![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারসি 'চপরাস' থেকেই বাংলা চাপরাশি শব্দের সৃষ্টি। ফারসি চপরাস মানে পদজ্ঞাপক চিহ্ন ('একটা ভাল বয় রাখিবেন, তার চাপরাস চাই' - মাহবুব উল আলম)।
কিন্তু বাংলায় চাপরাশি পদজ্ঞাপক চিহ্ন নয়। এ চিহ্ন ধারণকারীই চপরাস বা চাপরাশি। সোজা কথায়, বাংলা চাপরাশি শব্দের অর্থের সম্প্রসারণ ঘটেছে। এখন চাপরাশি মানে আরদালি, পিওন, পেয়াদা, বেয়ারা। অবশ্য বাংলায় চাপরাশি, চাপরাসি - দুটো বানানই শুদ্ধ।
রবীন্দ্রনাথ ঠাকুর চাপরাশিই লিখতেন ('তৎক্ষণাৎ চাপরাশিকে আদেশ করিলেন')। দীন বন্ধু মিত্রের 'জামাই বারিক' উপন্যাসে উল্লেখ রয়েছে, 'চাপরাস যদ্দিন, মান তদ্দিন, চাপরাস গেল মান ফুরাল।' তিনি একই বইতে চাপরাসকে চাপরাসীও লিখেছেন, যেমন 'ঘেরজামায়ে আর থানার চাপরাসী সমান।'
(চলবে)
২| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৭
সাইমুম বলেছেন: নাজিরুল হক ধন্যবাদ।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯
সাধারন বলেছেন: আপনার শব্দের পোষ্টমটে`ম সিরিজগুলো আসলেই দারুন-অনেক কিছু শেখা যায়।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪০
চতুরভূজ বলেছেন: ৫
সাইমুম ভাই, চাপরাশি শব্দের অর্থ যাই হোকনা কেন, এখানে কিছু কিছু ব্লগারকে মনে হয় তারা আমার চাপরাশি হবার যোগ্য নয়। হা হা হ. নিজের কথায় নিজেই মজা পেলাম!
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
মানুষ বলেছেন: পঞ্চপান্ডব
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
সাইমুম বলেছেন: সাধারন : ধন্যবাদ। আমি সবচেয়ে বেশি শিখতে পারছি।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯
সাইমুম বলেছেন: চতুরভূজ : সত্য কথা এভাবে বলতে নেই।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
সাইমুম বলেছেন: চতুরভূজ : সত্য কথা এভাবে বলতে নেই।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
সাইমুম বলেছেন: চতুরভূজ : সত্য কথা এভাবে বলতে নেই।
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৫
সাইমুম বলেছেন: মানুষ : ধন্যবাদ।
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫
আই.কিউ. বলেছেন: ভালো লাগলো, তবে সিরিজগুলো একঘেয়ে
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৬
রিজভী বলেছেন: ৫
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৪
সাইমুম বলেছেন: আই.কিউ. : ধন্যবাদ।
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৫
সাইমুম বলেছেন: রিজভী : ধন্যবাদ।
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৫
নাম্বারহীন বলেছেন: সাইমুম বেতন পাইসো? আর তুমি অফিস বাদ দিয়া কপি পেষ্ট ব্লগাও কেন?
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৭
ত্রিভুজ বলেছেন: ৫ এ একে ৫
৫ দুগুনে ৫ (পাঁচ এর বেশী দেয়ার সিষ্টেম নাই তাই
সাথে +++
বই বের হতে মনে হয় বেশী দেরী নাই সাইমুম ভাই... বইটার প্রথম ক্রেতা কিন্তু আমি হবো ।
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৯
সাইমুম বলেছেন: ত্রিভুজ : তাই নাকি?
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২০
সংস্থাপক বলেছেন: ত্রিভুজের মন্তব্যে ৫
কে এই বই পড়বে বুজলাম
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২২
নাম্বারহীন বলেছেন: হ লোকজন অভিধান না কিনা সাইমুমের লাদি কিনবো? স
২০| ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪৫
আবূসামীহা বলেছেন: ৫
২১| ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৫
সাইমুম বলেছেন: আবূসামীহা : ধন্যবাদ।
২২| ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৭
সাদেক সামি বলেছেন: সাইমুম ভাই আপনার থেকে কয়েকটা বই ধার দেয় যাবে? ফেরৎযোগ্য
২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৮
সাদেক সামি বলেছেন: চাপরাসী নয়
২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৯
সাইমুম বলেছেন: সাদেক সামি : কিছু সংস্কৃত বই ধার দেয়া যাবে। কারণ ওগুলো আমি বুঝি না!!!!
২৫| ০৯ ই মার্চ, ২০১২ রাত ৮:৩৪
শরীফ হোসেন সাঈদ বলেছেন: ধন্যবাদ সাইমুম ভাইকে। হাতের কাছে বাংলা ডিকশনারী ছিলনা, আপনার পোষ্টটা কাজে লাগল। +++++
০৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪২
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬
নাজিরুল হক বলেছেন: ৫