![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের দৈনন্দিন ব্যবহারের ফলে এবং সাহিত্যে নতুন নতুন অর্থে শব্দ প্রয়োগের কারণে প্রতিনিয়তই যে কত শব্দের অর্থে পরিবর্তন ঘটছে, তা হিসাব করা দুরূহ। যেমন ধরুন :
সংস্কৃত উদ্বেল মানে বেলাভূমি অতিক্রান্ত, কূলাতিক্রান্ত। নদ-নদীর সীমা বন্ধন হলো বেলাভূমি, আর এ বেলাভূমি না মেনে প্লাবিত হওয়াই উদ্বেল। কিন্তু বাংলায় ঢোকার পর উদ্বেল শব্দটির সঙ্গে আর নদ-নদীর বেলাভূমি প্লাবিত হবার কোনো সম্পর্ক নেই। বরং এখন উদ্বেগ এককভাবে হৃদয়ঘটিত (প্রেম, বাৎসল্য, শোক, আনন্দ ইত্যাদি) ব্যাপার হয়ে হয়ে গেছে।
সংস্কৃত থেকে উদ্ভট শব্দটি বাংলায় ঢোকার পর কেন যে এতোই উদ্ভট আচরণ শুরু করেছে, তা নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে। কারণ সংস্কৃত ভাষায়, উদ্ভট শব্দটির অর্থ হলো মহাশয়, মহাত্মা, উদ্ধার, দুর্মদ, দুর্ধর্ষ, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট ইত্যাদি। অথচ বাংলায় কিনা এটার অর্থ হলো অদ্ভুত, আজগুবি আর অসম্ভব। সংস্কৃত ভাষার মহাত্মারা কেন যে বাংলায় ঢুকে উদ্ভট হয়ে গেলেন, তা বোঝা বড়ই কঠিন। (চলবে)
২| ২১ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:১০
ডঃ আইজউদ্দিন বলেছেন: ১ প্রতিভা আর সময়ের অপচয়ের কারনে
৩| ২১ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৩১
সাইমুম বলেছেন: আইজু : কথাটি তোমার ব্যাপারেও সমভাবে প্রযোজ্য।
৪| ২১ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৩২
ডঃ আইজউদ্দিন বলেছেন: কেলাস টুর আবার প্রতিভা। কিয়ের লগে কি?
৫| ২১ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৩৬
সাইমুম বলেছেন: কেলাম টু? ইটস নট ফ্যাক্টর। আমার এক ড্রাইভার বন্ধু জোর গলায় বলতো : আমি অশিক্ষিত। কারণ চার কেলাসের বেশি পড়তে পারি নাই। মাগার এমএ পাস।
৬| ২১ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:৪৯
অচেনা বাঙালি বলেছেন: আবারো ৫।
প্রত্যেক পর্বেই নূতন নূতন জিনিস জানছি।
আচ্ছা বস নূতন আর নতুন এর অর্থের মধ্যে পার্থক্য আছে?
৭| ২১ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:০৫
সাইমুম বলেছেন: অচেনা বাঙালি: আছে। নূতন হলো সংস্কৃত আর নতুন হলো বাংলা। আবার নতুনকে চলতি ভাষা আর নুতন বা নূতন সাধু ভাষা হিসেবে ধরা হয়। এটাকে নোতন নামেও লেখা যায়। মধ্যযুগে লোখা হতো নত্তুন।
নতুনের অনেক অর্থ আছে। সাধারণ অর্থ হচ্ছে যা পুরনো নয় বা যা আনকোঁড়া। আবার 'নতুন' যৌবন অর্থেও ব্যবহৃত হয় (দেখা হইল নারে শ্যাম আমার এই নতুন বয়সের কালে)। ধন্যবাদ।
৮| ২১ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:২২
অচেনা বাঙালি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
এখন থেকে নতুনই ব্যবহার করব।
খাঁটি বাংলা শব্দ।
৯| ২১ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:২৩
সাইমুম বলেছেন: অচেনা : তোমাকেও ধন্যবাদ।
১০| ২১ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৪৬
ডঃ আইজউদ্দিন বলেছেন: আমি মনে হয় তাইলে কেলাস টেন পাস
১১| ২১ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৪৯
সাইমুম বলেছেন: তাইলে কয় ডাবল প্রমোশন পাইলা আইজু?
১২| ২১ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৫০
ডঃ আইজউদ্দিন বলেছেন: হেটা কমুনা মাগার আজকা থেকে কেলাস টেনের খেলা।ব্লগবাসী সাবধান
১৩| ২১ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৫৮
সাইমুম বলেছেন: তোমার কেলাস টেনের খেলা দেখার অপেক্ষায়। কারণ শকুনও আকাশে উড়বো আর বাজপাখিও আকাশে উড়বো। কিন্তু দুইজনের দৃষ্টিতে ব্যবধান থেকেই যাবে।
১৪| ২১ শে আগস্ট, ২০০৭ রাত ১০:০৩
ডঃ আইজউদ্দিন বলেছেন: আমি কিন্তু পাখি না। আমি আসলে বেকুব কিসিমের মানুষ
১৫| ২১ শে আগস্ট, ২০০৭ রাত ১০:০৪
সাইমুম বলেছেন: হ বেকুব আর বেয়াক্কল আপন চাচাত ভাই।
১৬| ২১ শে আগস্ট, ২০০৭ রাত ১০:০৫
ডঃ আইজউদ্দিন বলেছেন: আচ্ছা বেয়াক্কল কওন যায় আমারে
১৭| ২১ শে আগস্ট, ২০০৭ রাত ১০:১০
সাইমুম বলেছেন: আইজু, তোমার চিন্তাধারা দেখছি বেশ চেকনাইওয়ালা! বেয়াক্কল কইলে তোমার যে রেংক কইম্যা যাইবো।
১৮| ২১ শে আগস্ট, ২০০৭ রাত ১০:১৩
ডঃ আইজউদ্দিন বলেছেন: র্যান্ক আচে নাকি আমার যে ভাবে আজকা এর দালাল কালকা তার দালাল উপাধী পাই আমি
১৯| ২১ শে আগস্ট, ২০০৭ রাত ১০:১৫
সাইমুম বলেছেন: আইজু : তোমার ব্রেনের মাল্টিপারপাজ ইউজ আমি উপভোগ করি।
২০| ২১ শে আগস্ট, ২০০৭ রাত ১০:১৭
ডঃ আইজউদ্দিন বলেছেন: না ইস্পেসালিটি নিতে হবেক আজকা জেনারেলে ভাত নাই
২১| ২১ শে আগস্ট, ২০০৭ রাত ১০:২১
সাইমুম বলেছেন: শুধু খেয়াল রাখবা : 'লাইন থাকলে বেলাইনও থাকবো। যুক্তির কার্বাইডে ব্লগ পাকবো'।
২২| ২১ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৫৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ৫
২৩| ২২ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:৫১
সাইমুম বলেছেন: শিপন : ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:০৫
সাইমুম বলেছেন: ধন্যবাদ আইজু। ভুলে এক পোস্ট দুইবার করে ফেলেছি।