এবারে একলব্য নিজেই এসে জানিয়ে যাক না, তার এই নাম গ্রহণের অনুক্রমণিকা।
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৩৭
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৩৭
শায়মা বলেছেন: তিনি মনে হয় মহাভারত পণ্ডিত........
তবে ভাইয়া শিবরামের একলব্য পড়লে হাসতে হাসতে মরেই যাই আমি.......  
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৪৯
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৪৯
শায়মা বলেছেন: অডিও পেলাম একলব্যের মুণ্ডপাত
২৯|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৪২
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৪২
মিরোরডডল  বলেছেন: 
মনে পড়ছে না কখনও জানতে চেয়েছিলাম কিনা এই নিক কেনো, যদি বলেও থাকে হয়তো ভুলে গেছি।
যতদূর মনে হয়, আমি আজই প্রথম অর্থটা জানলাম।
আমিতো এখন যাচ্ছি আপু কিন্তু শুভ আসলে বলবে, মাইরগুলো একটাও মাটিতে পড়বে না।
কেনো এতো কঠিন নিক নিয়েছে 
খেলাঘরকেও তুমি একটা হিটলার লুক দিয়েছো।
আমি যেমনটা মনে করি তার সাথে তোমার এই ছবির কোন মিল নেই 
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৫১
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৫১
শায়মা বলেছেন: হা হা  না সে কখনও বলেনি কেনো এই নিক নিয়েছে। 
তবে আমি জানি শুভ নিকটা যেন সবাই ভুলে যাই তাই নতুন করে এই নিক নেওয়া। 
কেনো নিয়েছে সেটা সে বলবে না কিন্তু আমি আঁচ করছি। যেহেতু সে বলবে না তাই বলতে পারলাম না। 
আর কার হিটলার লুক!!!!!!!!!  
৩০|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৪৪
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৪৪
মিরোরডডল  বলেছেন: 
মহাভারতে আমার কোন আগ্রহ নেই আপু।
থ্যাংকস এনিওয়ে।
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৫২
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৫২
শায়মা বলেছেন: মহাভাতরে আগ্রহ নেই বলেই তো এই নাম অজানা ছিলো তোমার।
এই নাম মহাভারত থেকে। 
৩১|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৪৭
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৪৭
মিরোরডডল  বলেছেন: 
ভালো থেকো আপু।
এঞ্জয় ব্লগিং।
good night.
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৫২
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৫২
শায়মা বলেছেন: ওকে মিররমনি!!! আমি ঘুমে পড়ে যাচ্ছি। কাল যদি আরও ছবি আঁকি এড করে দেবো। 
৩২|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৫৯
২৩ শে জুন, ২০২৪  রাত ১২:৫৯
খায়রুল আহসান বলেছেন: একলব্য সম্পর্কে বিশদ একটি পৌরাণিক তথ্য নেট থেকে নিয়ে এখানে পরিবেশন করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার এ মন্তব্যটি পড়ে এখন বুঝতে পারছি, একলব্যের ছবিটা আপনি কেন কালো রঙে এঁকেছেন।   
  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৬:৫৭
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৬:৫৭
শায়মা বলেছেন: ভাইয়া একলব্যকে অনেকেই কালো রঙে আঁকে।
আমি আসলে নিউমার্কেট থেকে গ্রাফাইট পেন্সিল কিনে সেটা দিয়ে কি আঁকা যায় ভাবতে ভাবতে এই কাজ করেছি।
তবে বেশি কষ্ট করিনি।
নেট খুলে মানুষের মুখ স্কেচ সার্চ দিয় যেই যেই চেহারা যেই যেই ভাইয়ার মত মনে হয়েছে সেই সেই ছবি এঁকেছি। তবে কলাগাছ মাছ চায়ের কাপ এসব যোগ করেছি তাদেরকে ধাঁধায় চিনিয়ে দিতে। 
৩৩|  ২৩ শে জুন, ২০২৪  রাত ৩:৩৯
২৩ শে জুন, ২০২৪  রাত ৩:৩৯
ভুয়া মফিজ বলেছেন: মিডের খেলাঘরের পরনে চাদ-তারা মার্কা শার্ট কেন? পাকিস্তানের সমর্থক নাকি? চান্দিতে ওইটুকু চুল না থাকলে কি এমন ক্ষতি হতো? 
  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:০০
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:০০
শায়মা বলেছেন: কে পাকিস্থানের সমার্থক!!!! 
কে মিডের খেলাঘর!!!!!!!!!!!
আমি তো ছবি এঁকেছি!!!!!!!!!!!!!
ধাঁধা দিয়েছি!!!!!!!!!!!!!!!
কিত্তু বববো না!!!!!!!!!!!!!
চান্দিতে চুল আছে মনে হয়তো আমার...... তোমার মনে না হলে তুমি টাকবেল আঁকো!!!!!!!!!  
 
ছবি আপুর ভাষায় চান্দিছিলা তো এঁকেছি একটা ...... 
৩৪|  ২৩ শে জুন, ২০২৪  ভোর ৫:৩৪
২৩ শে জুন, ২০২৪  ভোর ৫:৩৪
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
ছুটিতে কাজ করতে ভালো না লাগলেও "আকামের কাম" করার মজাই আলাদা! যেমন এই ধাঁধা খানা। 
পোস্ট এবং প্রতি মন্তব্যে এমন প্যাঁচই দিয়েছেন এবং দিচ্ছেন যে তাতে বলতেই হয় - বুদ্ধি হ্যাজ  
   
 
তবে, কবে যে আপনার ঘটে "বুদ্ধি হ্যাজ"  মোটেও ছিলোনা সেটা কি আম-পাঠকেরা বলতে পারবেন ? (এটা পাঠকদের জন্যে ধাঁধা)
  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:০২
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:০২
শায়মা বলেছেন: হা হা আমার ঘটে এই বুদ্ধির ধাঁধা কেউ বলতে পারবে না ভাইয়ু!!!!!!!! 
 
৩৫|  ২৩ শে জুন, ২০২৪  ভোর ৬:৪৯
২৩ শে জুন, ২০২৪  ভোর ৬:৪৯
হাসান জামাল গোলাপ বলেছেন: বাঘ এবং আয়না - এই দুজনকে চিনতে পারলাম।
  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:১০
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:১০
শায়মা বলেছেন: গোলাপ ফুল ভাইয়া তুমি তারমানে ব্লগে চোখ কান খোলাই রাখো না। আমাদের মতন হতে হবে লেখা দেখেও মালটি চিনে ফেলতে হবে আর তারপর মনে মনে হাসতে হবে।
৩৬|  ২৩ শে জুন, ২০২৪  সকাল ১০:৪৯
২৩ শে জুন, ২০২৪  সকাল ১০:৪৯
অপু তানভীর বলেছেন: চশমা পরা মাছটা কি আমি?  
  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:১৪
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:১৪
শায়মা বলেছেন: না তোমাকে আজকে এঁকেছি। 
খুঁজে নাও খুঁজে নাও ......
৩৭|  ২৩ শে জুন, ২০২৪  সকাল ১১:০৩
২৩ শে জুন, ২০২৪  সকাল ১১:০৩
কালো যাদুকর বলেছেন: শুধু ব্লগ পড়ে, একটি চিত্র কল্পনা করে নেয়া , একটি কঠিন কাজ।
যেমন আমি চাঁদ গাজী ব্লগারের একটি ছবি মোটামুটি মনে এক নিতে পারি। এতে সুবিধা হল, উত্তর দিতে মজা লাগে। 
কিন্তু মনের সেই ছবি গুলো আবার , সুন্দর করে, ছবি হিসেবে এঁকে ফেলা একটি কঠিন কাজ বটে। আপনার অনেক গুণের মধ্যে এই গুণটির প্রশংসা করতেই হয়।
ছবি গুলো আর মন্তব্যগুলো পরে বেশ মজা পেলাম।
একটি বিষয় পরিস্কার হল- মিররডডল বেশ লেগে থাকতে পারেন। সে উত্তর বের করে তবে গিয়েছে।
কি গান গেয়েছিলেন , বলা মুশকিল, তবে গিটার দিয়েতো কোন আধুনিক গানই গাওয়া যেতে পারে।
  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:২৪
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:২৪
শায়মা বলেছেন: হা হা ভাইয়া গ্রাফাইট পেনসিল কিনে কিছু মিছু আঁকতে মন আকুপাকু করছিলো।
নেট এ সার্চ দিলাম মানুষের মুখ।
তারপর যার যার মুখ যেমন যেমন আপুনি/ ভাইয়ার মনে হলো সেই সেই মুখগুলো এঁকে মাথায় পাতা হাতে ছাতা এইসব ধরিয়ে দিলাম।  
হ্যাঁ মিররমনি রাত জেগে জেগে মনে হয় আজ সারাদিন ঘুমাচ্ছে হা হা ।
সবই গাওয়া যায় ভাইয়া গিটারে। আমার গিটার টিচার প্রথমেই আমাকে শিখিয়েছিলো পুরানো সে দিনের কথা...... আমার অপছ্ন্দের গান! 
৩৮|  ২৩ শে জুন, ২০২৪  সকাল ১১:৪৬
২৩ শে জুন, ২০২৪  সকাল ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কলাবাগানকে এঁকেছো নাকি
আমি তো ভাবছি কলার বাগান আইকা থুইয়া দিবা 
তোমার যে বুদ্ধি বইন
আমার এক বিন্দু থাকলে একজনরে আঙ্গুলের উপরে থুইয়া নাচাইতাম
  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:২৭
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:২৭
শায়মা বলেছেন: হা হা হা আপুনি!!!!!!!!!!!!!! 
হাসতে হাসতে মরলাম!!!!!!!!!
আজকের ছবিগুলো যেসন নতুন এঁকেছি এখানে কে কে খুঁজো। 
৩৯|  ২৩ শে জুন, ২০২৪  দুপুর ১২:৫২
২৩ শে জুন, ২০২৪  দুপুর ১২:৫২
ভুয়া মফিজ বলেছেন: গানটা হলো......... হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে!!!! 
  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:২৮
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:২৮
শায়মা বলেছেন: হা হা আসলেই এটা আমার অনেক প্রিয় গান......
এই গান আমি প্রাই গাই!!!!!!!!!!!!!!!!!
হা হা হা ভাইয়া!!!!!!!!!!!! কেমনে বুঝলে???
করুনাধারা আপুও নাকি এই গানই ভেবেছে!!!!!!!!!!! কি আচানক কথা!!!!!!!!!!
৪০|  ২৩ শে জুন, ২০২৪  দুপুর ১২:৫৪
২৩ শে জুন, ২০২৪  দুপুর ১২:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
ভুয়া মফিজ  (বাঘ )
মিরোরডডল  (আয়না )
নিমো (ফাউন্ডিং নিমো )
চিনেছি  হয়তো।
  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:৩২
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:৩২
শায়মা বলেছেন: হা হা ৩ টা হলো ভাইয়া।
বাকী গুলো কি হবে???
আজকের গুলোও বলো !!! 
৪১|  ২৩ শে জুন, ২০২৪  দুপুর ১:১৩
২৩ শে জুন, ২০২৪  দুপুর ১:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ১। ড. এম এ আলী
২। কায়সার চৌধুরী
৩। ভুয়া মফিজ
৪।...নিমো
৫। মিররডল
৬। একলব্য
  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:৩৩
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:৩৩
শায়মা বলেছেন: ৪ টা সঠিক বাকীগুলি বেঠিক ভাইয়া!!!!!!!!!!
৪২|  ২৩ শে জুন, ২০২৪  দুপুর ২:৫৭
২৩ শে জুন, ২০২৪  দুপুর ২:৫৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: আমি শুধু কমেন্ট পড়লাম আর বুঝতে চেষ্টা করলাম
  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:৩৪
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:৩৪
শায়মা বলেছেন: কিছু বুঝলে ভাইয়ু????
৪৩|  ২৩ শে জুন, ২০২৪  বিকাল ৩:০৪
২৩ শে জুন, ২০২৪  বিকাল ৩:০৪
করুণাধারা বলেছেন: নিমো ছাড়া সবাইকেই চিনতে পেরেছি, কিন্তু সবচেয়ে সহজ হয়েছে একলব্য আর মিডের ছবি। প্রথম ছবিটা জেনারেল সাহেবের পোশাকে আইনস্টাইন হলে বেশি ভালো হতো, কারণ এই ব্লগারের বুদ্ধির লেভেল অনেকটা আইনস্টাইনের কাছাকাছি, যদিও কেউ বুঝলো না হায়!
তুমি কি গান গাইছিলে সেটা অনেক ভেবে আন্দাজ করলাম, এখন দেখছি ভুয়া মফিজের মনেও একই গানের কথা!! পুরো গানের লিরিক্স দিয়ে দিলাম। 
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে
ঘনশ্রাবণধারা যেমন বাঁধনহারা
বাদল-বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে
দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে
হারে রে রে রে রে, আমায় রাখবে ধরে কে রে
বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে
অট্টহাস্যে সকল বিঘ্ন-বাধার বক্ষ চেরে
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে
সোর্স: Musixmatch 
বেচারা মিড, ধাঁধার উত্তর দিতে গিয়ে সারা রাত জাগতে হলো! 
  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:৩৭
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:৩৭
শায়মা বলেছেন: হা হা আসলেও আমার প্রিয় গান এইটা....... 
 
ভূয়াভাইয়া আমার রাজপুত্র ভাইয়া
সে তো মনের কথা জানবেই...... হা হা 
আজকেও কিছু ছবি এড করেছি আপুনি!!!! 
মিডমনি আসুক!!!! আজকে মনে হয় সারাদিন ঘুমাচ্ছে!!!!!!!
৪৪|  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৬:১৭
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৬:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সবগুলো উত্তর দেয়া হয়ে গেছে গুড ।
হিং টিং ছট খুলে গেছে ধাধার জট
তবে গিটার হাতে কি গাও তুমি বুঝা যাচ্ছে না ...
রুপালী গিটার ফেলে একদিন চলে যাবো দূরে হলে ভালো হতো.... 
  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:৪০
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:৪০
শায়মা বলেছেন: নতুন ছবি দিয়েছি আজ
উত্তর দাও ভাইয়ু!!!
৪৫|  ২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:৫৪
২৩ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:৫৪
করুণাধারা বলেছেন: প্রথম দুজনকে এখনও চিনতে পারলাম না।
শেষ দুজন মনে হয় ছবি আর সোহানী।
  ২৩ শে জুন, ২০২৪  রাত ৮:২০
২৩ শে জুন, ২০২৪  রাত ৮:২০
শায়মা বলেছেন: হা হা হা একটা মাত্র সঠিক উত্তর!!!! হা হা হা  
 
সোহানী আপু নহে ...... তুমি কি চকলেট স্যুটকেস ভেবেছো নাকি??? 
নহে নহে আপু এ নয় সে স্যুটকেস!
ইহা হইলো ভ্রম্যচারিনীর স্যুটকেস!!! হা হা হা 
৪৬|  ২৩ শে জুন, ২০২৪  রাত ৮:০৮
২৩ শে জুন, ২০২৪  রাত ৮:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা আমি চা আর চিনি খাই,
আকাশ খাই বাতাস খাই
প্রকৃতিও খাই
সোহানী আপুরে চিনছি
  ২৩ শে জুন, ২০২৪  রাত ৮:২১
২৩ শে জুন, ২০২৪  রাত ৮:২১
শায়মা বলেছেন: মোটেও সোহানী আপু না!!!!!!!!!!
ওয়েটিং ফর মিররমনি!!!!
সে ঠিকই চিনে ফেলবে!!!!!
তোমার চা ছবি ওয়ান লাইন ড্রইং আমার অনেক পছন্দ হইয়াছে!!!!!!!!! 
৪৭|  ২৩ শে জুন, ২০২৪  রাত ৮:১৫
২৩ শে জুন, ২০২৪  রাত ৮:১৫
গেঁয়ো ভূত বলেছেন: আমি সবগুলো জানি, কিন্তু বলবনা! 
  ২৩ শে জুন, ২০২৪  রাত ৮:২২
২৩ শে জুন, ২০২৪  রাত ৮:২২
শায়মা বলেছেন: তুমি কিত্তু দানোনা ভূত ভাইয়ু!!!!!!!!!!!
তবে তোমার ছবির আইডিয়া এসে গেছে আমার !!!!!!!!!!! হা হা হা 
গাঁয়ের পথে শেওড়া গাছে ভূত ঝুলিছে হা হা হা
৪৮|  ২৩ শে জুন, ২০২৪  রাত ৮:২৯
২৩ শে জুন, ২০২৪  রাত ৮:২৯
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করছি।
  ২৩ শে জুন, ২০২৪  রাত ৮:৩৩
২৩ শে জুন, ২০২৪  রাত ৮:৩৩
শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!
মন্তব্যগুলো পড়লে অনেক উত্তর পেয়ে যাবে.......
আজকেরগুলো অবশ্য ছবি আপুর নাম ছাড়া কারো নাম কেউ বলতে পারেনি।
সো আই এ্যম ওয়েটিং ফর মিররমনি!!! 
৪৯|  ২৩ শে জুন, ২০২৪  রাত ৮:৩৪
২৩ শে জুন, ২০২৪  রাত ৮:৩৪
খায়রুল আহসান বলেছেন: নতুন ছবির মধ্যে দ্বিতীয় টা অপু তানভীরের আর চতুর্থ টা জুনের।
  ২৩ শে জুন, ২০২৪  রাত ৮:৪৪
২৩ শে জুন, ২০২৪  রাত ৮:৪৪
শায়মা বলেছেন: হা হা ভাইয়া দুইটাই সঠিক হয়েছে!!!!!!!!!! বাপরে!!! তুমিও তো দেখছি ধাঁধা এক্সপার্ট!!!!
৫০|  ২৩ শে জুন, ২০২৪  রাত ৮:৫৭
২৩ শে জুন, ২০২৪  রাত ৮:৫৭
ঢাবিয়ান বলেছেন: ১ নাম্বার ছাড়া আর কাউকেই চিনি নাই   তয় ভুম ভাইয়ের মত আমারো প্রশ্ন শার্টে চাঁন তারা ক্যান ?  দুই পাশে শাগরেদদের ছবি আঁকলে আরেকটু জমতো
 তয় ভুম ভাইয়ের মত আমারো প্রশ্ন শার্টে চাঁন তারা ক্যান ?  দুই পাশে শাগরেদদের ছবি আঁকলে আরেকটু জমতো   
 
  ২৩ শে জুন, ২০২৪  রাত ৯:৩৪
২৩ শে জুন, ২০২৪  রাত ৯:৩৪
শায়মা বলেছেন: হা হা কি বলো ভাইয়া!!!!
কার সাগরেদ!!! কিসের সাগরেদ!!! 
সাগরেদ কারে বলে!!! 
কয়টা সাগরেদ!!!
আমাকে তো অনেক প্রশ্নের মাঝে ফেলে দিলে!!!
৫১|  ২৩ শে জুন, ২০২৪  রাত ৯:৩৩
২৩ শে জুন, ২০২৪  রাত ৯:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো হয়েছে।
  ২৩ শে জুন, ২০২৪  রাত ৯:৩৭
২৩ শে জুন, ২০২৪  রাত ৯:৩৭
শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ থ্যাংক ইউ !!!! 
৫২|  ২৩ শে জুন, ২০২৪  রাত ৯:৪৭
২৩ শে জুন, ২০২৪  রাত ৯:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আবার ও সব উত্তর দেয়া শেষ শেষ টা যে জুনাপি ওটা বুঝতে পেরেছিলাম। বজ্রমুষ্ঠির কোন ছবি দেখছি না।
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১০:৫৭
২৩ শে জুন, ২০২৪  রাত ১০:৫৭
শায়মা বলেছেন: বজ্রমুষ্ঠি আবার কে !!!
৫৩|  ২৩ শে জুন, ২০২৪  রাত ৯:৪৭
২৩ শে জুন, ২০২৪  রাত ৯:৪৭
জুন বলেছেন: হা হা হা ছবি দেখে লগ ইন না করে পারলামই না   অনেক অনেক বিজি আছি তো তাই
   অনেক অনেক বিজি আছি তো তাই 
তা  কাকুকে এমন হিটলারের মত আকলা ক্যান   আর ব্যানানা গার্ডেনকে চিঞ্চি
  আর ব্যানানা গার্ডেনকে চিঞ্চি   
  
কিন্ত স্যুটকেস হাতে আপুনিকে এমন হাফপ্যান্ট নাকি স্কাট কি পরাইলা   
  
আর মুখভরা লিপিত্তিক দেখে তো সেই মন্ত্রীর কথা মনে পরলো যার জেলায় মানুষরা অনেক সুখী, কারণ তারা সব সময় হিল আলা জুতা পরে আর সারাদিন লিপিত্তিক লাগায়   
  
অনেক মজা পাইলাম।  
+১৫
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১১:০১
২৩ শে জুন, ২০২৪  রাত ১১:০১
শায়মা বলেছেন: হা হা স্যুটকেস হাতে আপুনিকে প্রথমে শর্টস পরা এঁকেছিলাম। পরে ভাবলাম মোল্লা ছাগু পাগু হাগু ....... এসে যদি বলে দেখছেন কেমন বেতমিজ ইন্নিনিল্লাহ মহিলা স্যুটকেস হাতে আপুর মত একজন বিদুষী মহিলারে শর্টস পরায় দিসে। সেই কারণে দেখো শর্টসটাকে টেনে নামায় আবার ঢোল কম্বল প্রায় থ্রী কোয়ার্টার বানায় দিসি।   
 
আর লিপিত্তিক আবার কালো। আসলে সবই গ্রাফাইট পেন প্রাকটিস!!! 
এখন ঘোড়া রঙ করি। ডট পেইন্টিং 
৫৪|  ২৩ শে জুন, ২০২৪  রাত ৯:৫৯
২৩ শে জুন, ২০২৪  রাত ৯:৫৯
জটিল ভাই বলেছেন: 
পোস্টের লিংক ফেবুতে পাবার পর হতেই ফলো করছি। আর তখন হতে কানে কেবল নিচের গানটাই বাজছে। এনিওয়ে, শ্যামাপি'র ক্রিয়েটিভিটি নাকি কারো কমেন্ট নাকি কারো ব্লগনিকের ছবি দেখে এটা বাজছে তা জানতে চেয়ে লজ্জিত করিয়েন না.......  
  
 
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১১:০৩
২৩ শে জুন, ২০২৪  রাত ১১:০৩
শায়মা বলেছেন: হা হা হা এটা কি শুনাইলা!!!
আজকে যে ছবি দেখাইসো ভাইয়াজান আমি অন্য একটা ডেকোরেশন পিস পেইন্ট করছিলাম আর একা একা হাসছিলাম!!! আমাদের সোমা এসে বলে পাগলী হই গেছেন নাকি একা একা হাসেন কেলা??? হা হা হা
৫৫|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১০:৩৬
২৩ শে জুন, ২০২৪  রাত ১০:৩৬
ঢাবিয়ান বলেছেন: @ জটিল ভাই, আপনি ব্লগে আর  না আসলে  কি হবে , আপনার নাম  জপ করে জনৈক ব্লগার সর্বদা  জানান দেন যে এই নিকে একজন ব্লগার ব্লগে আছেন।   শুধু তাই নয় আপনি নাকি শায়মা সিন্ডিকেটের একজন  সক্রিয় সদস্য!!
 শুধু তাই নয় আপনি নাকি শায়মা সিন্ডিকেটের একজন  সক্রিয় সদস্য!! 
ব্লগ থিকা অভিমানে  বিদায় নিয়াও দেখি আপনার নিস্তার নাই নাই  
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১১:০৬
২৩ শে জুন, ২০২৪  রাত ১১:০৬
শায়মা বলেছেন: হা হা হ্যাঁ ভাইয়া ২২ জন ব্লগারের নাম বলেছে। ব্লগে লোকজনই আসে ২০ থেকে ৩০ জন তার মধ্যে ২২ নাকি আমার সিন্ডিকেট!!!
তাইলে ভাইয়ার সিন্ডিকেটে বাকী রইলো কে!!! 
৫৬|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১০:৫১
২৩ শে জুন, ২০২৪  রাত ১০:৫১
একলব্য২১ বলেছেন: ব্রিলিয়ান্ট শায়মা আপু, তুমি তো একদম শারলক হোমস হয়ে গেছ। একদম পারফেক্ট বিশ্লেষণ। ছোটবেলায় পড়া মহাভারতের এই একলব্যের চরিত্রের প্রতি আমার ভীষণ দুর্বলতা ছিল। আর তাই এই নিক নিয়েছিলাম।
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১১:০৭
২৩ শে জুন, ২০২৪  রাত ১১:০৭
শায়মা বলেছেন: সে কি আর বলতে!!! 
আমি বুঝেছিলাম তো!! আর আমি শার্লক হোমস জানোনা ????
৫৭|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১০:৫৬
২৩ শে জুন, ২০২৪  রাত ১০:৫৬
একলব্য২১ বলেছেন: কিন্তু তুমি তো হাটে হাঁড়ি ভেংগে দিলে।  
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১১:১৭
২৩ শে জুন, ২০২৪  রাত ১১:১৭
শায়মা বলেছেন: কই ভাঙ্গলাম!!!
৫৮|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১১:২৬
২৩ শে জুন, ২০২৪  রাত ১১:২৬
জটিল ভাই বলেছেন: 
@ঢাবিয়ান ভাই,
হাহাহাহাহা....... কামরূপকামাক্ষায় থাকলেও সেই খবর আমার অজ্ঞাত নহে। যদিও উহা আমার নাম জপে আদ্যবধি সিদ্ধি সিদ্ধ করিতে অপারগ বটে 
তথাপি আমার দিব্য জ্ঞাণে যতোটা জানি আপনি, জ্যাকেল ভাই প্রমুখ মাঝেমইধ্যে উহার আস্তানায় বিচরণ করিয়া থাকেন, তাহাতেও কোনোরূপ আতাত প্রকাশ্য নহে  শত হোক, উহা আমার সাগরেদ। গুরু নাম জপ চলমান রাখা উহার অবিচ্ছেদ্য কার্য বটে
 শত হোক, উহা আমার সাগরেদ। গুরু নাম জপ চলমান রাখা উহার অবিচ্ছেদ্য কার্য বটে  
  
 
@শ্যামাপি,
তোমার মতো আমারও হাহাপেব্যা  যদিও ফিডব্যাক টিটব্যাকের অপেক্ষায় আছি
 যদিও ফিডব্যাক টিটব্যাকের অপেক্ষায় আছি 
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১১:২৮
২৩ শে জুন, ২০২৪  রাত ১১:২৮
শায়মা বলেছেন: কিসের ফিডব্যাক? 
ধাঁধার পোস্টে দেখি আমাকেই ধাঁধা দেওয়া!!!
৫৯|  ২৩ শে জুন, ২০২৪  রাত ১১:৪২
২৩ শে জুন, ২০২৪  রাত ১১:৪২
অপু তানভীর বলেছেন: টিয়া পাখি কবেই উড়ে গেছে । এর পরে আরও কত পাখি এলো গেলো ! 
  ২৩ শে জুন, ২০২৪  রাত ১১:৪৮
২৩ শে জুন, ২০২৪  রাত ১১:৪৮
শায়মা বলেছেন: হ্যাঁ তাই আমি আশেপাশে টিয়া, বক, কাক, শালিক, চড়ুই আঁকতে চেয়েছিলাম। 
৬০|  ২৪ শে জুন, ২০২৪  দুপুর ১:৩২
২৪ শে জুন, ২০২৪  দুপুর ১:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
শেষেরটা ভ্রমন কন্যা জুন আপা। 
 আর চা -পানি হচ্ছে ---ছবিতেই পরিচয়। 
চা -পানি 
  ২৪ শে জুন, ২০২৪  বিকাল ৩:৪৫
২৪ শে জুন, ২০২৪  বিকাল ৩:৪৫
শায়মা বলেছেন: হাহা সবাই সবই বলেছে শুধু মাথার জিলাপীর প্যাচ তারের ছবিটা কার কেউ বলতে পারেনি!
৬১|  ২৪ শে জুন, ২০২৪  দুপুর ১:৩৪
২৪ শে জুন, ২০২৪  দুপুর ১:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চা পানি
  ২৪ শে জুন, ২০২৪  বিকাল ৩:৪৯
২৪ শে জুন, ২০২৪  বিকাল ৩:৪৯
শায়মা বলেছেন: গুগল এসেছিলো! 
৬২|  ২৪ শে জুন, ২০২৪  দুপুর ১:৪১
২৪ শে জুন, ২০২৪  দুপুর ১:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
চা -পানি আপু 
 
  ২৪ শে জুন, ২০২৪  বিকাল ৩:৪৯
২৪ শে জুন, ২০২৪  বিকাল ৩:৪৯
শায়মা বলেছেন: হা হা একদম চা পানি আপুনি!
৬৩|  ২৪ শে জুন, ২০২৪  বিকাল ৩:০৬
২৪ শে জুন, ২০২৪  বিকাল ৩:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: #সৌরভ ভাইয়া থ্যাংকিউ সো মাচ । চায়ের ছবিগুলো একসাথে দেখতে পেলাম 
  ২৪ শে জুন, ২০২৪  বিকাল ৩:৫০
২৪ শে জুন, ২০২৪  বিকাল ৩:৫০
শায়মা বলেছেন: আমাদেরও ভালো লেগেছে! 
৬৪|  ২৪ শে জুন, ২০২৪  বিকাল ৪:০৭
২৪ শে জুন, ২০২৪  বিকাল ৪:০৭
মিরোরডডল  বলেছেন: 
এবারের ছবিগুলো সবাই বলে দিয়েছে, একটা বাকি।
মাথায় শুধু প্রশ্ন? শূন্য সারমর্ম?
এতো শুধুই প্রশ্ন করে।
  ২৪ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৬:১৮
২৪ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৬:১৮
শায়মা বলেছেন: না না মাথার ব্রেইনটা দেখো.... জীলাপীর প্যাচ..... হা হা
৬৫|  ২৪ শে জুন, ২০২৪  বিকাল ৪:১২
২৪ শে জুন, ২০২৪  বিকাল ৪:১২
সেলিম আনোয়ার বলেছেন: 
সম্মুখে যেন অথৈ সাগর
অনন্ত প্রেম তোমার আমার
মনের ভেতর, উড়ে পাখি
ডানা মেলে খোলা হাওয়ায়।
নেই যে বাধা আর কোন
তোমায় পাওয়ায়, মেলো আঁখি
সোনাপখি আমার করে তোর কর
কর হে অর্পণ, দাওগো কথা
দৃপ্ত শপথে কঠিন পণ।
বিয়োগ ব্যথা যাওগো ভুলে
অতীত পাখি আসবে না আর
চিরো অধরা গেছে চলে
এখনও আছি যে বেঁচে।
ভালোবাসা মোর নয় যে মিছে।
এবার এসোগো কাছে
পরখ কর- ভালাবাসায় হও
বদ্ধপরিকর, এবার খেলেবো
প্রণয় খেলা, দাও না কথা
বিরহ ব্যথা যাওগো ভুলে
ওষ্ঠে আমার আছে শেফা
তোমার তরে। এবার এসো
করগো পান প্রণয় সুধা মোর
নাওনা টেনে অনেক কাছে
তোমার যেথায় মনের দ্বার
ভালোবাসার ছোট্ট ঘর
সাদরে গ্রহণ করো মোরে
রাখে সেথায় যতন করে
আমার আছে খাঁটি সোনা
প্রেমের অনলে জ্বলে
তোমার আছে এক সরোবর 
পানকৌড়ি ডুব এবার হোক
এবার টানো ইতি বিচ্ছেদ জ্বালা
গাঁথবো এবার বিনে সুতোর মালা
এবার শুধু প্রেম প্রীতি প্রণয় খেলা
সারা বেলা…
তোমার এই খেলা আমার জন্য একটু কঠিন । মুষ্ঠি ছিলো আরজুপনি আপুর ... উনি অবশ্য এখন আর একটিভ নন।  ব্লগে সেরা তিন ফিমেল ব্লগার বলতে তুমি  আরজুপণি আপু আর জুনাপু । 
  ২৪ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৬:২০
২৪ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৬:২০
শায়মা বলেছেন: ওহ যারা আসেনা তাদের আঁকলে কেউ চিনবে না। আমি শুধু একটিভদেরকে এঁকেছি.... 
৬৬|  ২৪ শে জুন, ২০২৪  বিকাল ৪:৪৩
২৪ শে জুন, ২০২৪  বিকাল ৪:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
মাথায় প্যাচ , জিলাপি , তার নাকি প্রশ্ন ?
হয় জটিল ভাই নয় সারমর্ম।
  ২৪ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৬:১৯
২৪ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৬:১৯
শায়মা বলেছেন: ইয়েস!!!!! 
বাপরে!!! ভালোই তো তোমরা!!!!!!!!! আমি তো বুদ্ধির ঢেকী হয়ে গেলাম!!!
ওকে আজ রাতে আরও ছবি আনবো!!!!!!!!!
৬৭|  ২৪ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৬:৩৮
২৪ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৬:৩৮
মিরোরডডল  বলেছেন: 
মুরুব্বী মহাজাগতিক চিন্তা?
  ২৪ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:৫৩
২৪ শে জুন, ২০২৪  সন্ধ্যা  ৭:৫৩
শায়মা বলেছেন: হা হা স্বপ্নবাজ সৌরভভাইয়ু বলে দিয়েছেন।
মহা জাগতিক চিন্তাও হতে পারতো এমনই!! 
৬৮|  ২৪ শে জুন, ২০২৪  রাত ৮:০৬
২৪ শে জুন, ২০২৪  রাত ৮:০৬
মিরোরডডল  বলেছেন: 
মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার ভাইয়ুনি
যদি জটিল হয়ে থাকে, তাহলে তোমার এই ক্লু টা সঠিক হয়নি।
জটিলের সেইরকম জটিল বুদ্ধি আছে এটা ঠিক কিন্তু তাকে সেরকম প্রশ্ন করতে দেখা যায়নি।
শূন্য সারমর্ম বা মহাজাগতিক নানারকম প্রশ্ন করে পোষ্ট লেখে।
জটিলের ক্লু হতে পারতো হিজিবিজি হিজিবিজি  
 
  ২৪ শে জুন, ২০২৪  রাত ৮:২৩
২৪ শে জুন, ২০২৪  রাত ৮:২৩
শায়মা বলেছেন: শূন্য সারমর্ম ভাইয়ার কথা মাথাতেই ছিলো না..... 
তাইলে আঁকতাম .......
৬৯|  ২৪ শে জুন, ২০২৪  রাত ৮:১১
২৪ শে জুন, ২০২৪  রাত ৮:১১
মিরোরডডল  বলেছেন: 
শায়মাপু আমিতো তোমার মতো আঁকতে পারিনা কিন্তু আমার যেমন মনে হয় সেরকম একটা ছবি দিয়ে যাচ্ছি।  
 
বলো এটা কোন ব্লগার?   
 
  ২৪ শে জুন, ২০২৪  রাত ৮:২৪
২৪ শে জুন, ২০২৪  রাত ৮:২৪
শায়মা বলেছেন: কার জানিনা তবে চাঁদগাজী ভাইয়ার মনে আমি এইটা!!!!!!!!!!!! হা হা হা  
৭০|  ২৪ শে জুন, ২০২৪  রাত ৮:৪৭
২৪ শে জুন, ২০২৪  রাত ৮:৪৭
ঢাবিয়ান বলেছেন: নাহ ডল আপুর আঁকা এরকম রুপসী , তন্বী, চিকন চামেলি ফিমেল ব্লগার ব্লগে নাই   থাকলে ব্লগ ব্লগার শূন্যতায় ভুগতো না।
  থাকলে ব্লগ ব্লগার শূন্যতায় ভুগতো না।  
  ২৪ শে জুন, ২০২৪  রাত ৮:৫৩
২৪ শে জুন, ২০২৪  রাত ৮:৫৩
শায়মা বলেছেন: তাইলে মনে হয় মিররমনি নিজের ছবিই এঁকেছে। কারণ আমরা তো তাকে দেখিনি। তুমিও দেখোনি ভাইয়া। কাজেই এই কথা বলতে পারো না ঢাবিয়ান ভাইয়াজান!
৭১|  ২৪ শে জুন, ২০২৪  রাত ৯:৩৭
২৪ শে জুন, ২০২৪  রাত ৯:৩৭
করুণাধারা বলেছেন: সাড়ে চুয়াত্তর নয়তো?
  ২৪ শে জুন, ২০২৪  রাত ৯:৪০
২৪ শে জুন, ২০২৪  রাত ৯:৪০
শায়মা বলেছেন: হা হা না না সৌরভভাইয়া বলে দিয়েছে। 
৭২|  ২৪ শে জুন, ২০২৪  রাত ৯:৪৪
২৪ শে জুন, ২০২৪  রাত ৯:৪৪
করুণাধারা বলেছেন: আহা, আমি তো ডাকিনী যোগিনীর ছবি সাচুর সাথে মিলে বললাম!
  ২৪ শে জুন, ২০২৪  রাত ১০:২৫
২৪ শে জুন, ২০২৪  রাত ১০:২৫
শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!
এখন একটা ছবি আঁকলাম!!!
৭৩|  ২৪ শে জুন, ২০২৪  রাত ১১:১৪
২৪ শে জুন, ২০২৪  রাত ১১:১৪
জটিল ভাই বলেছেন: 
উঁহ....হু.....ওয়াক্...... পোস্টে ঢোকার পর হতে কেমন যেনো একটা আয়না পোড়ার গন্ধ পাচ্ছি!!!   
 
এনিওয়ে, কষ্ট করে আমাকে জটিল রূপদানে বাধিত করায় পোস্টদাতাকে আন্তরিক জটিলবাদসহ শুভ কামনা জানাই 
  ২৪ শে জুন, ২০২৪  রাত ১১:১৭
২৪ শে জুন, ২০২৪  রাত ১১:১৭
শায়মা বলেছেন: আয়না পোড়া গন্ধ!!!!!!!!!!!!! কেনে কেনে কেনে???? 
হা হা জটিল মাথার তারের ছবি ....... 
৭৪|  ২৫ শে জুন, ২০২৪  রাত ১২:২৬
২৫ শে জুন, ২০২৪  রাত ১২:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
স্কেচগুলো রনবী'র মতো ভালো হয় নাই।
  ২৫ শে জুন, ২০২৪  দুপুর ১:৫৩
২৫ শে জুন, ২০২৪  দুপুর ১:৫৩
শায়মা বলেছেন: ওকে রনবীর মত এঁকে দেবো তোমার ছবিখানা ভাইয়ু!!!!!!!!!!! 
৭৫|  ২৫ শে জুন, ২০২৪  রাত ২:২৮
২৫ শে জুন, ২০২৪  রাত ২:২৮
কালো যাদুকর বলেছেন: আবার আসলাম, কে কেমন মন্তব্য করে সেটা দেখার জন্য। শেষের টা কাভা ভাই।
  ২৫ শে জুন, ২০২৪  দুপুর ১:৫৪
২৫ শে জুন, ২০২৪  দুপুর ১:৫৪
শায়মা বলেছেন: আহারে আমার রাজীবভাইয়ুকে মনে পড়ে গেলো..... 
৭৬|  ২৫ শে জুন, ২০২৪  সকাল ৭:৩৪
২৫ শে জুন, ২০২৪  সকাল ৭:৩৪
নজসু বলেছেন: 
প্রিয় বোন, আপনার পোষ্ট পড়ার সময় মনে হয় আপনি আমাদের সামনাসামনি বসে কথাগুলো বলছেন।  আপনার লেখাগুলো পড়তে পড়তে কল্পনায় আমি আপনার একটা ছবিও এঁকেছি।  (কাগজে কলমে পারিনা তো) আপনি হলেন চঞ্চল, ছটফটে রঙিন একটা প্রজাপতির মতো।  আপনার মুখে সবসময় কথার খই ফোটে।  নিজে যেমন হাসিখুশি থাকেন, প্রিয় মানুষদেরও সমানতালে হাসি খুশি রাখেন।   সবচেয়ে আপনার প্রতিভা অন্য দশজনের মতো আমাকেও মুগ্ধ করে।  ব্যক্তির স্বভাব চুলচেরা বিশ্লেষণ করে এভাবে ছবি আঁকা চাট্টিখানি কথা নয়।  আপনার তোষামোদি করছি তা নয় বোন।  যেটা সত্যি আমি সেটাই বলি।  অনেক অনেক দোয়া রইলো আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। 
ছবিগুলো দেখলাম এবং কয়েকজনকে (সবাইকে নয়) আন্দাজ করতে পারলাম।  বললাম না এই কারণে যদি ভুল হয়ে যায়।  শুধু শেষেরটা বলি।  উনি আমাদের কাল্পনিক ভালোবাসা ভাই।  আমাদের জাদিদ ভাই। 
আপনার এই পোষ্টের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
  ২৫ শে জুন, ২০২৪  দুপুর ১:৫৯
২৫ শে জুন, ২০২৪  দুপুর ১:৫৯
শায়মা বলেছেন: ভাইয়া
তোমার মন্তব্য পড়ে বুঝতে পারছি কতখানি মন থেকে লেখা এই মন্তব্য!  
অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা ভাইয়া। 
তুমি তোমার পরিবার সকলেই অনেক ভালো থাকো আর জীবনের সকল ক্ষেত্রে সাফল্য আসুক। 
৭৭|  ২৫ শে জুন, ২০২৪  সকাল ৭:৩৭
২৫ শে জুন, ২০২৪  সকাল ৭:৩৭
নজসু বলেছেন: 
আর কমেন্ট পাঠ করে জানতে পারলাম আপনি কোন গান গাইছেন।  রবীন্দ্র সঙ্গীত এমনিতেই ভীষণ পছন্দের।  এই গানটা আমি কয়েকজনের কণ্ঠে শুনেছি।  আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে ইন্দ্রানী সেনের কণ্ঠে। 
প্রিয় বোন, আপনার কণ্ঠে এই গানটি শোনার সৌভাগ্য কি হবে? আপনার কণ্ঠের কিছু গান দিয়ে একটা পোষ্ট চাই।
  ২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:০০
২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:০০
শায়মা বলেছেন: ভাইয়া আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো গান আছে।
আচ্ছা একটা পোস্ট দেবো এরপর!!!!!!!! 
৭৮|  ২৫ শে জুন, ২০২৪  দুপুর ১:০১
২৫ শে জুন, ২০২৪  দুপুর ১:০১
মিরোরডডল  বলেছেন: 
ঢাবিয়ান বলেছেন: নাহ ডল আপুর আঁকা এরকম রুপসী , তন্বী, চিকন চামেলি ফিমেল ব্লগার ব্লগে নাই  থাকলে ব্লগ ব্লগার শূন্যতায় ভুগতো না। :`<
 থাকলে ব্লগ ব্লগার শূন্যতায় ভুগতো না। :`<
হা হা হা
ঢাবির এই কমেন্ট থেকে বোঝা গেলো ব্লগ আপুদের সম্পর্কে ঢাবির কি ধারণা।
ঢাবির ভাষায় ব্লগের সব আপুরা আজদাহা।
স্লিম কেউ নেই 
  ২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:০০
২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:০০
শায়মা বলেছেন: আমিও বুঝেছি ভাইয়া নিজেই একটা ভোটকা!!!
দাঁড়াও তার ছবিও আঁকবো আমি! হি হি হি
৭৯|  ২৫ শে জুন, ২০২৪  দুপুর ১:৫৫
২৫ শে জুন, ২০২৪  দুপুর ১:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একজন ডাকসাইটে ব্লগার। আমরা তাকে যে নাম ডাকি। 
বলুন কে ?
 
  ২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:০১
২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:০১
শায়মা বলেছেন: কে আবার!!! শিশু ব্লগার মানে শিশু শ্রেনী গাঁয়ে মানে না আপনি মোড়ল ব্লগার উনি! 
৮০|  ২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:০৯
২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
শুধু  শিশু হলে তো দাঁড়ানো , বসা , শোয়া শিশুর ছবি দিতে পারতাম।  
  ২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:১৬
২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:১৬
শায়মা বলেছেন: তাইলে কি হাঁটি হাঁটি পা পা শিশুমনি ব্লগার ভাইয়ু/আপুনি????
৮১|  ২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:২২
২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
হামাগুড়ি -- হামা
  ২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:২৭
২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:২৭
শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা একদম সঠিক!!!!!!!!!!!!
আমিও কিন্তু এটাই আঁখতে চেয়েছিলাম হামাগুড়ি দিয়ে।
তবে তুমিও আমার মতই ভেবে ফেলবে এটা বুঝিনি।
হা হা হা হা হামা ভাইয়ুকে এই জন্যই আমি হামা বেবিভাইয়ু বলি!!!!!!!!!!
৮২|  ২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:৪০
২৫ শে জুন, ২০২৪  দুপুর ২:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
আমি আঁকতে পারছি না।  পারলে এমন কিছু একটা আঁকতাম। 
 
  ২৫ শে জুন, ২০২৪  বিকাল ৩:২৫
২৫ শে জুন, ২০২৪  বিকাল ৩:২৫
শায়মা বলেছেন: মহা জাগতিক চিন্তা ভাইয়া ছাড়া কেউই না এটা....... 
আঁকো আঁকো টেরাই করো ভাইয়া।
এই ছবি আঁকা একদম সোজা!!!  
 
একটা গোল্লা ওভাল আঁকবে। তার মাথার উপরে চুল আর দুইপাশে কান দেবে। 
তারপর ঘাড় কাঁধ জামা.......
সবচেয়ে কঠিন হবে তোমার জন্য হাতটা আঁকা। বাকী সব সোজা ........ 
৮৩|  ২৭ শে জুন, ২০২৪  রাত ৮:০৬
২৭ শে জুন, ২০২৪  রাত ৮:০৬
মিরোরডডল  বলেছেন: 
করুণাধারা বলেছেন: আহা, আমি তো ডাকিনী যোগিনীর ছবি সাচুর সাথে মিলে বললাম!
সাচু মনে হয় এখনো ধারাপুর এই কমেন্ট দেখিনি।
দেখলে বুঝতে পারবে ধারাপু সাচুকে কিভাবে দেখে 
একজন নারী প্রতিকৃতির মাঝে সাচুকে দেখেছে।
আমাদের সাচু অবশ্য ছোটবেলায় ফুল কুঁড়িয়ে সেই ফুল দিয়ে মালা বানাতো 
  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:০৮
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:০৮
শায়মা বলেছেন: হা হা সাচুভাইয়ু ছোটবেলার মেয়ে মেয়ে দেখতে ছিলো তো তাই করুনাধারা আপুনিও এমনটা দেখলো! হা হা
৮৪|  ২৭ শে জুন, ২০২৪  রাত ৯:৩২
২৭ শে জুন, ২০২৪  রাত ৯:৩২
শায়মা বলেছেন: হা হা সাচুভাইয়াকে কি আমি এমনি এমনি কুটনাবুড়া বলেছি!!!!!!!!!
হা হা যাইহোক ভাইয়া আজকাল একটু ভয়ে ভয়ে আছে। বিশেষ করে আমার পোস্টগুলোতে গিয়ে মহা দুশ্চিন্তায় আছে।
  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:০৯
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:০৯
শায়মা বলেছেন: মিররমনি ফোন দিয়ে কমেন্টের জবাব দিলে কমেন্টের মত করে আসছিলো। তাই পরে আর বৃথা চেষ্টা করিনি। 
৮৫|  ২৯ শে জুন, ২০২৪  দুপুর ১২:১৬
২৯ শে জুন, ২০২৪  দুপুর ১২:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
আর ছবি কোই ?
ষ্টকে আর নেই ?
  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:১০
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:১০
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!
আঁকিনি তো!!!!!!!!!!!!!!!!
কক্সেসবাজার চিটাগাং ঘুরে এলাম!!!!!!!!!!!! 
৮৬|  ২৯ শে জুন, ২০২৪  দুপুর ২:১৬
২৯ শে জুন, ২০২৪  দুপুর ২:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: করুণাধারা আপুর অনুমানের পিছনে যুক্তি আছে।  আমি জীন, ভুত, ডাকিনী, পেত্নি, ব্ল্যাক ম্যাজিক এগুলি নিয়ে বেশী আগ্রহী দেখে উনি ঐ ডাকিনীর ছবিটার সাথে আমার মিল খুঁজে পেয়েছেন।  
ঝাড়ুটার উপরে সামনে থাকবো আমি আমার ঠিক পিছনে থাকবে মিরোরডডল, মিররের পিছনে শায়মা আপু।  ওদেরকে পেত্নির দেশ দেখাতে নিয়ে যাবো।  নিজের চোখে পেত্নিদের দেশ দেখলে জীন, পেত্নির উপর বিশ্বাস বাড়বে।   
 
আমি জীন, ভুত ভয় পাই না কিন্তু ঢঙ্গি মেয়েদের ভয় পাই।  
  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:১৩
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:১৩
শায়মা বলেছেন: একদম তাই তোমার জ্বীনভূত প্রীতি তাকে এমনটা ভাবিয়েছে। হা হা হা  
ওরে তোমার সাথে আমরা যাবো কেনো??? 
তোমার ভাঙ্গা ঝাঁড়ুতে আমরা যাবোনা 
তোমার মত জ্বীনভূত ভুই পেতে আমরা পারবো না
করবো নাতো কোনোদিনও বিশ্বাসও!!!!!!!!!!!!
তুমি ঢঙ্গী মেয়েদেলকে ভুই পাও। আহা আহা আহা তুমি নিজে কম ঢঙ্গীবুড়া???
৮৭|  ২৯ শে জুন, ২০২৪  বিকাল ৩:১৯
২৯ শে জুন, ২০২৪  বিকাল ৩:১৯
শায়মা বলেছেন: সফরে আছি। মোবাইল দিয়ে কিছু লিখতে পারি না এখানে।
৮৮|  ২৯ শে জুন, ২০২৪  বিকাল ৩:২২
২৯ শে জুন, ২০২৪  বিকাল ৩:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভয়ে পালাইসে মনে হয়। এখন বলে সফর।
  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:১৪
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:১৪
শায়মা বলেছেন: আমি এই কমেন্ট পড়ে কক্সোবাজারের সমুদ্দুর তটের ছবি দিতে চেয়েছিলাম। অপুভাইয়ুকে ফেসবুকে জিগাসাও করেছিলাম কেমনে ফোন থেকে ছবি দেয়? পালিনি!!!!!!!!!!!!!!   
  
আমি পালাবো ভয়ে!!!!!!!!!!!!!!!!!! ওলে লে লে লে কত হাতী গেলো তল আর ঘোড়া গেলো তল আর মশার লাগান সাচু ভাইয়ু বলে আমি নাকি পালাইসি!!!!!!!!!!
  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:৪৯
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:৪৯
শায়মা বলেছেন: 
এই নাও তফলেল তবি......
আরেকটা দিয়েছিলাম পরে মুছে এইটা দিলাম। 
৮৯|  ০১ লা জুলাই, ২০২৪  রাত ১২:২৭
০১ লা জুলাই, ২০২৪  রাত ১২:২৭
মিরোরডডল  বলেছেন: 
ধারাপুর অনুমান মজা লেগেছে, আর সাচুর বদান্যতা দেখেও ভালো লাগলো যে মাইন্ড খায়নি কিন্তু এটা আসলে আমি অন্য একজন ব্লগারকে মনে করে দিয়েছি। 
এ আর কেউ নয়, আমাদের প্রিয় সোহানীপু।
এই প্রতিবাদী আপুকে দেখলেই আমার মনে হয়, আপুর সাথে সবসময় একটা অদৃশ্য ঝাড়ু থাকে।
মারমুখী একটা ভাব, সুযোগ পেলেই ঝাঁটাপেটা করবে অনেকটা এরকম।
বিষয়টা একটু রেয়ার, অন্য আপুদের চেয়ে ভিন্ন, তাই কল্পনাতে এই ছবিটা আসে 
এখন আপু আমার দিকে না তেড়ে না আসলেই হয়। 
সেটা অবশ্য করবে না, কারণ ছবিতে আপুকে সুন্দর দেখাচ্ছে  
  
 
  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:১৮
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:১৮
শায়মা বলেছেন: হা হা হা হা সোহানীআপু মনে হয় জানে না এই ঝাঁড়ুওালী উইচের ছবিটা তাহার। হা হা হা ওকে আমি ফেসবুকে দিয়ে আসবো না হয়। হা হা
৯০|  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:৫৬
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৮:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো ছবি। আগেরটাও দেখতে ইচ্ছে করছে।
  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৯:০২
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৯:০২
শায়মা বলেছেন: হাহা ওকে ভাইয়ু পুরা সফরের পোস্ট নিয়ে আসবো। 
৯১|  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৯:০৫
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৯:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঐ পোস্টে মন্তব্য করবো না।  ঐ পোস্টে কী থাকবে এটা আমি অনুমান করতে পাড়ছি।  আপনার হাড়ি, পাতিল, পায়েসের পোস্টের মত হবে।  
  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৯:১১
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৯:১১
শায়মা বলেছেন: ঐ কক্সেসবাজারের পোস্টে হাড়ি পাতিল কি শুনি?? সোনাগাজীভাইয়াকে খুশি করতে এই কমেন্ট তাই না??? 
৯২|  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৯:১৬
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৯:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: সোনাগাজী সাহেবকে খুশি করার কোন ইচ্ছা নাই।  সেটা সম্ভবও না।  ওনার রাস্তা আর আমার রাস্তা সম্পূর্ণ বিপরীত।  তবে মাঝে মাঝে ভুলে মন্তব্য করে ফেলি ওনার পোস্টে।  সোনাগাজীর নাম নিয়ে এতো তেলেবেগুনে জ্বলে উঠেছেন কেন?  
  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৯:২১
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৯:২১
শায়মা বলেছেন: কারণ ভাইয়াও এমন সব আজগুবী কথা বলে পাত্তা পেতে চায়। দুনিয়ার সবাই আজেবাজে পোস্ট লিখে শায়মা হাড়িপাতিলের পোস্ট লিখে এমন সব গাজাখুরী কথাবার্তা। আর ভাইয়া সর্বশ্রেষ্ঠ সিতারা হয়ে ভালো ভালো পোস্ট লিখেন। সর্বশ্রেষ্ঠ সিতারা মন্তব্য করেন কিন্তু তবুও শুধু জেনারেল হন। তাও আবার নাকি আমার কারণে। কারণ আমি গোপন মডু।  সঙ্গদোষে তুমিও শিখেছো তাই বললাম। 
৯৩|  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৯:২৯
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৯:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার সম্বন্ধে ভুল ধারণা।  আমার সাথে ওনার কোন সখ্যতা নেই।  বরং উনি মাঝে মাঝে আমাকে ব্যাঙ্গ, বিদ্রুপ করে থাকে।  ওনার কিছু কিছু পোস্ট ভালো হয় তাই সেখানে মন্তব্য করে ফেলি ভুলে।   
আমি আজগুবি কথাও বলি না আর পাত্তাও কারও কাছে পেতে চাই না।  আমার সম্পর্কে আপনার ধারণা ভুল।
  ০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৯:৩৩
০৪ ঠা জুলাই, ২০২৪  রাত ৯:৩৩
শায়মা বলেছেন: হা হা  একই মন্তব্য কপিপেস্ট ছিলো তো তাই বলেছিলাম। ভাইয়া অবশ্য তোমারটাও কপিপেস্ট করতে পারে কারণ ঐ যে আগে বলেছিলে না তাই সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মেরেছিলো আর কি। কিছুদিন আগে একটা পোস্টে লিখছিলো শায়মা ঘনঘন মন্তব্য করছে দেখে বুঝলাম আজ সে হাড়িপাতিলের পোস্ট দেবে। হাহাহাহাহাহা ভাইয়ার মনে হয় আমার থুন্দল থুন্দল হাড়িপাতিল দেখে হিংসা হয়। তোমারও হয় তাইনা???  
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০২৪  রাত ১০:৪৮
২২ শে জুন, ২০২৪  রাত ১০:৪৮
মিরোরডডল বলেছেন:
প্রথমটা খেলাঘর।
সেকেন্ড সাচু।
থার্ড ভুম।
ফিশ ভাইয়ু কে বুঝলাম না।
প্রিয় ভাইয়ু শুভ, কিন্তু এই ইমেজ কেনো?