![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মতামতের ভিন্নতা এবং বিরুদ্ধ মতের প্রতি পারস্পরিক স্রদ্ধা থাকবে । মানুষ তার নিজের অধিকার বিষয়ে সচেতন হবে এবং অপরের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করবে।
বলছি Citizen's voice- Barguna ফেসবুক গ্রুপের কথা।
দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে সামাজিক যোগাযোগ নির্ভর সিটিজেন জার্নালিজমের প্লাটফর্ম গুলো।এর মধ্যে বরগুনা জেলা প্রশাসন ও নাগরিকদের সমন্বয় পরিচালিত গ্রুপ "সিটিজেন ভয়েজ - বরগুনা" অন্যতম।
প্রশাসন ও জনগনের এই যে মিলবন্ধন তা রীতিমত প্রশংসনীয় হয়ে উঠছে।আবার কিছু মানুষের কাছে এটা গুরুত্বহীনও বটে।কেননা সাধারন নাগরিকরাই তুলে ধরছে নানা অসংগতি আর তা চলে যাচ্ছে জনতার আদালতে। প্রশাসন কখনো স্ব উদ্দ্যোগে আবার কখনো জনমতের কারনে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।সাম্প্রতি এই প্লাটফর্ম বেশ কিছু কাজে সফল, তার মধ্যে..সুবান্দি খালের কচিরপানা পরিষ্কারে বিষয়টি সামনে নাগরিক সাংবাদিকরা এই সমস্যা নিয়ে ফেসবুকে লাইভ সম্প্রচার করে যার ফলশ্রুতিতে বরগুনার এডিসি জেনারেল সাহেবের পরিদর্শন,বরগুনায় খাল রক্ষায় আন্দোলন,উন্নত লঞ্চ সার্ভিস আন্দোলন,বিভিন্ন মেলা,সহ অনেক সফলতা রয়েছে। এছাড়াও জেলার নানা প্রান্ত থেকে সাধারন নাগরিকরা সামাজিক সমস্যা নিয়ে লিখছে, বরগুনার প্রশাসনও সমস্যা সমাধানে আন্তরিক।এমনকি মানুষ জেলা প্রশাসক অফিসের সমস্যা নিয়ে লিখলে তাও স্থান পাচ্ছে গ্রুপে।
ক'দিন আগে বগুনার এক কাউন্সিলর পৌর মেয়রের দুর্নীতি তুলে ধরে পোষ্ট দিলে ব্যাপক আলোচনায় আসে এই গ্রুপটি। আবার মেয়র সাহেবকে এর প্রতিবাদ দিতেও দেখা গেছে।অর্থাৎ এই গ্রুপটি প্রশাসন ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনতে সক্ষম হয়েছে।এর মাধ্যমে যেমন সমস্যা উঠে আসছে তেমনি সমাধানের পথও তৈরি হচ্ছে।সুশাসন নিশ্চিত করতে সামাজিক এই প্লাটফর্ম অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রশাসন ও নাগরিকদের সমন্বয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে নাগরিক সাংবাদিকতা। এ যেন এক আগামীর বাংলাদেশের সূচনা।
বরিশাল,বরগুনা, টাঙাইল,পটুয়াখালি, পাবনা সহ সকল জেলার সিটিজেন জার্নালিস্টদের জন্য শুভ কামনা।
কার্টেসি : Sohag Biswas ও সিটিজেন জার্নালিস্ট টিম - বরগুনা জেলা।
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০
তৃণমূেলর কথা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালো উদ্যোগ
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০১
তৃণমূেলর কথা বলেছেন: ধন্যবাদ.। এখানে দেখুনঃ
https://web.facebook.com/groups/CitizensVoiceBarguna/?fref=nf
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭
প্রশ্নবোধক (?) বলেছেন: ভাল উদ্যোগ । কিন্তু চাপে বা মাপে হলুদ ভাব না ধরলেই বাচি।
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩
তৃণমূেলর কথা বলেছেন: এরা কেউই পেশাদার না। নিজের খেয়ে বনের মোষ তাড়ায় .। দেখতে পারেন.।
https://web.facebook.com/groups/CitizensVoiceBarguna/?fref=nf
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯
রায়হানুল এফ রাজ বলেছেন: "সিটিজেন ভয়েজ - বরগুনা"র জন্য শুভকামনা।