নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মীরসরাই[email protected]

সাইমুম

শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।

সাইমুম › বিস্তারিত পোস্টঃ

শব্দের পোস্টমর্টেম-১৪২ (ভেলা)

২১ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:২৪

কলাগাছ বা কাঠ ইত্যাদির মতো লঘুদ্রব্য দিয়ে তৈরি তরীই ভেলা (অকূল মাঝে ভাসিবে কে গো ভেলার ভরসায় - রবীন্দ্রনাথ ঠাকুর)।



ভেলা শব্দটির মূল সংস্কৃত 'ভেলক'। শব্দটি অবশ্য সংস্কৃত থেকে সরাসরি বাংলায় আসেনি। সংস্কৃত থেকে প্রাকৃত ভাষা হয়ে বাংলায় ভেলা শব্দটি ঢুকেছে।



হরিচরণ বন্দোপাধ্যায় শব্দটির বিবর্তন দেখিয়েছেন এভাবে : সংস্কৃত ভেলক > প্রাকৃত ভেলঅ > বাংলা ভেলা (সংসার তরিতে রাম নামে বান্ধ ভেলা - কৃত্তিবাসী রামায়ণ)।



সংস্কৃত 'ভল্ল' থেকেও বাংলায় ভেলা শব্দটি এসেছে। এ ভেলা এক ধরনের অস্ত্র বিশেষ।



আবার সংস্কৃত 'ভল্লাত' বা 'ভল্লাতক' থেকেও বাংলায় ভেলা শব্দটি এসেছে। এ ভেলা এক ধরনের গাছ ও তার ফল। গর্ভিণীর স্তনের বোঁটার কাল চিহ্নও ভেলা নামে পরিচিত।



আবার বাংলা বিশেষ্য হিসেবে আচ্ছা, বড় বা খুব অর্থেও ভেলা শব্দটি চালু রয়েছে। এ ক্ষেত্রে 'ভ্যালা' বানানটিও শুদ্ধ (বড় বাবুর কিন্তু ভ্যালা সাহস - নীলদর্পণ, দীনবন্ধু মিত্র; ভেলা মোর ধনরে! এই তো বটে - মধুসূদন দত্ত)।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেক ভাল পোস্ট। কারণ আমার গিন্নির নাম ভেলা।

২১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৯

সাইমুম বলেছেন: তাই নাকি?

২| ২১ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২২

ময়নামতি বলেছেন: গর্ভিণীর স্তনের বোঁটার কাল চিহ্নও ভেলা নামে পরিচিত।

হায়রে এটা কি কইলেন কলা গাছের একি গতি......

২১ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২৩

সাইমুম বলেছেন: অভিধানে তো এটাই লেখা আছে।

৩| ২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:০৭

শিপু ভাই বলেছেন: কলা গাছের ভেলা!!!

ভাইরে , কি কথা মনে করায় দিলেন!

২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:০৯

সাইমুম বলেছেন: কলা গাছের ভেলা!! বন্যায় কাজে লাগে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.