![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা ভাষায় ব্যবহৃত 'সই' শব্দের মূল একাধিক ভাষা। এ কারণে সই শব্দটি দিয়ে শুধু বান্ধবী বোঝায় না।
বাংলা 'সই' শব্দটির মূল সংস্কৃত 'সখী'। শব্দটির বিবর্তন এ রকম : সংস্কৃত সখী > প্রাকৃত > সহী > সই।
এই সই শব্দের অন্য অর্থগুলি হচ্ছে সঙ্গী, সঙ্গিনী, বয়স্যা (তোরা কেনে সখি! বলিস রাধার জয়, তোরা বলগো সই! শ্যামচাঁদের জয় -- দাশরথি রায়; শরমে সরমা সই মরিলা - মধুসূদন দত্ত)।
আবার আরবি 'সহীহ্' থেকে বাংলায় যে সই শব্দটি এসেছে, তার অর্থ স্বাক্ষর, দস্তখত। আর 'টিপসই' অর্থ হাতের বুড়ো আঙ্গুলের মাথার ছাপ।
আরবি সহীহ্ থেকেও বাংলায় সই শব্দটি এসেছে। তবে শব্দটি সরাসরি বাংলায় আসেনি, হিন্দি ভাষার পাসপোর্ট নিয়ে বাংলায় ঢুকেছে। জ্ঞানেন্দ্রমোহন দাস শব্দটির বিবর্তন দেখিয়েছেন এভাবে : আরবি সহীহ্ > হিন্দি সহী > বাংলা সই। আরবি সহীহ্ অর্থ সমান আর বাংলা সই অর্থ উপযোগী, অনুরূপ মত। যেমন মাপসই। আবার এই সই শব্দটি প্রমাণ ও পর্যন্ত অর্থেও ব্যবহৃত হয়। যেমন মাথাসই, হাতসই জল।
সংস্কৃত 'শায়ী' থেকেও বাংলায় সই এসেছে। এই সই অর্থ শায়িত, মধ্যগত, মধ্যে নিক্ষিপ্ত (তাকে জল সই করে দিলে)।
সংস্কৃত 'সহ' থেকেও বাংলায় সই শব্দটি এসেছে। এ সই ক্রিয়াপদ। এটার অর্থ সহ্য করি (এতো জ্বালা সই কি করে?)।
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৫
সাইমুম বলেছেন: আঞ্চলিক ভাষায় টার্গেট করা অর্থে সই শব্দের প্রচলন রয়েছে। এটা জানি। কারণ কৈশোর ও যৌবন কেটেছে নারায়ণগঞ্জে। ওখানে শব্দটি ডাল-ভাতের মতো সাধারণ ব্যাপার। তবে পোস্ট দেয়ার সময় তা মনে ছিল না।
বহুত বহুত ধন্যবাদ।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০০
শায়মা বলেছেন: বাপরে! সই> সহি> হাতসই পাতসই সই এর এতো মানে!
আমিও শুধুই জানতাম সই মানে সখি
ওলো সই ওলো সই
আমার ইচ্ছে করে তোদের মত
মনের কথা কই...............
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৭
সাইমুম বলেছেন: সই শব্দটি বেশ বেশ পয়মন্ত।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০২
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: শূণ্য উদরে এত ভারী বিষয় ভাল্লাগবেনা। প্রিয়তে রাখলাম। পরে পরে নেব।
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৮
সাইমুম বলেছেন: শুকরিয়া।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৪
রেজোওয়ানা বলেছেন: ভাল লাগলো লেখা।
আজ জুলভার্ন ভাইও সই' বিষয়ক একটা পোষ্ট দিয়েছে, দেখে নিতে পারেন.....
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৭
সাইমুম বলেছেন: ধন্যবাদ। তাই নাকি?
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪০
রেজোওয়ানা বলেছেন: "সই" বন্ধুত্বের আদি এক নামঃ
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৪
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
আমি এতোটাই অথর্ব যে এখনও লিঙ্ক দিতে শিখিনি।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৯
চতুষ্কোণ বলেছেন: চমৎকার পোষ্ট!
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৩৪
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৫৮
বিশেষনহীন বলেছেন: আরেকটা সই কি আছে? এইম করা। যেমন, আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে থাকে, ওরে সই কইরা ইটাডা মারছিল?