![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'আদাব' শব্দটি সাম্প্রদায়িক সংকীর্ণতার শিকার। এ দেশের হিন্দুসমাজ শব্দটি বেশি ব্যবহার করেন। সম্ভবত এ কারণে এটাকে অনেকে হিন্দুয়ানি শব্দ ভাবেন। আসলে শব্দটির মূল আরবি।
'পানি' আর 'জল' শব্দ দুটিও সাম্প্রদায়িকতার শিকার। কেউ কেউ ভাবেন 'জল' হিন্দুয়ানি শব্দ আর পানি মুসলমানী শব্দ। আসলে পানি হিন্দি শব্দ আর জল বাংলা শব্দ, যা সংস্কৃত থেকে এসেছে।
আদাব আরবি শব্দ। এটার অর্থ সালাম; নমস্কার (কেউ আদাব কেউ বন্দীগি প্রভৃতি সেলামাল্কির সঙ্গে পানের দোনা উপহার দিয়ে বাবুর অভ্যর্থনা কত্তে লাগলো - হুতোম প্যাঁচার নকসা; নরক আমার হউক মঞ্জুর, বিদায় বন্ধু লও আদাব - কাজী নজরুল ইসলাম)।
১৭ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:০০
সাইমুম বলেছেন: শুকরিয়া।
২| ১৭ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:৪৭
ময়নামতি বলেছেন: হউক আরবি, ভাবুক হিন্দুয়ানি ,আমি বেয়াদপকে আদপে রুপান্তর করিয়া বলিব আসসালামু আলাইকুম....
১৭ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৩
সাইমুম বলেছেন: শেখ সাদীকে এক বার জিজ্ঞাসা করা হয়েছিল : জনাব, আপনি এতো সুন্দর আদব (ব্যবহার) কোত্থেকে শিখেছেন?
--বেয়াদেবর কাছ থেকে। একটু থেমে শেখ সাদী বললেন, বেয়াদব যা করে আমি তা করি না।
৩| ১৭ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩২
বৈকুন্ঠ বলেছেন: আদাব শব্দটায় যে ক্যামনে হিন্দুয়ানির টিক্কা লাগলো সেইটা আসলেই একটা রহস্য আমার কাছে। আমার জানামতে একসময়ের সম্ভ্রান্ত উর্দূভাষীরা সম্ভাষন হিসাবে আদাব শব্দটাই ব্যাবহার করতো। এখনো করে কিনা জানিনা। আর আমাদের সময়ে আমরা শুধু হিন্দু টিচারদের এবং মুরুব্বিদের বলতাম আদাব। হয়তো এইভাবেই ধীরে ধীরে শব্দটা "হিন্দু শব্দে" রূপান্তরিত হৈসে। আর, ওয়াহাবীদের পেট্রোডলার খায়া কাঠমুন্সীরা ব্যাপকরূপে বিজাতীয় "আসসালামুআলাইকুম"রেই একমাত্র জায়েজ সম্ভাষন হিসাবে ঘোষনা দিসে। মজার ব্যাপার হৈল, সুশিক্ষিত, অশিক্ষিত, কুশিক্ষিত সব ধরনের ...ক্ষিতরাই বাক্যটার বিকৃত উচ্চারন করে। কেউ জাইনা, কেউ না জাইনা আবার কেউ ইষ্ঠাইল কৈরা। একবার একস্কুলের হিন্দু হেডমাস্টার সা'ব ঐ স্কুলে ডিসি সা'বের আগমন উপলক্ষে পোলাপানরে শিখাইতাসিল, " ডিসি সাহেব ক্লাস রূমে ঢুকলে তোমরা উঠে দাঁড়িয়ে বলবা স্লামালিকুঊঊঊম....." । (আমি তখন ছাত্তর আসিলাম)। হেড স্যারের কি দোষ, যখন তিনি মুসলমানদেরই বলতে শুনতেন "স্লামালিকুম"
১৭ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:০৮
সাইমুম বলেছেন: কিভাবে হিন্দুয়ানি হলো, সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই।
৪| ১৮ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১২
শিপু ভাই বলেছেন: + দিছি কিন্তু
১৮ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৬
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:৪৬
আরাফাত রহমান বলেছেন: ধন্যবাদ।